---Advertisement---

Railway Group- D Previous year question in Bengali Set – 1 l রেলওয়ে গ্ৰুপ- ডি বিগত বছরের প্রশ্ন

By Siksakul

Updated on:

Railway Group- D Previous year question
---Advertisement---

Railway Group- D Previous year question in Bengali Set – 1: রেলওয়ে গ্ৰুপ-ডি অনলাইনে আবেদন শুরু! পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্ন সংগ্রহ করুন। ভারতীয় রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র আবেদন করলেই হবে না, সফল হতে হলে নিতে হবে সঠিক প্রস্তুতি। পরীক্ষায় ভালো স্কোর করার জন্য বিগত বছরের প্রশ্নপত্র (Previous Year Question Papers) অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আপনাকে প্রশ্নের ধরণ, প্যাটার্ন ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে।

আজকের এই পোস্টে রেলওয়ে গ্ৰুপ-ডি বিগত বছরের প্রশ্নপত্র আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য সম্পূর্ণ বাংলা ভাষায় প্রকাশিত প্রশ্নপত্র গুলি সহজেই সংগ্রহ করতে পারবেন।

আপনারা যদি রেলওয়ে গ্ৰুপ-ডি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিতে চান, তাহলে বিগত বছরের প্রশ্নপত্র ও প্র্যাক্টিস সেট সংগ্রহ করুন এবং নিয়মিত চর্চা করুন। এই পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে সবাই উপকৃত হতে পারে! 🚆📚

Railway Group- D Previous year question in Bengali Set – 1

RRB Group-D Selection Process 2025 | সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া

রেলওয়ে গ্রুপ-ডি ২০২৫ নিয়োগ প্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষা (CBT) থেকে শুরু করে শারীরিক পরীক্ষা (PET), নথি যাচাই (Document Verification) এবং মেডিকেল টেস্ট উত্তীর্ণ হতে হবে।

🔹 Step-1: কম্পিউটার বেস্ড টেস্ট (CBT)
প্রথম ধাপে Computer-Based Test (CBT) নেওয়া হবে, যেখানে গণিত, সাধারণ বিজ্ঞান, রিজনিং ও কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক প্রশ্ন থাকবে।

🔹 Step-2: ফিজিকাল এফিশিয়েন্সি টেস্ট (PET)
CBT উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) দিতে হবে। এতে দৌড়, ভার উত্তোলন ইত্যাদি কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

🔹 Step-3: ডকুমেন্ট ভেরিফিকেশন (DV)
PET পাশ করা প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হবে।

🔹 Step-4: মেডিকেল টেস্ট
নথি যাচাইয়ের পর চূড়ান্ত মেডিকেল পরীক্ষা নেওয়া হবে, যেখানে প্রার্থীদের শারীরিক ও দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে।

✅ এই চারটি ধাপে উত্তীর্ণ হলে প্রার্থীরা চূড়ান্তভাবে নিয়োগ পাবেন। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করুন! 🚆📚

Railway Group D Exam Pattern 2025 in Bengali

রেলওয়ে গ্রুপ- ডি সিলেবাস 2025
জেনারেল সাইন্স25 নম্বর
গণিত25 নম্বর
রিজনিং30 নম্বর
জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স20 নম্বর
Total Marks100

রেলওয়ে গ্ৰুপ- ডি বিগত বছরের প্রশ্ন (Set- 1)

1. আমাদের মানবদেহে _______ ধরনের পেশী আছে।
[A] 4
[B] 3
[C] 2
[D] 1

উত্তর: 3

রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষার বেস্ট বই, এই বইগুলো পড়লে পরীক্ষায় বাজিমাত

2. _____হল পৃথিবীর বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর।
[A] ট্রপোস্ফিয়ার
[B] স্ট্যাটোস্ফিয়ার
[C] মেসোস্ফিয়ার
[D] থার্মোস্ফিয়ার

উত্তর: ট্রপোস্ফিয়ার

3. সরীসৃপের অধ্যায়ন কে কি বলা হয়?
[A] এনটমোলজি
[B] হারপেটোলজি
[C] ম্যামালজি
[D] ইচথিয়োলজি

উত্তর: হারপেটোলজি

4. হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স কত?
[A] 60
[B] 62
[C] 65
[D] 58

উত্তর: 62

5. ‘ভিটামিন সি’-এর অভাবের ফলে সৃষ্ট একটি রোগ হল—
[A] বেরিবেরি
[B] গয়টার
[C] রিকেট
[D] স্কার্ভি

উত্তর: স্কার্ভি

6. ‘হাফ ম্যারাথনে’ আনুমানিক কতটা দূরত্ব অতিক্রম করতে হয়?
[A] 45 কিমি
[B] 41 কিমি
[C] 25 কিমি
[D] 21 কিমি

উত্তর: 21 কিমি

7. নিম্নলিখিত ক্রীড়া গুলির কোনটি পূর্বের অলিম্পিকের একটি খেলা ছিল, কিন্তু বর্তমানে নয়?
[A] ব্যাডমিন্টন
[B] পোলো
[C] ধনুর্বিদ্যা
[D] বেসবল

উত্তর: পোলো

8. ‘স্বরাজ পার্টি’ কোন বছরে গঠিত হয়েছিল?
[A] 1923
[B] 1924
[C] 1922
[D] 1921

উত্তর: 1923

9. ‘উইকিপিডিয়া’র প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন হলেন ‘জিমি ওয়েলস’ অন্যজন হলেন—
[A] ল্যারি স্যাঙ্গার
[B] মার্ক জুকারবার্গ
[C] ল্যারি পেজ
[D] মার্ক সারম্যান

উত্তর: ল্যারি স্যাঙ্গার

10. ‘ব্যুরোক্রেসি’(Bureaucracy) শব্দটি কোন ফরাসি দার্শনিকের দ্বারা সৃষ্টি?
[A] ভলটেয়ার
[B] জাঁ পল সার্ত্রে
[C] সিমন ডে বিউভয়ের
[D] ভিন্সেন্ট ডি গুরন্যে

উত্তর: ভিন্সেন্ট ডি গুরন্যে

Railway Group- D Syllabus 2025 PDF Download

11. ______একটি প্রবণতা, যেখানে পরিকল্পনা নিচের দিক থেকে হয়।
[A] গ্ৰাসরুট গণতন্ত্র
[B] একনায়ক-তান্ত্রিক
[C] ডাইরেক্ট গণতন্ত্র
[D] নির্বাচনী গণতন্ত্র

উত্তর: গ্রাসরুট গণতন্ত্র

12. কাচের ‘প্রতিসরাঙ্ক’ নিম্নলিখিত কোন রং এর ক্ষেত্রে সর্বোচ্চ?
[A] বেগুনি
[B] নীল
[C] হলুদ
[D] লাল

উত্তর: বেগুনি

13. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কোন দেশ ‘মালয়েশিয়া’ দখল নিয়েছিল?
[A] চীন
[B] জাপান
[C] থাইল্যান্ড
[D] ভিয়েতনাম

উত্তর: জাপান

14. কার্বন-ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড একসঙ্গে কি হিসেবে উল্লেখ করা হয়?
[A] সি.এফ.সি
[B] গ্রিনহাউজ গ্যাস
[C] তাপীয় গ্যাস
[D] জড় গ্যাস

উত্তর: গ্রীনহাউজ গ্যাস

রেলওয়ে গ্রুপ- ডি প্র্যাকটিস সেট পিডিএফ পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন 

join Telegram

15. ‘পাওয়ার পয়েন্ট’ কি তৈরি করার জন্য ব্যবহার করা হয়?
[A] প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
[B] ডক্যুমেন্ট
[C] প্রেজেন্টেশন
[D] স্প্রেডশীট

উত্তর: প্রেজেন্টেশন

---Advertisement---

Related Post

🚆 RRB NTPC 2025 CBT Practice Set 06 l রেলওয়ে NTPC 2025 CBT প্র্যাকটিস সেট ০৬ – ভারতের শিল্প ও সংস্কৃতি বিষয়ক ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর!

RRB NTPC 2025 CBT Practice Set 06: রেলওয়ে NTPC 2025 CBT পরীক্ষার প্রস্তুতিতে ভারতের শিল্প ও সংস্কৃতি (Art & Culture) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। ভারত বহুজাতিক ও বৈচিত্র্যময় ...

Railway NTPC Practice Set 05 in Bengali l রেলওয়ে NTPC 2025 প্র্যাকটিস সেট ০৫

Railway NTPC Practice Set 05 in Bengali: রেলওয়ে NTPC 2025 পরীক্ষার প্রস্তুতিতে ক্রীড়া (Sports) বিষয়টি একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট, খেলোয়াড়দের অর্জন, ...

Railway NTPC Practice Set 04 in Bengali l রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট ০৪

Railway NTPC Practice Set 04 in Bengali: রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার নির্ধারিত সিলেবাস এবং প্রশ্নের নম্বর বিভাজনের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই প্র্যাকটিস সেটটি। বিগত বছরের পরীক্ষাগুলির প্রশ্নপত্র বিশ্লেষণ ...

🚆 RRB NTPC 2025 CBT Practice Set 03 l রেলওয়ে NTPC 2025 CBT প্র্যাকটিস সেট ০৩ l জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা বিষয়ক ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

RRB NTPC 2025 CBT Practice Set 03: আপনি কি রেলওয়ে NTPC 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার প্রস্তুতিকে আরও জোরদার করতে আমরা নিয়ে এসেছি RRB NTPC 2025 CBT ...

Leave a Comment