প্রথম পরিচ্ছেদ: বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
প্রশ্ন: কোন প্রক্রিয়ার বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় ?
a) গিরিজনি আলোড়ন
b) বহির্জাত প্রক্রিয়া
c) অন্তর্জাত প্রক্রিয়া
d) মহিভাবক আলোড়ন
উঃ বহির্জাত প্রক্রিয়া
প্রশ্ন: ভূপৃষ্ঠের কোথায় বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলি কাজ করে ?
a) সমুদ্রতলদেশে
b) ভূপৃষ্ঠের ভিতরে
c) মহাশূন্যে
d) ভূপৃষ্ঠের উপরিভাগে
উঃ ভূপৃষ্ঠের উপরিভাগে
প্রশ্ন: কোন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার ভূপৃষ্ঠের বহির্ভাগের রূপ পরিবর্তন হয় ?
a) অন্তর্জাত প্রক্রিয়া
b) বহির্জাত প্রক্রিয়া
c) পর্যায়ন
d) কোনটাই নয়
উঃ বহির্জাত প্রক্রিয়া
প্রশ্ন: আরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হল –
a) বালিয়াড়ি
b) গিরিখাত
c) গৌর
d) রসে মতানে
উঃ বালিয়াড়ি
প্রশ্ন: কোন প্রক্রিয়ায় নদী , হিমবাহ , বায়ুপ্রবাহ প্রভৃতি ভূমিরূপের পরিবর্তন হয় —
a) জৈবিক প্রক্রিয়া
b) মহাজাগতিক প্রক্রিয়া
c) অন্তর্জাত প্রক্রিয়া
d) বহির্জাত প্রক্রিয়া
উঃ বহির্জাত প্রক্রিয়া
প্রশ্ন: নিম্নের কোন প্রক্রিয়ার ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে ?
a) পর্যায়ন
b) অবরোহন
c) পুঞ্জক্ষয়
d) আরোহন
উঃ অবরোহন
প্রশ্ন: কোন প্রক্রিয়ায় সঞ্চয়কার্যের মাধ্যমে নীচুস্থান ভরাট হয়ে উচ্চতা বৃদ্ধি পায় ?
a) আরোহণ
b) বিচূর্ণীভবন
c) অবরোহণ
d) পর্যায়ন
উঃ আরোহণ
প্রশ্ন: কোন প্রক্রিয়ায় আলগা মাটি ও শিলাস্তুপ অভিকর্ষ বলের টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে
a) আরোহন
b) পুঞ্জক্ষয়
c) অবরোহন
d) কোনটাই নয়
উঃ পুঞ্জক্ষয়
প্রশ্ন: যে প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম তা হল –
a) অধঃক্ষেপণ
b) আরোহণ
c) পর্যায়ন
d) পাতসংস্থান
উঃ পর্যায়ন
প্রশ্ন: অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলকে কি বলে ?
a) বিচূর্ণীভবন
b) ক্ষয়ীভবন
c) নগ্নীভবন
d) পর্যায়ন
উঃ পর্যায়ন
প্রশ্ন: নিম্নের কোনটি একটি প্রথম পর্যায়ে গঠিত ভূমিরূপ –
a) মালভূমি
b) জলপ্রপাত
c) মহাদেশ
d) পর্বত
উঃ মহাদেশ
প্রশ্ন: আবহবিকার , পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে কি বলা হয় ?
a) অঙ্গারযোজন
b) নগ্নীভবন
c) গিরিজনি প্রক্রিয়া
d) মহিভাবক প্রক্রিয়া
উঃ নগ্নীভবন
প্রশ্ন: বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি?
a) বায়ু
b) হিমবাহ
c) নদী
d) সূর্য
উঃ সূর্য
প্রশ্ন: যে বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক ভূমিকা নেয় তা হল –
a) নদী
b) সমুদ্রতরঙ্গ
c) বায়ুপ্রবাহ
d) হিমবাহ
উঃ নদী
প্রশ্ন: ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটার প্রক্রিয়াকে কি বলে ?
a) পর্যায়ন
d) আরোহণ
c) নগ্নীভবন
d) অবরোহণ
উঃ পর্যায়ন
প্রশ্ন: যে পদ্ধতিতে বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় তাকে কি বলে ?
a) পুঞ্জক্ষয়
b) পর্যায়ন
c) অবরোহণ
d) আরোহণ
উঃ আরোহণ
প্রশ্ন: ভূমির ক্ষয় ও সঞ্চয়কার্যের মধ্যে যখন সাম্য অবস্থা বিরাজ করলে তাকে কি বলে ?
a) পাদসমভূমি
b) উচ্চভূমি
c) পর্যায়িত ভূমি
d) সমপ্ৰায়ভূমি
উঃ পর্যায়িত ভূমি
প্রশ্ন: নিচের যে প্রক্রিয়াটির সাথে ‘ ক্ষয় ‘ শব্দটি সর্বাধিক সম্পর্কযুক্ত সেটি হল –
a) পর্যায়ন
b) অবরোহণ
c) আবহবিকার
d) আরোহণ
উঃ অবরোহণ
প্রশ্ন: শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণবিচূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় –
a) আবহবিকার
b) নগ্নীভবন
c) পর্যায়ন
d) ক্ষয়ীভবন
উঃ আবহবিকার
প্রশ্ন: পাশাপাশি দুটি করি বা সার্ক গঠিত হলে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে ?
a) অ্যারেট
b) রসেমতানে
c) হিমদ্রোণি
d) বোল্ডার ক্লে
উঃ অ্যারেট
প্রশ্ন: কোন রাজ্যে ক্ষয়ের শেষ সীমা লক্ষ করা যায় –
a) মধ্যপ্রদেশ
b) বিহার
c) উত্তরাখণ্ড
d) ওড়িশা
উঃ ওড়িশা
প্রশ্ন: ড্রামলিন সাধারণত কোথায় দেখতে পাওয়া যায় –
a) পর্বতগাত্রে
b) পর্বতের পাদদেশের নিম্নভূমিতে
c) মরু অঞ্চলে
d) উপকূল অঞ্চলে
উঃ পর্বতের পাদদেশের নিম্নভূমিতে
প্রশ্ন: নিম্নের কোন প্রক্রিয়ার ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় ?
a) নগ্নীভবন প্রক্রিয়া
b) আরোহণ
c) আবহবিকার
d) অবরোহণ
উঃ আরোহণ
প্রশ্ন: কোন অঞ্চলে পেডিমেন্ট গড়ে ওঠে ?
a) মরু অঞ্চলে
b) মেরু অঞ্চলে
c) উপকূল অঞ্চলে
d) হিমবাহ অধ্যুষিত অঞ্চলে
উঃ মরু অঞ্চলে
প্রশ্ন: চুনাপাথর যুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটিকে বলা হয় –
a) জলপ্রবাহ ক্ষয়
b) ঘর্ষণ ক্ষয়
c) অবঘর্ষ
d) দ্রবণ ক্ষয়
উঃ দ্রবণ ক্ষয়
প্রশ্ন: ক্ষয়জাত পদার্থের সঞ্চয় ও পুঞ্জিভবনকে কি বলে ?
a) পুঞ্জক্ষয়
b) আবহবিকার
c) আরোহন
d) অবরোহন
উঃ আরোহন
প্রশ্ন: নিচের কোন শক্তিটি বহির্জাত শক্তি নয় ?
a) বায়ুপ্রবাহ
b) সমুদ্র তরঙ্গ
c) নদী প্রবাহ
d) অগ্ন্যুদগম
উঃ অগ্ন্যুদগম
প্রশ্ন: অবরোহনের অপর নাম হল –
a) সঞ্চয়
b) অবক্ষেপণ
c) ক্ষয়সাধন
d) নগ্নিভবন
উঃ ক্ষয়সাধন
প্রশ্ন: অবরোহন প্রক্রিয়ার প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা কোনটি ?
a) সমুদ্রপৃষ্ঠ
b) মালভূমি
c) পর্বত
d) সমভূমি
উঃ সমুদ্রপৃষ্ঠ
প্রশ্ন: যে প্রক্রিয়ার দ্বারা মরুভূমিতে বায়ুদ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত হয় তাকে কি বলে ?
a) ঘর্ষণ
b) লম্ফদান
c) অপসারণ
d) অবঘর্ষ
উঃ ঘর্ষণ
প্রশ্ন: কোন প্রক্রিয়া দ্বারা অভিকর্ষ টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে ?
a) অন্তর্জাত প্রক্রিয়া
b) পুঞ্জক্ষয়
c) পর্যায়ন
d) আবহবিকার
উঃ পুঞ্জক্ষয়
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হল
a) কাতারা
b) সম্বর
c) পুষ্কর
d) প্লায়া
উঃ কাতারা
প্রশ্ন: যে বহির্জাত শক্তির মাধ্যমে মেরু অঞ্চলে বা উচ্চ অক্ষাংশ এবং উচ্চ পার্বত্য অঞ্চলে ভূমিরূপ পরিবর্তন সর্বাধিক ঘটে তা হল –
a) নদী
b) হিমবাহ
c) বায়ু
d) সমুদ্রতরঙ্গ
উঃ হিমবাহ
প্রশ্ন: ভূমিরূপ পরিবর্তনে যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার প্রভাব সর্বাধিক সেটি হল –
a) ) হিমবাহ
b) ) বায়ু
c) ) নদী
d) ) সমুদ্রতরঙ্গ
উঃ সমুদ্রতরঙ্গ
প্রশ্ন: নিম্নের কোনটি মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি ?
a) হিমবাহ
b) নদী
c) বায়ু
d) কোনোটিই নয়
উঃ বায়ু
প্রশ্ন: অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল
a) জলপ্রপাত
b) সিফ্ বালিয়াড়ি
c) এসকার
d) স্বাভাবিক বাঁধ
উঃ জলপ্রপাত
প্রশ্ন: কোনটি একটি অন্তর্জাত প্রক্রিয়া ?
a) সমুদ্র তরঙ্গ কার্য
b) পাত সঞ্চালন
c) আবহবিকার
d) হিমবাহ ক্ষয়
উঃ পাত সঞ্চালন
প্রশ্ন: লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটিকে কি বলে ?
a) জলপ্রবাহ ক্ষয়
b) দ্রবণ ক্ষয়
c) ঘর্ষণ ক্ষয়
d) অবঘর্ষ ক্ষয়
উঃ দ্রবণ ক্ষয়
প্রশ্ন: নদীবাহিত প্রস্তরখন্ড পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি , বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলা হয় –
a) জলপ্রবাহ ক্ষয়
b) অবঘর্ষ ক্ষয়
c) দ্রবণ ক্ষয়
d) ঘর্ষন ক্ষয়
উঃ ঘর্ষন ক্ষয়
প্রশ্ন: যে ক্ষয়কারী প্রক্রিয়া নদীর ক্ষয়কাজের সঙ্গে যুক্ত হয় তাকে বলে
a) ঘর্ষন
b) অবঘর্ষ
c) দ্রবণ
d) অপসারণ
উঃ অপসারণ
দ্বিতীয় পরিচ্ছেদ: নদী
প্রশ্ন: প্রায় কত শতাংশ অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনে নদী ভূমিকা নেয় ?
a) ৩০ শতাংশ
b) ১০ শতাংশ
c) ৫০ শতাংশ
d) ৭০ শতাংশ
উঃ শতাংশ
প্রশ্ন: ধনুকাকৃতি ব – দ্বীপ দেখা যায়
a) লেনা নদীতে
b) মিসৌরি নদীতে
c) নীলনদে
d) কাবেরী নদীতে
উঃ নীলনদে
প্রশ্ন: মিসিসিপি নদীর বদ্বীপ কার মতো?
a) পাখির আঙুলের মতো
b) মাত্রাহীন বাংলা ‘ব’অক্ষরের মতো
c) ধনুকের মতো
d) পাখির পাখার মতো
উঃ পাখির আঙুলের মতো
প্রশ্ন: নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ
a) ব্রহ্মপুত্র
b) নমর্দা
c) গোদাবরী
d) কাবেরী
উঃ ব্রহ্মপুত্র
প্রশ্ন: নদীর জলপ্রবাহ পরিমাপের এককে কি বলে ?
a) কিলোমিটার
b) মিলিবার
c) নট
d) কিউসেক
উঃ কিউসেক
প্রশ্ন: উচ্চগতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইংরেজি কোন অক্ষরের মতো ?
a) Z- এর মতো
b) U- এর মতো
c) W- এর মতো
d) V- এর মতো
উঃ V- এর মতো
প্রশ্ন: ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ হল
a) সমুদ্র তলদেশের অবনমন ও মৃত্তিকা
b) ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি
c) সাইক্লোন ও মানুষের হস্তক্ষেপ
d) জোয়ারভাটা ও বানডাকা
উঃ ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি
প্রশ্ন: প্রসন্ত নদী মোহনাকে বলে
a) খাঁড়ি
b) প্লাবনভূমি
c) ক্যানিয়ন
d) বদ্বীপ
উঃ খাঁড়ি
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম বদ্বীপ
a) সিন্ধু বদ্বীপ
b) নিলনদের বদ্বীপ
c) গঙ্গা – ব্রহ্মপুত্র বদ্বীপ
d) মিসিসিপি বদ্বীপ
উঃ গঙ্গা – ব্রহ্মপুত্র বদ্বীপ
প্রশ্ন: নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদী
a) তাপ্তি
b) লুনি
c) গঙ্গা
d) গোদাবরী
উঃ গঙ্গা
প্রশ্ন: নদীর নিক্ পয়েন্টের মধ্যে সৃষ্টি হয়
a) জলপ্রপাত
b) অশ্বক্ষুরাকৃতি হ্রদ
c) প্লাবনভূমি
d) পলল শঙ্কু
উঃ জলপ্রপাত
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম নদীবদ্বীপ হল
a) মাজুলি
b) লাক্ষাদ্বীপ
c) সাগরদ্বীপ
d) ইলহা – দ্য – মারাজো
উঃ ইলহা – দ্য – মারাজো
প্রশ্ন: নদী বিভাজিকা থেকে উৎপন্ন নদীগুলির মধ্যবর্তী ঢালু উচ্চভূমিটিকে বলা হয়
a) অভিক্ষিপ্তাংশ
b) স্বাভাবিক বাঁধ
c) জলবিভাজিকা
d) ভৃগুতট
উঃ জলবিভাজিকা
প্রশ্ন: পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতটি হল
a) অ্যাঞ্জেল
b) যোগ
c) ভিক্টোরিয়া
d) নায়াগ্রা
উঃ অ্যাঞ্জেল
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হল
a) স্ট্যানলি
b) অ্যাঞ্জেল
c) ভিক্টোরিয়া
d) নায়াগ্রা
উঃ স্ট্যানলি
প্রশ্ন: নদী যে খাতের মধ্য দিয়ে বয়ে চলে , তাকে বলে—
a) দোয়াব
b) নদীখাত
c) অববাহিকা
d) জলবিভাজিকা
উঃ নদীখাত
প্রশ্ন: নদীর ক্ষয়কার্য সর্বাধিক হয় –
a) নিম্নগতিতে
b) মধ্য ও নিম্নগতিতে
c) মধ্যগতিতে
d) উচ্চগতিতে
উঃ উচ্চগতিতে
প্রশ্ন: অশ্বক্ষুরাকৃতিহ্রদ গড়ে ওঠে
a) হিমবাহের ক্ষয়কাজের ফলে
b) নদীর ক্ষয় ও সঞ্চয়কাজের ফলে।
c) নদীর সঞ্চয়কাজের ফলে
d) নদীর ক্ষয়কাজের ফলে
উঃ নদীর সঞ্চয়কাজের ফলে
প্রশ্ন: সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে
a) ধান্দ
b) শট্স
c) তাল
d) বোলসন
উঃ ধান্দ
প্রশ্ন: নিম্নলিখিত কোনটি ভারতের নিত্যবহ নদী ?
a) দামোদর
b) গঙ্গা
c) অজয়
d) তাপ্তি
উঃ গঙ্গা
প্রশ্ন: সুন্দরবন হল
a) ধনুকাকৃতিবদ্বীপ
b) সক্রিয় বদ্বীপ
c) মৃতপ্রায় বদ্বীপ
d) পরিণত বদ্বীপ
উঃ সক্রিয় বদ্বীপ
প্রশ্ন: নদীর পার্বত্য প্রবাহে ক্ষয়কাজের ফলে গড়ে ওঠে
a) মন্থকূপ
b) সোয়ালো হোল
c) কেটেল
d) ফিয়র্ড
উঃ মন্থকূপ
প্রশ্ন: সঞ্চয়কার্য সর্বাধিক পরিমাণে হয় নদীর কোন গতিতে ?
a) নিম্নগতিতে
b) মধ্যগতিতে
c) উচ্চগতিতে
d) উচ্চ ও মধ্যগতিতে
উঃ নিম্নগতিতে
প্রশ্ন: দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলে –
a) অববাহিকা
b) ধারণ অববাহিকা
c) দোয়াব
d) বদ্বীপ
উঃ দোয়াব
প্রশ্ন: যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে , তাকে বলে—
a) দোয়াব
b) বদ্বীপ
c) জলবিভাজিকা
d) উপত্যকা
উঃ জলবিভাজিকা
প্রশ্ন: নদী তার শাখা ও উপনদী সহ যে অঞ্চলের ওপর দিয়ে প্রবহমান হয় , তাকে বলে নদীর
a) বদ্বীপ
b) দোয়াব
c) অববাহিকা
d) নদী প্রবাহপথ
উঃ অববাহিকা
প্রশ্ন: নিম্নলিখিত কোন ভূমিরূপটি নদীর উচ্চগতিতে সৃষ্ট
a) খাঁড়ি
b) বদ্বীপ
c) প্রপাতকূপ
d) বিন্দুবার
উঃ প্রপাতকূপ
প্রশ্ন: পার্শ্ববর্তী অঞ্চলের নদী যখন প্রধান নদীতে এসে মেশে তাকে বলে –
a) উপনদী
b) যুগ্মনদী
c) অন্তর্বাহিনী নদী
d) শাখানদী
উঃ উপনদী
প্রশ্ন: আদর্শ নদীর ক – টি গতি থাকে ?
a) ২ টি
b) ৩ টি
c) ৪ টি
d) ৫ টি
উঃ ৩ টি
প্রশ্ন: নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয়
a) প্লাঞ্জপুল
b) বিন্দুবার
c) কাসকেড
d) পুল
উঃ বিন্দুবার
প্রশ্ন: নিম্নলিখিত কোন নদীটি সবচেয়ে বেশি জলবহন করে ?
a) রাইন
b) নীলনদ
c) আমাজন
d) কলোরাডো
উঃ নীলনদ
প্রশ্ন: গঙ্গানদীর উৎসভূমি হল –
a) সিন – কা – বাব হিমবাহ
b) সিয়াচেন হিমবাহ
c) চেমায়ুৎ দুং হিমবাহ
d) গঙ্গোত্রী হিমবাহ
উঃ গঙ্গোত্রী হিমবাহ
প্রশ্ন: কোনটি প্রস্রবণ থেকে উৎপন্ন নদী ।
a) বিতস্তা
b) সিন্ধু
c) দামোদর
d) ব্রহ্মপুত্র
উঃ বিতস্তা
প্রশ্ন: এশিয়ার একটি অন্তর্বাহিনী নদী হল—
a) আমুদরিয়া
b) সিকিয়াং
c) ইরাবতী
d) লেনা
উঃ ইরাবতী
প্রশ্ন: নদীর বহনকার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি ?
a) অবঘর্ষ
b) লম্ফদান
c) ঘর্ষণ
d) উৎপাটন
উঃ লম্ফদান
প্রশ্ন: নদীর ক্ষয়কার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি ?
a) আকর্ষণ
b) লম্ফদান
c) অবঘর্ষ
d) উৎপাটন
উঃ অবঘর্ষ
প্রশ্ন: নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কতগুণ বাড়ে ?
a) ৪ গুণ
b) ১৬ গুণ
c) ৩২ গুণ
d) ৬৪ গুণ
উঃ ৬৪ গুণ
প্রশ্ন: যে স্থানে নদী পরস্পর মিলিত হয় , তা হল –
a) নদীদোয়ার
b) নদীসংগম
c) নদীমোহানা
d) নদীদ্বীপ
উঃ নদীসংগম
প্রশ্ন: মরু অঞ্চলের শুষ্ক নদীখাত হল
a) মরূদ্যান
b) ওয়াদি
c) হামাদা
d) প্লায়া
উঃ ওয়াদি
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম নদী গিরিখাত দেখা যায় কোন নদীতে ?
a) সিন্ধু
b) কলোরাডো
c) সেন্ট লরেন্স
d) হয়ারলুং সাংপো
উঃ হয়ারলুং সাংপো
প্রশ্ন: গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
a) সরাবতী
b) কৃষ্ণা
c) নর্মদা
d) গোদাবরী
উঃ সরাবতী
প্রশ্ন: নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নীচে নেমে এলে , তাকে বলে-
a) ক্যাটারাক্ট
b) র্যাপিডস
c) ক্যাসকেড
d) খরস্রোত
উঃ ক্যাসকেড
প্রশ্ন: পলল ব্যজনী গড়ে ওঠে –
a) পর্বত পাদদেশে
b) নিম্নগতিতে
c) বদ্বীপ অঞ্চলে
d) পার্বত্য উচ্চভূমিতে
উঃ পর্বত পাদদেশে
প্রশ্ন: বদ্বীপ গঠিত হয় নদীর –
a) মধ্যগতিতে
b) পার্বত্য গতিতে
c) মোহানায়
d) উৎসস্থলে
উঃ মোহানায়
প্রশ্ন: জলপ্রপাতের নীচে বিশালাকার গর্তকে কী বলে ?
a) খরস্রোতা
b) আর্টেজীয় কূপ
c) মন্থকুপ
d) প্রপাতকুপ
উঃ প্রপাতকুপ
প্রশ্ন: মাজুলি নদীদ্বীপ গড়ে উঠেছে কোন নদীতে ?
a) ব্রহ্মপুত্র নদীতে
b) গঙ্গানদীতে
c) মহানদী নদীতে
d) গোদাবরী নদীতে
উঃ ব্রহ্মপুত্র নদীতে
প্রশ্ন: নদীর মধ্যগতিতে প্রধান কাজ হল—
a) ক্ষয়
b) বহন
c) ক্ষয় ও বহন
d) বহন সঞ্চয়
উঃ ক্ষয় ও বহন
প্রশ্ন: মধ্যগতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইংরেজি –
a) V অক্ষরের মতো
b) O অক্ষরের মতো
c) U অক্ষরের মতো
d) W অক্ষরের মতো
উঃ U অক্ষরের মতো
প্রশ্ন: করাতের দাঁতের মতো বা তীক্ষ্ণাগর বদ্বীপ বা কাসপেট বদ্বীপ হল
a) তাইবার
b) গঙ্গা
c) মিসিসিপি
d) রাইন নদীর বদ্বীপ
উঃ তাইবার
প্রশ্ন: প্লাবনভূমির সন্নিহিত ভূমিরূপ হল –
a) পলল ব্যজনী
b) জলপ্রপাত
c) স্বাভাবিক বাঁধ
d) পলল ব্যজনী
উঃ স্বাভাবিক বাঁধ
তৃতীয় পরিচ্ছেদ: হিমবাহ
প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল—
a) আলাস্কার মালাসপিনা
b) আলাস্কার হুবার্ড
c) অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট
d) গ্রিনল্যান্ডের কওয়ারায়াক
উঃ অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট
প্রশ্ন: পৃথিবীর দ্রুততম হিমবাহ হল—
a) ভারতের সিয়াচেন
b) গ্রিনল্যান্ডের ইয়াকভশান
c) আলাস্কার হুবার্ড
d) অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট
উঃ গ্রিনল্যান্ডের ইয়াকভশান
প্রশ্ন: পৃথিবীর মন্থরতম হিমবাহ হল –
a) কুমেরুর ল্যাম্বার্ট
b) কুমেরুর মেসার্ভ
c) গ্রিনল্যান্ডের কওয়ারায়াক
d) আলাস্কার হুবার্ড
উঃ কুমেরুর মেসার্ভ
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হল –
a) ইউরোপের অ্যালিস
b) আলাস্কার হুবার্ড
c) কুমেরুর ল্যাম্বার্ট
d) ভারতের সিয়াচেন
উঃ আলাস্কার হুবার্ড
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল –
a) গ্রিনল্যান্ডের পিটারম্যান
b) আলাস্কার মালাসপিনা
c) গ্রিনল্যান্ডের স্টরস্টম
d) আলাস্কার হুবার্ড
উঃ আলাস্কার মালাসপিনা
প্রশ্ন: ভারতের দীর্ঘতম হিমবাহ হল –
a) বিয়াফো
b) গঙ্গোত্রী
c) সিয়াচেন
d) জেমু
উঃ সিয়াচেন
প্রশ্ন: পৃথিবীর অন্যতম উপকূলীয় হিমবাহ হল –
a) গ্রিনল্যান্ডের পিটারম্যান
b) আলাস্কার মালাসপিনা
c) কুমেরুর রস
d) অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট
উঃ কুমেরুর রস
প্রশ্ন: নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার গড় উচ্চতা –
a) ৩৯৬০ মিটার
b) ২৭০০ মিটার
c) ৫৫৫০ মিটার
d) ৫৪৩০ মিটার
উঃ ৫৫৫০ মিটার
প্রশ্ন: সমুদ্রজলে ভাসমান বরফস্তূপকে কী বলে ?
a) হিমরেখা
b) হিমবাহ
c) হিমশৈল
d) কোনোটাই নয়
উঃ হিমশৈল
প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম
a) ল্যাম্বার্ট
b) অ্যালিস
c) হুবার্ড
d) মালাসপিনা
উঃ অ্যালিস
প্রশ্ন: হিমশৈলের মোট আয়তনের মধ্যে জলে ভাসমান থাকে –
a) ১/৭ ভাগ
b) ১/৮ ভাগ
c) ১/৯ ভাগ
d) ১/১০ ভাগ
উঃ ১/৯ ভাগ
প্রশ্ন: হিমবাহ ও পর্বতগাত্রের মাঝে সংকীর্ণ ফাঁককে কী বলে ?
a) র্যান্ডক্ল্যাফট্
b) এরিটি
c) রসে মতানে
d) ক্রেভাস
উঃ র্যান্ডক্ল্যাফট্
প্রশ্ন: করির মধ্যে দেয়ালে আগে জমে থাকা বরফ ও হিমবাহের মধ্যে ফাঁক হল –
a) বার্গসুন্ড
b) ক্রেভাস
c) সার্ক
d) হিমদ্রোণী
উঃ বার্গসুন্ড
প্রশ্ন: হিমবাহ সৃষ্ট হ্রদ হল
a) অশ্বক্ষুরাকৃতি হ্রদ
b) করি হ্রদ
c) উপহ্রদ
d) প্লায়া হ্রদ
উঃ করি হ্রদ
প্রশ্ন: আউটওয়াশ প্পেন গঠিত হয় –
a) হিমবাহের ক্ষয়কার্যে
b) হিমবাহের সঞ্চয়কার্যে
c) হিমবাহের ক্ষয় ও সঞ্চয়কার্যের মাধ্যমে
d) জলধারা ও হিমবাহের মিলিত কার্য
উঃ জলধারা ও হিমবাহের মিলিত কার্য
প্রশ্ন: হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় , তাকে বলে –
a) ড্রামলিন
b) গ্রাবরেখা
c) বোল্ডার ক্লে
d) ভ্যালি ট্রেন
উঃ ভ্যালি ট্রেন
প্রশ্ন: ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় –
a) জলপ্রপাত
b) হিমশৈল
c) গিরিখাত
d) আঁকাবাঁকা গতিপথ
উঃ জলপ্রপাত
প্রশ্ন: হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল –
a) ঝুলন্ত উপত্যকা
b) ড্রামলিন
c) এসকার
d) গ্রাবরেখা
উঃ ঝুলন্ত উপত্যকা
প্রশ্ন: হিমবাহের সঞ্চয়কার্যের মাধ্যমে গঠিত ভূমিরূপের মধ্যে উল্লেখযোগ্য হল –
a) ড্রামলিন
b) হিমসিঁড়ি
c) সার্ক
d) ক্লাগ এন্ড টেল
উঃ ড্রামলিন
প্রশ্ন: দুটি সার্ক পাশাপাশি গড়ে উঠলে তাদের মাঝখানের পর্বতশিরাকে বলে –
a) পিরামিড চূড়া
b) এসকার
c) অ্যারেটি
d) ফিয়র্ড
উঃ অ্যারেটি
প্রশ্ন: ফিয়র্ড উপকূল গড়ে ওঠে হিমবাহের কোন কার্য দ্বারা ?
a) সঞ্চয়কার্য
b) ক্ষয়কার্য
c) বহর্নকার্য
d) ক্ষয় ও সঞ্চয়কার্য
উঃ ক্ষয়কার্য
প্রশ্ন: মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে
a) পিরামিড চূড়া
b) নুনাটাকস
c) হিমদ্রোণী
d) হিমশৈল
উঃ নুনাটাকস
প্রশ্ন: ” basket of eggs topography ” কোন অঞ্চলকে বলা হয় –
a) ড্রামলিন
b) এস্-কার
c) গ্রাবরেখা
d) ক্রেভাস
উঃ ড্রামলিন
প্রশ্ন: হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় –
a) নিরক্ষীয় অঞ্চলে
b) মেরু অঞ্চলে
c) নাতিশীতোয় অঞ্চলে
d) উপক্রান্তীয় অঞ্চলে
উঃ মেরু অঞ্চলে
প্রশ্ন: আলাস্কার বেরিং হিমবাহ হল – যার উদাহরণ –
a) পার্বত্য হিমবাহের
b) উপকূলীয় হিমবাহের
c) পাদদেশীয় হিমবাহের
d) মহাদেশীয় হিমবাহের
উঃ উপকূলীয় হিমবাহের
প্রশ্ন: কুমেরু মহাদেশের মাউন্ট তাকাহি হল একটি –
a) পিরামিড চূড়া
b) ফিয়র্ড
c) এস্-কার
d) নুনাটকস
উঃ নুনাটকস
প্রশ্ন: পৃথিবীতে মহাদেশীয় হিমবাহ সবচেয়ে বেশি দেখা যায় –
a) এশিয়ায়
b) ইউরোপে
c) উত্তর আমেরিকায়
d) অ্যান্টার্কটিকায়
উঃ অ্যান্টার্কটিকায়
প্রশ্ন: মাউন্ট তাকাহি নুনাটক্স অবস্থিত –
a) অ্যান্টার্কটিকায়
b) ইউরোপে
c) এশিয়ায়
d) উত্তর আমেরিকা
উঃ অ্যান্টার্কটিকায়
প্রশ্ন: শুষ্ক অঞ্চলে গিরিখাত হল
a) ‘v’ আকৃতি উপত্যকা
b) ক্যানিয়ন
c) মন্থকূপ
d) ধান্দা
উঃ ক্যানিয়ন
প্রশ্ন: পর্বতারোহণে সমস্যার সৃষ্টি হয়
a) এসকারের উপস্থিতিতে
b) ক্রেভাসের উপস্থিতিতে
c) পিরামিড চূড়ার উপস্থিতিতে
d) রসে মতানের উপস্থিতিতে
উঃ ক্রেভাসের উপস্থিতিতে
প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় –
a) হিমালয়
b) আল্পস
c) আন্দিজ
d) গ্রেট ডিভাইডিংরেঞ্জ
উঃ হিমালয়
প্রশ্ন: হিমবাহ উপত্যকার আকৃতি কীরুপ ?
a) U
b) V
c) I
d) S
উঃ I
প্রশ্ন: ‘ভিস হর্ন’ পিরামিড চূড়া অবস্থিত
a) সুইট্জারল্যান্ডে
b) ভারতে
c) ফ্রান্সে
d) নেপালে
উঃ সুইট্জারল্যান্ডে
প্রশ্ন: তহ করি ভূমিরূপ ফ্রান্সে কী নামে পরিচিত ?
a) সার্ক
b) কার
c) হর্ন
d) এরিটি
উঃ সার্ক
প্রশ্ন: দুটি কেটলের মধ্যবর্তী উঁচু অংশ হল –
a) গ্রাবরেখা
b) নব
c) এস্-কার
d) ভাব
উঃ নব
প্রশ্ন: ক্র্যাগ – এর পিছনে প্রলম্বিত শিলাস্তরকে বলা হয় –
a) রসে মতানে
b) টেল
c) কেম
d) ভ্যালিট্রেন
উঃ টেল
প্রশ্ন: কোন দেশকে ‘ The land) of fjords ‘ বলা হয় ?
a) ফিল্যান্ড
b) নরওয়ে
c) কানাডা
d) আইসল্যান্ড
উঃ নরওয়ে
প্রশ্ন: কোন মহাদেশের বেশিরভাগটাই হিমবাহে ঢাকা ।
a) অ্যান্টার্কটিকা
b) উত্তর আমেরিকা
c) ইউরোপ
d) এশিয়া
উঃ অ্যান্টার্কটিকা
প্রশ্ন: কোন প্রকার হিমবাহে নুনাটাকস্ দেখা যায় –
a) মহাদেশীয়
b) পার্বত্য
c) উপকূলীয়
d) পাদদেশীয়
উঃ মহাদেশীয়
প্রশ্ন: ম্যালাসপিনা কোন প্রকার হিমবাহের উদাহরণ ?
a) পার্বত্য
b) মহাদেশীয়
c) পাদদেশীয়
d) উপত্যকা
উঃ পাদদেশীয়
প্রশ্ন: কোন নামটি হিমবাহের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ?
a) অ্যালম্যান
b) ডেভিস
c) গিলবার্ট
d) চেম্বারলিন
উঃ অ্যালম্যান
প্রশ্ন: পৃথিবীর দ্রুততম হিমবাহ
a) ল্যামবার্ট
b) জ্যাকোবসাভোঁ
c) কোয়ারেক
d) মালাসপিনা
উঃ জ্যাকোবসাভোঁ
প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল
a) মালাসপিনা
b) ল্যামবার্ট
c) কোয়ারেক
d) হুবার্ড
উঃ ল্যামবার্ট
প্রশ্ন: পৃথিবীর মোট জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ কত শতাংশ ?
a) ২.৫ %
b) ৫.২ %
c) ৪.৮ %
d) ৫.৮ %
উঃ ২.৫ %
প্রশ্ন: হর্ন ভূমিরূপটি কোনটির অপর নাম—
a) এরিটি
b) রসে মতানে
c) সার্ক
d) পিরামিড চূড়া
উঃ পিরামিড চূড়া
প্রশ্ন: ভারতের হিমালয় পর্বতের একটি পার্বত্য হিমবাহ হল
a) হিসপার
b) জেমু
c) সিয়াচেন
d) রুপাল
উঃ জেমু
প্রশ্ন: ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়
a) পাদদেশীয় হিমবাহ দ্বারা
b) পার্বত্য হিমবাহ দ্বারা
c) উপকূলীয় হিমবাহ দ্বারা
d) মহাদেশীয় হিমবাহ দ্বারা
উঃ পার্বত্য হিমবাহ দ্বারা
প্রশ্ন: গ্রিনল্যান্ড ও নিউজিল্যান্ডের সমুদ্র আংশিক ডুবে থাকা উপত্যকা যে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয় তা হল
a) বায়ু
b) হিমবাহ
c) জলধারা ও বায়ুর মিলিত কার্য
d) নদী
উঃ হিমবাহ
প্রশ্ন: হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হল
a) করি
b) বার্গস্রুন্ড
c) এরিটি
d) ফিয়র্ড
উঃ বার্গস্রুন্ড
প্রশ্ন: কোনটি ‘মৃত্যুফাঁদ’ হিসেবে পরিচিত
a) বার্গস্রুন্ড
b) করি হ্রদ
c) গাসি
d) পলল শঙ্কু
উঃ বার্গস্রুন্ড
প্রশ্ন: কোন বিষয়টি জাহাজ চলাচলে বিপদ ঘটায় ?
a) হিমশৈল
b) এরিটি
c) বার্গযুক্ত
d) ক্রেভাস
উঃ হিমশৈল
প্রশ্ন: সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে বলে
a) স্তরায়িত গ্রাবরেখা
b) ভূমি গ্রাবরেখা
c) প্রান্ত গ্রাবরেখা
d) পার্শ্ব গ্রাবরেখা
উঃ স্তরায়িত গ্রাবরেখা
প্রশ্ন: ক্যানিয়ন ‘I’ আকৃতি হওয়ার প্রধান কারণ হল
a) বৃষ্টিহীন শুষ্ক ম্রু অঞ্চল
b) নদীর নিম্নক্ষয়
c) নদীর পার্শ্বক্ষয়
d) ভূমির খাড়া ঢাল
উঃ নদীর নিম্নক্ষয়
প্রশ্ন: কোন ভূমিরূপটি হিমবাহ ক্ষয়কার্যে গঠিত নয় ?
a) এরিটি
b) গ্রাবরেখা
c) ক্রাগ ও টেল
d) হিমসিঁড়ি
উঃ গ্রাবরেখা
প্রশ্ন: পাদদেশীয় হিমবাহ বা হিমবাহের অগ্রভাগকে বলে
a) রসে মতানে
b) ক্র্যাগ
c) লোব
d) এসকার
উঃ লোব
প্রশ্ন: করি ভূমিরূপটি জার্মানিতে কী নামে পরিচিত ?
a) এরিটি
b) কাম
c) কার
d) সার্ক
উঃ সার্ক
প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে ধীর গতিসম্পন্ন হিমবাহ হল
a) আন্টার্কটিকার মেসার্ভ
b) আলাস্কার হুবার্ড
c) আলাস্কার মালাসপিনা
d) আন্টার্কটিকার ল্যামবার্ট
উঃ আন্টার্কটিকার মেসার্ভ
প্রশ্ন: বদ্রিনাথের নীলকণ্ঠ ও নেপালের মাকালু কোন ভূমিরূপের উদাহরণ –
a) ড্রামলিন
b) হর্ন
c) এস্-কার
d) এরিটি
উঃ হর্ন