---Advertisement---

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

By Siksakul

Published on:

---Advertisement---

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

🔹 পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট
🔹 শূন্যপদের সংখ্যা: ১টি
🔹 বেতন: প্রতিমাসে ১১ হাজার টাকা
🔹 বয়সসীমা: ৬২ বছরের নিচে হতে হবে এবং ৬৫ বছরের ঊর্ধ্বে হলে আবেদন গ্রহণযোগ্য নয়।
🔹 শিক্ষাগত যোগ্যতা: অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী হতে হবে এবং ৫ বছরের অ্যাকাউন্ট সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কম্পিউটারের জ্ঞান আবশ্যক।

🔹 পরীক্ষা পদ্ধতি:
➤ কোনও লিখিত পরীক্ষা হবে না।
➤ পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

🔹 নির্বাচন প্রক্রিয়া:
➤ ইন্টারভিউ শেষে তিনজনের একটি তালিকা প্রকাশ করা হবে।
➤ প্রথম স্থান অধিকারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। যদি তিনি পদ গ্রহণ না করেন তবে দ্বিতীয় এবং তারপর তৃতীয় প্রার্থীকে সুযোগ দেওয়া হবে।

🔹 আবেদন পদ্ধতি:
➤ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ১২/০৩/২০২৫
➤ আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: ব্লক ডেভেলপমেন্ট অফিস, খয়রাশোল, ডেভেলপমেন্ট ব্লক, জেলা- বীরভূম

🔹 প্রয়োজনীয় নথি:
✔️ সেল্ফ অ্যাটেস্টেড এপিক কার্ড
✔️ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট (মূল কপি)
✔️ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (বয়স প্রমাণের জন্য)
✔️ শেষ বেতনের সার্টিফিকেট (সেল্ফ অ্যাটেস্টেড কপি)
✔️ পেনশন পেপার (সেল্ফ অ্যাটেস্টেড কপি)
✔️ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (সেল্ফ অ্যাটেস্টেড কপি)
✔️ সেল্ফ অ্যাটেস্টেড আধার কার্ড
✔️ কম্পিউটার এমএস অফিসে দক্ষতার সার্টিফিকেট
✔️ পাসপোর্ট সাইজের রঙিন ছবি

🔹 ইন্টারভিউ তারিখ: ২৪/০৩/২০২৫
➤ ইন্টারভিউ শুরু: দুপুর ১টা
➤ রিপোর্টিং সময়: সকাল ১১টা থেকে ১২টার মধ্যে

এটি একটি কন্ট্রাক্ট ভিত্তিক চাকরি। আগ্রহী প্রার্থীদের সময়মতো আবেদনপত্র জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Read Also: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে নিয়োগ ২০২৫: আবেদন করার জন্য কী যোগ্যতা প্রয়োজন?

প্রার্থীরা এখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন। দৈনিক চাকরির আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.siksakul.com নিয়মিত ভিজিট করুন।

---Advertisement---

Related Post

🇮🇳 Indian Constitution Question and Answer Part 6 | All Important MCQsl 🇮🇳 ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব ৬ | সকল গুরুত্বপূর্ণ MCQ

Indian Constitution Question and Answer Part 6: ভারতের সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর — যা WBCS, SSC, RRB, PSC, এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী। তাহলে আর ...

RRB NTPC 2025 Syllabus PDF in Bengali | Download Railway NTPC Syllabus l রেলওয়ে NTPC সিলেবাস 2025 | RRB NTPC পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস PDF ডাউনলোড

RRB NTPC 2025 Syllabus PDF in Bengali: সম্প্রতি ভারতীয় রেল কর্তৃপক্ষ RRB NTPC 2025 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই অনুযায়ী, আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করবো Railway NTPC ...

Railway NTPC Practice Set 02 in Bengali l রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট ০২

Railway NTPC Practice Set 02 in Bengali: রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার নির্ধারিত সিলেবাস এবং প্রশ্নের নম্বর বিভাজনের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই প্র্যাকটিস সেটটি। বিগত বছরের পরীক্ষাগুলির প্রশ্নপত্র বিশ্লেষণ ...

Railway NTPC Practice Set 01 in Bengali l রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট ০১

Railway NTPC Practice Set 01 in Bengali: রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার নির্ধারিত সিলেবাস এবং প্রশ্নের নম্বর বিভাজনের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই প্র্যাকটিস সেটটি। বিগত বছরের পরীক্ষাগুলির ...

Leave a Comment