---Advertisement---

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ব – 3 (Child Psychology and Pedagogy) OBJECTIVE QUESTIONS

By Siksakul

Published on:

---Advertisement---

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ব (Child Psychology and Pedagogy) সম্পর্কে আমাদের জ্ঞানগর্ভ ব্লগে আপনাকে স্বাগতম। এই ব্লগে, আমরা শিশুদের মানসিক উন্নয়ন এবং শিক্ষণ পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব।

1. প্রাচীনকালে শিক্ষার মূল লক্ষ্য কী ছিল ? 

উ : জ্ঞান অর্জন করা ।

2. প্রাচীনকালের শিক্ষার্থীদের কোন চর্চার উপর গুরুত্ব দেওয়া হত ?

 উ : বৌদ্ধিক চর্চা । 

3. বর্তমানে শিক্ষার লক্ষ্য কী ? 

উ : শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশসাধন ।

 4. অতিরিক্ত কার্যাবলি বলতে কী বােঝেন ?

উ : পাঠক্রম – বহির্ভূত কার্যাবলি ।

5. সর্বাঙ্গীণ বিকাশ বলতে কোন কোন বিকাশকে বােঝায় ?

উ: দৈহিক , মানসিক , সামাজিক , ক্ষোভিক , নৈতিক ও আধ্যাত্মিক বিকাশ । 

6. ব্রতচারী ও এন.সি.সি , কোন ধরনের বিকাশে সহায়তা করে ? 

উ : শারীরিক বিকাশে । 

7. গানবাজনা , আবৃত্তি , অভিনয় , বিতর্ক কী ধরনের বিকাশে সহায়তা করে ?

উ: মানসিক বিকাশে । 

Child Psychology and Pedagogy l শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ব

8. শৃঙ্খলা গঠনে সহায়তা করে এমন দুটি সহপাঠক্রমিক কাজের নাম লিখুন ।

 উ : ব্রতচারী ও এন.সি.সি .। 

9. বিদ্যালয়ে ‘ সেন্ট জনস অ্যাম্বুলেন্স কোর ’ ছাত্র – ছাত্রীদের কোন ধরনের মনােভাব গড়ে তােলে ? 

উ : সামাজিক – সেবামূলক মনােভাব । 

10. “ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত উদ্দীপক শিশুকে উদ্দীপিত করে তাদের সমষ্টি হল পরিবেশ ” —এই উক্তিটি কার ।

উ : মনােবিদ স্টোনের । 

11. পৃথিবীর সমস্ত সমাজে মনের ভাব প্রকাশ করা হয় কীসের মাধ্যমে ?

উ: ভাষা । 

12. জাতীয় সাক্ষরতা মিশন(NLM) কবে স্থাপিত হয় ?

 উ : ১৯৮৮ খ্রিস্টাব্দের ৫ ই মে ।

 13. ভারত সরকারের দ্বারা গৃহীত নিরক্ষরতা দূরীকরণের একটি কর্মসূচির নাম লিখুন । 

উ: জাতীয় সাক্ষরতা মিশন । 

14. পশ্চিমবঙ্গে কবে থেকে সাক্ষরতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে ?

উ: ১৯৯০ খ্রিস্টাব্দের ৮ সেপ্টেম্বর থেকে ।

15. জাতীয় সাক্ষরতা অভিযানে কত বছর বয়সি লােকদের অন্তর্ভূক্ত করা হয়েছে ? 

উ : ১৫ থেকে ৫০ বছর বয়সি লােকদের । 

16.  3 Rs ‘ কী ? 

উ : Reading ( পঠন ) , Writing ( লিখন ) এবং Arithmetic . ( গণিত ) । 

 17. শিক্ষা ’ শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে ?

উ:  ‘ শাস্ ’ ধাতু । 

18. “ বিদ্যা ’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী ? ? 

19. এডুকেয়ার ’ ( Educare ) কথার অর্থ কী ?

 উ : লালনপালন করা , পরিচর্যা করা । 

20. “ এডুসিয়ার ’ ( Educere ) কথার অর্থ কী ? 

উ: নির্দেশনা দান করা , নিষ্কাশন করা । 

21. ‘এডুকেটাম ‘ ( Educatun ) শব্দের অর্থ কী ?

উ: শিক্ষাদানের কাজ । 

22. ‘ স্বর্ণকণিকা – শূন্য – ভাণ্ডার তত্ত্বের অপর নাম কী ?

উ:  আহরণ মতবাদ ।

23. ‘ সা বিদ্যা যা বিয়ে ‘ — কথাটির অর্থ কী ?

উ: যা মানুষকে মুক্তিলাভে সহায়তা করে , সেই হল বিদ্যা । 

24. কৌটিল্যের মতে শিক্ষার অর্থ কী ?

 উ : দেশমাতৃকার সেবার জন্য প্রশিক্ষণ এবং জাতির প্রতি প্রীতি ।

---Advertisement---

Related Post

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Bankura District Group-D Office staff Recruitment l বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১২ হাজার টাকা

বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারও বড় সুযোগ এসেছে। বাঁকুড়া জেলার জেলা শিশু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত ...

District Government Boys Home Group C Recruitment Notification Out l রাজ্য সরকারি হোমে গ্রুপ- সি পদে চাকরির সুযোগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

District Government Boys Home Group C Recruitment Notification Out: সরকারি চাকরির স্বপ্ন দেখছেন যাঁরা, তাদের জন্য এসেছে দারুণ সুযোগ। রাজ্য সরকারের অধীনে একটি হোমে গ্রুপ- সি পদে কর্মী ...

Leave a Comment