---Advertisement---

Railway Group-D 20 Science Questions and Answers l রেলওয়ে গ্রূপ-ডি ২০ টি বিজ্ঞানের প্রশ্নোত্তর

By Siksakul

Published on:

---Advertisement---

স্বাগতম! আমাদের ব্লগে “রেলওয়ে গ্রূপ-ডি: ২০ টি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্নোত্তর” সম্পর্কে আলোচনা করা হয়েছে। রেলওয়ে গ্রূপ-ডি পরীক্ষার জন্য বিজ্ঞান বিভাগে সঠিক প্রস্তুতি নেওয়া বেশ গুরুত্বপূর্ণ। এই গাইডটি আপনাকে ২০টি বিজ্ঞান প্রশ্নোত্তর দিয়ে প্রস্তুতির প্রয়োজনীয় বিষয়গুলো সহজ করবে। প্রস্তুতির জন্য একটি ঝটপট রিভিশন করতে বা বিজ্ঞানের মূল বিষয়গুলোকে শক্তিশালী করতে, আমাদের এই সংগ্রহটি আপনার পাশে থাকবে।

রেলওয়ে গ্রূপ-ডি ২০ টি বিজ্ঞানের প্রশ্নোত্তর l Railway Group-D 20 Science Questions and Answers

১.  তেঁতুলে কোন এসিড থাকে?

উঃ টারটারিক অ্যাসিড।

২. DNA- এর পিউরিন ক্ষার গুলি কি কি?

উঃ অ্যাডিনিন ও গুয়ানিন।

৩. হাইড্রোজেনের কটি আইসোটোপ আছে?

উঃ তিনটি।

৪. হাইড্রোজেনের কোন আইসোটোপে নিউট্রন নেই?

উঃ সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম।

৫. 1 মোল বস্তুতে অনুর সংখ্যাকে কি বলে?

উঃ অ্যাভোগেড্রো সংখ্যা।

৬. ‘Biodiversity’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উঃ বিজ্ঞানী রোজেন। 

৭. নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদন কে কি বলা হয়?

উঃ পার্থেনোকার্পি।

৮. আইসোটোপে কি সমান থাকে?

উঃ পারমানবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা।

৯. আইসোবার এ সমান থাকে কোনটি?

উঃ ভর সংখ্যা।

১০. কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক কত?

উঃ 273 K

১১. আমলকিতে কোন এসিড থাকে?

উঃ অক্সালিক অ্যাসিড।

১২. আঙ্গুরে কোন এসিড থাকে?

উঃ টারটারিক, ম্যালিক এসিড।

১৩. কমলালেবুতে কোন এসিড থাকে?

উঃ এসকরবিক এসিড।

১৪. লেবুর রসে কোন এসিড থাকে?

উঃ সাইট্রিক অ্যাসিড।

১৫. দুধে কোন এসিড থাকে?

উঃ ল্যাকটিক অ্যাসিড।

১৬. আপেলে কোন এসিড থাকে?

উঃ ম্যালিক এসিড।

১৭. DDT -র পূর্ণরূপ কি?

উঃ ডাইক্লোরো ডাই-ফিনাইল ট্রাই-ক্লোরো ইথেন।

১৮. কচু খেলে গলা চুলকায় কেন?

উঃ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে।

১৯. রেকটিফাইড স্পিরিট কি?

উঃ 95.6 % ইথাইল এলকোহল এবং 4.4% জলের মিশ্রণ।

২০. পরমাণুর প্রোটন সংখ্যা কে কি বলা হয়?

উঃ পারমাণবিক সংখ্যা।

২১. ভিনিগার কি?

উঃ এসিটিক এসিড ও জলের মিশ্রণ।

২২. সাবানের রাসায়নিক নাম কি?

উঃ সোডিয়াম স্টিয়ারেট।

২৩. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি?

উঃ সোডিয়াম মনোগ্লুটামেট। 

---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment