Post Office GDS Recruitment 2024 (পোস্ট অফিস জিডিএস পদে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি জানুন) : সকল বেকার যুবক-যুবতীদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। অবশেষে ১২ই জুলাই পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেসকল প্রার্থীরা,জিডিএস অর্থাৎ পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে আবেদনের জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন, তাদের জন্য এটি একটি সুসংবাদ। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
Post Office GDS Recruitment 2024 : পোস্ট অফিস জিডিএস পদে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি জানুন
Table of Contents
নিয়োগ সংস্থা – India Post Office
পদের নাম – গ্রামীণ ডাক সেবক
শূন্যপদ – ডাক বিভাগের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, সেখানে শুধুমাত্র কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং তা কত দিন চলবে এই বিষয়ে বলা রয়েছে। কতগুলি শূন্যপদ রয়েছে সেই বিষয়ে আগামী ১৫ই জুলাইয়ের মধ্যে সবকিছু পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করা হবে। তবে, অল ইন্ডিয়া গ্রামীন ইউনিয়ন এর মহাসচিব SS MAHADEVAIAH জানিয়েছেন যে, পোস্ট অফিসে প্রায় ৩৫,০০০ কর্মী নিয়োগ করা হবে (Post Office GDS Recruitment 2024)।
নিয়োগ প্রক্রিয়া – পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য কোনোরকম পরীক্ষা দিতে হয় না। এখানে শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করা হয় এবং প্রার্থীদের নিয়োগ করা হয়।
আবেদন পদ্ধতি – এখানে (Post Office GDS Recruitment 2024 l পোস্ট অফিস চাকরি 2024) প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে, তার সঙ্গে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং সবকিছু সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে।
India Post Office Jobs 2024 l GDS পদে কর্মী নিয়োগ 2024 l গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2024 l পোস্ট অফিস জিডিএস আবেদন 2024
আবেদন শুরু – ১৫ই জুলাই, ২০২৪
আবেদনের শেষ তারিখ – ৫ই আগস্ট, ২০২৪
Edit/Correction Window – ৬ই আগস্ট ২০২৪ থেকে ৮ই আগস্ট ২০২৪ পর্যন্ত।
অফিসিয়াল ওয়েবসাইট : indiapostgdsonline.gov.in
অফিসিয়াল বিজ্ঞপ্তি : Download Notification
Daily Demand Gadgets – Top Fitness Trackers on AMAZON
Top fitness tracker
Fitbit Charge 4 Fitness and Activity Tracker
Fitbit Inspire 2 Health & Fitness Tracker