---Advertisement---

WBP Constable 2025 GK MCQs Practice Set-14 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-14 l প্রস্তুতির সেরা সুযোগ

By Siksakul

Published on:

WBP Constable 2025 GK MCQs Practice Set-14 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-14
---Advertisement---

WBP Constable 2025 GK MCQs Practice Set-14(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি WBP কনস্টেবল 2025 জিকে MCQ প্র্যাকটিস সেট-১৪। এই সেটে সাধারণ জ্ঞান (General Knowledge) সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বাংলায় প্রদান করা হয়েছে, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।

এই সেটের মাধ্যমে আপনি ইতিহাসভূগোল, অর্থনীতি, বিজ্ঞান, খেলাধুলা, এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে আপনার জ্ঞান যাচাই করতে পারবেন।

WBP Constable 2025 GK MCQs Practice Set-14

  1. The God of Small Things’ উপন্যাসটির লেখক কে?
    a) শশী থারুর
    b) রাস্কিন বন্ড
    c) বিক্রম সেঠ
    d) অরুন্ধতী রায়
  2. ‘মিডনাইটস চিলড্রেন’ উপন্যাসটির লেখক কে?
    a) জেন অস্টেন
    b) বিক্রম সেঠ
    c) চেতন ভগত
    d) সালমান রুশদি
  3. ‘ট্রেন টু পাকিস্তান’ উপন্যাসটির লেখক কে?
    a) খুশবন্ত সিং
    b) মুল্ক রাজ আনন্দ
    c) প্রেমচন্দ
    d) শ্রীলাল শুক্লা
  4. ‘গোদান’ উপন্যাসটির লেখক কে?
    a) ধর্মবীর ভারতী
    b) প্রেমচন্দ
    c) কমলেশ্বর
    d) শ্রীলাল শুক্লা
  5. ‘The Story of My Experiments with Truth’ আত্মজীবনীটির লেখক কে?
    a) ড. রাজেন্দ্র প্রসাদ
    b) মহাত্মা গান্ধী
    c) বিবেকানন্দ
    d) জওহরলাল নেহরু
  6. ‘অ্যানিম্যাল ফার্ম’ উপন্যাসটির লেখক কে?
    a) টমাস হার্ডি
    b) জর্জ অরওয়েল
    c) রোয়াল্ড ডাহল
    d) চার্লস ডিকেন্স
  7. ‘মালগুডি ডেজ’ উপন্যাসটির লেখক কে?
    a) চেতন ভগত
    b) রবীন্দ্রনাথ ঠাকুর
    c) বিক্রম সেঠ
    d) আর. কে. নারায়ণ
  8. The Palace of Illusions’ উপন্যাসটির লেখক কে?
    a) চিত্রা ব্যানার্জী দিবাকরুণী
    b) প্রতিভা রায়
    c) দেবী যোশীধরণ
    d) ইন্দু সুন্দরেসান
  9. ‘পিঞ্জর’ উপন্যাসটির লেখক কে?
    a) অমৃতা প্রীতম
    b) কমলেশ্বর
    c) প্রেমচন্দ
    d) শ্রীলাল শুক্লা
  10. ‘Untouchable’ উপন্যাসটির লেখক কে?
    a) মুল্ক রাজ আনন্দ
    b) প্রেমচন্দ
    c) খুশবন্ত সিং
    d) শশী থারুর
  11. ‘Waiting for a Visa’ আত্মজীবনীটির লেখক কে?
    a) ড. রাম মনোহর লোহিয়া
    b) ড. রাজেন্দ্র প্রসাদ
    c) ড. ভীমরাও আম্বেদকর
    d) ড. কমল রানাডিভ
  12. ‘রাগ দরবারী’ উপন্যাসটির লেখক কে?
    a) শ্রীলাল শুক্লা
    b) রাহুল সাংকৃত্যায়ন
    c) প্রেমচন্দ
    d) কাশীনাথ সিং
  13. ‘Poverty and Un-British Rule in India’ বইটির লেখক কে?
    a) দাদাভাই নওরোজি
    b) মহাত্মা গান্ধী
    c) জওহরলাল নেহরু
    d) বাল গঙ্গাধর তিলক
  14. ‘The Guide’ উপন্যাসটির লেখক কে?
    a) আর. কে. নারায়ণ
    b) রবীন্দ্রনাথ ঠাকুর
    c) বিক্রম সেঠ
    d) অরুন্ধতী রায়
  15. ‘The God of Small Things’ উপন্যাসটি কোন বছর প্রকাশিত হয়?
    a) 1995
    b) 1996
    c) 1997
    d) 1998

Also Read: WBP Constable 2025 GK MCQs Practice Set-13

Answers to the WBP Constable 2025 GK MCQs Practice Set-14

  1. d) অরুন্ধতী রায়
  2. d) সালমান রুশদি
  3. a) খুশবন্ত সিং
  4. b) প্রেমচন্দ
  5. b) মহাত্মা গান্ধী
  6. b) জর্জ অরওয়েল
  7. d) আর. কে. নারায়ণ
  8. a) চিত্রা ব্যানার্জী দিবাকরুণী
  9. a) অমৃতা প্রীতম
  10. a) মুল্ক রাজ আনন্দ
  11. c) ড. ভীমরাও আম্বেদকর
  12. a) শ্রীলাল শুক্লা
  13. a) দাদাভাই নওরোজি
  14. a) আর. কে. নারায়ণ
  15. c) 1997
---Advertisement---

Related Post

AIIMS Kalyani Recruitment 2025: Unlock Your Dream Career in Healthcare – Apply Now for Various Vacancies!

AIIMS Kalyani Recruitment 2025: All India Institute of Medical Sciences (AIIMS) Kalyani has announced various job vacancies, including Data Entry Operator, Senior Resident, and Junior Resident. Don’t miss ...

Exciting Career Opportunity: Indian Overseas Bank Recruitment for 400 Local Bank Officers

Indian Overseas Bank Recruitment for 400 Local Bank Officers: Are you aspiring to join the esteemed Indian Overseas Bank as a Local Bank Officer? Look no further! We’ve ...

✍️ States and their Major Tribes in India 2025 l ভারতের রাজ্য ও বিভিন্ন জনজাতি

States and their Major Tribes in India: ভারত একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, যেখানে নানা ভাষা, সংস্কৃতি এবং জাতিগোষ্ঠীর সহাবস্থান লক্ষ করা যায়। এই বৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হলো — ...

International Boundary Lines 2025 l পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা

বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতি বোঝার জন্য আন্তর্জাতিক সীমারেখা (International Boundary Lines) সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি। এই সীমারেখাগুলি শুধু দেশভাগের চিহ্ন নয়, বরং ইতিহাস, কূটনীতি, যুদ্ধ এবং ...

Leave a Comment