---Advertisement---

50 Important Questions and Answers about Human Body | Competitive Exams Special | মানব দেহ সম্পর্কিত ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

By Siksakul

Published on:

---Advertisement---

Important Questions and Answers about Human Body: মানবদেহ (Human Body) সম্পর্কিত প্রশ্নোত্তর প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি প্রস্তুতি নিচ্ছেন SSC CGL, RRB Group D, WBCS, PSC, পুলিশ, বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার, তাহলে এই অধ্যায় থেকে আসা প্রশ্নগুলো আপনাকে এগিয়ে রাখতে পারে অন্যদের থেকে।

এই ব্লগে আমরা তুলে ধরেছি মানব দেহ সম্পর্কিত ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (50 Important Questions and Answers about Human Body) যা পূর্ববর্তী বছরের বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। প্রশ্নগুলোর উত্তরসহ সংক্ষিপ্ত ব্যাখ্যাও দেওয়া হয়েছে, যাতে আপনি সহজেই মনে রাখতে পারেন।

এই প্রশ্নোত্তরগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন:
✔️ মানব শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ও তাদের কাজ
✔️ রক্ত সংবহন, হরমোন ও গ্রন্থি
✔️ হাড় ও পেশির গঠন
✔️ রেচন ও পরিপাক প্রক্রিয়া
✔️ দৃষ্টিশক্তি, শ্রবণক্ষমতা সহ ইন্দ্রিয় সংক্রান্ত তথ্য

চলুন, এক নজরে দেখে নেওয়া যাক মানবদেহ সম্পর্কিত ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর— যা আপনার পরবর্তী পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ সহায়ক হবে।

পরীক্ষার নাম: SSC CGL, RRB Group D, WBCS, PSC, Police, Primary TET
বিষয়: জীববিজ্ঞান – মানবদেহ
লক্ষ্য: ১০০% সঠিক প্রস্তুতি

50 Important Questions and Answers about Human Body

  1. মানবদেহে রক্ত সংবহন করে কোন অঙ্গটি?
    উঃ: হৃৎপিণ্ড
  2. রক্ত তৈরি হয় কোথায়?
    উঃ: অস্থিমজ্জায়
  3. কোন গ্রন্থি ইনসুলিন নিঃসরণ করে?
    উঃ: অগ্ন্যাশয়
  4. সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
    উঃ: যকৃত
  5. চোখের রঙ নির্ধারণ করে কোন অংশ?
    উঃ: আইরিস
  6. মানবদেহে মোট হাড় কয়টি?
    উঃ: ২০৬টি
  7. হিমোগ্লোবিন কী বহন করে?
    উঃ: অক্সিজেন
  8. সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি?
    উঃ: জিহ্বা
  9. মানবদেহে পানির পরিমাণ কত শতাংশ?
    উঃ: ৬০-৭০%
  10. কিডনির কাজ কী?
    উঃ: রক্ত পরিশোধন
  11. কোন কণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে?
    উঃ: শ্বেত কণিকা
  12. হিমোগ্লোবিনে থাকে কোন ধাতু?
    উঃ: লোহা
  13. সবচেয়ে ছোট হাড় কোনটি?
    উঃ: স্টেপিস (কানে)
  14. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে?
    উঃ: হাইপোথ্যালামাস
  15. সবচেয়ে বড় হাড়?
    উঃ: ফিমার
  16. পিত্তরস কোথায় জমা থাকে?
    উঃ: পিত্তথলিতে
  17. শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কে?
    উঃ: ইনসুলিন
  18. অন্তঃক্ষরা গ্রন্থি নয় কোনটি?
    উঃ: লালাগ্রন্থি
  19. হৃদপিণ্ডে কক্ষ কতটি?
    উঃ: ৪টি
  20. রক্তে বেশি কোন গ্যাস?
    উঃ: কার্বন ডাই অক্সাইড
  21. “ফাইট অর ফ্লাইট” হরমোন?
    উঃ: অ্যাডরিনালিন
  22. হজমে সহায়ক উৎসেচক?
    উঃ: ট্রিপসিন
  23. কিডনির পরিশোধন একক?
    উঃ: নেফ্রন
  24. ইউরিয়া তৈরি করে কে?
    উঃ: যকৃত
  25. রক্ত জমাট বাঁধায় সাহায্য করে কে?
    উঃ: প্লেটলেট

ডিটক্সিফিকেশন করে কোন অঙ্গ?
উঃ: যকৃত

রেটিনার আলো সংবেদনশীল কোষ?
উঃ: রড ও কন

ঘাড়ে কোন হাড়?
উঃ: ভের্টিব্রা

দেহে সবচেয়ে বেশি কী থাকে?
উঃ: পেশি

মস্তিষ্কের গড় ওজন?
উঃ: ১৩০০-১৪০০ গ্রাম

চোখে আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে?
উঃ: কর্নিয়া

দেহে ক্যালসিয়াম জমা থাকে কোথায়?
উঃ: হাড় ও দাঁতে

রক্তচাপ মাপে কোন যন্ত্র?
উঃ: স্ফিগমোম্যানোমিটার

ফুসফুসে গ্যাস বিনিময় কোথায় হয়?
উঃ: অ্যাভিওলি

অন্ত্রের দৈর্ঘ্য কত?
উঃ: প্রায় ৭ মিটার

রক্তের pH কত?
উঃ: ৭.৪

মানবদেহে মোট পেশি কতটি?
উঃ: প্রায় ৬৫০টি

হজম প্রক্রিয়া শুরু হয় কোথা থেকে?
উঃ: মুখ

কোন হাড় চওড়ায় চতুর্ভুজ?
উঃ: স্ক্যাপুলা (কাঁধের হাড়)

স্নায়ুতন্ত্রের একক কী?
উঃ: নিউরন

দৃষ্টিশক্তি দুর্বল হলে কী ঘাটতি?
উঃ: ভিটামিন A

রক্ত কণিকার আয়ু কতদিন?
উঃ: RBC – ১২০ দিন

অন্ত্রের আন্দোলন নিয়ন্ত্রণ করে কে?
উঃ: অটোনমিক নার্ভাস সিস্টেম

হরমোন ও এনজাইমের পার্থক্য কী?
উঃ: হরমোন – বার্তাবাহক, এনজাইম – রাসায়নিক বিক্রিয়া

কোন গ্রন্থি মেটাবলিজম নিয়ন্ত্রণ করে?
উঃ: থাইরয়েড

দেহে শক্তি সঞ্চয়ের মূল উপাদান?
উঃ: গ্লাইকোজেন (যকৃতে)

মানসিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে?
উঃ: সেরিব্রাম

নার্ভ কোষের অন্তরায় পদার্থ কী?
উঃ: মায়েলিন শীথ

স্নায়ু সঙ্কেত পাঠায় কীভাবে?
উঃ: বৈদ্যুতিক ও রাসায়নিক উপায়ে

রক্তে প্লাজমার পরিমাণ কত শতাংশ?
উঃ: প্রায় ৫৫%

আরো পড়ুন: জীবন বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর পর্ব 01 সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য

---Advertisement---

Related Post

Important Geography GK MCQ in Bengali 2025 l ভূগোল ও সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

Important Geography GK MCQ in Bengali: ভূগোল সাধারণ জ্ঞান ২০২৫ ব্লগে স্বাগতম! এখানে আপনি পাবেন Important Geography GK in Bengali 2025, অর্থাৎ ভারতের ও পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কিত গুরুত্বপূর্ণ ...

🧠 Child Development and Pedagogy MCQ Set 25 l Primary TET CDP Practice Set 25 l শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা প্রশ্নোত্তর

Child Development and Pedagogy MCQ Set 25: শিক্ষার মূল ভিত্তি হল শিশুদের সঠিক মানসিক ও সামাজিক বিকাশ। শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব এমন দুটি ক্ষেত্র যা এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ...

BTSC Work Inspector Recruitment 2025 Out: Apply Online for 1114 Vacancies, Check Eligibility & Last Date

Bihar Technical Service Commission (BTSC) invites online applications for 1114 Work Inspector posts under the BTSC Work Inspector Recruitment 2025. The registration process starts on 10th October and ends on 10th November 2025 at btsc.bihar.gov.in.

🇮🇳 Largest and Biggest of India Questions and Answers Part 1 l ভারতের বৃহত্তম বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর Part 1

Largest and Biggest of India Questions and Answers: ভারতের বৃহত্তম বিষয়সমূহ” তালিকার উপর ভিত্তি করে ৫০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর দেওয়া হলো – প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য উপযোগী: ভারতের ...

1 thought on “50 Important Questions and Answers about Human Body | Competitive Exams Special | মানব দেহ সম্পর্কিত ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর”

Leave a Comment