---Advertisement---

Important Geography MCQ Bengali Set 04 | ভূগোল MCQ সেট ০৪

By Siksakul

Published on:

Important Geography MCQ Bengali Set 04
---Advertisement---

ভূগোলের জ্ঞান যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র আমাদের পরিবেশ এবং পৃথিবীর গঠন সম্পর্কে জ্ঞান বাড়ায় না, বরং পরীক্ষার প্রস্তুতিতেও বড় ভূমিকা পালন করে। এই ব্লগে, আমরা আপনাদের জন্য উপস্থাপন করছি “Important Geography MCQ Bengali Set 04 | ভূগোল MCQ সেট ০৪”, যেখানে ৩০টি গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্নোত্তর অন্তর্ভুক্ত রয়েছে। এই সেটটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে, যা আপনাকে যেকোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতিতে সহায়তা করবে। প্রতিটি প্রশ্নের উত্তরসহ বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে, যা আপনাকে বিষয়টি আরও ভালভাবে বোঝাতে সহায়ক হবে। প্রস্তুতি শুরু করার জন্য এই সেটটি অবশ্যই কাজে লাগান।

Important Geography MCQ Bengali Set 04


1. কোন দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের বেশির ভাগটাই পারমানবিক বিদ্যুৎ

A. কানাডা

B. ফ্রান্স

C. জার্মানি

D. জাপান

উত্তর :- (B)

2. বাস্তুতন্ত্রে সাপ্রোট্রপ বলতে বোঝায়

A. সবুজ উদ্ভিদদের

B. শাকাহারীদের

C. মাংসাশী প্রাণীদের

D. বিয়োজকদের

উত্তর :- (D)

3. হোমোস্ট্যাটিস বলতে বোঝায়

A. খাদ্য জাল

B. খাদ্য পিরামিড

C. শক্তি প্রবাহ

D. প্রাকৃতিক ভারসাম্য

উত্তর :- (D)

4. যখন সমপ্রেষ রেখা গুলি ঘনসন্নিবিষ্ট ভাবে অবস্থান করলে চাপ ঢাল হয়

A. নিম্ন

B. স্থির

C. উচ্চ

D. মধ্য প্রকৃতির

উত্তর :- (C)

5. ক্রান্তীয় ঘূর্নবাতের উৎস স্থল হল

A. কৃষ্ণ সাগর

B. ক্যারিবিয়ান সাগর

C. লোহিত সাগর

D. ভূমধ্যসাগর

উত্তর :- (B)

6. কোন মৃত্তিকায় কাদার পরিমান সর্বাধিক

A. এন্টিসল

B. ভার্টিসল

C. স্পেডোসল

D. ইনসেপ্টিসল

উত্তর :- (B)

7. ভারতীয় উপদ্বীপের দীর্ঘতম নদী

A. নর্মদা

B. কৃষ্ণা

C. গোদাবরী

D. মহানদী

উত্তর :- (C)

8. ক্রান্তীয় ঘূর্নবাতের চক্ষুতে দেখা যায়

A. শক্তিশালী বায়ু

B. প্রচুর বৃষ্টিপাত

C. শান্ত আবহাওয়া

D. উচ্চ চাপ

উত্তর :- (C)

9. টর ভূমিরূপ টি সৃষ্টির কারণ হল

A. পুঞ্জিত ক্ষয়

B. আবহবিকার

C. এক প্রকারের ভাঁজ

D. অগ্ন্যুৎপাত

উত্তর :- (B)

10. নিম্নলিখিত কোন দেশে পৃথিবীর মধ্যে সর্বাধিক পরিমান খনিজ তেল সঞ্চিত আছে

A. সৌদি আরব

B. কুয়েত

C. ভেনেজুয়েলা

D. কাতার

উত্তর :- (C)

11. বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালিত হয়

A. ২২ এপ্রিল

B. ৫ মে

C. ২২ মে

D. ৫ জুন

উত্তর :- (C)

12. জলবায়ুবিদ্যায় ফেরেলের সূত্র প্রয়োগ হয়

A. বায়ুচাপের ক্ষেত্রে

B. বায়ুপ্রবাহে

C. নাতিশীতোষ্ণ ঘূর্নবাত

D. নিদিষ্ট আর্দ্রতায়

উত্তর :- (B)

13. নিচের কোন দেশে গ্রীষ্মকালের থেকে শীতকালে বেশি বৃষ্টিপাত হয়

A. ইতালি

B. ভেনেজুয়েলা

C. মেক্সিকো

D. পোল্যান্ড

উত্তর :- (A)

14. স্বাধীনতার পূর্বে স্থাপিত লৌহ ইস্পাত শিল্পকারখানা হল

A. রৌরকেল্লা

B. ভদ্রাবতী

C. বোকারো

D. ভিলাই

উত্তর :- (B)

15. পরিচলন বৃষ্টিপাত বেশি হয়

A. নাতিশীতোষ্ণ তৃনভূমি অঞ্চলে

B. ভূমধ্যসাগরীয় অঞ্চলে

C. ক্রান্তীয় উচ্চভূমি অঞ্চলে

D. নিরক্ষীয় অঞ্চলে

উত্তর :- (D)

16. টিটাগড় কি উৎপাদনের জন্য বিখ্যাত

A. সিমেন্ট

B. অ্যালুমিনিয়াম

C. কাগজ

D. সার

উত্তর :- (C)

17. গতিশীল ভারসাম্য তত্ত্বের প্রবর্তক কে

A. এল.   সি.   কিং

B. হ্যাক

C. ইয়াং

D. ডেভিস

উত্তর :- (B)

18. জাতীয় দুগ্ধ গবেষনা কেন্দ্র অবস্থিত

A. আনান্দে

B. আমেদাবাদে

C. কার্নালে

D. চন্ডীগড়ে

উত্তর :- (C)

19. মহাত্মা গান্ধী সামুদ্রিক জাতীয় উদ্যান গড়ে উঠেছে

A. পুলিকট লেকে

B. চিল্কা লেকে

C. লাক্ষা দ্বীপে

D. আন্দামানে

উত্তর :- (D)

20. পর্বত বেষ্ঠিত অববাহিকা অঞ্চলে কোন ধরণের জলনির্গমন প্রণালী গড়ে ওঠে

A. অঙ্গুরীকার

B. কেন্দ্রমুখী

C. বৃক্ষরূপী

D. বিনুনীরূপী

উত্তর :- (B)

21. লেক মারাকাইবো তৈল উৎপাদক অঞ্চলটি কোন দেশে অবস্থিত

A. ইন্দোনেশিয়া

B. ইউক্রেন

C. ভেনেজুয়েলা

D. কাজাগস্থান

উত্তর :- (C)

22. শীতল মিস্ট্রাল বায়ু প্রবাহিত হয়

A. ফ্রান্সের দক্ষিনাংশে

B. জার্মানির পূর্বাংশে

C. কানাডার উত্তরাংশে

D. ইউক্রেনের উত্তরাংশে

উত্তর :- (A)

23. কোন সামুদ্রিক বন্দরটি বাকি তিনটি সামুদ্রিক বন্দর থেকে আলাদা

A. পারা দ্বীপ

B. কান্ডালাকোচি

C. নিউ মাঙ্গালোর

উত্তর :- (A)

24. ব্রাজিলের পর কোন দেশ কফি উৎপাদনের দ্বিতীয় স্থান অধিকার করে

A. ভিয়েতনাম

B. কলোম্বিয়া

C. ইন্দোনেশিয়া

D. ফিলিপিন্স

উত্তর :- (A)

25. ডেভিস বর্নিত স্বাভাবিক ক্ষয়চক্রটি দেখা যায়

A. ক্রান্তীয় আর্দ্র জলবায়ু অঞ্চলে

B. আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে

C. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

D. মরু অঞ্চলে

উত্তর :- (B)

আগের পর্ব –

⦿ ভূগোল MCQ পর্ব – ০৩

---Advertisement---

Related Post

Competitive Reasoning MCQ Questions and Answers: Key to Success in Exams

Competitive reasoning MCQs play a crucial role in assessing a candidate’s logical aptitude, problem-solving capabilities, and analytical skills during various exams. These questions are designed to evaluate how ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-10 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-10 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-10(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-১০। এই সেটে সাধারণ ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-9 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-9 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-9(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ ...

BEL Recruitment 2025: Apply Now for 137 Trainee & Project Engineer Vacancies!

BEL Recruitment 2025: Bharat Electronics Limited (BEL), a leading government-owned electronics company under the Ministry of Defence, has announced recruitment for 137 temporary positions at its Product Development ...

Leave a Comment