---Advertisement---

Important Geography MCQ Bengali Set 01 | ভূগোল MCQ সেট ০১

By Siksakul

Published on:

Important Geography MCQ Bengali Set 01
---Advertisement---

ভূগোলের জ্ঞান যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র আমাদের পরিবেশ এবং পৃথিবীর গঠন সম্পর্কে জ্ঞান বাড়ায় না, বরং পরীক্ষার প্রস্তুতিতেও বড় ভূমিকা পালন করে। এই ব্লগে, আমরা আপনাদের জন্য উপস্থাপন করছি “Important Geography MCQ Bengali Set 01 | ভূগোল MCQ সেট ০১”, যেখানে ৩০টি গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্নোত্তর অন্তর্ভুক্ত রয়েছে। এই সেটটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে, যা আপনাকে যেকোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতিতে সহায়তা করবে। প্রতিটি প্রশ্নের উত্তরসহ বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে, যা আপনাকে বিষয়টি আরও ভালভাবে বোঝাতে সহায়ক হবে। প্রস্তুতি শুরু করার জন্য এই সেটটি অবশ্যই কাজে লাগান।

Important Geography MCQ Bengali Set 01

1. পৃথিবীর ছাদ কাকে বলে ?

A.তিব্বত

B.ভুটান

C.চীন

D.নেপাল 

উত্তর – (A)

2. রাজস্থানে গাধার মেলা কোথায় হয় ?

A.উদমপুর

B.আজমের

C.জয়পুর

D.ভগতপুর 

উত্তর – (C)

3. ভারতের সবচেয়ে বড় মন্দির কোনটি ?

A.প্রেমমন্দির

B.রামমন্দির

C.অক্ষরধাম মন্দির

D.শ্রীরঙ্গনাথ মন্দির 

উত্তর – (D)

4. বিশ্বের সবচেয়ে বড় মন্দির কোথায় অবস্থিত ?

A.থাইল্যান্ড

B.কম্বোডিয়া

C.নেপাল

D.ভারত 

উত্তর – (B)

5. কাক কোন দেশের জাতীয় পাখি ?

A.বাংলাদেশ

B.ভুটান

C.শ্রীলঙ্কা

D.জাপান 

উত্তর – (B)

6. বিশ্বের একমাত্র ভাসমান ডাকঘর কোন হ্রদে অবস্থিত ?

A.ডল হ্রদ 

B.উলার হ্রদ

C.লেকটাক হ্রদ

D.চিলকা হ্রদ 

উত্তর – (A)

7. কোন পাখি দুধ ও ডিম দুইই দেয় ?

A.এমিউ

B.কাঠঠোকরা

C.তারা পাখি

D.প্লাটিপাস 

উত্তর – (D)

8. চাঁদ তারা কোন দেশের জাতীয় প্রতীক ?

A.ইরান

B.ইজরাইল

C.পাকিস্তান

D.কোনোটিই নয় 

উত্তর – (C)

9. কোন রাজ্যের প্রধান ভাষা খাসী ?

A.মেঘালয়

B.ত্রিপুরা

C.নাগাল্যান্ড

D.অসম 

উত্তর – (A)

10. মানুষ একদিনে কত অক্সিজেন গ্রহণ করে ?

A.800 লিটার

B.550 লিটার

C.970 লিটার

D.400 লিটার 

উত্তর – (B)

11. দিল্লি ভারতের রাজধানী কোন বছর হয়েছিল ?

A.1912

B.1911

C.1922

D.1915 

উত্তর – (B)

12. লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A.বিহার

B.গোয়া

C.উত্তর প্রদেশ

D.অসম 

উত্তর – (C)

13. কোন দেশের আগ্নেয়গিরির লাভার নীল রঙের হয় ?

A.মেক্সিকো

B.ইতালি

C.ইন্দোনেশিয়া

D.আর্জেন্টিনা 

উত্তর – (C)

14. লাল পিঁপড়েতে কোন অ্যাসিড পাওয়া যায় ?

A.ফরমিক অ্যাসিড

B.ল্যাকটিক অ্যাসিড

C.অ্যাসিটিক অ্যাসিড

D.সাইট্রিক অ্যাসিড 

উত্তর – (A)

15. গান্ধীজীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু হয়েছিল ?

A.ডান্ডি

B.চম্পারন

C.বরোদা

D.বারদৌলি 

উত্তর – (B)

16. বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় ?

A.11 সেপ্টেম্বর

B.11 জুন

C.11 জুলাই

D.11 আগস্ট 

উত্তর – (C)

17. বিশ্বের সবচেয়ে ব্যস্ত বাণিজ্যিক নদী কোনটি ?

A.টেমস

B.গঙ্গা

C.টাইগ্রিস

D.রাইন 

উত্তর – (D)

18. মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু করেছিলেন ?

A.1942

B.1920

C.1930

D.1940 

উত্তর – (A)

19. রামায়ণে অনুবাদ ফার্সি ভাষায় কে করেছিলেন ?

A.ঈশ্বর দাস

B.আবুল ফজল

C.আব্দুল লতিফ

D.বদায়ুনী 

উত্তর – (D)

20. বিহারের দুঃখ কোন নদীকে বলে ?

A.দামোদর

B.কোশী

C.গঙ্গা

D.নর্মদা 

উত্তর – (B)

21. শিবসমুদ্রমজলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত ?

A.নর্মদা

B.গোদাবরী

C.কাবেরী

D.গঙ্গা 

উত্তর – (C)

22. চন্দ্রযান 3 মিশনের ল্যান্ডারের নাম কি ?

A.কালাম

B.বিক্রম

C.প্রযুক্তি

D.PSLV3 

উত্তর – (B)

23. ওজোন গ্যাসের বর্ণ কি ধরনের ?

A.হালকা নীল

B.হালকা হলুদ

C.হালকা লাল

D.হালকা সবুজ 

উত্তর – (A)

24. ওজন স্তরে ঘনত্ব মাপা হয় কোন এককে ?

A.পারদ দূষণ

B.ক্যাডমিয়াম দূষণ

C.আর্সেনিক দূষণ

D.ফ্লুরাইড দূষণ 

উত্তর – (C)

25. রামচরিতগ্রন্থটি কে রচনা করেন ?

A.মেগাস্থিনিস

B.সন্ধ্যাকর নন্দী

C.তুলসীদাস

D.কৌটিল্য 

উত্তর – (B)

26. যোদ্ধা পেশোয়ানামে কে পরিচিত ছিলেন ?

A.প্রথম বাজীরাও

B.বালাজী বাজীরাও

C.বালাজী বিশ্বনাথ

D.দ্বিতীয় বাজীরাও 

উত্তর – (A)

27. বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত ?

A.বহরমপুরে

B.বর্ধমানে

C.সিউড়িতে

D.বোলপুরে 

উত্তর – (C)

28. অম্লবৃষ্টি হয় প্রধানত কোন গ্যাসের কারণে ?

A.কার্বন-ডাই-অক্সাইড

B.ফসফরাস অক্সাইড

C.সালফার ডাইঅক্সাইড

D.কার্বন মনোঅক্সাইড 

উত্তর – (C)

29. ব্যারোমিটারে পারদের উত্থান নির্দেশ  করে –

A.বৃষ্টি

B.ঝড়

C.ভালো আবহাওয়া

D.ঝড় ও বৃষ্টি উভয়ই 

উত্তর – (C)

30. ইউগ্লিনা ছাড়া অন্য কোন প্রাণী সালোকসংশ্লেষে সক্ষম ?

A.ক্রাইস্যামিবা

B.অ্যামিবা

C.মিউকর

D.কোনোটিই নয় 

উত্তর – (A)

ভারতের নদীগুলির এবং তাদের উপনদীগুলির সংক্ষিপ্ত বিবরণ

---Advertisement---

Related Post

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Bankura District Group-D Office staff Recruitment l বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১২ হাজার টাকা

বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারও বড় সুযোগ এসেছে। বাঁকুড়া জেলার জেলা শিশু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত ...

District Government Boys Home Group C Recruitment Notification Out l রাজ্য সরকারি হোমে গ্রুপ- সি পদে চাকরির সুযোগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

District Government Boys Home Group C Recruitment Notification Out: সরকারি চাকরির স্বপ্ন দেখছেন যাঁরা, তাদের জন্য এসেছে দারুণ সুযোগ। রাজ্য সরকারের অধীনে একটি হোমে গ্রুপ- সি পদে কর্মী ...

Leave a Comment