---Advertisement---

Top 50 Questions and Answers on Structure of Earth l পৃথিবীর গঠন সম্পর্কিত ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

By Siksakul

Updated on:

---Advertisement---

🌍 পৃথিবীর গঠন সম্পর্কিত ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
📘 Top 50 Questions and Answers on Structure of Earth in Bengali

পৃথিবীর গঠন (Structure of the Earth) হল ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যা মাধ্যমিক থেকে শুরু করে RRB, SSC, WBCS সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্ন আকারে ফিরে আসে। ভূত্বক, ম্যান্টল, কোর, ভূমিকম্প, আগ্নেয়গিরি – এই বিষয়গুলির উপর ভালো ধারণা থাকলে সহজেই পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।

এই ব্লগে আমরা তুলে ধরেছি পৃথিবীর গঠন সম্পর্কিত ৫০টি বাছাই করা MCQ প্রশ্নোত্তর, যা পড়ুয়া এবং চাকরিপ্রার্থীদের জন্য একান্ত প্রয়োজনীয়। প্রশ্নগুলি সাজানো হয়েছে অধ্যায় অনুযায়ী, যাতে আপনি সহজে পড়তে ও মনে রাখতে পারেন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর সহ ব্যাখ্যাও সংযোজিত থাকবে, যাতে শুধু মুখস্থ না করে আপনি ধারণা ভিত্তিক প্রস্তুতি নিতে পারেন।

📝 এই পোস্ট থেকে আপনি যা জানতে পারবেন –

  • পৃথিবীর গঠন (Crust, Mantle, Core) নিয়ে প্রশ্নোত্তর
  • ভূমিকম্প ও আগ্নেয়গিরি সংক্রান্ত তথ্য
  • প্রতিযোগিতামূলক পরীক্ষায় আগত প্রশ্নের ধরণ
  • বাংলায় উপস্থাপিত জেনারেল নলেজ

PDF Download লিংকPractice Quiz-এর সুবিধাও আপনি পাবেন একসাথে। তাহলে আর দেরি না করে দেখে নিন এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের সংগ্রহ এবং এগিয়ে যান আপনার প্রস্তুতিতে! ✅

Top 50 Questions and Answers on Structure of Earth

📘 গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর (১-২০)

১. পৃথিবীর মোট কতটি স্তর রয়েছে?
ক) ২টি
খ) ৩টি ✅
গ) ৪টি
ঘ) ৫টি

২. পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর কোনটি?
ক) কোর
খ) ম্যান্টল
গ) ভূত্বক ✅
ঘ) আবহমণ্ডল

৩. পৃথিবীর সবচেয়ে ঘন স্তর কোনটি?
ক) ভূত্বক
খ) কোর ✅
গ) ম্যান্টল
ঘ) ট্রপোস্ফিয়ার

৪. ভূত্বকের গড় পুরুত্ব কত?
ক) 5-10 কিমি
খ) 10-20 কিমি
গ) 5-70 কিমি ✅
ঘ) 100-200 কিমি

৫. ভূত্বকের দুটি প্রধান ভাগ কী কী?
ক) শিলা ও খনিজ
খ) সিয়াল ও সিমা ✅
গ) কোর ও ম্যান্টল
ঘ) আগ্নেয়গিরি ও প্লেট

৬. পৃথিবীর সবচেয়ে গরম অংশ কোনটি?
ক) ভূত্বক
খ) বাইরের কোর
গ) অভ্যন্তরীণ কোর ✅
ঘ) ম্যান্টল

৭. কিসের মাধ্যমে ভূমিকম্প পরিমাপ করা হয়?
ক) টার্মোমিটার
খ) রিখটার স্কেল ✅
গ) ব্যারোমিটার
ঘ) সিসমোগ্রাফ

৮. ভূমিকম্পের কেন্দ্রস্থলকে কী বলা হয়?
ক) এপিসেন্টার ✅
খ) ফোকাস
গ) হাইপোসেন্টার
ঘ) ট্রোমা

৯. ভূত্বকের চলাচলের জন্য কোন শক্তি দায়ী?
ক) চৌম্বক শক্তি
খ) ভূত্বকের চাপ
গ) অন্তর্নিহিত তাপশক্তি ✅
ঘ) সৌর শক্তি

১০. আগ্নেয়গিরি সক্রিয় হওয়ার মূল কারণ কী?
ক) ভূত্বকীয় সংঘর্ষ
খ) কোরের বিস্ফোরণ
গ) ম্যান্টলের গলিত পাথরের চাপ ✅
ঘ) সমুদ্রের স্রোত

📘 MCQ প্রশ্নোত্তর (১১-২০) l Top 50 Questions and Answers on Structure of Earth

১১. পৃথিবীর গঠনসংক্রান্ত তত্ত্বের প্রধান উৎস কী?
ক) খনিজ বিশ্লেষণ
খ) আগ্নেয়গিরির অগ্নুৎপাত
গ) ভূমিকম্পের তরঙ্গ ✅
ঘ) সমুদ্রস্রোত

১২. ভূত্বক (Crust) পৃথিবীর গঠনের কোন স্তর?
ক) ভিতরের স্তর
খ) মাঝের স্তর
গ) সবচেয়ে পুরু স্তর
ঘ) উপরেরmost ও পাতলা স্তর ✅

১৩. মহাদেশীয় ভূত্বক মূলত কী দিয়ে গঠিত?
ক) সিমা
খ) সিয়াল ✅
গ) ম্যাগমা
ঘ) কোর

১৪. মহাসাগরীয় ভূত্বকের প্রধান উপাদান কোনটি?
ক) সিয়াল
খ) সিমা ✅
গ) সিলিকা
ঘ) সোনা

১৫. ভূত্বকের গড় পুরুত্ব কত কিমি?
ক) 5 কিমি
খ) 10 কিমি
গ) 30 কিমি ✅
ঘ) 100 কিমি

১৬. পৃথিবীর কোন স্তর সবচেয়ে বেশি পুরু?
ক) কোর
খ) ভূত্বক
গ) ম্যান্টল ✅
ঘ) সিয়াল

১৭. কোরে প্রধানত কোন ধাতু বিদ্যমান?
ক) নিকেল ও লোহা ✅
খ) সোনা ও রূপা
গ) তামা ও ম্যাঙ্গানিজ
ঘ) সিলিকা ও অ্যালুমিনিয়াম

১৮. ভূমিকম্পের যে কেন্দ্রস্থল মাটির নিচে অবস্থিত, তাকে কী বলে?
ক) ভূত্বক
খ) হাইপোসেন্টার ✅
গ) এপিসেন্টার
ঘ) ভূকম্প তরঙ্গ

১৯. ভূমিকম্পের তরঙ্গকে কোন যন্ত্রে রেকর্ড করা হয়?
ক) সিসমোমিটার
খ) ভূকম্প যন্ত্র
গ) সিসমোগ্রাফ ✅
ঘ) বারোমিটার

২০. পৃথিবীর গঠনের স্তরগুলো কী ক্রমে সাজানো?
ক) কোর → ম্যান্টল → ভূত্বক
খ) ভূত্বক → কোর → ম্যান্টল
গ) ভূত্বক → ম্যান্টল → কোর ✅
ঘ) ম্যান্টল → ভূত্বক → কোর

📘 গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর (২১-৪০) l পৃথিবীর গঠন সম্পর্কিত ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

২১. পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা বাড়ে প্রতি কত মিটারে ১°C করে?
ক) 10 মিটার
খ) 33 মিটার ✅
গ) 100 মিটার
ঘ) 1 কিমি

২২. পৃথিবীর কোরে প্রধানত কোন ধাতু দুটি থাকে?
ক) লোহা ও নিকেল ✅
খ) সোনা ও রূপা
গ) তামা ও অ্যালুমিনিয়াম
ঘ) সিলিকা ও ম্যাগনেশিয়া

২৩. ভূত্বকের উপাদান “সিয়াল” কী দিয়ে গঠিত?
ক) সিলিকা ও লোহা
খ) সিলিকা ও অ্যালুমিনিয়াম ✅
গ) সিলিকা ও নিকেল
ঘ) সিমেন্ট ও চুন

২৪. “সিমা” কোন উপাদানে সমৃদ্ধ?
ক) সিলিকা ও ম্যাগনেশিয়া ✅
খ) লোহা ও সোনা
গ) নিকেল ও তামা
ঘ) সিলিকা ও ক্লোরিন

২৫. ম্যান্টল স্তরটি কত কিমি পর্যন্ত বিস্তৃত?
ক) 100 কিমি
খ) 2900 কিমি ✅
গ) 6371 কিমি
ঘ) 1000 কিমি

২৬. আগ্নেয়গিরি নির্গত লাভা আসে –
ক) ভূত্বক থেকে
খ) বাইরের কোর থেকে
গ) ম্যান্টলের অ্যাসথেনোস্ফিয়ার থেকে ✅
ঘ) অভ্যন্তরীণ কোর থেকে

২৭. পৃথিবীর কেন্দ্র পর্যন্ত গড় তাপমাত্রা কত হতে পারে?
ক) 1000°C
খ) 3000°C
গ) 6000°C ✅
ঘ) 10000°C

২৮. আগ্নেয়গিরি কাকে বলে?
ক) পর্বতশৃঙ্গ
খ) ভূত্বকের একটি ফাটল যার মাধ্যমে গলিত শিলা বের হয় ✅
গ) নদীর উৎস
ঘ) চূর্ণ বালির স্তূপ

২৯. “সিসমোগ্রাফ” কোন কিছুর পরিমাপক যন্ত্র?
ক) আগ্নেয়গিরি
খ) ভূমিকম্প ✅
গ) বায়ুর চাপ
ঘ) বৃষ্টিপাত

৩০. ভূমিকম্পের তিনটি তরঙ্গের নাম কী?
ক) A, B, C
খ) P, S, L ✅
গ) X, Y, Z
ঘ) S, L, T

৩১. ভূত্বকের কনভারজেন্ট প্লেট সংঘর্ষের ফলে তৈরি হয় –
ক) সমভূমি
খ) আগ্নেয়গিরি ✅
গ) হ্রদ
ঘ) মালভূমি

৩২. আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হয়ে তৈরি হয় –
ক) শিলা ✅
খ) মাটি
গ) পানি
ঘ) পাথর

৩৩. ভূমিকম্পের গভীর কেন্দ্রকে বলা হয় –
ক) ফোকাস ✅
খ) হাইপোসেন্টার
গ) এপিসেন্টার
ঘ) গুহা

৩৪. সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ অঞ্চল হলো –
ক) ভারত
খ) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ✅
গ) আফ্রিকা
ঘ) অস্ট্রেলিয়া

৩৫. পৃথিবীর কেন্দ্র পর্যন্ত গভীরতা কত?
ক) 2900 কিমি
খ) 4100 কিমি
গ) 6371 কিমি ✅
ঘ) 7000 কিমি

৩৬. পৃথিবীর অভ্যন্তরে তাপ, চাপ ও ঘনত্বের ধারা কেমন?
ক) অপরিবর্তিত
খ) ধীরে ধীরে হ্রাস পায়
গ) ধীরে ধীরে বৃদ্ধি পায় ✅
ঘ) হঠাৎ করে কমে

৩৭. P তরঙ্গ কিসের মাধ্যমে চলতে পারে?
ক) কেবল কঠিন
খ) কেবল তরল
গ) কঠিন, তরল ও গ্যাস ✅
ঘ) কেবল বায়ু

৩৮. S তরঙ্গ কোন মাধ্যমে চলতে পারে না?
ক) কঠিন
খ) তরল ✅
গ) শিলা
ঘ) ভূত্বক

৩৯. “অ্যাসথেনোস্ফিয়ার” কী?
ক) কোরের একাংশ
খ) ম্যান্টলের একটি তরল অঞ্চল ✅
গ) ভূত্বকের শিলা
ঘ) বায়ুমণ্ডলের স্তর

৪০. প্লেট টেকটনিক তত্ত্ব অনুযায়ী পৃথিবীর পৃষ্ঠ ভাগ হলো –
ক) একটানা
খ) বিশাল একশিলা
গ) কয়েকটি চলমান প্লেটে বিভক্ত ✅
ঘ) আগ্নেয়গিরিতে পূর্ণ

---Advertisement---

Related Post

🐘 Elephant Reserves in India – State-wise List 2025

Elephant Reserves in India – State-wise List: India is home to the largest population of Asian elephants in the world, making their conservation a critical priority. To protect ...

CCRAS Recruitment 2025 Notification: Apply for 388 Group A, B & C Vacancies Including MTS & LDC

CCRAS Recruitment 2025 Notification: The Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) has issued a short notification regarding 388 vacancies across Group A, B, and C posts. ...

WB SLST English 2025 Preparation: 45 Important One-Sentence Question Answers on The Lotus Eaters by Somerset Maugham

WB SLST English 2025 preparation: Preparing for the 2nd WB SLST English Exam 2025? Struggling to cover every story in your syllabus? Don’t worry! We’ve compiled 45 One-Sentence ...

WB SLST English 2025 l 50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates

50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates: If you’re preparing for WB SLST English 2025 (IX-X), mastering the short story “The Ox” by H.E. Bates is ...

Leave a Comment