---Advertisement---

GK Questions Answers for Job Exam Preparation 2024 l চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু GK প্রশ্ন উত্তর 2024

By Siksakul

Published on:

---Advertisement---

GK Questions Answers for Job Exam Preparation 2024 : চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাধারণ জ্ঞান (GK) একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি এমন একটি বিভাগ, যা আপনার তথ্যগত দক্ষতা এবং বিশ্লেষণ ক্ষমতার পরীক্ষা করে। বিশেষ করে ২০২৪ সালের প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাগুলোর জন্য সঠিক GK প্রশ্ন-উত্তর জানা থাকাটা অত্যন্ত জরুরি।

এই ব্লগে আমরা ২০২৪ সালের জন্য প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ কিছু GK প্রশ্ন ও তাদের সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। বিষয়গুলো এমনভাবে সাজানো হয়েছে, যা আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা বাড়াবে। তাই, চাকরির স্বপ্নপূরণের পথে আরও একধাপ এগিয়ে যেতে, এখনই শুরু করুন আপনার প্রস্তুতি!

GK Questions Answers for Job Exam Preparation 2024 l চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য GK প্রশ্ন-উত্তর ২০২৪

১. গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি – নক্রেক।

২. ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত – গুজরাট।

৩. শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক।

৪. কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় জাপানকে।

৫. জস বাটলার কোন খেলার সঙ্গে যুক্ত – ক্রিকেট।

৬. রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৭১ সালে।

৭. অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত – নেপাল।

৮. কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় – মাদুরাইকে।

৯. গান্ধিসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত – মধ্যপ্রদেশ।

১০. মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কি ছিল – ইয়াঙ্গুন।

১১. কর্দমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত মেঘালয়।

১২. ল্যান্ড অফ কেকস বলা হয় কোন দেশকে স্কটল্যান্ড।

১৩. নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় – ১৯৫৮ সালে।

১৪. ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায় কৃষ্ণা নদীতে।

১৫. ভাঙ্গরা কোন রাজ্যের নৃত্যকলা – পাঞ্জাব।

১৬. ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী তিস্তা নদী।

১৭. রাইন নদীর উৎপত্তিস্থল কোথায় আল্পস পর্বত।

১৮. সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত – জম্মু ও কাশ্মীর।

১৯. জৈব জ্বালানি দিবস কোন দিন পালিত হয়- ১০ই সেপ্টেম্বর।

২০. ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি- লিওপারগেল।

WBP KP বিজ্ঞান প্রশ্নোত্তর: গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এক নজরে

---Advertisement---

Related Post

List of Phobias and Fears l বিভিন্ন ফোবিয়া ও ভীতির নাম তালিকা

List of Phobias and Fears: মানুষের জীবনে ভীতি বা ফোবিয়া (Phobia) একটি সাধারণ কিন্তু জটিল মানসিক অবস্থা। কারো উচ্চতা ভীতি (Acrophobia), কারো জলভীতি (Hydrophobia), আবার কেউ অন্ধকার বা ...

WB Primary TET Practice Set 10 | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ১০

WB Primary TET Practice Set 10: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত ...

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

✅ Important Events in Indian History l ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ

Important Events in Indian History: ভারতের ইতিহাস হাজার বছরের গৌরবময় ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ঘটনায় ভরা (Indian Historical events List)। প্রতিটি ঘটনা আমাদের সভ্যতার বিকাশ ...

Leave a Comment