---Advertisement---

WBPSC Clerkship Practice Set 03| পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ৩

By Siksakul

Published on:

WBPSC Clerkship Practice Set
---Advertisement---

WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে siksakul ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Siksakul -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। siksakul আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

WBPSC Clerkship Practice Set 03

1. কক্সাল গ্ৰন্থি কার রেচন অঙ্গ?:- মাকড়সা

2. কোয়ান্টাম মতবাদের প্রবক্তা কে?:-ম্যাক্স প্লাঙ্ক।

3. ব্রেইল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে?:- ছয়টি বিন্দু দিয়ে।

4. জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়?:- ২৮ শে ফেব্রুয়ারি।

5. বাদামি বিপ্লব কার সাথে সম্পর্কিত?:- অপ্রচলিত শক্তি।

6. কোন সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল?:- ১৯১১ সাল পর্যন্ত।

7. যাযাবর ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন?:- বিনয় মুখোপাধ্যায়।

8. রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়?:- সোডিয়াম

9. বিখ্যাত মধুবনী লোকচিত্র কোথাকার?:- বিহারের

10. ফল পাকানোর কাজে কি ব্যবহৃত হয়?:- ইথিলিন

11. ইবন বতুতা কোন গ্রন্থটি রচনা করেছিলেন?:- কিতাব-উল-রাহেলা।

12. হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া হয়ে থাকে?:- নিউক্লিয় সংযোজন।

13. কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায়?:- ছৌ-নাচ।

14. পি টি ঊষার আত্মজীবনী গ্রন্থের নাম কি?:- গোল্ডেন গার্ল।

15. আত্মঘাতী থলি নামে পরিচিত কে?:- লাইসোজোম

16. আলথিং কোন দেশের পার্লামেন্ট?:- আইসল্যান্ড

17. এশিয়ার সর্বোচ্চ হ্রদটির নাম কি?:- লাগবা পুল।

18. নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?:- কৃষ্ণা নদীর উপর।

19. সোল কোন দেশের মুদ্রার নাম?:- পেরু।

20. প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে?:- কেশভ কার্ভে।

21. জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার?:- লাল বাহাদুর শাস্ত্রী।

22. পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল?:- ১৭৫৭ সালে

23. পশ্চিমবঙ্গের কোন স্থান রাঙ্গামাটির দেশ নামে খ্যাত?:- রাঢ় অঞ্চল।

---Advertisement---

Related Post

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Classical Dances of India: ভারতের ধ্রুপদী নৃত্যের তালিকা ও প্রধান নৃত্যশিল্পী

ভারতের সংস্কৃতি তার বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য পরিচিত, এবং ধ্রুপদী নৃত্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন ঘটায়। এই ...

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Railway Group- D Previous year question in Bengali Set – 5 l রেলওয়ে গ্ৰুপ- ডি বিগত বছরের প্রশ্ন

Railway Group- D Previous year question in Bengali Set – 5: ভারতীয় রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র আবেদন করলেই হবে না, সফল হতে হলে নিতে ...

Leave a Comment