---Advertisement---

General Science Previous Year Questions for WBPSC Clerkship, PSC Misc & WBCS Preli Part 1 l General Science বিগত বছরের প্রশ্নোত্তর for WB PSC Clerkship, PSC Misc & WBCS Preli Part 1

By Siksakul

Published on:

General Science Previous Year Questions for WBPSC Clerkship, PSC Misc & WBCS Preli Part 1
---Advertisement---

সাধারণ বিজ্ঞান WBPSC Clerkship, PSC Misc এবং WBCS প্রিলিমিনারি পরীক্ষাগুলির একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞান সম্পর্কিত প্রশ্নগুলি প্রায়শই পরীক্ষার নম্বর বৃদ্ধিতে সহায়ক হয়, কারণ এগুলি সাধারণত বাস্তবভিত্তিক এবং ধারণা-নির্ভর হয়। কিন্তু এর জন্য সঠিক প্রস্তুতি ও আগের বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ অপরিহার্য।

এই ব্লগে WBPSC Clerkship, PSC Misc এবং WBCS প্রিলিমিনারির সাধারণ বিজ্ঞানের বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এটি আপনাকে সঠিক প্রস্তুতির জন্য পথ দেখাবে এবং পরীক্ষায় আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

তাহলে, সফল প্রস্তুতির দিকে প্রথম পদক্ষেপ নিতে প্রস্তুত হোন!

General Science Previous Year Questions for WBPSC Clerkship, PSC Misc & WBCS Preli Part 1

01. গতিয় ঘর্ষণ স্থিতিয় ঘর্ষণ এর তুলনায়

Ans: কম

02. নিচের রোগগুলোর মধ্যে কোনটিতে দেহের অনাক্রমতন্ত্র ভেঙে পড়ে?

Ans: AIDS

03. নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি উদ্ভিদের ক্ষেত্রে সল্পমাত্রিক পুষ্টি উপাদান রূপে বিবেচিত হয়?

Ans: Zn

04. কাকে কোষের মস্তিষ্ক বলে?

Ans: নিউক্লিয়াস

05. নিচের কোনটি এককবিহীন ভৌতরাশি?

Ans: আপেক্ষিক গুরুত্ব

06. নিচের কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়?

Ans: আমাশয়

07. রাতকানা রোগটি হয় যে ভিটামিনের অভাবে

Ans: ভিটামিন – A

08. বিগ – ব্যাং (Big – Bang) থিয়োরি বিবৃতি করে

Ans: ব্রহ্মাণ্ডের সৃষ্টি

09. মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়?

Ans: গ্যাম্বুসিয়া

10. নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়?

Ans: স্বভোজী

11. কোনটি গ্রীনহাউস গ্যাস নয়?

Ans: হাইড্রোজেন

12. আপনার ক্যারিজ হলে, আপনি কার কাছে যাবেন?

Ans: ডেন্টিস্ট

13. কোন স্তন্যপায়ী ডিম পাড়ে?

Ans: হংসচঞ্চু

14. টোফু কিসের থেকে তৈরী হয়?

Ans: সয়াবিন দুধের দই

15. ভূপালে গ্যাস দুর্ঘটনার কারণ ছিল MIC গ্যাস নিসরন, যেটি হল.

Ans: মিথাইল আইসোসায়ানেট

16. নিম্নলিখিত কোনটি পুনর্ভব শক্তি?

Ans: সৌর বিদ্যুৎ

17. মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা হল

Ans: 206

18. হিমোগ্লোবিনের কাজ হল

Ans: অক্সিজেন পরিবহন করা

19. ভিটামিন ‘A’ এর ঘাটতির ফলে যেটি হয়; সেটি হল

Ans: রাতকানা

20. আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন

Ans: ডিনামাইট

21. CNG-র অর্থ হল

Ans: কমপ্রেসড ন্যাচারাল গ্যাস

22. মানবদেহের কোষে থাকে

Ans: 46 টি ক্রোমোজোম

23. কে অপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত?

Ans: আইনস্টাইন

24. একটি রকেট উপরে উঠতে পারে

Ans: গ্যাসের নিম্নবর্তি উদগিরন

25. কস্টিক পটাশ হল

Ans: পটাশিয়াম হাইড্রোক্সাইড

26. পেনিসিলিন আবিষ্কার করেন

Ans: এ. ফ্লেমিং

27. রুবি হল

Ans: আলুমিনিয়াম অক্সাইড

28. মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হল

Ans: 98.6° F’

29. RCC’-র সম্পূর্ন অর্থ হল

Ans: রিইনফোর্সড কনক্রিট সিমেন্ট

30. একটি রূপ তাপ হল

Ans: শক্তির

31. পৃথিবী তার কক্ষের উপর আবর্তিত হয়।

Ans: পশ্চিম থেকে পূর্বে

32. পলিমার হলো একটি-

Ans: যৌগ

33. হাওয়ায় জলীয় বাষ্পকে বলে

Ans: আদ্রতা

34. ওয়াশিং সোডার রাসায়নিক নাম

Ans: সোডিয়াম কার্বনেট

35. প্রাকৃতিক গ্যাস থেকে পাওয়া যায়

Ans: জৈব বর্জ্য

36. গুটি বসন্তের কারণ হল

Ans: ভারিওলা ভাইরাস

37. ‘সোয়াইন ফ্লু’ হল

Ans: ভাইরাস

38. বৃহত্তম স্তন্যপায়ী হল

Ans: নীল তিমি

39. গুটি বসন্তের প্রতিষেধকের আবিষ্কার করেন

Ans: এডওয়ার্ড জেনার

40. ক্রীড়াবিদের পাদদেশ হল এক ধরণের ফাঙ্গাল

সংক্রমন যার কারণ হল

Ans: এপিডামোফাইটন

41. ভারতের সর্ব প্রথম টেস্টটিউব বেবি জন্মায়

Ans: 1986

 42. সালে আলোক বর্ষ দিয়ে পরিমাপ করা যায়

Ans: দূরত্ব

43. AIDS ” নির্ণয়ের জন্যে ডাক্তারি পরীক্ষা টির নাম

Ans: ELISA

44. নিম্নলিখিত কি দিয়ে বৈদ্যুতিক বাল্ব এর ফিলামেন্ট তৈরি হয়?

Ans: টাংস্টেন

45. হিমোগ্লোবিন শরীরের কোন অংশে পাওয়া যায়?

Ans: রক্ত

46. বায়োগ্যাসের উপাদানগুলি

Ans: কার্বন ডাই ক্সাইড, মিথেন ও হাইড্রোজেন

 47. শব্দ দূষণ হয়, শব্দের মাত্রা যদি বেশি হয়

Ans: 80-90 dB এর

48. নিচের কোন কোষটি বিভাজনে অংশ গ্রহণ করে না?

Ans: স্নায়ু কোষ

49. একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস হল

Ans: রেডন

50. মরীচিকার কারণ হল

Ans: আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

51. নিচের কোনটি একটি অর্ধপরিবাহি?

Ans: জার্মেনিয়াম

52. শ্রুতিযোগ্য শব্দের কোম্পাঙ্কের বিস্তার হল

Ans: 20Hz-20,000Hz

53. নিচের কোনটি মূল নয়?

Ans: আলু

54. ইউট্রিফিকেশন হল এক ধরণের

Ans: জল দূষণ

55. কোন অমেরুদন্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের?

Ans: হাইড্রা

56. সূর্যের শক্তির উৎস

Ans: নিউক্লিও সংযোজন

57. কোন ভিটামিন মানুষের প্রস্রাবের সাথে নির্গত হয়?

Ans: ভিটামিন C

58. কিসের বেগ মাপার জন্যে নোটিকাল মাইল

প্রতি ঘন্টা ব্যবহার করা হয়?

Ans: জাহাজ

59. মানবদেহের পক্ষে উপকারী ব্যাকটেরিয়া

Ans: ল্যাকটোব্যাসিলাস

60. হাইড্রোপোনিক্স কথাটি কীসের সাথে যুক্ত?

Ans: মাটি ছাড়া গাছের প্রতিপালন

61. যে তাপমাত্রায় জল ফোটা প্রধানত নির্ভর করে

Ans: বায়ু চাপ

62. কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে?

Ans: বাজরা

63. ডায়ালিসিসে ব্যবহার হয় কোন প্রক্রিয়ায়?

Ans: আস্রাবন

64. সবচেয়ে নমনীয় ধাতু

Ans: সোনা

65. কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণী?

Ans: সাপ ও ব্যাঙ

66. বায়ুমণ্ডলে উপস্থিত নিষ্ক্রিয় রাসায়নিক গ্যাস হল

Ans: আর্গণ

67. নিম্নের কোনটি পুনর্নর্বিকরণ যোগ্য শক্তির উৎস নয়?

Ans: জ্বালানি কোষ

68. একটি পালক, একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শুন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হবে?

Ans: সবগুলি সমান দ্রুততায়

69. করোসন প্রতিরোধ করা যায় কোন পদ্ধতিতে

Ans: ওয়েলিং ইলেক্টপ্লেটিং

70. PSLV – C36 রকেট কোন ধরণের উপগ্রহ পাঠানো হয়?

Ans: যোগাযোগ

71. বিশ্বের বৃহত্তম ফুলটি হল

Ans: রাফলেসিয়া

72. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি উন্নয়ন শীল মাল্টিমিডিয়া ওয়েব পেজ গুলির জন্যে একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা?

Ans: জাভা

73. সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী?

Ans: সংযোজন

74. কম্পিউটারের প্রথম ভাষা ছিল

Ans: FORTRAN

75. খাদ্য সংরক্ষণের জন্যে কোন জিনিস বেশি

পরিমাণে ব্যবহৃত হয়?

Ans: বেনজোয়িক অ্যাসিড

76. তাপ পরিমানের একক

Ans: জুল

77. ফিলামেন্ট তৈরি হয়

Ans: টাংস্টেন

78. কোন কম্পাঙ্ক সীমা হলো উচচফ্রিকোয়েনসি ব্র্যান্ড?

Ans: 3 থেকে 30 MHz

79. গাছপালা তাদের পরিপোষক পদার্থ পায় মূলত কোথা থেকে?

Ans: মাটি

৪০. এদের মধ্যে কোন বিষয়কে দায়ী করা হয় ভূ- উষ্ণায়ন আর জন্যে?

Ans: গ্রিন হাউস প্রভাব

81. সমুদ্রের জল হল

Ans: ক্ষারীয়

82. নিম্নের কোনটি HIV ছড়ায়

Ans: ইঞ্জেকশনের একই সূচ ব্যবহার করলে

83. লবনাক্ত জলে উৎপন্ন চারাগাছকে বলে

Ans: হ্যালোফাইটস’

84. ‘বার’ নিম্নের কোনটির একক?

Ans: চাপ

85. নিম্নের কোনটি সমগোত্রীয় নয় তা নির্ণয় করুন

Ans: লঙ্কা

86. মানুষের মাথায় হারের সংখ্যা

Ans: 22

87. পোলিও টিকা আবিষ্কার করেন

Ans: লুই পাস্তুর

৪৪. গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পন ব্যবহার করা হয়, তা হল

Ans: অধিবৃত্তাকার অবতল দর্পন

89. টেলিযোগাযোগের জন্য কোন ধরণের তরঙ্গ ব্যবহার করা হয়?

Ans: মাইক্রো তরঙ্গ

90. রোগ বহনকারী পতজ্ঞদের বলে

Ans: ভেক্টর

91. কোয়ান্টাম তত্ত্ব এর প্রবক্তা হলেন

Ans: ম্যাক্স প্লাঙ্ক,

92. সাধারণত গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়

Ans: অবতল দর্পণ

93. একটি অর্ধ পরিবাহীর উদাহরণ হল

Ans: সিলিকন

94. ডায়নামো তে কোন শক্তি কোন শক্তিতে

রূপান্তরিত হয় –

Ans: যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে

95. স্কেলার রাশির আবশ্যিক বৈশিষ্ট্য হলো

Ans: মান

96. ভেক্টর রাশির আবশ্যিক বৈশিষ্ট্য হলো

Ans: মান ও দিক

97. ফ্যারাড কোন রাশির একক

Ans: ধারকত্ব

98. নিচের কোনটি একক হীন রাশি

Ans: আপেক্ষিক গুরুত্ব

99. পৃথিবীর কেন্দ্রে ৪- এর মান

Ans: শুন্য

100. বরফ গলনের লীন তাপ

Ans: 80 ক্যালোরি / গ্রাম

101. রকেটের কার্যনীতি কীসের ওপর প্রতিষ্ঠিত

Ans: ভরবেগের সংরক্ষণ

102. কার্যের ব্যাবহারিক একক কী

Ans: জুল

103. চা খুব দ্রুত ঠান্ডা হয়

Ans: পোর্সেলিন পাত্রে

104. একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলে বন্দুকটি

Ans: গুলির সমান ভরবেগে কিন্তু গুলির বিপরীত দিকে গতি প্রাপ্ত হয়

105. দাঁড়িয়ে থাকা ট্রেন চলতে শুরু করার সঙ্গে সঙ্গে ট্রেনের যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়ে, কারণ

Ans: স্থিতি জাড্য

106. প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দুর অবস্থান –

Ans: ভার ও প্রযুক্ত বলের মাঝে

107. দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার, দন্ডের কোথায় প্রযুক্ত হয়

Ans: মাঝে

108. শব্দেতর শব্দের কম্পাঙ্ক হল-

Ans: 20 Hz এর কম.

109. শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক হল –

Ans: 20000 Hz

110. ম্যাক সংখ্যা হল

Ans: কোন বস্তুর বেগ ও শব্দের বেগের অনুপাত

---Advertisement---

Related Post

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

✅ Important Events in Indian History l ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ

Important Events in Indian History: ভারতের ইতিহাস হাজার বছরের গৌরবময় ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ঘটনায় ভরা (Indian Historical events List)। প্রতিটি ঘটনা আমাদের সভ্যতার বিকাশ ...

WB Primary TET Practice Set 09 | Primary TET 2025 Bengali Pedagogy | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ০৯

WB Primary TET Practice Set 09: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত ...

Primary TET 2025 Bengali Pedagogy Part 08 l TET CTET Bengali Pedagogy l প্রাইমারি টেট 2025 বাংলা পেডাগগি MCQ প্রশ্নোত্তর

Primary Upper Primary TET 2025 Bengali Pedagogy Part 08: শিক্ষক নিয়োগ পরীক্ষায় সফল হতে Primary TET 2025 Bengali Pedagogy, Upper Primary TET Bengali Pedagogy এবং CTET Bengali Pedagogy একটি গুরুত্বপূর্ণ অংশ। ...

Leave a Comment