---Advertisement---

WBP & KP M.C.Q in Bengali Part – 03

By Siksakul

Updated on:

WBP & KP M.C.Q in Bengali Part - 03
---Advertisement---

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে WBP & KP M.C.Q in Bengali Part – 03, যেটিতে গুরুত্বপূর্ণ 25 টি WBP & KP M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের WBP & KP চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

WBP & KP M.C.Q in Bengali Part – 03

1. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি ?

A. ডলফিন

B. তিমি

C. হাঙ্গর

D. ইলিশ

 উত্তর :- (A)

2. মাম্পস রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয় ?

A. মাথা

B. কান

C. গলা ও গাল

D. লিভার

 উত্তর :- (C)

3. কোন গ্যাস সবচেয়ে হালকা ?

A. অক্সিজেন

B. নাইট্রোজেন

C. হাইড্রোজেন

D. মিথেন

 উত্তর :- (C)

4. চিপকো কথার অর্থ কে ?

A. বেঁধে রাখা

B. জড়িয়ে ধরা

C. আটকে রাখা

D. ছেড়ে দেওয়া

 উত্তর :- (B)

5. প্রকৃতির আঁচল কাকে বলা হয় ?

A. মরুভূমি

B. জলাশয়

C. মাটি

D. অরণ্য

 উত্তর :- (D)

6. ভারতের মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

A. রাজামুন্দ্রীতে

B. চেন্নাইয়ে

C. নাগপুরে

D. এর্নাকুলামে

 উত্তর :- (D)

7. ভারতের শেষ নোবেল পুরষ্কার বিজয়ী কোন বিষয়ে নোবেল পান ?

A. রসায়ন

B. পদার্থবিজ্ঞান

C. সাহিত্য

D. অর্থনীতি

 উত্তর :- (D)

8. পানীয় জলে প্রধান বিষ কি ?

A. আর্সেনিক

B. ক্লোরাইড

C. পটাশিয়াম

D. নাইট্রেট

 উত্তর :- (A)

9. On the path of Liberation – বইটি কার লেখা ?

A. ভগৎ সিং

B. সরোজিনী নাইডু

C. সি রাজাগোপালাচারী

D. জহরলাল নেহেরু

 উত্তর :- (A)

10. DVC কবে প্রতিষ্ঠিত হয় ?

A. ১৯৪৫ সালে

B. ১৯৫৬ সালে

C. ১৯৪৮ সালে

D. ১৯৫২ সালে

 উত্তর :- (A)

11. কোন দেশকে Lady of Snow বলা হয় ?

A. কানাডা

B. রাশিয়া

C. জার্মানি

D. পর্তুগাল

 উত্তর :- (A)

12. ইতিহাস খ্যাত বীরবলের আসল নাম কি ছিল ?

A. বীরেশ্বর

B. বিষ্ণু দাস

C. বৈরাম খাঁ

D. মহেশ দাস

 উত্তর :- (D)

13. কোন রাজার আমল থেকে ভারতে হুন আক্রমণ হয় ?

A. সম্রাট অশোক

B. সমুদ্র গুপ্ত

C. স্কন্দগুপ্ত

D. শশাঙ্ক

 উত্তর :- (C)

14. উচ্চ জন্মহার নিম্নোক্ত কোন বিষয়টির সঙ্গে সম্পর্ক যুক্ত ?

A. মহিলা স্বাক্ষরতার উচ্চহার

B. মহিলা স্বাক্ষরতার নিন্মহার

C. পুরুষ স্বাক্ষরতার নিন্মহার

D. উপরের একটিও নয়

 উত্তর :- (B)

15. নিন্মের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত ?

A. নাইট্রোজেন

B. নাইট্রাস অক্সাইড

C. নাইট্রিক অক্সাইড

D. মিখাইল আইসোসায়ানেট

 উত্তর :- (B)

16. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত ?

A. হেগ

B. ওয়াশিংটন

C. প্যারিস

D. টোকিও

 উত্তর :- (A)

17. ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে ?

A. কল্পনা দত্ত

B. কনকলতা বড়ুয়া

C. মাতঙ্গিনী হাজারা

D. প্রীতিলতা ওয়াদ্দেদার

 উত্তর :- (D)

18. কোভিড পারফরম্যান্স সূচি অনুযায়ী ভারতের স্থান কত ?

A. ৮৫ তম

B. ৮৬ তম

C. ৮৮ তম

D. ৯২ তম

 উত্তর :- (B)

19. ইকতা প্রথা কে রদ করেছিলেন ?

A. আলাউদ্দিন খলজি

B. ইলতুৎমিস

C. গিয়াস উদ্দিন বলবন

D. মহম্মদ বিন তুঘলক

 উত্তর :- (A)

20. শেরশাহের সমাধি সৌধ কোথায় রয়েছে ?

A. দিল্লিতে

B. পাঞ্জাবে

C. বিহারে

D. গুজরাটে

 উত্তর :- (C)

21. কোণার্ক সূর্য মন্দির অবস্থিত-

A. ওড়িশা

B. মধ্যপ্রদেশ

C. বিহার

D. ঝাড়খণ্ড

 উত্তর :- (A)

22. দক্ষিণ রেলওয়ের সদর দফতর-

A. চেন্নাই

B. কলকাতা

C. মহারাষ্ট্র

D. কর্ণাটক

 উত্তর :- (A)

23. পূর্ব রেলওয়ের সদর দফতর-

A. আলিপুরদুয়ার

B. জলপাইগুড়ি

C. কলকাতা

D. কোনোটিই নয়

 উত্তর :- (C)

24. মহিপালের সভাকবি কে ছিলেন-

A. সোমদেব

B. বাণভট্ট

C. রবিকীর্তি

D. রাজশেখর

 উত্তর :- (D)

25. মিরান্ডা কোন গ্রহের উপগ্রহ –

A. বৃহস্পতি

B. শনি

C. ইউরেনাস

D. শুক্র

 উত্তর :- (C)

---Advertisement---

Related Post

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Classical Dances of India: ভারতের ধ্রুপদী নৃত্যের তালিকা ও প্রধান নৃত্যশিল্পী

ভারতের সংস্কৃতি তার বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য পরিচিত, এবং ধ্রুপদী নৃত্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন ঘটায়। এই ...

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Leave a Comment