---Advertisement---

WB Gram Panchayat Practice Set 2024 : গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ২৫

By Siksakul

Updated on:

WB Gram Panchayat Practice Set 2024
---Advertisement---

WB Gram Panchayat Practice Set 2024 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।

WB Gram Panchayat Practice Set 2024 l গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ২৫

Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। Siksakul আয়োজিত WB Gram Panchayat Practice Set-25 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট l WB Gram Panchayat Practice Set-25

প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও  বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে (WB Gram Panchayat Practice Set in Bengali) গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

প্রশ্ন. দাবার উৎপত্তিস্থল কোন দেশ ?

উত্তর:- ভারত

প্রশ্ন. বাস্কেটবলের উৎপত্তিস্থল কোন দেশ ?

উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র

প্রশ্ন. বিচ সকারের উৎপত্তিস্থল কোন দেশ ?

উত্তর:- ব্রাজিল

প্রশ্ন. ক্রিকেটের উৎপত্তিস্থল কোন দেশ ?

উত্তর:- ইংল্যান্ড

প্রশ্ন. গল্ফ এর উৎপত্তিস্থল কোন দেশ ?

উত্তর:- স্কটল্যান্ড

প্রশ্ন. স্পিড স্কেটিং এর উৎপত্তিস্থল কোন দেশ ?

উত্তর:- নেদারল্যান্ড

প্রশ্ন. হ্যান্ডবল উৎপত্তিস্থল কোন দেশ ?

উত্তর:- ডেনমার্ক

প্রশ্ন. আইস হকির উৎপত্তিস্থল কোন দেশ ?

উত্তর:- কানাডা

প্রশ্ন. স্কাই জাম্পিং এর উৎপত্তিস্থল কোন দেশ ?

উত্তর:- নরওয়ে

প্রশ্ন. ফুটবলের উৎপত্তিস্থল কোন দেশ ?

উত্তর:- ব্রিটেন

প্রশ্ন. পাইক বিদ্রোহ কোন ব্রিটিশ শাসকের আমলে ঘটেছিল ?

উত্তর:- লর্ড হেস্টিংস

প্রশ্ন. থাডেও কুকি বিদ্রোহ কোন ব্রিটিশ শাসকের আমলে ঘটেছিল ?

উত্তর:- লর্ড চেমসফোর্ড

প্রশ্ন. ওরাও বিদ্রোহ কোন ব্রিটিশ শাসকের আমলে ঘটেছিল ?

উত্তর:- লর্ড হার্ডিঞ্জ

প্রশ্ন. পাগলা পন্থী বিদ্রোহ কোন ব্রিটিশ শাসকের আমলে ঘটেছিল ?

উত্তর:- লর্ড আমহার্স্ট

প্রশ্ন. পলিগার বিদ্রোহ কোন ব্রিটিশ শাসকের আমলে ঘটেছিল ?

উত্তর:- লর্ড ওয়েলেসলি

প্রশ্ন. নাগা বিদ্রোহ কোন ব্রিটিশ শাসকের আমলে ঘটেছিল ?

উত্তর:- লর্ড উইলিংডন

প্রশ্ন. চেঞ্চা বিদ্রোহ কোন ব্রিটিশ শাসকের আমলে ঘটেছিল ?

উত্তর:- লর্ড রিডিং

প্রশ্ন. মুন্ডা বিদ্রোহ কোন ব্রিটিশ শাসকের আমলে ঘটেছিল ?

উত্তর:- লর্ড কার্জন

প্রশ্ন. কাচা নাগা বিদ্রোহ কোন ব্রিটিশ শাসকের আমলে ঘটেছিল ?

উত্তর:- লর্ড রিপন

প্রশ্ন. নাইকদা বিদ্রোহ কোন ব্রিটিশ শাসকের আমলে ঘটেছিল ?

উত্তর:- লর্ড ক্যানিং

প্রশ্ন. ফ্ল্যাশবাতি বা লেসারে কোন গ্যাস ব্যবহৃত হয় ?

উত্তর:- জেনন

প্রশ্ন. রেডিওথেরাপিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ?

উত্তর:- রেডন

প্রশ্ন. ভ্যাকুয়াম টিউব,টেলিভিশন টিউবে কোন গ্যাস ব্যবহৃত হয় ?

উত্তর:- নিয়ন

প্রশ্ন. ক্লোরোফর্ম প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ?

উত্তর:- মিথেন

Unleash Your Gaming Potential: Lenovo IdeaPad Gaming 3 with AMD Ryzen 5, NVIDIA RTX 2050, and 144Hz FHD Display

---Advertisement---

Related Post

🐘 Elephant Reserves in India – State-wise List 2025

Elephant Reserves in India – State-wise List: India is home to the largest population of Asian elephants in the world, making their conservation a critical priority. To protect ...

CCRAS Recruitment 2025 Notification: Apply for 388 Group A, B & C Vacancies Including MTS & LDC

CCRAS Recruitment 2025 Notification: The Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) has issued a short notification regarding 388 vacancies across Group A, B, and C posts. ...

WB SLST English 2025 Preparation: 45 Important One-Sentence Question Answers on The Lotus Eaters by Somerset Maugham

WB SLST English 2025 preparation: Preparing for the 2nd WB SLST English Exam 2025? Struggling to cover every story in your syllabus? Don’t worry! We’ve compiled 45 One-Sentence ...

WB SLST English 2025 l 50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates

50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates: If you’re preparing for WB SLST English 2025 (IX-X), mastering the short story “The Ox” by H.E. Bates is ...

Leave a Comment