---Advertisement---

RRB Chandigarh ALP Previous Year Paper 2010: Important Questions & Answer Key

By Siksakul

Updated on:

RRB Chandigarh ALP Previous Year Paper 2010
---Advertisement---

RRB Chandigarh ALP Previous Year Paper 2010: RRB Chandigarh Assistant Loco Pilot (ALP) পরীক্ষা 2010 সালে অনুষ্ঠিত হয়েছিল, যা রেলওয়ে চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যারা আসন্ন RRB ALP পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য 2010 সালের প্রশ্নপত্র বিশ্লেষণ করা খুবই উপকারী হতে পারে। পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র অধ্যয়ন করলে পরীক্ষার প্যাটার্ন, প্রশ্নের ধরন এবং গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়।

এই ব্লগে, আমরা RRB Chandigarh ALP 2010 পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর কী নিয়ে আলোচনা করব। পাশাপাশি, আপনি পরীক্ষার প্যাটার্ন, বিষয়ভিত্তিক ওজন এবং পূর্ববর্তী বছরের প্রবণতা সম্পর্কেও জানতে পারবেন, যা আপনাকে আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সহায়তা করবে। সম্পূর্ণ বিশদ জানতে পড়তে থাকুন! 🚆✨

RRB Chandigarh ALP Previous Year Paper 2010

1. ভারতে আগত প্রথম ইউরোপীয় জাতি কারা?
উত্তর: পর্তুগিজ

2. অর্থশাস্ত্র কী বিষয়ে রচিত গ্রন্থ?
উত্তর: এটি রাষ্ট্রবিজ্ঞান (Polity) বিষয়ক গ্রন্থ

3. ‘মোনালিসা’ কার শিল্পকর্ম?
উত্তর: লিওনার্দো দা ভিঞ্চি

4. কন্নড়, তেলেগু এবং মালয়ালম কোন ভাষাগত গোষ্ঠীর অন্তর্ভুক্ত?
উত্তর: দ্রাবিড় ভাষাগোষ্ঠী

5. শ্বেতাম্বর ও দিগম্বর কার সম্প্রদায়কে নির্দেশ করে?
উত্তর: জৈন ধর্ম

6. আকবরের সময় কে ‘বাবরনামা’ ফার্সিতে অনুবাদ করেছিলেন?
উত্তর: আবদুর রহিম খানেখানা

7. চৌরি চৌরায় হিংসাত্মক ঘটনার কারণে মহাত্মা গান্ধী কোন আন্দোলন স্থগিত করেন?
উত্তর: অসহযোগ আন্দোলন


8. মার্বেল কী ধরনের শিলা?
উত্তর: প্লুটোনিক শিলা

9. আলাহাবাদ, বারাণসী ও হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: গঙ্গা নদীর তীরে

10. বিশ্বের সর্বনিম্ন উচ্চতায় (সমুদ্রপৃষ্ঠের নিচে) অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর কোথায়?
উত্তর: আমস্টারডাম

11. মেরুর দিকে তাপমাত্রা কেন কমে?
উত্তর: কারণ মেরু অঞ্চলে সূর্যের রশ্মি তির্যকভাবে পড়ে

12. পশ্চিমঘাট কীভাবে গঠিত হয়েছে?
উত্তর: পৃথিবীর ভূত্বকের ফাটলের ফলে

13. ঋতুর পরিবর্তন কী কারণে ঘটে?
উত্তর: পৃথিবী সূর্যের চারদিকে পরিভ্রমণ করার কারণে

14. সবুজ বিপ্লবের প্রধান উদ্দেশ্য কী ছিল?
উত্তর: উচ্চ ফলনশীল বীজের ব্যবহার


15. আফগানিস্তানের সংসদ কী নামে পরিচিত?
উত্তর: শোরা

16. ভারতের রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন?
উত্তর: দুইজন


17. ডিসি সিরিজ মোটর শূন্য বোঝায় (no load) কেন চালু করা উচিত নয়?
উত্তর: এতে অতিরিক্ত উচ্চ গতিতে মোটর ক্ষতিগ্রস্ত হতে পারে

18. ইলেকট্রিক মোটরের স্টেটর ও আর্মেচারের মধ্যবর্তী বায়ু ফাঁক কেন যতটা সম্ভব কম রাখা হয়?
উত্তর: কারণ বেশি ফাঁক কার্যক্ষমতা হ্রাস করে

19. ধনাত্মক চার্জকে নিম্ন বিভব অঞ্চল থেকে উচ্চ বিভব অঞ্চলে নিয়ে গেলে কী হয়?
উত্তর: বৈদ্যুতিক বিভবশক্তি বৃদ্ধি পায়

20. ব্যাটারিতে সংযুক্ত ক্যাপাসিটরের প্লেটের মধ্যে ডাইইলেকট্রিক রাখলে কী ঘটে?
উত্তর: ক্যাপাসিটরে সংরক্ষিত চার্জ বৃদ্ধি পায়

21. ইলেকট্রিক আয়রনে নাইক্রোম তার কেন ব্যবহৃত হয়?
উত্তর: এর গলনাঙ্ক উঁচু, নির্দিষ্ট রোধ বেশি, সহজে তারে রূপ দেওয়া যায় এবং উত্তাপে অক্সিডাইজ হয় না

22. পাওয়ার ট্রান্সফর্মারে লেমিনেশনের জন্য বিশেষ সিলিকন স্টিল কেন ব্যবহৃত হয়?
উত্তর: এডি কারেন্টজনিত ক্ষতি কমানোর জন্য

23. ইনডাক্টর কীভাবে শক্তি সংরক্ষণ করে?
উত্তর: এর চৌম্বক ক্ষেত্রে শক্তি জমা রাখে

24. ডায়নামো কী প্রক্রিয়ায় কাজ করে?
উত্তর: তড়িৎচৌম্বক আবেশন (Electromagnetic Induction) নীতিতে

25. AC বর্তনীতে ভোল্টেজ ও কারেন্টের মধ্যে সম্পর্ক কেমন থাকে?
উত্তর: কারেন্ট ভোল্টেজের সঙ্গে একই পর্যায়ে থাকে

26. স্টেপ-ডাউন ট্রান্সফর্মারে কী অপরিবর্তিত থাকে?
উত্তর: শক্তি (পাওয়ার) অপরিবর্তিত থাকে

27. রাডারে কোন ধরনের তড়িৎচৌম্বক তরঙ্গ ও কী পরিসরের ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়?
উত্তর: সুপার হাই ফ্রিকোয়েন্সি (SHF) তরঙ্গ, প্রায় ৩০০০–৩০,০০০ MHz

28. শুদ্ধ সেমিকন্ডাক্টরে অমিশ্র মেশালে কী ঘটে?
উত্তর: সেমিকন্ডাক্টরের পরিবাহিতা বেড়ে যায়

29. সেমিকন্ডাক্টরের রোধকতা (resistivity) কোন বিষয়ে নির্ভর করে?
উত্তর: সেমিকন্ডাক্টরের পারমাণবিক প্রকৃতির উপর

30. উচ্চ ভোল্টেজের তারে পাখি বসে থাকলেও বিপদে পড়ে না কেন?
উত্তর: পাখির শরীরের মধ্য দিয়ে সম্ভাব্য পার্থক্য সৃষ্টি হয় না

31. বিদ্যুতচালিত ট্রেন ঢালু পথে নিচে নামলে ডিসি মোটর কীভাবে কাজ করে?
উত্তর: সেটি ডিসি সিরিজ জেনারেটরের মত কাজ করে

32. ML²T⁻² মাত্রিক সূত্রটি কী নির্দেশ করে?
উত্তর: বলের ঘূর্ণনশীল মুহূর্ত (moment of force)

33. লাইট ইয়ার কী একক?
উত্তর: এটি দূরত্বের একক

34. লিফট ওপরে উঠতে শুরু করলে ব্যক্তির ওজন কেন বেশি মনে হয়?
উত্তর: ত্বরণের কারণে অতিরিক্ত বল ওজনে যোগ হয়

35. রকেট কোন নীতির ভিত্তিতে কাজ করে?
উত্তর: রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতি

36. কাঁচকে হলুদ রং দিতে কী মেশানো হয়?
উত্তর: ক্যাডমিয়াম সালফাইড

37. সোডিয়াম ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে কী তৈরি করে?
উত্তর: NaOH (সোডিয়াম হাইড্রোক্সাইড)

38. পৃথিবীর ভূ-পৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু?
উত্তর: অ্যালুমিনিয়াম

39. আভোগাদ্রো সংখ্যা কী নির্দেশ করে?
উত্তর: এক মোল গ্যাসে যতগুলো অণু থাকে

40. মাউন্ট এভারেস্টে ভাত রান্না হতে বেশি সময় কেন লাগে?
উত্তর: পানি নিম্নতাপে ফুটতে শুরু করে বলে

41. মেঘাচ্ছন্ন রাতে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকে কেন?
উত্তর: মেঘের তাপ পরিবাহিতা কম থাকায় তাপ বিকিরণ বাধাপ্রাপ্ত হয়

42. ডেসিবেল কী একক?
উত্তর: শব্দের তীব্রতার একক

43. কণ্ঠস্বরের মাধ্যমে একজন ব্যক্তিকে চিনতে কোন বৈশিষ্ট্য সহায়তা করে?
উত্তর: কণ্ঠের গুণগত মান (quality)

44. কোনো অঞ্চলে উদ্ভিদ ও প্রাণী মিলে কী গঠন করে?
উত্তর: একটি কমিউনিটি (community)

45. পৃথিবীর সমস্ত উদ্ভিদ বিনষ্ট হলে প্রাণিকুল কেন বিনষ্ট হয়ে যাবে?
উত্তর: অক্সিজেনের অভাবে

46. হেমাটাইটের রাসায়নিক সংকেত কী?
উত্তর: Fe₂O₃

47. ইথানল বাতাসে পুড়ে কী তৈরি করে?
উত্তর: কার্বন ডাই অক্সাইড

48. বেকিং সোডার রাসায়নিক সংকেত কী?
উত্তর: NaHCO₃

49. GPRS-এর পূর্ণরূপ কী?
উত্তর: General Packet Radio Service

50. চৌম্বক মেরুতে ডিপ কোণ কত হয়?
উত্তর: ৯০°

51. ইলেকট্রনের অবশিষ্ট ভরশক্তি (rest mass energy) কত?
উত্তর: ৫১০ কেভি (keV)

52. সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি?
উত্তর: শুক্র (Venus)

53. ক্যাথোড রশ্মি কে আবিষ্কার করেন?
উত্তর: জে. জে. থমসন

54. আখশিল্পের উপজাত বাগাস কী উৎপাদনে ব্যবহৃত হয়?
উত্তর: কাগজ

55. জেনেটিক্সের জনক হিসেবে কাকে গণ্য করা হয়?
উত্তর: গ্রেগর জন মেন্ডেল

56. রোগ প্রতিরোধে কৃত্রিমভাবে সক্ষম করে তোলার প্রক্রিয়াকে কী বলে?
উত্তর: ইমিউনাইজেশন বা টিকাকরণ

57. ভিটামিন শরীরে শক্তি উৎপন্ন করে না, তবুও কেন প্রয়োজনীয়?
উত্তর: দেহের বিভিন্ন জৈব প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে

58. জার্মান সিলভার কী ধরনের ধাতু?
উত্তর: দস্তা, তামা ও নিকেলের মিশ্র ধাতু


RRB Ajmer Exam 25.01.1998: RRB Previous Year Question Paper Solutions


Also Read: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৪ | ICDS Practice Set 2024

If you love Bengali quotes, poem and story visit @ www.raateralo.com

---Advertisement---

Related Post

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

✅ Important Events in Indian History l ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ

Important Events in Indian History: ভারতের ইতিহাস হাজার বছরের গৌরবময় ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ঘটনায় ভরা (Indian Historical events List)। প্রতিটি ঘটনা আমাদের সভ্যতার বিকাশ ...

WB Primary TET Practice Set 09 | Primary TET 2025 Bengali Pedagogy | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ০৯

WB Primary TET Practice Set 09: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত ...

Primary TET 2025 Bengali Pedagogy Part 08 l TET CTET Bengali Pedagogy l প্রাইমারি টেট 2025 বাংলা পেডাগগি MCQ প্রশ্নোত্তর

Primary Upper Primary TET 2025 Bengali Pedagogy Part 08: শিক্ষক নিয়োগ পরীক্ষায় সফল হতে Primary TET 2025 Bengali Pedagogy, Upper Primary TET Bengali Pedagogy এবং CTET Bengali Pedagogy একটি গুরুত্বপূর্ণ অংশ। ...

Leave a Comment