Physics MCQ: আপনি কি পদার্থবিদ্যার সাধারণ জ্ঞান (জিকে) পরীক্ষা প্রস্তুতির জন্য খুঁজছেন? তাহলে আপনি সঠিক স্থানে এসেছেন। পদার্থবিদ্যা এমন একটি বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিককে ব্যাখ্যা করতে সহায়ক হয়। পরীক্ষায় সফলতার জন্য পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি।
এই ব্লগে, আমরা আপনাদের জন্য প্রস্তুত করেছি “পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ০৭” (Physics GK MCQ in Bengali Set 7)। এখানে আপনি পাবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর, যা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়তা করবে। প্রতিটি প্রশ্ন সাবধানে বাছাই করা হয়েছে এবং এর সাথে বিস্তারিত উত্তর প্রদান করা হয়েছে, যা আপনার ধারণা স্পষ্ট করতে সাহায্য করবে।
তাহলে আর দেরি কেন? আমাদের সাথে যোগ দিন এবং আপনার পদার্থবিদ্যা জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের মাধ্যমে। সরকারি চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন আজই!
General Science Physics MCQ Set 7 l পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ০৭
Table of Contents
121. রঙের সঠিক পর্যায়ক্রমটি লেখাে।
(A) বেগুনি, নীল, লাল
(B) সবুজ, কমলা ও লাল
(C) লাল, সবুজ, আকাশী
(D) নীল, সবুজ, হলুদ
(A) বেগুনি, নীল, লাল
122. ক্যামেরার কোন্ অংশ মানুষের চোখের রেটিনার সঙ্গে সাদৃশ্য রাখে?
(A) লেন্স
(C) অ্যাপারচার
(D) সাটার
(B) ফিল্ম
(A) লেন্স
123. বস্তুর ত্রিমাত্রিক চিত্রগ্রহণ ও চিত্র প্রদর্শনের প্রযুক্তিকে বলে—
(A) ভিডিওগ্রাফি
(B) লেক্সিকোগ্রাফি
(C) হলােগ্রাফি
(D) ফটোগ্রাফি
(A) ভিডিওগ্রাফি
124. পৃথিবীর উত্তর মেরুতে একটি দণ্ডচুম্বকের মাঝ বরাবর ঝুলিয়ে রেখে সেটি কেমনভাবে ঝুলতে থাকবে?
(A) অনুভূমিকভাবে
(B) উল্লম্বভাবে থাকবে, তার উত্তর মেরু নিচের দিকে
(C) উল্লম্বভাবে থাকবে, তার দক্ষিণ মেরু নিচের দিকে
(D) আনতভাবে
(B) উল্লম্বভাবে থাকবে, তার উত্তর মেরু নিচের দিকে
125. শুষ্ক চুলকে শক্ত রবারের চিরুনি দিয়ে আঁচড়ালে যে শব্দ শুনতে পাওয়া যায়, তা-
(A) ছােটো ছােটো বৈদ্যুতিক স্পার্ক-এর জন্য
(B) চিরুনির সঙ্গে চুলের ঘর্ষণজনিত শব্দ
(C) কোনােটিই নয়
(A) ছােটো ছােটো বৈদ্যুতিক স্পার্ক-এর জন্য
126. একটি দণ্ডচুম্বকের প্রান্ত থেকে দোদুল্যমান দুটি পিন উল্লম্ব থাকে না, কারণ—
(A) তাদের উপরের অংশ সঠিকভাবে গােলাকার থাকে না
(B) একই ধরনের মেরু পরস্পরকে বিকর্ষণ করে
(C) এগুলি চৌম্বক পদার্থের তৈরি
Competitive Exam Physics MCQ l Physics GK Questions in Bengali
(B) একই ধরনের মেরু পরস্পরকে বিকর্ষণ করে
127. চুম্বকের সমমেরু পরস্পরকে-
(A) আকর্ষণ করে
(B) বিকর্ষণ করে
(C) দুটোই
(D) কিছু করে না।
(B) বিকর্ষণ করে
128. নীচের কোনটি অচৌম্বক পদার্থ
(A) কাঠ
(B) লােহা
(C) কোবাল্ট
(D) নিকেল
(A) কাঠ
129. চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে-
(A) আকর্ষণ করে
(B) বিকর্ষণ করে
(C) যেকোন একটি
(D) কোন কিছু করে না
(A) আকর্ষণ করে
130. নিরক্ষরেখায় বিনতি কোণ-এর মান-
(A) 30°
(B) 45°
(C) 70
(D) 0°
(D) 0°
131. মেরুপ্রদেশে বিনতি কোণ-এর মান—
(A) 60°
(B) 15%
(C) 90°
(D) 0°
(C) 90°
132. চুম্বক আকর্ষণ করে—
(A) নিকেল
(B) সিজিয়াম
(C) হিলিয়াম
(D) তামা
(A) নিকেল
133. কাচের রড ও সিল্কের ঘর্ষণে কোনটি কোন আদানপ্রাপ্ত হয় ?
(A) কাচের রড ঋণাত্মক, সিল্ক ধনাত্মক
(B) কাচের রড ধনাত্মক, সিল্ক ঋণাত্মক
(C) দুটোই ধনাত্মক
(D) দুটোই ঋণাত্মক
Physics Objective Questions in Bengali l Important Physics GK MCQ
(A) কাচের রড ঋণাত্মক, সিল্ক ধনাত্মক
134. “সমতড়িৎ পরস্পরকে বিকর্ষিত করে এবং বিপরীত তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে”—উক্তিটি-
(A) ঠিক
(B) ভুল
(C) কখনাে কখনাে ঠিক
(D) কখনাে কখনাে ভুল
(A) ঠিক
135. বজ্ৰবহ কী?
(A) বজ্রপাত হতে দেয় না
(B) বর্জকে আবার আকাশে ফিরিয়ে দেয়
(C) বজ্র থেকে কোনাে কিছুকে রক্ষা করে
(D) বজ্রকে বহন করে নিয়ে যায়
(C) বজ্র থেকে কোনাে কিছুকে রক্ষা করে
136. নিম্নের কোন্ ধাতু দিয়ে বজ্রহ তৈরি হয় ?
(A) লােহা
(B) রূপা
(C) অ্যালুমিনিয়াম
(D) তামা
(D) তামা
137. পরিবাহীর ভিতরের পৃষ্ঠে আধান হয়—
(A) শূন্য
(B) 1
(C) 100
(D) ঋণাত্মক
(A) শূন্য
138. দুটি ভিন্ন ধরণের বস্তুর ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে বলে—
(A) প্রবাহী তড়িৎ
(B) স্থির তড়িৎ
(C) A.C
(D) D.C.
(B) স্থির তড়িৎ
139. বৈদ্যুতিক বর্তনীতে ধারক (Capacitor) ব্যবহার করা হয় ?
(A) বিভব বৃদ্ধির জন্য
(B) বিভব হ্রাসের জন্য
(C) বৈদ্যুতিক আধান সঞ্চয়ের জন্য
(D) বৈদ্যুতিক আধান তৈরির জন্য
(C) বৈদ্যুতিক আধান সঞ্চয়ের জন্য
140. নিম্নলিখিত কোটি তড়িচ্চুম্বকীয় আবেশের ওপর নির্ভর করে না?
(A) বৈদ্যুতিক পাখা
(B) টেলিফোন যন্ত্র
(C) কার্বন মাইক্রোফোন
(D) ডায়নামাে
(D) ডায়নামাে