---Advertisement---

1000+ All Exam GK Important Questions Answers PDF l 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

By Siksakul

Published on:

1000+ All Exam GK Important Questions Answers PDF l 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF
---Advertisement---

Wellcome to www.siksakul.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | 1000+ All Exam GK Important Questions Answers PDF . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.siksakul.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | 1000+ All Exam GK Important Questions Answers PDF 

বি: দ্রঃ: pdf ফাইলটি www.ajjkal.com থেকে নেওয়া হয়েছে।

1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | 1000+ All Exam GK Important Questions Answers PDF 

1. আকাশবাণী নামটি কে দিয়েছিল?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

2. কোন সরীসৃপ প্রাণী উড়তে পারে?

3. ‘ভারতবর্ষ’ কথাটি প্রথম কোন গ্রন্থে পাওয়া যায়?

উত্তরঃ ঋকবেদ

4. ভারতের প্রথম নির্বাচন কমিশনার পদে কে নিয়োজিত হয়েছিলেন?

উত্তরঃ সুকুমার সেন

5. অন্ধ মানুষদের পড়ানোর পদ্ধতিটি কে আবিষ্কার করেন?

উত্তরঃ লুইস ব্রেইল পদ্ধতি

6. ক্রিকেট খেলার ব্যাট তৈরি করা হয় কোন কাঠ দিয়ে?

উত্তরঃ উইলো কাঠ দিয়ে

7. কোন সাপ চলার সময় ঝুম ঝুম শব্দ হতে থাকে?

উত্তরঃ দঃ আমেরিকার রাটেল স্নেক

8. লিখে পরীক্ষা দেওয়ার নীতি কত খ্রীস্টাব্দ থেকে চালু হয়?

উত্তরঃ ১৭০২ খ্রীস্টাব্দে

9. “সারে জাঁহা সে আচ্ছা” গানটি কে লেখেন?

উত্তরঃ মহম্মদ ইকবাল

10. টুথব্রাশের আবিষ্কারক কে ছিলেন?

উত্তরঃ উইলিয়াম অ্যাডিস।

১০০০টি GK প্রশ্ন উত্তর

11. কোন রাষ্ট্রপতি প্রথম ভারতরত্ন পুরষ্কার পান?

উত্তরঃ ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ

12. আধুনিক প্রবাবিলিটি তত্ত্বের জনক কাকে বলা হয়?

উত্তরঃ ব্লেইজ প্যাসকাল

13. ২০০৯ সালে সমাজসেবার জন্যে কোন ভারতীয় ‘র‍্যামন ম্যাগসেসে’ পুরস্কার পেয়েছিলেন?

উত্তরঃ দীপ যোশি

14. বিশ্ব খাদ্য দিবস কোন দিনটিতে পালিত হয়ে থাকে?

উত্তরঃ ১৬ অক্টোবর

15. জাতীয় কংগ্রেসে প্রথম মুসলিম সভাপতি হিসেবে কে নিয়োজিত হয়েছিলেন?

উত্তরঃ বদরুদ্দিন তায়েবজি

16. ISRO কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ ১৯৬৯ সালে

17. কোন চলচ্চিত্র অভিনেত্রী প্রথম পদ্মশ্রী সম্মান পান?

উত্তরঃ নার্গিস দত্ত

18. কে প্রতিষ্ঠা করেছিলেন “ভারতসভা”?

উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

19. ভারতের প্রথম “জাতীয় সম্রাট” হিসাবে চিহ্নিত করা হয় কোন সম্রাটকে?

উত্তরঃ আকবর

20. কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে প্রথম ডাকটিকিটের প্রবর্তন হয়েছিল?

উত্তরঃ লর্ড ডালহৌসি।

Click here to download PDF

---Advertisement---

Related Post

Apply for Anganwadi Supervisor Recruitment 2025 – Check Notification & Last Date

 অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ ২০২৫: মহিলা ও শিশু উন্নয়ন (WCD) বিভাগ ২০২৫ সালের জন্য  অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ ঘোষণা করেছে, যেখানে সারা দেশে ১২,৭০০+ শূন্যপদ রয়েছে। যারা শিশু কল্যাণ ও ...

RRB Ticket Collector Vacancy 2025: Online Application, Eligibility & Last Date

ভারতীয় রেলওয়ে ২০২৫ সালের জন্য টিকিট কালেক্টর (TC) নিয়োগ ঘোষণা করেছে, যেখানে মোট ৮,৪০০টি শূন্যপদ রয়েছে। এটি তাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ যারা ১২তম (১০+২) উত্তীর্ণ এবং একটি ...

RRB Chandigarh ALP Previous Year Paper 2010: Important Questions & Answer Key

RRB Chandigarh ALP Previous Year Paper 2010: RRB Chandigarh Assistant Loco Pilot (ALP) পরীক্ষা 2010 সালে অনুষ্ঠিত হয়েছিল, যা রেলওয়ে চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যারা আসন্ন RRB ...

RRB Ajmer Exam 25.01.1998: RRB Previous Year Question Paper Solutions l RRB আজমের পরীক্ষা 25.01.1998: পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র ও সমাধান

RRB Previous Year Question Paper Solutions: RRB (Railway Recruitment Board) আজমের পরীক্ষার পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য 25 ...

Leave a Comment