---Advertisement---

Indian Geography GK Questions and Answers || ভারতের ভূগোল জিকে প্রশ্ন উত্তর || Indian Geography Questions Answers

By Siksakul

Updated on:

Indian Geography GK Questions and Answers
---Advertisement---


ভারতের ভূগোল জিকে প্রশ্ন উত্তর(Indian Geography GK Questions and Answers)” নামক আমাদের ব্লগে আপনাদের স্বাগতম! এই ব্লগে আমরা প্রায় সব প্রকারের ভূগোলিক তথ্য এবং প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভারতের প্রায় প্রতিটি প্রান্তের ভূগোল, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, রাজনৈতিক গঠন, ইতিহাস, এবং বিভিন্ন সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে জানতে এই ব্লগটি আপনার জন্য আদর্শ হতে পারে।

আমরা প্রতি সপ্তাহে নতুন একটি পোস্ট করব, যেখানে আমরা আলোচনা করব ভারতের বিভিন্ন প্রান্তসমূহের ভূগোলিক বৈশিষ্ট্য, তাদের ইতিহাস, এবং কোনও গুরুত্বপূর্ণ ঘটনার বা প্রজন্মের অন্যান্য সাংস্কৃতিক সম্পদের উল্লেখ করব। প্রতিটি পোস্টের সাথে একটি প্রশ্নের সেট থাকবে, যেখানে আপনি আমাদের পোস্টের সাথে মুখোমুখি হতে পারেন এবং আপনার জ্ঞান পরীক্ষা করতে পারেন।

আমাদের লক্ষ্য হল আপনাদের ভূগোলিক জ্ঞান আরও গভীর করে তোলা এবং ভারতের অভিজ্ঞ ভূগোল পেশাদারদের জন্য একটি উপকারী সম্প্রদায় তৈরি করা। তাছাড়া, আমরা আনন্দ করে আপনাদের প্রশ্ন, মতামত, এবং পরামর্শ স্বীকার করব। সাথে থাকুন আর ভারতের ভূগোলের আলোচনায়!

Indian Geography GK Questions and Answers || ভারতের ভূগোল জিকে প্রশ্ন উত্তর

1. আরব সাগরের রানী কাকে বলা হয়?:- কোচি।

2. ভারতে বৃহত্তম সার কারখানা কোথায় আছে?:-সিন্ধ্রি।

3. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?:- আমেদাবাদ কে।

4. ভারতের শুল্কমুক্ত বন্দরের নাম কি?:- কান্ডালা।

5. চিনা বাদাম উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?:- গুজরাট।

6. কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি?:- হলদিয়া।

7. মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি?:- ট্রম্বে।

8. অসমের কোথায় ডিজেল উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে?:- ডিগবয়।

9. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?:- ওড়িশাতে।

10. বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে?:- ২০৪টি।

11. সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত?:- নুব্রা উপত্যকা (কারাকোরাম)।

12. ভারতবর্ষে মোট কটি দ্বীপ আছে?:- ১৪৭টি।

13. পূর্বঘাট পর্বতের অপর নাম কি?:- মালয়াদ্রি।

Also Read:

14. ২০১১ খ্রিস্টাব্দের আদমশুমারি, অনুযায়ী ভারতবর্ষের সবচেয়ে গরিব রাজ্য কোনটি?:- ছত্রিশগড়।

15. দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা- তিনটি মাত্রা, চতুর্থ মাত্রা কি?:- সময়।

16. কসমিক ইয়ার (Cosmic Year)কি?:-যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে।

17. গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে?:- এলাহাবাদ।

18. ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল “Ecology is Permanent Economy”?:-চিপকো আন্দোলন।

19. ওড়িশা রাজ্যের State Animal কোনটি?:- সম্বর হরিণ।

20. ‘আমন ব্রিজ’ কোন দুটি দেশকে যুক্ত করেছে?:-ভারত-পাকিস্তান।

21. পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয়?:-বিহার উত্তরপ্রদেশ।

22. ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত?:-হায়দ্রাবাদ।

23. সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি?:- সেক্সট্যান্ট যন্ত্র।

24. উত্তরপ্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কি বলে?:-তাল।

25. বৃক্ষরুপী নদীবিন্যাস কোথায় দেখা যায়?:- মরু অঞ্চলে।

26. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?:-অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সীমান্তে অবস্থিত আরমা কোন্ডা।

27. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?:- কলসুবাই(১৬৪৬ মিটার)।

28. খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত?:- মেঘালয়।

29. অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত?:- পুরুলিয়া, পশ্চিমবঙ্গ।

30. ‘কচ্ছ’ শব্দের অর্থ কি?:- জলাময় দেশ।

31. ‘Sky River’ নামে কোন নদী পরিচিত?:-ব্রহ্মপুত্র।

32. জম্মু কোন নদীর তীরে অবস্থিত?:- তাওয়াই।

33. ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত ‘ম্যাসাঞ্জোর’ বাঁধকে ‘কানাডা বাঁধ’ বলা হয় কেন?:- ১৯৫৪-৫৫ খ্রিস্টাব্দে কানাডা সরকারের সহযোগিতায় নির্মাণ কাজ সম্পন্ন হয় বলে এই বাঁধের অপর নাম কানাডা বাঁধ।

34. অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত?:- কেরলের কোলাম জেলায়।

35. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এর নাম কি?:- Kunchikal Falls(445 মিটার)।

36. ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত?:- ২০০৭ খ্রিস্টাব্দের ১৫ই অক্টোবর অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদের স্থাপিত হয়।

37. আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়?:- ২ ফেব্রুয়ারি।

38. রামসার চুক্তি কত খ্রিস্টাব্দে কার্যকর হয়?:- ১৯৭৫ খ্রিস্টাব্দে।

39. কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক UNESCO-এর World Heritage Site -এর তালিকায় কবে স্থান পায়?:- ১৮ ই জুলাই ২০১৬ খ্রিস্টাব্দে।

40. সুন্দরবন UNESCO -এর World Heritage Site -এর তালিকায় কবে স্থান পায়?:- ১৯৮৭ খ্রিস্টাব্দে।

41. ভারতের UNESCO প্রদত্ত বর্তমানে মোট কতগুলি স্থান World Heritage Site -এর তকমা পেয়েছে?:-৪২ টি।

42. ‘চিপকো’ করার অর্থ কী?:- জড়িয়ে ধরা।

43. “What do the forest bear? Soil, Water and Pure Air” ‘আপ্পিকো আন্দোলন’ কবে শুরু হয়?:-১৯৮৩ খ্রিস্টাব্দে কর্নাটকের সিয়সী অঞ্চলের সালকানী বনাঞ্চলে গাছ কাটার বিরুদ্ধে এ আন্দোলন শুরু হয়।

44. আপ্পিকো শব্দের অর্থ কি?:- গভীরভাবে জড়িয়ে ধরা।

45. আপ্পিকো আন্দোলনের স্লোগান কি ছিল?:- Five F’s = Food, Fodder, Fuel, Fiver, Fertilizer.

46. মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল?:- নর্মদা বাঁচাও আন্দোলন।

47. ভারতের রূঢ় কোন শহরকে বলা হয়?:- দুর্গাপুর কে।

48. ‘উদীয়মান শিল্প’ কোন শিল্পকে বলা হয়?:- পেট্রোরসায়ন শিল্পকে।

49. ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি?:- বারাণসী থেকে কন্যাকুমারী।

50. জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?:- প্রশান্ত মহাসাগরে।

51. মানবীয় ভূগোলের প্রবক্তা কে?:- ভিদাল-দে-লা-ব্লাচে।

52. ‘Climate and Civilization’ গ্রন্থটির লেখক কে?:- হ্যান্টিংটন।

53. ‘Cosmos’ কার লেখা?:- হামবোল্ট।

54. ভারতে শক্তির সর্ববৃহৎ উৎস কোনটি?:- তাপীয়।

55. পশ্চিমবঙ্গের কোথায় লাক্ষা চাষ সবচেয়ে বেশি হয়?:- ঝালদা ও মানবাজার অঞ্চলে।

56. সিঙ্গারেনি কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত?:- অন্ধ্রপ্রদেশ।

57. মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত?:- কর্ণাটক।

58. বিশ্ব সমুদ্র দিবস কবে পালিত হয়?:- ৮ ই জুন।

59. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি?:- দার্জিলিংয়ের সিদ্রাপং।

60. ‘নামধাপা’ ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?:- অরুণাচল প্রদেশ।

61. সাইক্লোন বা অ্যান্টি সাইক্লোন কার প্রভাবে হয়?:- বাণিজ্য বায়ুর।

62. কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত?:- ঝিলম নদীর তীরে।

63. সম্প্রতি দার্জিলিং থেকে বিচ্ছিন্ন হয়ে একটি যে নতুন জেলা তৈরি হয়েছে তার নাম কি?:- কালিম্পং।

64. বাংলার দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি?:-পূর্বাশা।

65. দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কি নামে পরিচিত?:-রূপনারায়ণ।

66. বাংলার সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত জায়গা ‘বক্সাডুয়ার্স’ কোন জেলায় অবস্থিত?:-জলপাইগুড়ি।

67. দিয়ারা অঞ্চলটি বাংলার কোন জেলার সঙ্গে যুক্ত?:-মালদা।

68. বাংলার রাঢ় অঞ্চলের সবচেয়ে বড় নদী কোনটি?:-দামোদর।

69. তিলপাড়া জলসেচ খালটি কোথায় অবস্থিত?:-বীরভূম।

70. বাংলার কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?:- পুরুলিয়া।

71. বাংলার কোন জেলায় সবথেকে বেশি গরম পড়ে?:- বর্ধমান জেলার আসানসোল।

72. ত্রাসের নদী কাকে বলে?:- তিস্তা।

73. ভারত ও পাকিস্তানের মধ্যে করাচিতে ‘সিন্ধু জলবন্টন চুক্তি’ কবে স্বাক্ষরিত হয়?:- ১৯৬০ খ্রিস্টাব্দে।

74. কোন রাজ্যের একটি শহরের নাম ‘পহেলগাম’?:- জম্মু ও কাশ্মীর।

75. ভারত কোন পথের মাধ্যমে সবচেয়ে বেশি বিশ্ব বাণিজ্য করে থাকে?:- সুয়েজ খাল।

---Advertisement---

Related Post

📘 Important Questions on European History (1870–1920) for Competitive Exams l ১৮৭০–১৯২০ ইউরোপের ইতিহাস: পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Important Questions on European History: Are you preparing for competitive exams like UPSC, SSC, PSC, or other government job tests where European history from 1870 to 1920 plays ...

India’s Largest Highest and Longest Places – Know at a Glance! l ভারতের বৃহত্তম, উচ্চতম ও দীর্ঘতম স্থানসমূহ – এক নজরে জেনে নিন!

India’s Largest Highest and Longest Places: আপনি কি জানেন ভারতের বৃহত্তম, উচ্চতম ও দীর্ঘতম স্থানসমূহ কোনগুলো? সাধারণ জ্ঞানের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার – যেমন SSC, UPSC, ...

List of Famous Discoveries and Inventors 2025 l আবিষ্কার ও আবিষ্কারক – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য

Famous Discoveries and Inventors: বিজ্ঞান ও প্রযুক্তি জগতে যেসব বিখ্যাত আবিষ্কার হয়েছে এবং যাঁরা এসব আবিষ্কার করেছেন, তাঁদের সম্পর্কে জানা প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্লগে ...

SSC CHSL 2025 Practice Set 3 – Solve Important Questions in GK, English & Reasoning each part 20 questions

SSC CHSL 2025 Practice Set 3: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL Practice Set ...

Leave a Comment