---Advertisement---

Special General Knowledge MCQ in Bengali Part 03 l জেনারেল নলেজ MCQ পর্ব – ০৩

By Siksakul

Published on:

General Knowledge MCQ
---Advertisement---

General Knowledge MCQ in Bengali Part 03: আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের গুরুত্ব অপরিসীম। এটি আমাদের চারপাশের পৃথিবী সম্পর্কে সচেতনতা বাড়ায়, নতুন বিষয় সম্পর্কে জানার সুযোগ দেয়, এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে সহায়তা করে। সাধারণ জ্ঞানের সঠিক বিকাশের জন্য MCQ (Multiple Choice Questions) একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি।

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০৩ । যেটিতে গুরুত্বপূর্ণ 30 টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

General Knowledge MCQ in Bengali Part 03 l জেনারেল নলেজ MCQ পর্ব – ০৩


1. রেলওয়ে প্রটেকশন ফোর্স র নতুন DG পদে কে নিযুক্ত হলেন ?

A.গোবিন্দ মালব্য

B.অশ্বিবিনী ভাটিয়া

C.মনোজ যাদভা

D.সুরজিত পোড়ে 

উত্তর :- (C)

2. লোথাল কোন নদীর তীরে অবস্থিত ?

A.রাভি

B.ভোগাবর

C.সিন্ধু

D.ঘর্ঘরা 

উত্তর :- (B)

3. চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

A.কৌটিল্য

B.বাসসাকার

C.রাধা গুপ্ত

D.বিম্বিসার 

উত্তর :- (A)

4. ভারতের প্রথম জরুরি অবস্থা জারি হয়েছিল কত সালে ?

A.1971 সালে

B.1975 সালে

C.1962 সালে

D.1956 সালে 

উত্তর :- (C)

5. কোন তারিখে ভারতের সংবিধান কার্যকরী হয় ?

A.26 নভেম্বর,1949

B.31 ডিসেম্বর,1950

C.26 জানুয়ারি,1950

D.26 জানুয়ারি,1949 

উত্তর :- (C)

6. অ্যামিবার রেচন অঙ্গের নাম কি ?

A.ফেল্ম কোষ

B.সংকোচিত গহবর

C.দেহতল

D.নেফ্রিডিয়া 

উত্তর :- (B)

7. ভারতের মৌমাছি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

A.পুনে

B.নাগপুর

C.হিমাচল প্রদেশ

D.শিমলা 

উত্তর :- (A)

8. মৌলিক বর্ণ কি কি ?

A.লাল, হলুদ এবং সবুজ

B.হলুদ, নীল এবং সবুজ

C.নীল, লাল এবং হলুদ

D.লাল, সবুজ এবং নীল 

উত্তর :- (D)

9. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ?

A.যোগ জলপ্রপাত

B.কুঞ্চিকল জলপ্রপাত

C.চিত্রকুট জলপ্রপাত

D.ধুয়াধর জলপ্রপাত 

উত্তর :- (B)

10. ব্ল্যাক ফুট ডিজিজ রোগ কিসের প্রভাবে হয় ?

A.আর্সেনিক

B.পারদ

C.বায়ু দূষণ

D.ক্যাডমিরাম 

উত্তর :- (A)

জেনারেল নলেজ MCQ l সাধারণ জ্ঞান MCQ বাংলা l General Knowledge Practice Bengali

আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com

11. ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?

A.ব্রিটেন

B.সুইডেন

C.জার্মানি

D.মার্কিন যুক্তরাষ্ট্র 

উত্তর :- (D)

12. ‘মেঘনাথবধকাব্যটি রচয়িতা কে ?

A.বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

B.মাইকেল মধুসূদন দত্ত

C.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

D.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

উত্তর :- (B)

13. ‘অপরাজিতাকার ছদ্মনাম ?

A.রাধারানী দেবী

B.আশাপূর্ণা দেবী

C.সমরেশ বসু

D.ভবানী মজুমদার 

উত্তর :- (A)

14. দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত ?

A.দৌড়বাজ

B.টেবিল টেনিস

C.জিমনাস্টিক

D.ব্যাডমিন্টন 

উত্তর :- (C)

15. W. h=_____ জুল ।

A.100 J36 J

B.3600 J

C.1000 J 

উত্তর :- (C)

16. হর্ষচরিতকার রচনা ?

A.বানভট্ট

B.কালিদাস

C.কৌটিল্য

D.হর্ষবর্ধন 

উত্তর :- (A)

17. তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন ?

A.তাজউদ্দীন ইলদিজ

B.মহম্মদ ঘোরী

C.ইলতুৎমিস

D.পৃথ্বীরাজ চৌহান 

উত্তর :- (D)

18. গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয় ?

A.কপার

B.ম্যাগনেসিয়াম

C.অ্যালুমিনিয়াম

D.জিংক 

উত্তর :- (B)

19. কোন দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় ?

A.1 লা মে

B.21 শে ফেব্রুয়ারি

C.28 শে ফেব্রুয়ারি

D.22 শে এপ্রিল 

উত্তর :- (B)

20. সম্প্রতি একনাথ শিন্ডে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ?

A.মহারাষ্ট্র

B.ত্রিপুরা

C.মনিপুর

D.কেরালা 

উত্তর :- (A)

21. ‘জিরো আওয়ারবলতে কোন সময়কে বোঝায় ?

A.12pm-1pm

B.12am-1am

C.11am-12pm

D.11pm-12am 

উত্তর :- (A)

22. বর্তমান ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ?

A.ভাকরা নাঙ্গাল

B.কোয়েনা

C.সিদ্রাপং 

D.পাঞ্চৎ 

উত্তর :- (B)

23. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককের কি বলে ?

A.নিউরন

B.ভেন্ট্রিকল

C.নেফ্রন

D.মেনিনজেস 

উত্তর :- (A)

24. কোন গভর্নর জেনারেলের সময় 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ হয় ?

A.লর্ড উইলিয়াম বেন্টিং

B.লর্ড ওয়ারেন হোস্টিংস

C.লর্ড ক্যানিং

D.লর্ড ডালহৌসি 

উত্তর :- (C)

25. কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেন ?

A.ইভান উইলিয়ামস

B.চার্লস ব্যাবেজ

C.বিল গেটস

D.ডগলাস এঙ্গেলবার্ট 

উত্তর :- (D)

26. পন্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন ?

A.সেতার

B.তবলা

C.বাঁশি

D.সানাই 

উত্তর :- (A)

27. বায়ুমন্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় ?

A.ট্রপোস্ফিয়ার

B.এক্সোস্ফিয়ার

C.আয়োনোস্ফিয়ার

D.স্ট্রোটোস্ফিয়ার 

উত্তর :- (C)

28. বীজহীন ফল উৎপাদনে কোন হরমোন সাহায্য করে ?

A.অক্সিন

B.ইথিলিন

C.জিব্বেরেলিন

D.সাইটোকাইনিন 

উত্তর :- (A)

29. কত খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা হয় ?

A.1930 খ্রিস্টাব্দে

B.1927 খ্রিস্টাব্দে

C.1929 খ্রিস্টাব্দে

D.1928 খ্রিস্টাব্দে 

উত্তর :- (C)

30. ‘থমাস কাপকোন খেলার সঙ্গে যুক্ত ?

A.টেবিল টেনিস

B.ব্যাডমিন্টন

C.ক্রিকেট

D.বাস্কেটবল 

উত্তর :- (B)

আগের পর্ব –

⦿ জেনারেল নলেজ MCQ পর্ব – ০২

---Advertisement---

Related Post

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Classical Dances of India: ভারতের ধ্রুপদী নৃত্যের তালিকা ও প্রধান নৃত্যশিল্পী

ভারতের সংস্কৃতি তার বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য পরিচিত, এবং ধ্রুপদী নৃত্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন ঘটায়। এই ...

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Leave a Comment