---Advertisement---

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ২

By Siksakul

Published on:

WB Gram Panchayet Practice Set 2024
---Advertisement---

পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত দপ্তরে প্রায় ১৯ প্রকার শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের প্রতিবেদনে পরীক্ষার সিলেবাস ভিত্তিক সাজেস্টিভ প্র্যাকটিস সেট প্রকাশ করা হল।

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayet Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।

WB Gram Panchayet Practice Set 2024 l WB Gram Panchayet Practice Set

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayet Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WB Gram Panchayet Practice Set 2 l গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ২

1. মহাভারত অনুযায়ী মহানদীর নাম তখন ছিল—

[A] কাবেরী
[B] তাপ্তি
[C] মহানন্দা
[D] সরস্বতী

উত্তর :[C] মহানন্দা

2. কল্পসূত্রের রচয়িতা হলেন—

[A] বসুমিত্র
[B] হেমচন্দ্র
[C] ভদ্রবাহু
[D] স্থূলভদ্র

উত্তর :[C] ভদ্রবাহু

3. নিম্নলিখিত কোন করটি মুদ্রা হিসাবে দিতে হত?

[A] ভাগা
[B] হিরন্য
[C] প্রনয়
[D] বলি

উত্তর :[B] হিরন্য

4. বাকাটক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন—

[A] বিন্ধ্যশক্তি
[B] ঈশ্বরসেনা
[C] প্রবরসেনা
[D] রুদ্রসেনা

উত্তর :[A] বিন্ধ্যশক্তি

5. সম্রাট অশোকের পাথরের মূর্তি কোন স্থানে পাওয়া গেছে?

[A] সাঁচী
[B] অমরাবতী
[C] কানাগানাহালি
[D] অজন্তা

উত্তর :[C] কানাগানাহালি

6. গুপ্ত যুগে রাজাচিহ্ন হিসাবে ব্যবহৃত হত—

[A] লক্ষী
[B] বরাহ
[C] গরুড়
[D] ষাঁড়

7. কুতুবউদ্দিন আইবক কোন বুন্দেলখন্ডের রাজাকে যুদ্ধে পরাজিত করেন?

[A] পারামারদি দেব
[B] লক্ষন সেন
[C] উদয়সিং
[D] মলয়বর্ন দেব

উত্তর :[A] পারামারদি দেব

8. দিল্লীর কোন সুলতান প্রসঙ্গে বারনি লিখেছেন যে সম্রাট নিজের আমিরদের নিশ্চুপে হত্যা করেছেন?

[A] বলবন
[B] আলাউদ্দিন খিলজি
[C] কুতুবউদ্দিন মোবারক খিলজি
[D] মহম্মদ বিন তুঘলক
উত্তর :[A] বলবন

9. কোন মোঘল সম্রাট সর্বপ্রথম তুলাদান রীতি প্রচলন করেন?

[A] হুমায়ূন
[B] আকবর
[C] জাহাঙ্গীর
[D] শাহাজাহান
উত্তর :[A] হুমায়ূন

10. সর্বপ্রথম যে ইংলিশ জাহাজটি ভারতবর্ষে এসেছিল সেটি হল?

[A] এলিজাবেথ
[B] রোজ মেরি
[C] রেড ড্রাগন
[D] মে ফ্লাওয়ার

উত্তর :[C] রেড ড্রাগন

আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১

---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment