---Advertisement---

WBP KP Science Q&A: Your Ultimate Preparation Guide l WBP KP বিজ্ঞান প্রশ্নোত্তর: গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এক নজরে

By Siksakul

Published on:

---Advertisement---

WBP KP Science Q&A: WBP KP বিজ্ঞান প্রশ্নোত্তর দিয়ে প্রস্তুতিকে আরও শক্তিশালী করুনপশ্চিমবঙ্গ পুলিশ (WBP) এবং কলকাতা পুলিশ (KP) নিয়োগ পরীক্ষায় সাফল্যের জন্য বিজ্ঞান বিভাগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশটি প্রার্থীদের বৈজ্ঞানিক ধারণা, বিশ্লেষণ ক্ষমতা এবং বিষয়ের উপর জ্ঞান যাচাই করে।

এই ব্লগে আমরা WBP KP Science এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করেছি, যা আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে শুরু করে সাধারণ বিজ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও সমাধান এখানে পাওয়া যাবে।

যদি আপনি এখনো আপনার প্রস্তুতি শুরু না করে থাকেন বা আরও উন্নতি করতে চান, তবে এই প্রশ্নোত্তর আপনাকে সঠিক পথে এগোতে সাহায্য করবে। আজই পড়া শুরু করুন এবং নিজেকে পরীক্ষার জন্য আত্মবিশ্বাসী করে তুলুন!

WBP KP Science Q&A: Your Ultimate Preparation Guide

●টিউমার, ক্যান্সার রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় ➟ গামা রশ্মি।
●রঙ্গিন টেলিভিশন থেকে বের হয় ➟ মৃদু রঞ্জনরশ্মি।
●ইলেকট্রন আবিষ্কার করেন ➟ থমসন।
●প্রোটন আবিষ্কার করেন ➟ রাদারফোর্ড।
●নিউটন আবিষ্কার করেন ➟ স্যাডউইক।
●এটম বোমা তৈরি হয় ➟ ফিশন প্রক্রিয়ায়।
●পারমাণবিক বোমার আবিষ্কার করেন ➟ ওপেন
হাইমার।
●ব্ল্যাক বক্স যন্ত্র ব্যবহৃত হয় ➟ বিমানে।
নাইট্রোজেনের পারমানবিক সংখ্যা – ৭ ।
●সিলিকনের পারমাণবিক সংখ্যা ➟ ১৪।
●ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা ➟ ৯২।
●আর্সেনিকের পারমাণবিক সংখ্যা ➟ ৩৩।
●কমলা লেবুতে থাকে ➟ এসকরবিক এসিড।
●পলিথিন পোড়ালে উৎপন্ন হয় ➟ কার্বনমনোক্সাইড।
●ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল ➟ প্রাকৃতিক গ্যাস।
●প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান ➟ মিথেন।
●বায়োগ্যাসের প্রধান উপাদান ➟ মিথেন।
●সেভিং সাবানের উপাদান ➟ কস্টিক পটাশ।
●কাঁদুনে গ্যাসের অপর নাম ➟ ক্লোরোপিকরিন।
●নাইট্রোজেন গ্যাস থেকে প্রস্তুত হয় ➟ ইউরিয়া।
●কাঁচ তৈরির প্রধান উপাদান ➟ সিলিকা বা বালি।
●প্রাকৃতিক বস্তুর মধ্যে সবচেয়ে শক্ত পদার্থ ➟
হীরক।
●সর্বাপেক্ষা হালকা ধাতু ➟ লিথিয়াম।
●সর্বোত্তম তড়িৎ বাহক ➟ তামা (Cu) ।
●তামা ও টিনের মিশ্রণে তৈরি হয় ➟ ব্রোঞ্জ।
●সবচেয়ে মূল্যবান ধাতু ➟ প্লাটিনাম।
●জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন ➟ লুই প্রাস্তুর।
●পোলিও টিকার আবিষ্কারক ➟ জোনাস সক।
●যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন ➟ রর্বাট
কচ
●পেনিসিলিন আবিষ্কার করেন ➟ আলেকজান্ডার
ফ্লেমিং।
● ওজোন এর রং ➟গাঢ় নীল।
● সাবানের রাসায়নিক নাম ➟ সোডিয়াম স্টিয়ারেট।
● ওজোন স্তরের সর্বাপেক্ষা ক্ষতিকর গ্যাস ➟
ক্লোরিন।
● ভূ-ত্বকে সবচেয়ে বেশী পাওয়া যায় ➟
অ্যালুমিনিয়াম (৭%)।
● পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু ➟
ক্যালিফোর্নিয়াম।
● রক্তের সার্বজনীন গ্রহীতা ➟ ‘AB’ গ্রুপ
● রক্তের সার্বজনীন দাতা ➟ ‘O’ গ্রুপ
● রেল ইঞ্জিনের অাবিষ্কারক ➟ স্টিফেনসন।
● শিশুদের চিকিৎসা বিদ্যাকে বলে ➟ পেডিয়াট্রিক্স।
● ভ্রুণ সম্পর্কিত বিদ্যাকে বলে ➟ এমব্রায়োলজি।
● অনুজীব বিষয়ক বিদ্যাকে বলে ➟
মাইক্রোবায়োলজি।
● প্রত্নতত্ত্ব বিদ্যাকে বলে ➟ অার্কিওলজি।
● উভচর ও সরীসৃপ বিষয়ক বিদ্যাকে বলে ➟
হারপেটোলজি।
●সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি হয় ➟ লাল
আলোতে।
●গাজরের মূলে থাকে ➟ ক্যারোটিন।

Chemistry GK MCQ in Bengali Set 9
---Advertisement---

Related Post

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

✅ Important Events in Indian History l ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ

Important Events in Indian History: ভারতের ইতিহাস হাজার বছরের গৌরবময় ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ঘটনায় ভরা (Indian Historical events List)। প্রতিটি ঘটনা আমাদের সভ্যতার বিকাশ ...

WB Primary TET Practice Set 09 | Primary TET 2025 Bengali Pedagogy | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ০৯

WB Primary TET Practice Set 09: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত ...

Primary TET 2025 Bengali Pedagogy Part 08 l TET CTET Bengali Pedagogy l প্রাইমারি টেট 2025 বাংলা পেডাগগি MCQ প্রশ্নোত্তর

Primary Upper Primary TET 2025 Bengali Pedagogy Part 08: শিক্ষক নিয়োগ পরীক্ষায় সফল হতে Primary TET 2025 Bengali Pedagogy, Upper Primary TET Bengali Pedagogy এবং CTET Bengali Pedagogy একটি গুরুত্বপূর্ণ অংশ। ...

Leave a Comment