Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভৌতবিজ্ঞান কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন উত্তর (Physical Science MCQ in Bengali Part 03 For All Competitive Exam) ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
Physical Science MCQ in Bengali Part 03 For All Competitive Exam l ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর পর্ব 03
1) চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই কেন?
a) চাঁদে কোনো জীব নেই
b) চন্দ্রপৃষ্ঠ অসমতল
c) চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষমতা কম
d) চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে
উত্তর :- চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষমতা কম
2) ফিউজ তারের পদার্থটির বিশেষত্বতা থাকে –
a) নিম্ন গলনাঙ্ক
b) উচ্চরোধ
c) উচ্চ স্থিতিস্থাপকতা
d) উচ্চ গলনাঙ্ক
উত্তর :- নিম্ন গলনাঙ্ক
3) শব্দের প্রাবল্যের একক হল-
a) জুল / সেমি
b) নিউটন
c) ডেসিবল
d) ক্যান্ডেলা
উত্তর :- ডেসিবল
4) প্লবতা কোন দিকে কাজ করে?
a)পার্শ্বমুখে
b) নিম্নমুখে
c) ঊর্ধ্বমুখে
d) উভয়মুখে
উত্তর :- ঊর্ধ্বমুখে
5) অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়?
a) তড়িৎ প্রবাহমাত্রা
b) পরিবাহীর রোধ
c) বিভব প্রভেদ
d) তড়িৎ চুম্বকের মান
উত্তর :- তড়িৎ প্রবাহমাত্রা
6) X রশ্মির আধান কত?
a) শূন্য বা নিস্তড়িৎ
b) এক একক ধনাত্মক আধান
c) এক একক ঋণাত্মক আধান
d) দুই একক ধনাত্মক আধান
উত্তর :- শূন্য বা নিস্তড়িৎ
7) কিলোওয়াট ঘন্টা কোন ভৌতরাশির একক?
a) তড়িৎক্ষমতা
b) তড়িৎপ্রবাহ
c) বিভব প্রভেদ
d) তড়িৎ শক্তি
উত্তর :- তড়িৎ শক্তি
8) প্রিজমের ক’টি ত্রিকোণাকার তল থাকে?
a) 2 টি
b) 3 টি
c) 4 টি
d)5 টি
উত্তর :- 2 টি
9) হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি?
a) আকাশী
b) নীল
c) লাল
d) বেগুনী
উত্তর :- নীল
10) পুরোনো দিনের বিজ্ঞানকে বলে –
a) ওসানোলজি
b) ক্রমোলজি
c) ক্রনোলজি
d) গ্যায়েন্টোলজি
উত্তর :- ক্রনোলজি
11) পারদ ছাড়া তরল ধাতু হল-
a) গ্যালিয়াম
b) রেডিয়ান
c) হারমোনিয়াম
d) প্যালাডিয়াম
উত্তর :- গ্যালিয়াম
12) W.h কিসের একক?
a) তাপমাত্রা
b) তড়িৎশক্তি
c) তড়িৎপ্রবাহ
d) জলসম
উত্তর :- তড়িৎশক্তি
13) বয়েলের সূত্রে কোনটি ধ্রুবক থাকে?
a) উষ্ণতা
b) গ্যাসের আয়তন
c) গ্যাসের চাপ
d) সবকটি
উত্তর :- উষ্ণতা
14) পারদের হিমাঙ্ক কত?
a) -50°C
b) -20°C
c) -49°C
d) -39°C
উত্তর :- -39°C
15) SI পদ্ধতিতে তড়িতাধানের একক কি?
a) অ্যাম্পিয়ার
b) ভোল্ট
c) কুলম্ব
d) জুল
উত্তর :- কুলম্ব
16) বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে বলে-
a) পারমাণবিক তাপ
b) তাপগ্রাহিতা
c) আপেক্ষিক তাপ
d) লীন তাপ
উত্তর :- তাপগ্রাহিতা
17) চাপ সঞ্চালনের নীতি কী নামে পরিচিত?
a) হেনরীর সূত্র
b) নিউটনের সূত্র
c) পাস্কালের সূত্র
d) চার্লসের সূত্র
উত্তর :- পাস্কালের সূত্র
18) ব্যারোমিটারে পারদের উত্থান নির্দেশ করে –
a) ভালো আবহাওয়া
b) ঝড়
c) বৃষ্টি
d) ‘b’ ও ‘c’ উভয়েই
উত্তর :- ভালো আবহাওয়া
19) ওজন বাক্সে 1 গ্রামের ক’টি বাটখারা থাকে?
a) একটি
b) দুটি
c) তিনটি
d) চারটি
উত্তর :- একটি
20) সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ এসে পৌঁছায়?
a) বিকিরণ পদ্ধতিতে
b) পরিচলন পদ্ধতিতে
c) পরিবহন পদ্ধতিতে
d) কোনোটিই নয়
উত্তর :- বিকিরণ পদ্ধতিতে