---Advertisement---

Geography MCQ in Bengali Part 07 l ভূগোল MCQ পর্ব ০৭

By Siksakul

Updated on:

Geography MCQ in Bengali Part 07 l ভূগোল MCQ পর্ব ০৭
---Advertisement---

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভূগোল M.C.Q প্রশ্নোত্তর পর্ব ০৭ (Geography MCQ in Bengali Part 07)। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি ভূগোল M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

Geography MCQ in Bengali Part 07 l ভূগোল MCQ পর্ব ০৭

1.  পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাষ্ট্রের সবথেকে বেশি সীমানা আছে ? 

A. বাংলাদেশ   

B. ভুটান   

C. নেপাল   

D. বঙ্গদেশ  

 উত্তর :- (A)

2. কোন পলিকে ভাঙ্গন বলা হয় ? 

A. নবীন পলি    

B. প্রাচীন পলি   

C. মধ্য পলি  

D. অত্যন্ত প্রাচীন পলি 

উত্তর :- (B)

3. সাহেববাঁধ জলাভূমি কোন জেলায় অবস্থিত?

A. উত্তর দিনাজপুর  

B. বীরভূম  

C. হাওড়া  

D. পুরুলিয়া  

উত্তর :- (D)

4. কোন জেলাটি পশ্চিমবঙ্গের সবথেকে বেশি নদীমাতৃক জেলা? 

A. কোচবিহার  

B. জলপাইগুড়ি   

C. দার্জিলিং 

D. মালদহ 

উত্তর :- (A)

5. বিশাখাপত্তনম বন্দর টি কোথায় অবস্থিত ?

A. কর্ণাটক

B. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 

C. পশ্চিমবঙ্গ

D. অন্ধ্রপ্রদেশ

  উত্তর :- (D)

6. প্রাচীনতম শীলা ভারতের কোথায় পাওয়া যায়? 

A. হিমালয় পর্বতে  

B. ধানঝর মালভূমিতে  

C. আরাবল্লী পর্বতে  

D. কোনটিতেই নয় 

উত্তর :- (B)

7. বায়ুমন্ডলে কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী? 

A. ট্রপোস্ফিয়ার  

B. এক্সোস্ফিয়ার   

C. প্রোটোস্ফিয়ার  

D. কোনোটিই নয় 

উত্তর :- (B)

8. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কতক্ষণ ?  

A. 2 মিনিট  

B. 10 মিনিট  

C. 2.8 মিনিট  

D. 8.2 মিনিট 

উত্তর :- (D)

9. কোন দিনটিকে জলবিষুব বলা হয়?  

A. 21শে মার্চ  

B. 23 শে সেপ্টেম্বর 

C. 23 শে ডিসেম্বর   

D. 21 শে এপ্রিল 

উত্তর :- (B)

10. ´অশ্বিনী পুচ্ছ` কাকে বলা হয়?  

A. সিরাস মেঘকে 

B. সিরো- কিউমুলাস মেঘ কে 

C. অল্টা মেঘকে 

D. কোনোটিই নয় 

উত্তর :- (B)

11. একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে কি বলে?  

A. আর্দ্রতার ভগ্নাংশ  

B. পরিপক্কতার তাপমাত্রা  

C. চরম আদ্রতা  

D. কোনোটিই নয় 

উত্তর :- (C)

12. যে দুটি নদীর প্রভাবে হলদি নদী সৃষ্টি হয়েছে সেই নদী দুটির নাম লেখ? 

A. দারুকেশ্বর ও শিলাই  

B. কাসাই ও কেলেঘাই  

C. দামোদর ও অজয়  

D. কোনোটিই নয় 

উত্তর :- (B)

13. ভূপৃষ্ঠ সমগ্র আয়তনের কত ভাগ বারিমন্ডল? 

A. 81•4 ভাগ  

B. 71•4 ভাগ  

C. 71•6 ভাগ  

D. 70•80 ভাগ 

উত্তর :- (D)

14. বায়ুমন্ডলে হাইড্রোজেনের ওজনগত অনুপাত কত? 

A. 1.19  

B. 24.15  

C. 75.53  

D. 78.09 

উত্তর :- (D)

15. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর নাম লিখ? 

A. তোর্সা  

B. জলঢাকা  

C. ময়ূরাক্ষী  

D. তিস্তা 

উত্তর :- (C)

16. ট্রপোস্ফিয়ারের ঘনত্ব কোন সময় বৃদ্ধি পায়? 

A. হেমন্তকালে   

B. গ্রীষ্মকালে  

C. বসন্তকালে  

D. শীতকালে 

উত্তর :- (A)

17. সবরমতীর  উৎপত্তিস্থলের নাম কি?  

A. আরাবল্লী পর্বত   

B. বিন্ধ পর্বত  

C. সাতপুরা পর্বত  

D. পশ্চিম ঘাট পর্বত 

উত্তর :- (A)

18. 90% অরনাঞ্চল কোন রাজ্যে? 

A. বিহার  

B. ওড়িশা   

C. মধ্যপ্রদেশ  

D. অরুণাচল  

উত্তর :- (D)

19. নিচের কোনটি হস্তি সংরক্ষণ কেন্দ্র ?

A. চন্দ্রপ্রভা

B. পালামৌ

C. মেলঘাট

D. সিংভূম

উত্তর :- (A)

20. গঙ্গার দক্ষিণ দিকে যুক্ত হয়েছে নিম্নলিখিত কোন নদীটি? 

A. গোমতী  

B. শোন  

C. তোর্সা   

D. গণ্ডক 

উত্তর :- (B)

21. মার্শাল দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত ?

A. আটলান্টিক

B. প্রশান্ত

C. ভারত মহাসাগর

D. আর্কটিক মহাসাগর

উত্তর :- (B)

22. কোন স্থানের সমুদ্রের জলে লবনতার পরিমাণ সর্বাধিক ?

A. উপক্রান্তীয়

B. নিরক্ষীয়

C. মেরু

D. উপমেরু

উত্তর :- (A)

23. পডসল মৃত্তিকা দেখা যায় কোন ধরনের বনভূমিতে ?

A. নিরক্ষীয়

B. তৈগা

C. সরলবর্গীয়

D. কোনোটিই নয়

উত্তর :- (C)

24. সাতপুরা জাতীয় উদ্যান টি কোন রাজ্যে অবস্থিত?

A. ঝাড়খন্ড

B. কেরল

C. মধ্যপ্রদেশ

D. রাজস্থান

উত্তর :- (C)

25. ভারতের কোন রাজ্যে সর্বাধিক নারকেল উৎপন্ন হয়? 

A. কেরল  

B. তামিলনাড়ু  

C. পশ্চিমবঙ্গ  

D. কর্ণাটক 

উত্তর :- (A)

26. সরিস্কা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?

A. দিল্লি

B. ছত্রিশগড়

C. রাজস্থান

D. ঝাড়খণ্ড

 উত্তর :- (C)

27. সবরমতীর  উৎপত্তিস্থলের নাম কি?  

A. আরাবল্লী পর্বত   

B. বিন্ধ পর্বত  

C. সাতপুরা পর্বত  

D. পশ্চিম ঘাট পর্বত 

উত্তর :- (A)

28. পৃথিবীর “কফি পাত্র” বলে খ্যাত?

A. চিলি

B. আর্জেন্টিনা

C. রোম

D. ব্রাজিল

উত্তর :- (D)

29. চা- উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান পেয়েছে? 

A. নাগল্যান্ড  

B. অসম  

C. মধ্যপ্রদেশ  

D. পশ্চিমবঙ্গ 

উত্তর :- (B)

30. দাদরা এবং নগর হাভেলি এর রাজধানীর নাম কী?”

A. পোর্ট ব্লেয়ার

B. চন্ডিগড়

C. সিলভাসা

D. দমন”

উত্তর :- (C)

আগের পর্ব –

⦿ ভূগোল MCQ পর্ব – ০৬

---Advertisement---

Related Post

Competitive Reasoning MCQ Questions and Answers: Key to Success in Exams

Competitive reasoning MCQs play a crucial role in assessing a candidate’s logical aptitude, problem-solving capabilities, and analytical skills during various exams. These questions are designed to evaluate how ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-10 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-10 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-10(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-১০। এই সেটে সাধারণ ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-9 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-9 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-9(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ ...

BEL Recruitment 2025: Apply Now for 137 Trainee & Project Engineer Vacancies!

BEL Recruitment 2025: Bharat Electronics Limited (BEL), a leading government-owned electronics company under the Ministry of Defence, has announced recruitment for 137 temporary positions at its Product Development ...

Leave a Comment