---Advertisement---

Railway RRB Group D Recruitment 2025 l মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ: ভারতীয় রেলে ৫০ হাজার+ গ্রুপ ডি পদে নিয়োগ

By Siksakul

Updated on:

Railway RRB Group D Recruitment 2025
---Advertisement---

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় রেলের পক্ষ থেকে ৫০ হাজার শূন্যপদে গ্ৰুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। বহুদিন আগেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারনে তা হয়ে ওঠেনি। তবে এবারে ফাইনালি তা হতে চলেছে। এখানে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে কোনো ITI কোর্স পাস করতে হবে না, কেবলমাত্র সাধারণ মাধ্যমিক পাস করে থাকলেই আপনি এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই সবেমাত্র কিছুদিন আগেই ভারতীয় রেলের পক্ষ থেকে NTPC শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এমনকি তার আবেদন প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গেছে। আগামী কিছুদিনের মধ্যেই এই নিয়োগের পরীক্ষাও অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এরই মধ্যে আবার ভারতীয় রেলের অধীনে এক বা দুই হাজার শূন্যপদে নয় একসাথে ৫০ হাজারের ও বেশি শূন্যপদে গ্ৰুপ ডি কর্মী নিয়োগ হতে চলেছে। ভারতের একজন স্থায়ী নাগরিক হলে ও মাধ্যমিক পাস করে থাকলেই সারা দেশের যে কোনো জায়গা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

আগে কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই ভারতীয় রেলের অধীনে গ্ৰুপ ডি পদে চাকরির জন্য আবেদন করা যেত। শুধুমাত্র যে কয়েকটি টেকনিক্যাল পদ থাকত সেগুলির জন্য ITI কোর্সের প্রয়োজন হতো। তবে সম্প্রতি ভারতীয় রেলের পক্ষ থেকে নতুন নিয়ম চালু করা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী গ্ৰুপ ডি পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে ITI কোর্স সম্পন্ন করে থাকতে হবে তবেই গ্ৰুপ ডি পদে আবেদন করা যাবে নচেৎ যাবে না। সেই কারণেই চাকরি প্রার্থীদের মনে আশঙ্কা ছিল যে এই ৫০ হাজার শূন্যপদে নিয়োগের ক্ষেত্রেও এই একই নিয়ম কার্যকর করা হবে কিনা। তবে ভারতীয় রেলের পক্ষ থেকে প্রকাশিত এবারের এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনে এমন কিছু নিয়মের উল্লেখ না থাকার কারণে সেই সকল চাকরি প্রার্থীরা যারা ITI কোর্স সম্পন্ন করেননি তারা নিশ্চিন্ত হয়েছেন। এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে যে এক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করা যাবে। আবেদনের ক্ষেত্রে ITI কোর্স সম্পন্ন করা বাধ্যতামূলক নয়। তাহলে আর দেরি কেন? এই সুবর্ন সুযোগ হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে খুঁটিনাটি তথ্য বিশদে আলোচনা করা হল।

Recruitment BoardRailway Recruitment Board (RRB)
Post NameGroup D
Eligibility Criteria10th Pass
Notice Publishing Date December (Not yet published)

শূন্যপদের নাম:-
ভারতীয় রেলের অধীনে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৫০ হাজারের ও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। যে যে পদে কর্মী নেওয়া হবে সেগুলি হল-

  • ১) বিভিন্ন ধরনের সহকারী পদ
  • ২) বিভিন্ন কারিগরি বিভাগ
  • ৩) লেভেল ওয়ান পোস্টিং
  • ৪) সহকারী হেল্পার
  • ৫) রেলওয়ে ট্রাক রক্ষনাবেক্ষণ সহ আরও অনেক।

শিক্ষাগত যোগ্যতা:-
ভারতীয় রেলের অধীনে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। তবে কারিগরি বিভাগের পদ গুলির ক্ষেত্রে ITI কোর্স সম্পন্ন করে থাকতে হবে।

বয়সসীমা:-
সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST রা ৫ বছর এবং PWD রা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

শূন্যপদের নাম:-
ভারতীয় রেলের অধীনে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৫০ হাজারের ও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। যে যে পদে কর্মী নেওয়া হবে সেগুলি হল-

  • ১) বিভিন্ন ধরনের সহকারী পদ
  • ২) বিভিন্ন কারিগরি বিভাগ
  • ৩) লেভেল ওয়ান পোস্টিং
  • ৪) সহকারী হেল্পার
  • ৫) রেলওয়ে ট্রাক রক্ষনাবেক্ষণ সহ আরও অনেক।

শিক্ষাগত যোগ্যতা:-
ভারতীয় রেলের অধীনে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। তবে কারিগরি বিভাগের পদ গুলির ক্ষেত্রে ITI কোর্স সম্পন্ন করে থাকতে হবে।

বয়সসীমা:-
সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST রা ৫ বছর এবং PWD রা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

আবেদন প্রক্রিয়া:-
ভারতীয় রেলের অধীনে গ্ৰুপ ডি শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সেখানে নিজের মোবাইল নাম্বার ও ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নিজের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে। এরপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।

নির্বাচন পদ্ধতি:-
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য ডাকা হবে। এতে যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। এই ফিজিক্যাল টেস্টেও যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। শেষমেষ এই তিনটি ধাপ মিলিয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে নিয়োগ করা হবে।

Official Website : Click Here

---Advertisement---

Related Post

Important Geography GK MCQ in Bengali 2025 l ভূগোল ও সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

Important Geography GK MCQ in Bengali: ভূগোল সাধারণ জ্ঞান ২০২৫ ব্লগে স্বাগতম! এখানে আপনি পাবেন Important Geography GK in Bengali 2025, অর্থাৎ ভারতের ও পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কিত গুরুত্বপূর্ণ ...

🧠 Child Development and Pedagogy MCQ Set 25 l Primary TET CDP Practice Set 25 l শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা প্রশ্নোত্তর

Child Development and Pedagogy MCQ Set 25: শিক্ষার মূল ভিত্তি হল শিশুদের সঠিক মানসিক ও সামাজিক বিকাশ। শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব এমন দুটি ক্ষেত্র যা এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ...

BTSC Work Inspector Recruitment 2025 Out: Apply Online for 1114 Vacancies, Check Eligibility & Last Date

Bihar Technical Service Commission (BTSC) invites online applications for 1114 Work Inspector posts under the BTSC Work Inspector Recruitment 2025. The registration process starts on 10th October and ends on 10th November 2025 at btsc.bihar.gov.in.

🇮🇳 Largest and Biggest of India Questions and Answers Part 1 l ভারতের বৃহত্তম বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর Part 1

Largest and Biggest of India Questions and Answers: ভারতের বৃহত্তম বিষয়সমূহ” তালিকার উপর ভিত্তি করে ৫০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর দেওয়া হলো – প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য উপযোগী: ভারতের ...

Leave a Comment