---Advertisement---

WBPSC Clerkship Practice Set 2024 | ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১৮

By Siksakul

Published on:

WBPSC Clerkship Practice Set 2024
---Advertisement---

WBPSC Clerkship Practice Set 2024: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Team Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBPSC Clerkship Practice Set আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBPSC Clerkship Practice Set 2024

WBPSC Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত WBPSC Clerkship পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBPSC Clerkship Practice Set in Bengali

WBPSC Clerkship পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBPSC Clerkship Practice Set 18

1. কটক শহরে অবস্থিত গবেষণাগারটিতে কি বিষয়ে গবেষণা হয়?

[A] খনিজ দ্রব্য
[B] বৈদ্যুতিক সরঞ্জাম
[C] বৈদ্যুতিক রসায়ন
[D] ধান

উঃ ধান

2. ভারতের কোন জেলাটি আয়তনে সবচেয়ে ছোট?

[A] মাহে
[B] দিউ
[C] দমন
[D] লাক্ষাদ্বীপ

উঃ মাহে

WBPSC Clerkship পরীক্ষার Free Mock Test দিতে WhatsApp গ্ৰুপে জয়েন করুন ⬇⬇

WBPSC Clerkship Practice Set 2023

3. ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নৃত্য?

[A] পাঞ্জাব
[B] গুজরাত
[C] তামিলনাড়ু
[D] মহারাষ্ট্র

উঃ গুজরাত

4. ‘কামসূত্র’ -এর রচয়িতা কে?

[A] বিশাখদত্ত
[B] বাৎস্যায়ন
[C] বসুবন্ধু
[D] হেমচন্দ্র

উঃ বাৎস্যায়ন

5. কত সালে সাহিত্য একাডেমী স্থাপিত হয়?

[A] 1952
[B] 1954
[C] 1955
[D] 1956

উঃ 1954

6. মানসবাদির কথা কে প্রচলন করেন?

[A] আকবর
[B] শেরশাহ
[C] বাবর
[D] জাহাঙ্গীর

উঃ আকবর

7. ‘লোকহিতবাদী’ কার ছদ্মনাম?

[A] গোপালহরি দেশমুখ
[B] আত্মারাম পান্ডুরঙ্গ
[C] বাল গঙ্গাধর তিলক
[D] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

উঃ গোপালহরি দেশমুখ

8. মহাকাশ থেকে পৃথিবীতে পতিত বস্তু হল—

[A] ধুমকেতু
[B] উল্কা
[C] পাথর
[D] কোনটেই নয়

উঃ উল্কা

PSC Clerkship পরীক্ষার যেকোনো আপডেট পাওয়ার জন্য Telegram চ্যানেল জয়েন করুন ⬇⬇

WBPSC Clerkship Practice Set 2023

9. ‘পৃথিবীর কসাইখানা’ নামে পরিচিত কোন স্থান?

[A] রচেস্টার
[B] নিউইয়র্ক
[C] শিকাগো
[D] ডুলুথ

উঃ শিকাগো

10. মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন—

[A] রাজ্যপাল
[B] রাষ্ট্রপতি
[C] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
[D] হাইকোর্টের প্রধান বিচারপ তি

উঃ রাজ্যপাল


JBL portable speaker

JBL Go 3: Ultra Portable Bluetooth Speaker with Pro Sound, Rugged Design, and Vibrant Teal Color – Waterproof & Type C

---Advertisement---

Related Post

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

🛕 Questions on Sikhism for competitive exams l শিখ ধর্ম: ইতিহাস, ধর্মগুরু ও চাকরির পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি

Questions on Sikhism for competitive exams: চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন WBCS, RRB Group D, SSC, বা অন্যান্য স্টেট ও সেন্ট্রাল জব এক্সাম) ধর্মীয় জিকে (General Knowledge) থেকে ...

Soil Geography for WB SLST 2025 – Chapter-Wise MCQ Part 2 – Boost your Memory

Soil Geography for WB SLST 2025: আপনি যদি WBCSSC SLST Geography 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং Soil Geography অংশে জোর দিতে চান, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। ...

WB SLST English 2025 Preparation: 50 MCQ from Act I of She Stoops to Conquer (Corrected for 2nd WB SLST)

50 MCQ from Act I of She Stoops to Conquer: Preparing for WB SLST English 2025? You’re in the right place! This blog offers a powerful resource for ...

Leave a Comment