TET হলো রাজ্য সরকারের আয়োজিত প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের মেধার পরীক্ষা। TET অর্থাৎ Teacher Eligibility Test এ মোট 5টি বিষয়ের উপর থেকে মোট 150 টি MCQs প্রশ্ন থাকে যার মান 150 নম্বর। এই 5টি বিষয়ের মধ্যে CDP অর্থাৎ Child Development and Pedagogy / Child Psychology (শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান) একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই CDP বিষয় থেকে 30 টি প্রশ্ন থাকে যার মান 30 নম্বর। আমাদের প্রয়াস আপনাদের প্রস্তুতির জন্য সমস্ত বিষয়ের উপর থেকে গুরুত্বপূর্ণ TET Notes, TET Practice Set উপস্থাপন করা যা আপনাদের আগামীদিনের PRIMARY TET পরীক্ষার প্রস্তুতে অনেকটাই সাহায্য করবে।
Aspirants should read the Child Development & Pedagogy Study Notes on Child Growth & Development Principle, Factor Influence of heredity and environment topic. This topic is useful and important for upcoming WB PRIMARY TET 2023, CTET, ASSAM TET, TRIPURA TET, WBSSC TET, WB MADRASHA TET and Other TET Exams.
প্রশ্ন:শিক্ষাগত দিক থেকে জীবন বিকাশের স্তর ও পর্যায় গুলো কি কি আলোচনা করো ?
বিভিন্ন দেশের শিক্ষাবিদরা জীবনবিকাশের স্তর অনুযায়ী প্রথাগত শিক্ষার অরকে বিভত্ব করেছেন। দেশভেদে বয়সভিত্তিক শিক্ষাকাঠামোর মধ্যে পার্থক্য দেখা যায়। কোঠারি কমিশনের মতানুযায়ী, আমাদের দেশে বয়সসীমা হ জীবনবিকাশের বিভিন্ন স্তর ও তাদের সমপর্যায়ের প্রথাগত শিক্ষাস্তরের নাম তালিকার সাহায্যে দেখানো হল –
1. শৈশবকাল বা স্তর :
• বয়সসীমা – ৫/৬ বছর বয়স পর্যন্ত।
• প্রথাগত শিক্ষার স্তর – প্রাক বিদ্যালয় শিক্ষাস্তর বা প্রাক প্রাথমিক শিক্ষা স্তর।
• শ্রেণি –
A. ক্রেশ – জন্ম থেকে ২+ বছর পর্যন্ত।
B. KG (I) – ৩+ বছরে।
C. KG (II) – ৪+ বছরে।
D. KG (III) – ৫+ বছরে।
2. বাল্যকাল বা স্তর :
2.(A) প্রারম্ভিক বাল্যকাল –
• বয়সসীমা – ৬ বছর থেকে ৯ বছর পর্যন্ত।
• প্রথাগত শিক্ষার স্তর – প্রাথমিক বা নিম্ন প্রাথমিক স্তর।
• শ্রেণি –
A. প্রথম শ্রেণি – ৫/৬ বছর বয়সে।
B. দ্বিতীয় শ্রেণি – ৭ বছর বয়সে।
C. তৃতীয় শ্রেণি – ৮ বছর বয়সে।
D. চতুর্থ শ্রেণি – ৯ বছর বয়সে।
E. পঞ্চম শ্রেণি – ১০ বছর বয়সে।
2.(B) প্রান্তীয় বাল্যকাল –
• বয়সসীমা – ১০ বছর থেকে ১৩ বছর পর্যন্ত।
• প্রথাগত শিক্ষার স্তর – উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমার স্তর।
• শ্রেণি –
A. পঞ্চম শ্রেণি – ১০ বছর বয়সে।
B. ষষ্ঠ শ্রেণি – ১১ বছর বয়সে।
C. সপ্তম শ্রেণি – ১২ বছর বয়সে।
D. অষ্টম শ্রেণি – ১৩ বছর বয়সে।
3. কৈশোর কাল বা স্তর :
3.(A) প্রারম্ভিক কৈশোর –
• বয়সসীমা – ১৪ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত।
• প্রথাগত শিক্ষার স্তর – মাধ্যমিক স্তর।
• শ্রেণি –
A. নবম শ্রেণি – ১৪ বছর বয়সে।
B. দশম শ্রেণি – ১৫ বছর বয়সে।
3.(B) প্রন্তীয় কৈশোর কাল –
• বয়সসীমা – ১৭ বছর থেকে ১৮ বছর বয়স পর্যন্ত।
• প্রথাগত শিক্ষার স্তর – উচ্চ মাধ্যমিক স্তর।
• শ্রেণি –
A. একাদশ শ্রেণি – ১৬ বছর বয়সে।
B. দ্বাদশ শ্রেণি – ১২ – ১৭ বছর বয়সে।
4. প্রাপ্তবয়স্ক স্তর :
4.(A) প্রাপ্তবয়স্ক স্তরের প্রথম পর্যায় –
• বয়সসীমা – ১৮ বছর থেকে ২০ বছর বয়স পর্যন্ত।
• প্রথাগত শিক্ষার স্তর – স্নাতক।
• শ্রেণি –
A. স্নাতক স্তরের প্রথম বর্ষ – ১৮ বছর বয়সে।
B. স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষ – ১৯ বছর বয়সে।
C. স্নাতক স্তরের তৃতীয় বর্ষ – ২০ বছর বয়সে।
4.(B) প্রাপ্তবয়স্ক স্তরের দ্বিতীয় পর্যায় –
• বয়সসীমা – ২১ বছর থেকে ২২ বছর বয়স পর্যন্ত।
• প্রথাগত শিক্ষার স্তর – স্নাতকোত্তর।
• শ্রেণি –
A. স্নাতকোত্তর প্রথম বর্ষ – ২১ বছর বয়সে।
B. স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষ – ২২ বছর বয়সে।