---Advertisement---

WBPSC Clerkship Practice Set 5 | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ৫

By Siksakul

Updated on:

WBPSC Clerkship Practice Set
---Advertisement---

WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে siksakul ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Siksakul -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। siksakul আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

WBPSC Clerkship Practice Set 05

1. চার দিনের কর্মসপ্তাহ নীতি রূপায়ন করতে চলা এশিয়ার প্রথম দেশ কে?:- সিঙ্গাপুর

2. ইরানের মিসাইল গুলোকে দিকভ্রষ্ট করতে GPS Spoofing Technology ব্যবহার করলো কে?:- ইজরায়েল

3. LGBTQ+ কমিউনিটির জন্য গঠিত কেন্দ্রীয় কমিটির হেড হলেন কে?:- রাজীব গোবা

4. FIDE Candidates 2024 টুর্নামেন্ট জেতা কনিষ্ঠতম দাবা খেলোয়াড় হলেন কে?:- ডি. গুকেশ।

5. মনুষ্য সৃষ্ট ভারতের প্রথম বৃহত্তম হ্রদ কোনটি?:- গোবিন্দ বল্লভ পন্থ সাগর।

6. চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত?:- বনভূমি সংরক্ষণ।

7. “Drain of Wealth” বইয়ের লেখক কে?:- দাদাভাই নওরোজি।

8. বাংলায় ছিয়াত্তরের মন্বন্তরের সময় গভর্নর কে ছিলেন?:- লর্ড কাটিয়ার

9. কত সালে বাংলায় দ্বৈত শাসন শুরু হয়?:- ১৭৬৫ সালে।

10. পেলেগ্রা প্রিভেন্টিং ফ্যাক্টর কোন ভিটামিনকে বলা হয়?:- ভিটামিন-B3.

11. সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের অস্থায়ী সরকার কোথায় গড়ে ছিলেন?:- সিঙ্গাপুর

12. ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমিকে কি বলে?:- ক্যাম্পোস

13. বাংলার প্রথম স্বাধীন নবাব কে?:- মুর্শিদকুলি খাঁ।

14. ভারতের একমাত্র কোন রাজ্যে জাফরণ উৎপাদিত হয়?:- জন্মু ও কাশ্মীর।

15. লোকসভা প্রথম কত সালে গঠিত হয়?:- ১৯৫২ সালে।

WBPSC Clerkship Exam: Comprehensive Practice Guide

16. ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের সংবিধানের অনুকরণে নেওয়া হয়েছে?:- আমেরিকা

17. ঘানা পক্ষী নিবাস কোন রাজ্যে অবস্থিত?:- রাজস্থান

18. মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র চাঁদিপুর কোন রাজ্যে অবস্থিত?:- ওড়িশা

19. কততম সংবিধানে লোকসভার মেয়াদ ৫ থেকে ৬ বছরে উত্তীর্ণ করা হয়েছিল?:- ৪২ তম।

20. সংবিধানের কোন সংশোধনের ফলে ভোটারদের সময় ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করা হয়?:- ৬১ তম।

21. ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার কথা বলা হয়েছে?:- ৪০ নং ধারায়।

WBPSC Clerkship Practice Set 05 l পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ৫

22. পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতের মিলনবিন্দুর নাম কি?:- নীলগিরি পর্বতমালা।

23. ডান্ডি মার্চের সাথে কোন আন্দোলন শুরু হয়?:- আইন অমান্য আন্দোলন।

24. লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি?:- নাইট্রাস অক্সাইড (N2O).

25. পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়?:- ক্রান্তীয় মৌসুমি

Read More : পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২

WB Primary TET Bengali Pedagogy Practice Set 6

---Advertisement---

Related Post

Important Sources of Indian Constitution 2025 l ভারতীয় সংবিধানের উৎস 2025

Sources of Indian Constitution: ভারতের সংবিধান বিশ্বের অন্যতম বিস্তৃত ও বিশদ একটি সংবিধান। এটি রচনার সময় রচয়িতারা পৃথিবীর বহু দেশের সংবিধান থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করেছিলেন। তবে, এর ...

Major Events in Indian and World History at a Glance – Important Dates l এক নজরে ভারত ও বিশ্ব ইতিহাসের প্রধান ঘটনাবলী – গুরুত্বপূর্ণ তারিখগুলি

Major Events in Indian and World History at a Glance: Understanding history is not just about knowing what happened—it’s about knowing when it happened. For students preparing for ...

Environmental Science Important 20 MCQ Part 01 l পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ পর্ব ০১

Environmental Science Important 20 MCQ Part 01: বর্তমান প্রতিযোগিতামূলক পরীক্ষায় (WBCS, WBPSC, SSC, RRB, TET, ICDS সহ রাজ্য ও কেন্দ্রীয় স্তরের সমস্ত চাকরির পরীক্ষা) পরিবেশ বিদ্যা একটি গুরুত্বপূর্ণ ...

🇮🇳 Indian Constitution Question and Answer Part 5 | All Important MCQsl 🇮🇳 ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব ৫ | সকল গুরুত্বপূর্ণ MCQ

Indian Constitution Question and Answer Part 5: কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক (Centre-State Relations)” ভিত্তিক গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর — যা WBCS, SSC, RRB, PSC, এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ...

Leave a Comment