---Advertisement---

WB ICDS Practice Set 2024 l Anganwadi Workers and Helpers Practice Set 12 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১২ |

By Siksakul

Published on:

WB ICDS Practice Set 2024 l Anganwadi Workers and Helpers Practice Set 12
---Advertisement---

WB ICDS Practice Set 2024: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কামানযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটা। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।

WB ICDS Practice Set in Bengali

1. একজন মায়ের দুটি সন্তানের মধ্যে জন্মের ব্যবধান কমপক্ষে কত হওয়া উচিত?

[A] তিন বছর হওয়া উচিত
[B] এক বছর হওয়া উচিত
[C] দুই বছর হওয়া উচিত
[D] ওপরের কোনোটিই নয়

উত্তরঃ [A] তিন বছর হওয়া উচিত

2. এক বছরের কম বয়সী শিশুর পোলিও প্রতিরোধের জন্য কোন টিকার প্রয়োগ করা হয়?

[A] TT
[B] MMR
[C] DT
[D] OPV

উত্তরঃ [D] OPV

3. একজন ভারতীয় মহিলার প্রত্যহ গড়ে কত পরিমান দুগ্ধক্ষরণ হয়?

[A] 700ml
[B] 600 ml
[C]900 ml
[D]300 ml

উত্তরঃ [B] 600 ml

4. আর্থারাইটিস রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?

[A] চোখ
[B] ফুসফুস
[C] হাড়ের সংযোগস্থল
[D] অস্থিসন্ধি

উত্তরঃ [C] হাড়ের সংযোগস্থল

5. সম্মিলিত জাতিপুঞ্জ কোন বছরকে ”আন্তর্জাতিক বনবর্ষ” বলে ঘোষণা করেছিল?

[A] 2011 সালকে
[B] 2009 সালকে
[C] 2003 সালকে
[D] 2007 সালকে

উত্তরঃ [A] 2011 সালকে

6. রক্তে কীসের উপস্থিতিতে ’Blue Baby’ উপসর্গ দেখা যায়?

[A] গ্লুকোজ
[B] আয়ন
[C] মিথিমোগ্লোবিন
[D] কোনোটিই নয়

উত্তরঃ [C] মিথিমোগ্লোবিন

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১১

7. বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কত?

[A] 0.003 %
[B] 0.007 %
[C] 0.002 %
[D] 0.004 %

উত্তরঃ [A] 0.003 %

8. বর্তমানে পঞ্চায়েতের কটি স্তর?

[A] চারটি
[B] নয়টি
[C] ছয়টি
[D] তিনটি

উত্তরঃ [D] তিনটি

9. ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন?

[A] মেয়ের সেন
[B] শংকর কুরুপ
[C] রাকেশ শর্মা
[D] কোনোটিই নয়

উত্তরঃ [C] রাকেশ শর্মা

10. ভারতের ’পূর্বমুখী কর্ম’ নীতির সূচনা করেন—

[A] নরসিমা রাও
[B] অটল বিহারী বাজপেয়ী
[C] মনমোহন সিং
[D] নরেন্দ্র মোদী

উত্তরঃ [A] নরসিমা রাও

---Advertisement---

Related Post

📘 Important Questions on European History (1870–1920) for Competitive Exams l ১৮৭০–১৯২০ ইউরোপের ইতিহাস: পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Important Questions on European History: Are you preparing for competitive exams like UPSC, SSC, PSC, or other government job tests where European history from 1870 to 1920 plays ...

India’s Largest Highest and Longest Places – Know at a Glance! l ভারতের বৃহত্তম, উচ্চতম ও দীর্ঘতম স্থানসমূহ – এক নজরে জেনে নিন!

India’s Largest Highest and Longest Places: আপনি কি জানেন ভারতের বৃহত্তম, উচ্চতম ও দীর্ঘতম স্থানসমূহ কোনগুলো? সাধারণ জ্ঞানের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার – যেমন SSC, UPSC, ...

Primary TET EVS Practice Set 11 l প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট ১১: পরিবেশ বিদ্যা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Primary TET EVS Practice Set 11: প্রাইমারি টেট ২০২৫ পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য পরিবেশ বিদ্যা (EVS) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্লগে আমরা প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর, ...

List of Famous Discoveries and Inventors 2025 l আবিষ্কার ও আবিষ্কারক – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য

Famous Discoveries and Inventors: বিজ্ঞান ও প্রযুক্তি জগতে যেসব বিখ্যাত আবিষ্কার হয়েছে এবং যাঁরা এসব আবিষ্কার করেছেন, তাঁদের সম্পর্কে জানা প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্লগে ...

Leave a Comment