পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিলেবাস ভিত্তিক পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট প্রকাশ করা হল আজকের প্রতিবেদনে।
(WBP Constable Practice Set in Bengali) WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য shiksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Shiksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBP Constable Practice Set 2024
WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBP Constable Practice Set in Bengali l WBP Constable & Lady Constable Practice Set
WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBP Constable Practice Set 8
1. প্রাচীন কালে ভারতে কোন খেলাটি অত্যন্ত জনপ্রিয় ছিল?
[A] দাবা [B] কবাডি [C] পোলো [D] হকিউত্তরঃ[D] হকি
2. চাঁচনামা গ্রন্থে কোন বিদেশী আক্রমণের কথা সংকলিত রয়েছে?
[A] পল্লব [B] আরব [C] হুণ [D] গ্রীকউত্তরঃ[B] আরব
3. মৌর্য যুগে সরকারী ভাষা ছিল কোনটি?
[A] মাগধী [B] পালি [C] মৈথিলি [D] সংস্কৃতউত্তরঃ[A] মাগধী
4. আবুল ফজলের পিতা ছিলেন একজন সুফি সাধক, তার নাম হল—
[A] শেখ মুবারক [B] হজরত খোয়াজা [C] নাসিরুদ্দিন চিরাগ [D] কুতুবউদ্দিন বখতিয়ার কাকীউত্তরঃ[A] শেখ মুবারক

5. চারমিনার কে নির্মাণ করেছিলেন?
[A] হুমায়ুন [B] মহম্মদকুলি কুতুবশাহ [C] আহম্মদ শাহ [D] হায়দার আলিউত্তরঃ[B] মহম্মদকুলি কুতুবশাহ
6. কোন সুলতান ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করেছিলেন?
[A] বলবন [B] ফিরোজ তুঘলক [C] আলাউদ্দিন খিলজি [D] মহম্মদ বিন তুঘলকউত্তরঃ[B] ফিরোজ তুঘলক
7. শিবাজী মুঘলদের কোন যুদ্ধে পরাজিত করেছিলেন?
[A] পুরন্দর [B] রায়গড় [C] সালহের [D] শিবনেরউত্তরঃ[C] সালহের

8. কোন যুদ্ধে মহারানা সঙ্গ, ইব্রাহিম লোদিকে পরাজিত করেন?
[A] খাটোলির যুদ্ধ [B] সারাংপুরের যুদ্ধ [C] শিওরানার যুদ্ধ [D] খানুয়ার যুদ্ধউত্তরঃ[A] খাটোলির যুদ্ধ
9. লিগ অফ নেশন কবে প্রতিষ্ঠা হয়?
[A] 1932 [B] 1920 [C] 1934 [D] 1936উত্তরঃ[B] 1920
10. মুসলিম লীগ আলাদা মুসলিম রাজ্যের প্রস্তাব কবে উত্থাপন করেছিল?
[A] মুসলিম লীগ তৈরীর প্রাক্কালে, 1906 [B] খিলাফৎ আন্দোলন [C] আইন অমান্য আন্দোলনের সময় [D] 1940 খ্রিষ্টাব্দের লাহোর অধিবেশনেউত্তরঃ[D] 1940 খ্রিষ্টাব্দের লাহোর অধিবেশনে