WBPSC Clerkship Practice Set 2025: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) কর্তৃক Clerkship 2025 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে সহজ ও কার্যকর করতে Siksakul সম্পূর্ণ বিনামূল্যে WBPSC Clerkship Practice Set প্রদান করছে। প্রতিদিন নতুন নতুন WBPSC Clerkship MCQ প্রশ্ন ও উত্তর আপলোড করা হচ্ছে, যা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত এই প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং WBPSC Clerkship 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিন।
WBPSC Clerkship Practice Set 2025 – সম্পূর্ণ বিনামূল্যে প্রস্তুতির সুযোগ!
WBPSC Clerkship পরীক্ষায় ভালো ফল পেতে প্র্যাকটিস সেট অপরিহার্য। বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ টপিকগুলির ওপর ভিত্তি করে WBPSC Clerkship 2025 পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন সম্ভাব্য পরীক্ষার প্রশ্নের ধরণ অনুসারে গঠিত, যা আপনাকে WBPSC Clerkship 2025 পরীক্ষায় ভালো নম্বর পেতে সাহায্য করবে।
WBPSC Clerkship Practice Set in Bengali – সম্পূর্ণ বাংলা ভাষায় প্রস্তুতি
এই WBPSC Clerkship Practice Set 2025 বাংলা ভাষায় তৈরি করা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা আরও ভালোভাবে নিজেদের প্রস্তুতি নিতে পারে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান প্রতিটি প্র্যাকটিস সেটে সংযোজিত রয়েছে। প্রতিদিন 10টি নতুন প্রশ্ন সহ WBPSC Clerkship 2025 Mock Test ও MCQ প্র্যাকটিস সেট আপলোড করা হবে।
WBPSC Clerkship Practice Set 09
1. প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন?
[A] সামিনা বেগ[B] অরুনিমা সিনহা
[C] বাচেন্দ্রি পাল
[D] রাহাত মোহার্রক
উঃ অরুনিমা সিনহা
2. ‘লেভ’ কোন দেশের মুদ্রা?
[A] বুলগেরিয়া[B] সিরিয়া
[C] রাশিয়া
[D] ভিয়েতনাম
উঃ বুলগেরিয়া

3. নেপালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
[A] কারাকোরাম[B] নন্দাদেবী
[C] কাঞ্চনজঙ্ঘা
[D] মাউন্ট এভারেস্ট
উঃ মাউন্ট এভারেস্ট
4. বিক্রম শেঠের একটি বিখ্যাত ইংরেজি গ্রন্থের নাম—
[A] আইডলস[B] মাই ট্রুথ
[C] ব্রোকেন উইংস
[D] এ সুইটেবল বয়
উঃ এ সুইটেবল বয়
5. জয়জয়ন্তী রাগ কোন সময় গাওয়া হয়?
[A] সকালে[B] দুপুরে
[C] বিকালে
[D] রাতে
উঃ রাতে
6. আশাপূর্ণা দেবী কবে জ্ঞানপীঠ পুরস্কার পান?
[A] 1974[B] 1975
[C] 1976
[D] 1978
উঃ 1976
7. ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান—
[A] ভারতরত্ন[B] জ্ঞানপীঠ
[C] পদ্মশ্রী
[D] পদ্মভূষণ
উঃ জ্ঞানপীঠ
8. মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন?
[A] গৌতম[B] পার্শ্বনাথ
[C] ঋষভ
[D] গোসাল
উঃ গোসল

9. আকবর আমলে অর্থমন্ত্রী কে কী বলা হত?
[A] ওয়াজির[B] ভকিল
[C] সুমালিক
[D] মীরবক্সী
উঃ ভকিল
10. ময়ূর সিংহাসন কার জন্য নির্মিত হয়েছিল?
[A] আকবর[B] জাহাঙ্গীর
[C] শাহজাহান
[D] বাবর
উঃ শাহজাহান
Also Read: WBPSC Clerkship Practice Set 08
BOB HR Recruitment 2025: Apply for 146 Senior Relationship Manager & Other Contractual Posts
আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com