---Advertisement---

Special General Knowledge MCQ in Bengali Part 03 l জেনারেল নলেজ MCQ পর্ব – ০৩

By Siksakul

Published on:

General Knowledge MCQ
---Advertisement---

General Knowledge MCQ in Bengali Part 03: আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের গুরুত্ব অপরিসীম। এটি আমাদের চারপাশের পৃথিবী সম্পর্কে সচেতনতা বাড়ায়, নতুন বিষয় সম্পর্কে জানার সুযোগ দেয়, এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে সহায়তা করে। সাধারণ জ্ঞানের সঠিক বিকাশের জন্য MCQ (Multiple Choice Questions) একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি।

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০৩ । যেটিতে গুরুত্বপূর্ণ 30 টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

General Knowledge MCQ in Bengali Part 03 l জেনারেল নলেজ MCQ পর্ব – ০৩


1. রেলওয়ে প্রটেকশন ফোর্স র নতুন DG পদে কে নিযুক্ত হলেন ?

A.গোবিন্দ মালব্য

B.অশ্বিবিনী ভাটিয়া

C.মনোজ যাদভা

D.সুরজিত পোড়ে 

উত্তর :- (C)

2. লোথাল কোন নদীর তীরে অবস্থিত ?

A.রাভি

B.ভোগাবর

C.সিন্ধু

D.ঘর্ঘরা 

উত্তর :- (B)

3. চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

A.কৌটিল্য

B.বাসসাকার

C.রাধা গুপ্ত

D.বিম্বিসার 

উত্তর :- (A)

4. ভারতের প্রথম জরুরি অবস্থা জারি হয়েছিল কত সালে ?

A.1971 সালে

B.1975 সালে

C.1962 সালে

D.1956 সালে 

উত্তর :- (C)

5. কোন তারিখে ভারতের সংবিধান কার্যকরী হয় ?

A.26 নভেম্বর,1949

B.31 ডিসেম্বর,1950

C.26 জানুয়ারি,1950

D.26 জানুয়ারি,1949 

উত্তর :- (C)

6. অ্যামিবার রেচন অঙ্গের নাম কি ?

A.ফেল্ম কোষ

B.সংকোচিত গহবর

C.দেহতল

D.নেফ্রিডিয়া 

উত্তর :- (B)

7. ভারতের মৌমাছি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

A.পুনে

B.নাগপুর

C.হিমাচল প্রদেশ

D.শিমলা 

উত্তর :- (A)

8. মৌলিক বর্ণ কি কি ?

A.লাল, হলুদ এবং সবুজ

B.হলুদ, নীল এবং সবুজ

C.নীল, লাল এবং হলুদ

D.লাল, সবুজ এবং নীল 

উত্তর :- (D)

9. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ?

A.যোগ জলপ্রপাত

B.কুঞ্চিকল জলপ্রপাত

C.চিত্রকুট জলপ্রপাত

D.ধুয়াধর জলপ্রপাত 

উত্তর :- (B)

10. ব্ল্যাক ফুট ডিজিজ রোগ কিসের প্রভাবে হয় ?

A.আর্সেনিক

B.পারদ

C.বায়ু দূষণ

D.ক্যাডমিরাম 

উত্তর :- (A)

জেনারেল নলেজ MCQ l সাধারণ জ্ঞান MCQ বাংলা l General Knowledge Practice Bengali

আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com

11. ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?

A.ব্রিটেন

B.সুইডেন

C.জার্মানি

D.মার্কিন যুক্তরাষ্ট্র 

উত্তর :- (D)

12. ‘মেঘনাথবধকাব্যটি রচয়িতা কে ?

A.বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

B.মাইকেল মধুসূদন দত্ত

C.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

D.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

উত্তর :- (B)

13. ‘অপরাজিতাকার ছদ্মনাম ?

A.রাধারানী দেবী

B.আশাপূর্ণা দেবী

C.সমরেশ বসু

D.ভবানী মজুমদার 

উত্তর :- (A)

14. দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত ?

A.দৌড়বাজ

B.টেবিল টেনিস

C.জিমনাস্টিক

D.ব্যাডমিন্টন 

উত্তর :- (C)

15. W. h=_____ জুল ।

A.100 J36 J

B.3600 J

C.1000 J 

উত্তর :- (C)

16. হর্ষচরিতকার রচনা ?

A.বানভট্ট

B.কালিদাস

C.কৌটিল্য

D.হর্ষবর্ধন 

উত্তর :- (A)

17. তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন ?

A.তাজউদ্দীন ইলদিজ

B.মহম্মদ ঘোরী

C.ইলতুৎমিস

D.পৃথ্বীরাজ চৌহান 

উত্তর :- (D)

18. গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয় ?

A.কপার

B.ম্যাগনেসিয়াম

C.অ্যালুমিনিয়াম

D.জিংক 

উত্তর :- (B)

19. কোন দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় ?

A.1 লা মে

B.21 শে ফেব্রুয়ারি

C.28 শে ফেব্রুয়ারি

D.22 শে এপ্রিল 

উত্তর :- (B)

20. সম্প্রতি একনাথ শিন্ডে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ?

A.মহারাষ্ট্র

B.ত্রিপুরা

C.মনিপুর

D.কেরালা 

উত্তর :- (A)

21. ‘জিরো আওয়ারবলতে কোন সময়কে বোঝায় ?

A.12pm-1pm

B.12am-1am

C.11am-12pm

D.11pm-12am 

উত্তর :- (A)

22. বর্তমান ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ?

A.ভাকরা নাঙ্গাল

B.কোয়েনা

C.সিদ্রাপং 

D.পাঞ্চৎ 

উত্তর :- (B)

23. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককের কি বলে ?

A.নিউরন

B.ভেন্ট্রিকল

C.নেফ্রন

D.মেনিনজেস 

উত্তর :- (A)

24. কোন গভর্নর জেনারেলের সময় 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ হয় ?

A.লর্ড উইলিয়াম বেন্টিং

B.লর্ড ওয়ারেন হোস্টিংস

C.লর্ড ক্যানিং

D.লর্ড ডালহৌসি 

উত্তর :- (C)

25. কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেন ?

A.ইভান উইলিয়ামস

B.চার্লস ব্যাবেজ

C.বিল গেটস

D.ডগলাস এঙ্গেলবার্ট 

উত্তর :- (D)

26. পন্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন ?

A.সেতার

B.তবলা

C.বাঁশি

D.সানাই 

উত্তর :- (A)

27. বায়ুমন্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় ?

A.ট্রপোস্ফিয়ার

B.এক্সোস্ফিয়ার

C.আয়োনোস্ফিয়ার

D.স্ট্রোটোস্ফিয়ার 

উত্তর :- (C)

28. বীজহীন ফল উৎপাদনে কোন হরমোন সাহায্য করে ?

A.অক্সিন

B.ইথিলিন

C.জিব্বেরেলিন

D.সাইটোকাইনিন 

উত্তর :- (A)

29. কত খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা হয় ?

A.1930 খ্রিস্টাব্দে

B.1927 খ্রিস্টাব্দে

C.1929 খ্রিস্টাব্দে

D.1928 খ্রিস্টাব্দে 

উত্তর :- (C)

30. ‘থমাস কাপকোন খেলার সঙ্গে যুক্ত ?

A.টেবিল টেনিস

B.ব্যাডমিন্টন

C.ক্রিকেট

D.বাস্কেটবল 

উত্তর :- (B)

আগের পর্ব –

⦿ জেনারেল নলেজ MCQ পর্ব – ০২

---Advertisement---

Related Post

Competitive Reasoning MCQ Questions and Answers: Key to Success in Exams

Competitive reasoning MCQs play a crucial role in assessing a candidate’s logical aptitude, problem-solving capabilities, and analytical skills during various exams. These questions are designed to evaluate how ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-10 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-10 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-10(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-১০। এই সেটে সাধারণ ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-9 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-9 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-9(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ ...

BEL Recruitment 2025: Apply Now for 137 Trainee & Project Engineer Vacancies!

BEL Recruitment 2025: Bharat Electronics Limited (BEL), a leading government-owned electronics company under the Ministry of Defence, has announced recruitment for 137 temporary positions at its Product Development ...

Leave a Comment