WBP Constable 2025 GK MCQs Practice Set-8: পশ্চিমবঙ্গ পুলিশ (WBP) কনস্টেবল 2025 পরীক্ষার জন্য জেনারেল নলেজ (GK) প্রস্তুতি কি ঠিকমতো হচ্ছে? যদি না হয়, তবে চিন্তার কিছু নেই! আমরা নিয়ে এসেছি WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-7, যেখানে পাবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, যা পরীক্ষায় সফলতার জন্য অত্যন্ত সহায়ক হবে।
এই MCQs সেট-7 আপনাকে WBP পরীক্ষার জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করতে সাহায্য করবে। নিয়মিত চর্চার মাধ্যমে আপনি সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনার উপর ভালো দখল তৈরি করতে পারবেন। তাই দেরি না করে এখনই চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং আপনার প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে নিন!
তাহলে আর দেরি কেন? WBP কনস্টেবল 2025 পরীক্ষায় সাফল্য পেতে এখনই অনুশীলন শুরু করুন!
WBP Constable 2025 GK MCQs Practice Set-8
1. লন্ডনে ১৯০৫ সালে প্রতিষ্ঠিত ‘ইন্ডিয়া হাউস’-এর প্রতিষ্ঠাতা কে?
- (a) দাদাভাই নওরোজি
- (b) শ্যামজি কৃষ্ণ বর্মা
- (c) বিপিন চন্দ্র পাল
- (d) লালা লাজপত রায়
2. ভিকাজি কামার গুরুত্বপূর্ণ প্রকাশনা ‘বন্দে মাতরম’ কোন সালে প্রকাশিত হয়?
- (a) ১৯০৫
- (b) ১৯০৯
- (c) ১৯১১
- (d) ১৯২০
3. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে?
- (a) লালা হরদয়াল
- (b) রবীন্দ্রনাথ ঠাকুর
- (c) স্বামী বিবেকানন্দ
- (d) মদন মোহন মালব্য
4. ভারতের জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে?
- (a) দুর্গেশনন্দিনী
- (b) আনন্দমঠ
- (c) বিষবৃক্ষ
- (d) দেবী চৌধুরাণী
5. ভারতের জাতীয় সংগীত ‘জন গণ মন’ কে রচনা করেছিলেন?
- (a) সুভাষ চন্দ্র বসু
- (b) রবীন্দ্রনাথ ঠাকুর
- (c) শচীনন্দন সেন
- (d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Also Read: WBP Constable 2025 GK MCQs Practice Set-7: প্রস্তুতির সেরা সুযোগ
6. শ্যামজি কৃষ্ণ বর্মা কোন বছর ‘ইন্ডিয়ান হোম রুল সোসাইটি’ প্রতিষ্ঠা করেন?
- (a) ১৯০২
- (b) ১৯০৫
- (c) ১৯০৯
- (d) ১৯১২
7. ‘ভূদান আন্দোলন’-এর প্রবক্তা কে ছিলেন?
- a) মহাত্মা গান্ধী
- (b) বিনোবা ভাবে
- (c) জওহরলাল নেহেরু
- (d) সর্দার বল্লভভাই প্যাটেল
8. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC)-এর প্রথম সভাপতি কে ছিলেন?
- (a) চন্দ্রশেখর আজাদ
- (b) লালা লাজপত রায়
- (c) মোতিলাল নেহেরু
- (d) সি. রাজাগোপালাচারী
9. ‘গোরা’ উপন্যাসের লেখক কে?
- (a) জওহরলাল নেহেরু
- (b) রবীন্দ্রনাথ ঠাকুর
- (c) ভগৎ সিং
- (d) মহাত্মা গান্ধী
10. ১৯৪৩ সালে ‘আজাদ হিন্দ ফৌজ’ পুনর্গঠন করেন কে?
- (a) মহাত্মা গান্ধী
- (b) ভগৎ সিং
- (c) নেতাজী সুভাষ চন্দ্র বসু
- (d) লালা লাজপত রায়
11. মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছিলেন?
- (a) ভগৎ সিং
- (b) নাথুরাম গডসে
- (c) সাভারকর
- (d) লাল বাহাদুর শাস্ত্রী
12. ভারতের পরিকল্পনা কমিশন কোন সালে গঠিত হয়?
- (a) ১৯৪৭
- (b) ১৯৫০
- (c) ১৯৫২
- (d) ১৯৫৫
13. ভারতের প্রথম ব্রিটিশ পার্লামেন্ট সদস্য কে ছিলেন?
- (a) চন্দ্রশেখর আজাদ
- (b) দাদাভাই নওরোজি
- (c) মোতিলাল নেহেরু
- (d) বাল গঙ্গাধর তিলক
14. ‘সার্বভৌম স্বরাজ’ বা স্বায়ত্তশাসনের দাবি কবে প্রথম কংগ্রেসের মঞ্চ থেকে উত্থাপিত হয়?
- (a) ১৮৮৫
- (b) ১৯০৫
- (c) ১৯১৯
- (d) ১৯২৯
15. রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
- (a) ১৯০৫
- (b) ১৯১৩
- (c) ১৯২১
- (d) ১৯৩০
Also Read:
Answers to the WBP Constable 2025 GK MCQs Practice Set-8
Here are the answers
- (b) শ্যামজি কৃষ্ণ বর্মা
- (b) ১৯০৯
- (d) রবীন্দ্রনাথ ঠাকুর
- (c) আনন্দমঠ
- (b) রবীন্দ্রনাথ ঠাকুর
- (a) ১৯০৫
- (d) বিনোবা ভাবে
- (b) লালা লাজপত রায়
- (b) রবীন্দ্রনাথ ঠাকুর
- (d) নেতাজী সুভাষ চন্দ্র বসু
- (b) নাথুরাম গডসে
- (a) ১৯৫০
- (b) দাদাভাই নওরোজি
- (c) ১৯০৫
- (b) ১৯১৩