Anganwadi Workers and Helpers Practice Set 36: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা (ICDS Practice Set 2024) নিয়োগের প্রস্তুতির জন্য প্রতিদিনের প্র্যাকটিস সেট প্রকাশিত হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করতে প্রতিবেদনটি পুরোপুরি পড়ুন।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন জেলা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং কয়েকটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রতিদিন এই ওয়েবসাইটে প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী প্রস্তুত আজকের প্র্যাকটিস সেটটিতে গুরুত্বপূর্ণ টপিক থেকে নির্বাচিত প্রশ্ন ও তাদের উত্তর অন্তর্ভুক্ত রয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট (ICDS পরীক্ষার প্রস্তুতি ২০২৪) অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলা কল্যাণ, ইংরেজি, ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। গত পরীক্ষাগুলিতে MCQ ধরনের প্রশ্ন বেশি এসেছে। আজকের প্র্যাকটিস সেটে ১০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।
ICDS Practice Set in Bengali l Anganwadi Workers and Helpers Practice Set 36
1. স্কার্ভি রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?
[A] কান[B] ত্বক
[C] দাঁত
[D] চোখ
উত্তরঃ [C] দাঁত
2. সিন্ধু সভ্যতা একটি—
[A] নিওলিথিক সভ্যতা[B] মেসোলিথিক সভ্যতা
[C] চ্যালকোলিথিক সভ্যতা
[D] প্যালিওলিথিক সভ্যতা
উত্তরঃ [D] প্যালিওলিথিক সভ্যতা
3. মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি?
[A] টিবিয়া[B] স্টেপিস
[C] ফিমার
[D] কোনোটিই নয়
উত্তরঃ [B] স্টেপিস
4. বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত?
[A] 20.60 %[B] 30.60 %
[C] 40.50 %
[D] 50.30 %
উত্তরঃ [A] 20.60 %
![অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট](https://www.exambangla.com/wp-content/uploads/2023/09/JOIN-FB-GROUP-Banner.webp)
5. স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় কত সালে?
[A] 1993 সালে[B] 1992 সালে
[C] 1985 সালে
[D] 1976 সালে
উত্তরঃ [B] 1992 সালে
6. বৈদিক যুগের দুটি উল্ল্যেখযোগ্য শহর হল—
[A] হস্তিনাপুর ও অযোধ্যা[B] কোশল ও অযোধ্যা
[C] কোশল ও কোশাম্বী
[D] হস্তিনাপুর ও কোশাম্বী
উত্তরঃ [D] হস্তিনাপুর ও কোশাম্বী
7. টেনডন এবং লিগামেন্ট হল—
[A] যোগকলা[B] রক্তকলা
[C] স্নায়ুকলা
[D] পেশিকলা
উত্তরঃ [A] যোগকলা
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩৫
8. নন্দবংশের উচ্ছেদ সাধন করেন—
[A] বিম্বিসার[B] চন্দ্রগুপ্ত মৌর্য
[C] অজাতশত্রু
[D] পুষ্যমিত্র শুঙ্গ
উত্তরঃ [B] চন্দ্রগুপ্ত মৌর্য
9. কোন উদ্ভিদের পরাগরেণু এলার্জি ও চর্মরোগ সৃষ্টি করে?
[A] সূর্যমুখী[B] নয়নতারা
[C] আকাশমণি
[D] পার্থেনিয়াম
উত্তরঃ [D] পার্থেনিয়াম
10. ভিটামিন D -এর রাসায়নিক নাম কি?
[A] অ্যাসকরবিক অ্যাসিড[B] ক্যালসিফেরল
[C] টো কো ফেরল
[D] কোনোটিই নয়
উত্তরঃ [B] ক্যালসিফেরল
![অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট](https://www.exambangla.com/wp-content/uploads/2023/01/JOIN-FB-GROUP-Banner.webp)