---Advertisement---

WBPSC Clerkship Practice Set 01 | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১

By Siksakul

Published on:

WBPSC Clerkship Practice Set
---Advertisement---

WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে siksakul.com ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Siksakul -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। Siksakul আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

WBPSC Clerkship Practice Set 01

1) অক্সিজেন কে আবিস্কার করেন ? ➫ জে বি প্রিস্টলি

2) অণুবীক্ষণ যন্ত্র কে আবিস্কার করেন ? ➫ জেড ভ্যানসেন

3) ইউরিয়া কে আবিস্কার করেন ? ➫ উহলার

4) ইউরেনিয়াম কে আবিস্কার করেন ? ➫ ক্লাপ্রথ

5) ইলেক্ট্রন কে আবিস্কার করেন ? ➫ স্যার জোসেফ জন থমসন

6) এক্সরে কে আবিস্কার করেন ? ➫ ডব্লিউ কে রন্টজে

7) এন্টিসেপ্ট চিকিত্সা কে আবিস্কার করেন ? ➫ লিস্টার লর্ড বেন্টিং

8) এয়ার কন্ডিশনার কে আবিস্কার করেন ? ➫ ডব্লিউ এইচ ক্যারিয়ার

9) এরোপ্লেন কে আবিস্কার করেন ? ➫ অরভিল ও উইলভার রাইট

10) ওজোন কে আবিস্কার করেন ? ➫ স্কোনবীনি

11) কলেরা বেসিলাস কে আবিস্কার করেন ? ➫ রবার্ট কচ

12) কৃত্রিম জিন কে আবিস্কার করেন ? ➫ হরগোবিন্দ খোরানা

13) কৃত্রিম তেজস্ক্রিয় মৌল কে আবিস্কার করেন ? ➫ জুলিও কুরি

14) কোষ কে আবিস্কার করেন ? ➫ রবার্ট হুক

15) কোষের নিউক্লিয়াস কে আবিস্কার করেন ? ➫ রবার্ট ব্রাউন ১৮৩১ সালে

16) ক্যামেরা কে আবিস্কার করেন ? ➫ জর্জ ইস্টম্যান

17) ক্রোমোজোম কে আবিস্কার করেন ? ➫ স্টাসবুর্গার

18) ক্লোরিন কে আবিস্কার করেন ? ➫ শীলে

19) ক্লোরোফরম কে আবিস্কার করেন ? ➫ সিম্পসন ও হ্যারিসন

20) গতির সূত্র কে আবিস্কার করেন ? ➫ আইজ্যাক নিউটন

21) গ্যালভানোমিটার কে আবিস্কার করেন ? ➫ আন্ডার মেরি আম্পিয়ার

22) চলচ্চিত্র যন্ত্র কে আবিস্কার করেন ? ➫ টমাস আলভা এডিসন

23) জলাতঙ্ক রোগের চিকিত্সা আবিস্কার করেন কে ? ➫ লুই পাস্তুর

24) জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিস্কার করেন ? ➫ লুই পাস্তুর

25) টেলিগ্রাফ কে আবিস্কার করেন ? ➫ এফ বি মোর্স

26) টেলিফোন কে আবিস্কার করেন ? ➫ আলেকজান্ডার গ্রাহামবেল

27) টেলিভিশন কে আবিস্কার করেন ? ➫ জন লজি বেয়ার্ড

28) টেলিস্কোপ কে আবিস্কার করেন ? ➫ হ্যান্স লিপারসি

29) ডাবল হেলিক্স DNA কে আবিস্কার করেন ? ➫ ওয়াটসন ও ক্রিক

30) ডায়নামো কে আবিস্কার করেন ? ➫ মাইকেল ফ্যারাডে

31) ডি ডি টি কে আবিস্কার করেন ? ➫ জিডলার

32) ডিজেল ইঞ্জিন কে আবিস্কার করেন ? ➫ রুডলফ

33) ডিনামাইট কে আবিস্কার করেন ? ➫ আলফ্রেড নোবেল

34) ডিপথেরিয়া প্রতিষেধক কে আবিস্কার করেন ? ➫ ভন ভেহরিং

35) ড্রাইসেল কে আবিস্কার করেন ? ➫ জর্জেস লেকল্যান্স

36) তড়িত্ বিশ্লেষণ কে আবিস্কার করেন ? ➫ ফ্যারাডে

WBPSC Clerkship Practice Set 01 l পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১

37) থার্মোমিটার কে আবিস্কার করেন ? ➫ গ্যালিলিও গ্যালিলি

38) নিউট্রন কে আবিস্কার করেন ? ➫ জেমস চ্যাডউইক

39) পচন নিবারক অস্ত্রোপচার কে আবিস্কার করেন ? ➫ লিসার

40) পরম শূন্যতার স্কেল কে আবিস্কার করেন ? ➫ কেলভিন

41) পারমাণবিক বিভাজন প্রক্রিয়া কে আবিস্কার করেন ? ➫ অটোহ্যান

42) পারমাণবিক সংখ্যা কে আবিস্কার করেন ? ➫ মোঁসলে

43) পেট্রোল ইঞ্জিন কে আবিস্কার করেন ? ➫ নিকোলাস অটো

44) পেনিসিলিন কে আবিস্কার করেন ? ➫ আলেকজান্ডার ফ্লেমিং

45) পোলিও টিকা কে আবিস্কার করেন ? ➫ জোনাস ই স্যাক

46) প্রোটন কে আবিস্কার করেন ? ➫ রাদারফোর্ড

47) প্লুটোনিয়াম কে আবিস্কার করেন ? ➫ সিবোর্গ

48) ফনোগ্রাফ কে আবিস্কার করেন ? ➫ টমাস আলভা এডিসন

49) ফ্লপি ডিস্ক কে আবিস্কার করেন ? ➫ আইবিএম কোম্পানি

50) বংশগতির সূত্র কে আবিস্কার করেন ➫ গ্রেগর মেন্ডেল

51) বল পয়েন্ট কে আবিস্কার করেন ➫ জন জেলাউড

52) বসন্ত টিকা কে আবিস্কার করেন ➫ জেনার

53) বসন্তের টিকা কে আবিস্কার করেন ➫ এডওয়ার্ড জেনার

54) বায়ু নিষ্কাশন যন্ত্র কে আবিস্কার করেন ➫ অটোভন গেরিক

55) বার্নার কে আবিস্কার করেন ? ➫ রবার্ট বুনসেন

56) বাষ্পীয় ইঞ্জিন কে আবিস্কার করেন ? ➫ জেমস ওয়াট

57) বিদ্যুত্ কে আবিস্কার করেন ? ➫ উইলিয়াম গিলবার্ট

58) বিবর্তনের সূত্র কে আবিস্কার করেন ? ➫ চার্লস ডারউইন

Also Read: Primary TET Practice Set Bengali
---Advertisement---

Related Post

Primary TET EVS Practice Set 11 l প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট ১১: পরিবেশ বিদ্যা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Primary TET EVS Practice Set 11: প্রাইমারি টেট ২০২৫ পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য পরিবেশ বিদ্যা (EVS) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্লগে আমরা প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর, ...

List of Famous Discoveries and Inventors 2025 l আবিষ্কার ও আবিষ্কারক – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য

Famous Discoveries and Inventors: বিজ্ঞান ও প্রযুক্তি জগতে যেসব বিখ্যাত আবিষ্কার হয়েছে এবং যাঁরা এসব আবিষ্কার করেছেন, তাঁদের সম্পর্কে জানা প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্লগে ...

The Fly by Katherine Mansfield – 30 One-Sentence Questions and Answers l WB SLST English 2025 (Corrected for 2nd WB SLST)

The Fly by Katherine Mansfield: WB SLST English 2025 পরীক্ষার প্রস্তুতিতে ‘The Fly by Katherine Mansfield’ অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে নানা ধরনের প্রশ্ন এসেছে, ...

Araby by James Joyce for WB SLST English 2025 – 30 Model One-Liner Questions with Correct Answers (Corrected for 2nd WB SLST)

Araby by James Joyce for WB SLST English 2025: আপনি যদি WB SLST English 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য বিশেষভাবে উপযোগী। বিশেষ করে ...

Leave a Comment