---Advertisement---

Important Questions Answers for All Competitive Job Exams 2024 l সমস্ত চাকরির পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর – 03

By Siksakul

Published on:

Important Questions Answers for All Competitive Job Exams
---Advertisement---

Important Questions Answers for All Competitive Job Exams: চাকরির পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সঠিক তথ্য ও সঠিক প্রস্তুতির কোন বিকল্প নেই। এই ব্লগে আমরা সমস্ত চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা করব। আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষার (All Competitive Job Exams) জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। আসুন, প্রস্তুতির যাত্রা শুরু করা যাক এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার প্রস্তুতি নেয়া যাক।

Important Questions Answers for All Competitive Job Exams l সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

১. প্রশ্ন: ডিএনএ অণুর দ্বি –হ্যালিক্স কাঠামোর জনক কে?
উত্তর: ওয়াটসন ও ক্রিক
২. প্রশ্ন: হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
উত্তর: আমিষ
৩. প্রশ্ন: কোন প্রানীকে মরুভূমির জাহাজ বলা হয়?
উত্তর: উট
৪. প্রশ্ন: আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
উত্তর: ৩
৫. প্রশ্ন: হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
উত্তর: বিশেষ ধরনের অনৈচ্ছিক
৬. প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
উত্তর: অক্সিজেন পরিবহন করা
৭. প্রশ্ন: মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস –
উত্তর: শ্বসন
৮. প্রশ্ন: Photosynthesis takes place in –
উত্তর: Green parts of the plants
৯. প্রশ্ন: ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?
উত্তর: নাইট্রোজেন


১০. প্রশ্ন: ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল–
উত্তর: চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
১১. প্রশ্ন: Dengue fever is spread by–
উত্তর: Aedes aegypti mosquito
১২. প্রশ্ন: সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তর: ৬ টি
১৩. প্রশ্ন: ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
উত্তর: অগ্ন্যাশয় হতে
১৪. প্রশ্ন: হাড় ও দাঁতকে মজবুত করে-
উত্তর: ক্যালসিয়াম ও ফসফরাস
১৫. প্রশ্ন: অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল –
উত্তর: গ্লাইকোজেন
১৬. প্রশ্ন: প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে –
উত্তর: জেনেটিক্স
১৭. প্রশ্ন: কোন খাদ্যে প্রোটিন বেশি?
উত্তর: মসুর ডাল
১৮. প্রশ্ন: কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে?
উত্তর: খেসারী
১৯. প্রশ্ন: জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
উত্তর: জল সেচ

আরও পড়ুন:- English Pedagogy Practice Set 3


২০. প্রশ্ন: জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়–
উত্তর: শুশুক
২১. প্রশ্ন: যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-
উত্তর: প্যাথজেনিক
২২. প্রশ্ন: মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
উত্তর: স্নায়ুতন্ত্রের
২৩. প্রশ্ন: ভাইরাস জনিত রোগ নয় কোনটি?
উত্তর: নিওমোনিয়া
২৪. প্রশ্ন: প্রাণী জগতের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
উত্তর: ইভোলিওশন
২৫. প্রশ্ন: নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
উত্তর: ট্রিপসিন
২৬. প্রশ্ন: মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
উত্তর: প্লিহাতে
২৭. প্রশ্ন: কোনটি এ্যান্টিবায়োটিক?
উত্তর: পেনিসিলিন
২৮. প্রশ্ন: জন্ডিসে আক্রান্ত হয় –
উত্তর: যকৃত
২৯. প্রশ্ন: সবচেয়ে বড় ভাইরাস হল-
উত্তর: গো-বসন্তের ভাইরাস
৩০. প্রশ্ন: কোনো পরিবহন তন্ত্র নেই-
উত্তর: ছত্রাকের


৩১. প্রশ্ন: ঝিনুকের রক্তে কি নেই?
উত্তর: হিমোগ্লোবিন
৩২. প্রশ্ন: গলদা চিংড়ি কোন পর্বের প্রানী?
উত্তর: আর্থ্রোপোডা
৩৩. প্রশ্ন:মুক্তায় কত ভাগ CaCO3 থাকে?
উত্তর: ৮৮-৯০ ভাগ
৩৪. প্রশ্ন: চিংড়ির চাষকে কি বলে?
উত্তর: Prawn culture
৩৫. প্রশ্ন: ঝিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি?
উত্তর: গ্রীষ্মকাল
৩৬. প্রশ্ন: “আমা” শব্দের অর্থ কি?
উত্তর: সাগর কন্যা
৩৮. প্রশ্ন: মাছ চাষের জন্য উপকারী জল হল-
উত্তর: ক্ষার ধর্মী জল
৩৯. প্রশ্ন: মাছের প্রাকৃতিক খাবার হল-
উত্তর: প্লাংকটন
৪০. প্রশ্ন: ক্ষুদ্র ক্ষুদ্র প্রানীকে কি বলে-
উত্তর: জুয়োপ্ল্যাংকটন


৪১. প্রশ্ন: ব্ল্যাক টাইগার বলা হয় –
উত্তর: বাগদা চিংড়ি
৪২. প্রশ্ন: প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম?
উত্তর: ২১
৪৩. প্রশ্ন: জীবদেহের কাজের একক কি?
উত্তর: কোষ
৪৪. প্রশ্ন: সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে?
উত্তর: রবার্ট হুক
৪৫. প্রশ্ন: টিস্যুর গঠনগত একক কি?
উত্তর: কোষ
৪৬. প্রশ্ন: মানুষের ক্রোমোজোম সংখ্যা কতটি?
উত্তর: ৪৬
৪৭. প্রশ্ন: কত সালে রিকম্বিনেট DNA তৈরি করা হয়?
উত্তর: ১৯৭২
৪৮. প্রশ্ন: প্রানিজগতের জীববৈচিত্র্যকে কি বলে?
উত্তর: প্রানীবৈচিত্র্য
৪৯. প্রশ্ন: Fauna বলতে কি বুঝায়?
উত্তর: প্রানিকূল
৫০. প্রশ্ন: ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি?
উত্তর: কাইটিন


৫১. প্রশ্ন: DNA কোথায় থাকে?
উত্তর: নিউক্লিয়াসে
৫২. প্রশ্ন: কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়
উত্তর: ছোলা
৫৩. প্রশ্ন: সবচাইতে দ্রুতগামী পাখি কোনটি?
উত্তর: সুইফট বার্ড
৫৪. প্রশ্ন: বানরের হাত আছে কয়টি?
উত্তর: হাত নেই
৫৫. প্রশ্ন: কলকাসুন্দা কি?
উত্তর: উপগুল্ম
৫৬. প্রশ্ন: রক্তকোষের উপাদান নয় কোনটি?
উত্তর: হিমোগ্লোবিন
৫৭. প্রশ্ন: হংকং ভাইরাস নামে পরিচিত কোন ভাইরাস?
উত্তর: SARS
৫৮. প্রশ্ন: টয়ালিন কি পরিপাক করে?
উত্তর: শর্করা
৫৯. প্রশ্ন: বিলিরুবিন কোথায় থাকে?
উত্তর: প্লীহায়
৬০. প্রশ্ন: মানব দেহের মোট কশেরুকার সংখ্যা কতটি?
উত্তর: ৩৩


৬১. প্রশ্ন: পেশিগুলো হাড়ের সাথে কিসের সাহায্যে লেগে থাকে?
উত্তর: লিগামেন্ট
৬২. প্রশ্ন: এইডস কোন ভাইরাসের জন্য হয়
উত্তর: HIV

---Advertisement---

Related Post

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Classical Dances of India: ভারতের ধ্রুপদী নৃত্যের তালিকা ও প্রধান নৃত্যশিল্পী

ভারতের সংস্কৃতি তার বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য পরিচিত, এবং ধ্রুপদী নৃত্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন ঘটায়। এই ...

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Leave a Comment