---Advertisement---

PSC Clerkship or Food SI GK Practice Set 5 || পি এস সি ক্লার্কশিপ ও ফুড এস আই প্র্যাকটিস সেট ৫

By Siksakul

Published on:

PSC Clerkship or Food SI GK Practice Set
---Advertisement---

আপন কি কোনো সরকারি চাকরির পরীক্ষার্থী? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন. কেননা আমরা এখানে সকল সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু (PSC Clerkship or Food SI GK Practice Set) সাধারণ জ্ঞান এর প্রশ্ন উত্তর দেওয়া হলো, যা আপনাদের অনেকটা সহায়তা করবে.

PSC Clerkship or Food SI GK Practice Set 5 || পি এস সি ক্লার্কশিপ ও ফুড এস আই প্র্যাকটিস সেট ৫

1. প্রথম বিশ্বনেতা হিসেবে ইউটিউবে ২ কোটি সাবস্ক্রাইবার অর্জন করল কে?:- নরেন্দ্র মোদী।

2. ‘My Bharat’ ক্যাম্পেইন লঞ্চ করলেন কে?:-অনুরাগ ঠাকুর।

3. কোন সালের মধ্যে ভারতীয় স্পেস স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করেছে ISRO?:- 2035.

4. ভারতের কর্মী ও শিক্ষার্থীদের নিরাপদ, সুশৃংখল এবং নিয়মিত মাইগ্রেশনে সাহায্য করার জন্য Project PRAYAS লাঞ্চ করল কে?:- IOM.

5. ভারতে প্রথম শাসক কে ছিলেন যারা রাজাদের জন স্বর্ণমুদ্রা জারি করেছিলেন?:- ইন্দ্রো গ্ৰীক।

6. জাওয়ার খনি কোন রাজ্যে অবস্থিত?:- রাজস্থান।

7. চুতক জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্য/UT এ অবস্থিত?:- জম্মু ও কাশ্মীর।

8. সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?:- ধুপগড়।

9. একজন গভর্নরকে অফিস থেকে অপসারণের জন্য রাষ্ট্রপতি______এর কাছ থেকে পরামর্শ চান।:- কারও কাছে পরামর্শ নেন না, তিনি নিজে অপসারণ করেন।

10. মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি ভারতীয় নাগরিকদের জন্য উপলব্ধ কিন্তু বিদেশীদের জন্য নয়?:- মতপ্রকাশ ও বাকস্বাধীনতা।

পি এস সি ক্লার্কশিপ ও ফুড এস আই প্র্যাকটিস সেট

আরও পড়ুন:- পি এস সি ক্লার্কশিপ ও ফুড এস আই জিকে প্র্যাকটিস সেট 3

11. ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটের সাধারণ নাম কি?:- প্লাস্টার অফ প্যারিস।

12. কোন রাসায়নিক পদার্থটি “চীনা তুষার” নামে পরিচিত?:- পটাশিয়াম নাইট্রেট।

13. স্বাভাবিক রক্ত সঞ্চালনের জন্য কোন ভিটামিনের প্রয়োজন হয়?:- ভিটামিন K.

14. কতকগুলি বংশগত রোগের নাম লেখ?:- থ্যালাসেমিয়া, বর্ণ-অন্ধত্ব, হিমোফিলিয়া।

15. ১৩৯৮ সালে তৈমুর ভারত আক্রমণ করলে দিল্লি সালতানাতের সুলতান কে ছিলেন?:- মাহমুদ শাহ তুঘলক।

16. কাকে দাক্ষিণাত্য অঞ্চলে গেরিলা যুদ্ধের পথপ্রদর্শক বলা হয:- মালিক অম্বর।

17. মনমাউল বাহরাইন কার লেখা?:-দারাশিকোহ।

পি এস সি ক্লার্কশিপ ও ফুড এস আই প্র্যাকটিস সেট ৪

18. ভাবর ও খদর সমভূমি পাঞ্জাবে কি নামে পরিচিত?:- ধায়া, বেট।

19. কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার বিধান কোন আইনে করা হয়েছিল?:- ১৩৭৩ সালের রেগুলেটিং অ্যাক্ট এর মাধ্যমে।

20. নিম্ন আদালতকে তার এখতিয়ার অতিক্রম করতে বাধা দেওয়ার জন্য কোন রিট জারি করা হয়?:- প্রহিবিশন।

21. কোন দেশ ভিলাই ইস্পাত প্লান্ট স্থাপনের জন্য সহযোগিতা করেছিল?:- রাশিয়া।

22. কাকে ছদ্মবেশী বেকারত্ব (Disguised unemployment) হিসাবেও গণ্য করা হয়?:- Under employment.

23. ‘তামাশা’ হল কোথাকার মিউজিকাল থিয়েটারের বিখ্যাত লোকরূপ?:- মহারাষ্ট্র।

24. কোন রাজ্যে কথাকলি নৃত্যশৈলী দেখতে পাওয়া যায়?:- কেরালা।

25. ‘সিস্টেমা ন্যাচারে’ বইটি কে লিখেছেন?:- ক্যারোলাস লিনিয়াস।

26. ‘Entomology’ হল কোন বিষয়ের অধ্যায়ন?:- পোকামাকড় বিষয়ক অধ্যায়ন।

PSC Clerkship or Food SI GK Practice Set 4

27. রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সময়, কংগ্রেস সভাপতি যিনি হিন্দি ভাষার জন্য রোমান লিপি প্রবর্তনের পক্ষে ছিলেন। তিনি কে?:- সুভাষচন্দ্র বসু।

28. প্রথম সর্বভারতীয় কিষাণ সভা কোথায় সংঘটিত হয়?:- লক্ষ্ণৌ।

29. কে ভারতীয় জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন?:- বল্লভভাই প্যাটেল।

30. কৃষিক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয়?:- বোরলগ পুরস্কার।

31. কার সমাধিস্থলের নাম “শক্তি স্থল”?:- ইন্দিরা গান্ধী।

32. ইন্দিরা গান্ধি সেন্টার ফর এটমিক রিসার্চ অবস্থিত কোথায়?:- কালপাক্কাম, তামিলনাড়ু।

Read More:

---Advertisement---

Related Post

🌍 Important Questions and Answers about Climate for All Competitive Exams l জলবায়ু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ২০২৫ – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সম্পূর্ণ গাইড 🌦️

Important Questions and Answers about Climate: আপনি কি UPSC, SSC, Railway, WBCS, বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য জলবায়ু সম্পর্কিত প্রশ্ন ও উত্তর খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় ...

UNESCO World Heritage Sites in India l ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট

UNESCO World Heritage Sites in India: India, a land of timeless history and rich culture, is home to some of the most famous heritage sites in the world. ...

📘 WBP Constable Preliminary Practice Set in Bengali PDF || WBP কনস্টেবল প্র্যাকটিস সেট PDF – সফল প্রস্তুতির প্রথম ধাপ!

WBP Constable Preliminary Practice Set in Bengali PDF: পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা প্রতি বছর হাজার হাজার পরীক্ষার্থীর স্বপ্নপূরণের একটি বড় সুযোগ। কিন্তু এই প্রতিযোগিতায় টিকে থাকতে ...

Indian National Bird Sanctuary PDF l ভারতের জাতীয় পখিরালয়ের তালিকা PDF

Indian National Bird Sanctuary PDF: ভারতের প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হল জাতীয় পাখিরালয় বা Bird Sanctuaries। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেমন UPSC, WBCS, SSC, Railways বা School ...

Leave a Comment