---Advertisement---

Important Geography MCQ Bengali Set 02 | ভূগোল MCQ সেট ০২

By Siksakul

Published on:

Important Geography MCQ Bengali Set 02
---Advertisement---

ভূগোলের জ্ঞান যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র আমাদের পরিবেশ এবং পৃথিবীর গঠন সম্পর্কে জ্ঞান বাড়ায় না, বরং পরীক্ষার প্রস্তুতিতেও বড় ভূমিকা পালন করে। এই ব্লগে, আমরা আপনাদের জন্য উপস্থাপন করছি “Important Geography MCQ Bengali Set 02 | ভূগোল MCQ সেট ০২”, যেখানে ৩০টি গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্নোত্তর অন্তর্ভুক্ত রয়েছে। এই সেটটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে, যা আপনাকে যেকোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতিতে সহায়তা করবে। প্রতিটি প্রশ্নের উত্তরসহ বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে, যা আপনাকে বিষয়টি আরও ভালভাবে বোঝাতে সহায়ক হবে। প্রস্তুতি শুরু করার জন্য এই সেটটি অবশ্যই কাজে লাগান।

Important Geography MCQ Bengali Set 02


1. নাতিশীতোষ্ণ তৃনভূমি আফ্রিকায় যে নামে পরিচিত ?

A. ডাউনস

B. ভেল্ড

C. স্টেপস

D. প্রেইরি

উত্তর :- (B)

2. গ্রান্ড ব্যাঙ্ক মগ্নচড়া অবস্থিত-

A. উত্তর-পূর্ব আটলান্টিক

B. উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগর

C. উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগর

D. উত্তর-পশ্চিম আটলান্টিক

উত্তর :- (D)

3. নিম্নলিখিত কোন অঞ্চলে আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক মানুষ বসবাস করে

A. ক্যালিফোর্নিয়া

B. উত্তর-পশ্চিম অঞ্চল

C. টেক্সাস

D. উত্তর-পূর্ব অঞ্চলে

উত্তর :- (D)

4. নিম্নলিখিত কোন দেশটি বক্সাইড উৎপাদনে প্রথম স্থান অধিকার করে

A. অস্ট্রেলিয়া

B. ব্রাজিল

C. ভারত

D. চিন

উত্তর :- (B)

5. নিম্নলিখিত কোনটি বাহ্যিক অঞ্চলের (Formal region) উদাহরণ নয়

A. সেলভা

B. তৈগা

C. স্টেপস

D. হিন্টারল্যান্ড

উত্তর :- (D)

6. ভারতবর্ষে মোট জীববৈচিত্র্য সংরক্ষন অঞ্চল আছে

A. ৮

B. ১২

C. ১৫

D. ১৮

উত্তর :- (D)

7. মরুভূমি অঞ্চলে কোন ধরণের জনবসতি লক্ষ্য করা যায়

A. শুষ্ক বিন্দু বসতি

B. পিডমন্ড বসতি

C. আর্দ্র বিন্দু বসতি

D. দন্ডাকার বসতি

উত্তর :- (C)

8. মধ্য এশিয়ায় মানুষ ও প্রানীদের পাহাড় ও সমভূমির মধ্যে ঋতুভিত্তিক পরিব্রাজনকে বলে

A. নোমাডিসম

B. প্যাসটোরালিজম

C. ট্রান্সহিউমানস

D. ইমিগ্রেশন

উত্তর :- (C)

9. ভারতের মনিকরনে উৎপাদিত হয়-

A. বায়ু শক্তি

B. ভূতাপ বিদ্যুৎ শক্তি

C. সৌর বিদ্যুৎ

D. জোয়ার-ভাটা শক্তি

উত্তর :- (B)

10. বার্মার তৈলখনিটি অবস্থিত ভারতের-

A. গুজরাটে

B. আসামে

C. রাজস্থানে

D. অন্ধ্রপ্রদেশে

উত্তর :- (C)

11. ভারতের পর্যটন ও ভ্রমন ব্যবস্থাপনা ইনিস্টিটিউট অবস্থিত

A. গোয়া

B. গোয়ালিয়র

C. সিমলা

D. জয়পুর

উত্তর :- (B)

12. বাকু তৈলখনিটি অবস্থিত-

A. কৃষ্ণ সাগরে

B. ব্যারেন সাগরে

C. ইয়োলো সাগরে

D. কাস্পিয়ান সাগরে

উত্তর :- (D)

13. জুইডার জি একপ্রকার-

A. মরুকরন

B. ভূমির উদ্ধারকরন

C. ভূমির অবনমন

D. তৈল দূষণ

উত্তর :- (B)

14. থ্রি মাইল আইল্যান্ড বিপর্যয় কীসের সাথে সম্পর্কীত-

A. জলদূষণ

B. পারমানবিক বিস্ফোরণ

C. বায়ুদূষণ

D. প্রাকৃতিক বিপর্যয়

উত্তর :- (B)

15. নিম্নলিখিত কোন অঞ্চলে প্রাথমিক বাস্তুতান্ত্রিক ক্রমান্বয়ন (Primary Ecological Succession) সম্ভব-

A. পর্বত চূড়া

B. ঘন অরণ্য

C. লবনাক্ত হ্রদ

D. নতুন আগ্নেয় দ্বীপ

উত্তর :- (D)

16. ক্রিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয়-

A. ১৯৯৭

B. ২০০৩

C. ২০০৫

D. ২০০৭

উত্তর :- (A)

17. ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যে বৃহৎ পরিমানে ইউরেনিয়ামের আবিষ্কার হয়েছে?

A. ঝাড়খণ্ড

B. অন্ধ্রপ্রদেশ

C. রাজস্থান

D. বিহার

উত্তর :- (B)

18. পৃথিবীর স্থলভাগের মধ্যে শুষ্কতম স্থান হল

A. সাহারা মরুভূমি

B. আটাকামা মরুভূমি

C. সোনারা মরুভূমি

D. আরব মরুভূমি

উত্তর :- (B)

19. নগর জনবসতির পরিমান পৃথিবীর মোট জনবসতির ৫০% অতিক্রম করে-

A. ২০০৫ সালে

B. ২০০৭ সালে

C. ২০০৯ সালে

D. ২০১০ সালে

উত্তর :- (C)

20. IMD সদর দপ্তর অবস্থিত-

A. কলকাতায়

B. ব্যাঙ্গালোরে

C. পুনেতে

D. হায়দ্রাবাদে

উত্তর :- (C)

21. ভারতবর্ষে Pawan Hans কীসের সাথে সম্পর্কীত

A. হেলিকপ্টার

B. নেভি

C. এয়ার ফোর্স

D. রেলওয়েস

উত্তর :- (A)

22. IPCC এর সদর দপ্তর অবস্থিত

A. প্যারিস

B. নিউইয়র্ক

C. জেনেভা

D. নিউ দিল্লি

উত্তর :- (C)

23. নিম্নলিখিত কোন দেশে জলবিদ্যুৎ উৎপাদনের পরিমান বেশি

A. অস্ট্রেলিয়া

B. নরওয়ে

C. সুইজারল্যান্ড

D. জাপান

উত্তর :- (B)

24. কোন অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় না

A. ক্যালিফোর্নিয়া

B. দক্ষিন আফ্রিকা

C. অস্ট্রেলিয়ার দক্ষিন পশ্চিম অংশ

D. দক্ষিন চিলি

উত্তর :- (D)

25. ২০১১ সালের জনগণনা অনুসারে কেরালায় প্রতি ১০০০ জন পুরুষ প্রতি মহিলার সংখ্যা

A. ১০৮৪ জন

B. ১০১০ জন

C. ১০৩৪ জন

D. ১০৫৮ জন

উত্তর :- (A)

26. Ges-Periodos গ্রন্থটির লেখক হলেন-

A. হেরোডোটাস

B. হিপ্পারকাস

C. হেকাটিয়া

D. সটলেমি

উত্তর :- (C)

27. সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত-

A. কলকাতায়

B. ব্যাঙ্গালোরে

C. দেরাদুন

D. হায়দ্রাবাদে

উত্তর :- (C)

28. ২০১১ সালের জনগননা অনুসারে ভারতে জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে-

A. ৩৫৯ জন

B. ৩৮২ জন

C. ৪১৩ জন

D. ৪৮২ জন

উত্তর :- (B)

29. মরু অঞ্চলে টিলার আকারে যে অবশিষ্ট ভূমিরূপ দেখা যায়, তা হল

A. বাঁধ

B. প্লায়া

C. পেডিমেন্ট

D. ইনসেলবার্জ

উত্তর :- (D)

30. সিমলিপাল জাতীয় উদ্যান অবস্থিত

A. মধ্যপ্রদেশে

B. ওড়িশায়

C. রাজস্থানে

D. মেঘালয়ে

উত্তর :- (B)

আগের পর্ব –

⦿ ভূগোল MCQ পর্ব – ০১

---Advertisement---

Related Post

Competitive Reasoning MCQ Questions and Answers: Key to Success in Exams

Competitive reasoning MCQs play a crucial role in assessing a candidate’s logical aptitude, problem-solving capabilities, and analytical skills during various exams. These questions are designed to evaluate how ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-10 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-10 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-10(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-১০। এই সেটে সাধারণ ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-9 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-9 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-9(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ ...

BEL Recruitment 2025: Apply Now for 137 Trainee & Project Engineer Vacancies!

BEL Recruitment 2025: Bharat Electronics Limited (BEL), a leading government-owned electronics company under the Ministry of Defence, has announced recruitment for 137 temporary positions at its Product Development ...

Leave a Comment