---Advertisement---

WBBSE Class 10 Geography Chapter 1 – Important MCQ with Answers l মাধ্যমিক ভূগোল – প্রথম অধ্যায় MCQ প্রশ্নোত্তর

By Siksakul

Published on:

---Advertisement---

প্রথম পরিচ্ছেদ: বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

প্রশ্ন: কোন প্রক্রিয়ার বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় ?

a) গিরিজনি আলোড়ন

b) বহির্জাত প্রক্রিয়া

c) অন্তর্জাত প্রক্রিয়া

d) মহিভাবক আলোড়ন

উঃ বহির্জাত প্রক্রিয়া

প্রশ্ন: ভূপৃষ্ঠের কোথায় বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলি কাজ করে ?

a) সমুদ্রতলদেশে

b) ভূপৃষ্ঠের ভিতরে

c) মহাশূন্যে

d) ভূপৃষ্ঠের উপরিভাগে  

উঃ ভূপৃষ্ঠের উপরিভাগে

প্রশ্ন: কোন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার ভূপৃষ্ঠের বহির্ভাগের রূপ পরিবর্তন হয় ?

a) অন্তর্জাত প্রক্রিয়া

b) বহির্জাত প্রক্রিয়া

c) পর্যায়ন

d) কোনটাই নয়

উঃ বহির্জাত প্রক্রিয়া

প্রশ্ন: আরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হল –

a) বালিয়াড়ি

b) গিরিখাত

c) গৌর

d) রসে মতানে

উঃ বালিয়াড়ি

প্রশ্ন: কোন প্রক্রিয়ায় নদী , হিমবাহ , বায়ুপ্রবাহ প্রভৃতি ভূমিরূপের পরিবর্তন হয় —

a) জৈবিক প্রক্রিয়া

b) মহাজাগতিক প্রক্রিয়া

c) অন্তর্জাত প্রক্রিয়া

d) বহির্জাত প্রক্রিয়া  

উঃ বহির্জাত প্রক্রিয়া

প্রশ্ন: নিম্নের কোন প্রক্রিয়ার ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে ?

a) পর্যায়ন

b) অবরোহন

c) পুঞ্জক্ষয়

d) আরোহন

উঃ অবরোহন

প্রশ্ন: কোন প্রক্রিয়ায় সঞ্চয়কার্যের মাধ্যমে নীচুস্থান ভরাট হয়ে উচ্চতা বৃদ্ধি পায় ?

a) আরোহণ  

b) বিচূর্ণীভবন

c) অবরোহণ

d) পর্যায়ন

উঃ আরোহণ

প্রশ্ন: কোন প্রক্রিয়ায় আলগা মাটি ও শিলাস্তুপ অভিকর্ষ বলের টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে 

a) আরোহন

b) পুঞ্জক্ষয়

c) অবরোহন

d) কোনটাই নয়

উঃ পুঞ্জক্ষয়

প্রশ্ন: যে প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম তা হল –

a) অধঃক্ষেপণ

b) আরোহণ

c) পর্যায়ন  

d) পাতসংস্থান

উঃ পর্যায়ন

প্রশ্ন: অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলকে কি বলে ?

a) বিচূর্ণীভবন

b) ক্ষয়ীভবন

c) নগ্নীভবন

d) পর্যায়ন 

উঃ পর্যায়ন

প্রশ্ন: নিম্নের কোনটি একটি প্রথম পর্যায়ে গঠিত ভূমিরূপ –

a) মালভূমি

b) জলপ্রপাত

c) মহাদেশ

d) পর্বত

উঃ মহাদেশ

প্রশ্ন: আবহবিকার , পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে কি বলা হয় ?

a) অঙ্গারযোজন

b) নগ্নীভবন  

c) গিরিজনি প্রক্রিয়া

d) মহিভাবক প্রক্রিয়া

উঃ নগ্নীভবন

প্রশ্ন: বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি?

a) বায়ু

b) হিমবাহ

c) নদী

d) সূর্য

উঃ সূর্য

প্রশ্ন: যে বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক ভূমিকা নেয় তা হল –

a) নদী 

b) সমুদ্রতরঙ্গ

c) বায়ুপ্রবাহ

d) হিমবাহ

উঃ নদী

প্রশ্ন: ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটার প্রক্রিয়াকে কি বলে ?

a) পর্যায়ন

d) আরোহণ

c) নগ্নীভবন

d) অবরোহণ

উঃ পর্যায়ন

প্রশ্ন: যে পদ্ধতিতে বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয়  তাকে কি বলে ?

a) পুঞ্জক্ষয়

b) পর্যায়ন

c) অবরোহণ

d) আরোহণ

উঃ আরোহণ

প্রশ্ন: ভূমির ক্ষয় ও সঞ্চয়কার্যের মধ্যে যখন সাম্য অবস্থা বিরাজ করলে তাকে কি বলে ? 

a) পাদসমভূমি

b) উচ্চভূমি

c) পর্যায়িত ভূমি 

d) সমপ্ৰায়ভূমি

উঃ পর্যায়িত ভূমি

প্রশ্ন: নিচের যে প্রক্রিয়াটির সাথে ‘ ক্ষয় ‘ শব্দটি সর্বাধিক সম্পর্কযুক্ত সেটি হল –

a) পর্যায়ন

b) অবরোহণ 

c) আবহবিকার

d) আরোহণ

উঃ অবরোহণ

প্রশ্ন: শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণবিচূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় –

a) আবহবিকার 

b) নগ্নীভবন

c) পর্যায়ন

d) ক্ষয়ীভবন

উঃ আবহবিকার

প্রশ্ন: পাশাপাশি দুটি করি বা সার্ক গঠিত হলে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে ?

a) অ্যারেট

b) রসেমতানে

c) হিমদ্রোণি

d) বোল্ডার ক্লে

উঃ অ্যারেট

প্রশ্ন: কোন রাজ্যে ক্ষয়ের শেষ সীমা লক্ষ করা যায় – 

a) মধ্যপ্রদেশ

b) বিহার

c) উত্তরাখণ্ড

d) ওড়িশা  

উঃ ওড়িশা 

প্রশ্ন: ড্রামলিন সাধারণত কোথায় দেখতে পাওয়া যায় –

a) পর্বতগাত্রে

b) পর্বতের পাদদেশের নিম্নভূমিতে

c) মরু অঞ্চলে

d) উপকূল অঞ্চলে

উঃ পর্বতের পাদদেশের নিম্নভূমিতে

প্রশ্ন: নিম্নের কোন প্রক্রিয়ার ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় ?

a) নগ্নীভবন প্রক্রিয়া

b) আরোহণ

c) আবহবিকার

d) অবরোহণ

উঃ আরোহণ

প্রশ্ন: কোন অঞ্চলে পেডিমেন্ট গড়ে ওঠে ?

a) মরু অঞ্চলে

b) মেরু অঞ্চলে

c) উপকূল অঞ্চলে

d) হিমবাহ অধ্যুষিত অঞ্চলে

উঃ মরু অঞ্চলে

প্রশ্ন: চুনাপাথর যুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটিকে বলা হয় –

a) জলপ্রবাহ ক্ষয়

b) ঘর্ষণ ক্ষয়

c) অবঘর্ষ

d) দ্রবণ ক্ষয়

উঃ দ্রবণ ক্ষয়

প্রশ্ন: ক্ষয়জাত পদার্থের সঞ্চয় ও পুঞ্জিভবনকে কি বলে ?

a) পুঞ্জক্ষয়

b) আবহবিকার

c) আরোহন

d) অবরোহন

উঃ আরোহন

প্রশ্ন: নিচের কোন শক্তিটি বহির্জাত শক্তি নয় ?

a) বায়ুপ্রবাহ

b) সমুদ্র তরঙ্গ

c) নদী প্রবাহ

d) অগ্ন্যুদগম

উঃ অগ্ন্যুদগম

প্রশ্ন: অবরোহনের অপর নাম হল –

a) সঞ্চয়

b) অবক্ষেপণ

c) ক্ষয়সাধন

d) নগ্নিভবন

উঃ ক্ষয়সাধন

প্রশ্ন: অবরোহন প্রক্রিয়ার প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা কোনটি ?

a) সমুদ্রপৃষ্ঠ

b) মালভূমি

c) পর্বত

d) সমভূমি

উঃ সমুদ্রপৃষ্ঠ

প্রশ্ন:  যে প্রক্রিয়ার দ্বারা মরুভূমিতে বায়ুদ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত হয় তাকে কি বলে ?

a) ঘর্ষণ

b) লম্ফদান

c) অপসারণ

d) অবঘর্ষ

উঃ ঘর্ষণ

প্রশ্ন: কোন প্রক্রিয়া দ্বারা অভিকর্ষ টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে ?

a) অন্তর্জাত প্রক্রিয়া

b) পুঞ্জক্ষয়

c) পর্যায়ন

d) আবহবিকার

উঃ পুঞ্জক্ষয়

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হল

a) কাতারা

b) সম্বর

c) পুষ্কর

d) প্লায়া

উঃ কাতারা

প্রশ্ন: যে বহির্জাত শক্তির মাধ্যমে মেরু অঞ্চলে বা উচ্চ অক্ষাংশ এবং উচ্চ পার্বত্য অঞ্চলে ভূমিরূপ পরিবর্তন সর্বাধিক ঘটে তা হল –

a) নদী

b) হিমবাহ

c) বায়ু

d) সমুদ্রতরঙ্গ

উঃ হিমবাহ

প্রশ্ন: ভূমিরূপ পরিবর্তনে যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার প্রভাব সর্বাধিক সেটি হল –

a) ) হিমবাহ

b) ) বায়ু

c) ) নদী

d) ) সমুদ্রতরঙ্গ

উঃ সমুদ্রতরঙ্গ

প্রশ্ন: নিম্নের কোনটি মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি ?

a) হিমবাহ

b) নদী

c) বায়ু

d) কোনোটিই নয়

উঃ বায়ু

প্রশ্ন: অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল

a) জলপ্রপাত

b) সিফ্‌ বালিয়াড়ি

c) এসকার

d) স্বাভাবিক বাঁধ

উঃ জলপ্রপাত

প্রশ্ন: কোনটি একটি অন্তর্জাত প্রক্রিয়া ?

a) সমুদ্র তরঙ্গ কার্য

b) পাত সঞ্চালন

c) আবহবিকার

d) হিমবাহ ক্ষয়

উঃ পাত সঞ্চালন

প্রশ্ন: লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটিকে কি বলে ?

a) জলপ্রবাহ ক্ষয়

b) দ্রবণ ক্ষয়

c) ঘর্ষণ ক্ষয়

d) অবঘর্ষ ক্ষয়

উঃ দ্রবণ ক্ষয়

প্রশ্ন: নদীবাহিত প্রস্তরখন্ড পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি , বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলা হয় –

a) জলপ্রবাহ ক্ষয়

b) অবঘর্ষ ক্ষয়

c) দ্রবণ ক্ষয়

d) ঘর্ষন ক্ষয়

উঃ ঘর্ষন ক্ষয়

প্রশ্ন: যে ক্ষয়কারী প্রক্রিয়া নদীর ক্ষয়কাজের সঙ্গে যুক্ত হয় তাকে বলে

a) ঘর্ষন

b) অবঘর্ষ

c) দ্রবণ

d) অপসারণ

উঃ অপসারণ

দ্বিতীয় পরিচ্ছেদ: নদী

প্রশ্ন: প্রায় কত শতাংশ অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনে নদী ভূমিকা নেয় ? 

a) ৩০ শতাংশ 

b) ১০ শতাংশ 

c) ৫০ শতাংশ 

d) ৭০ শতাংশ 

উঃ শতাংশ 

প্রশ্ন: ধনুকাকৃতি ব – দ্বীপ দেখা যায়

a) লেনা নদীতে

b) মিসৌরি নদীতে

c) নীলনদে

d) কাবেরী নদীতে

উঃ নীলনদে

প্রশ্ন: মিসিসিপি নদীর বদ্বীপ কার মতো?

a) পাখির আঙুলের মতো

b) মাত্রাহীন বাংলা ‘ব’অক্ষরের মতো

c) ধনুকের মতো

d) পাখির পাখার মতো

উঃ পাখির আঙুলের মতো

প্রশ্ন: নিম্নলিখিত কোন‌টি আদর্শ নদীর উদাহরণ

a) ব্রহ্মপুত্র

b) নমর্দা

c) গোদাবরী

d) কাবেরী

উঃ ব্রহ্মপুত্র

প্রশ্ন: নদীর জলপ্রবাহ পরিমাপের এককে কি বলে ?

a) কিলোমিটার

b) মিলিবার

c) নট

d) কিউসেক 

উঃ কিউসেক 

প্রশ্ন: উচ্চগতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইংরেজি কোন অক্ষরের মতো ?

a) Z- এর মতো

b) U- এর মতো 

c) W- এর মতো 

d) V- এর মতো  

উঃ V- এর মতো  

প্রশ্ন: ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ হল

a) সমুদ্র তলদেশের অবনমন ও মৃত্তিকা

b) ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি

c) সাইক্লোন ও মানুষের হস্তক্ষেপ

d) জোয়ারভাটা ও বানডাকা

উঃ ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি

প্রশ্ন: প্রসন্ত নদী মোহনাকে বলে

a) খাঁড়ি

b) প্লাবনভূমি

c) ক্যানিয়ন

d) বদ্বীপ

উঃ খাঁড়ি

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম বদ্বীপ

a) সিন্ধু বদ্বীপ

b) নিলনদের বদ্বীপ

c) গঙ্গা – ব্রহ্মপুত্র বদ্বীপ

d) মিসিসিপি বদ্বীপ

উঃ গঙ্গা – ব্রহ্মপুত্র বদ্বীপ

প্রশ্ন: নিম্নলিখিত কোন‌টি পূর্ববর্তী নদী

a) তাপ্তি

b) লুনি

c) গঙ্গা

d) গোদাবরী

উঃ গঙ্গা

প্রশ্ন: নদীর নিক্‌ পয়েন্টের মধ্যে সৃষ্টি হয়

a) জলপ্রপাত

b) অশ্বক্ষুরাকৃতি হ্রদ

c) প্লাবনভূমি

d) পলল শঙ্কু

উঃ জলপ্রপাত

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম নদীবদ্বীপ হল

a) মাজুলি

b) লাক্ষাদ্বীপ

c) সাগরদ্বীপ

d) ইলহা – দ্য – মারাজো

উঃ ইলহা – দ্য – মারাজো

প্রশ্ন: নদী বিভাজিকা থেকে উৎপন্ন নদীগুলির মধ্যবর্তী ঢালু উচ্চভূমিটিকে বলা হয়

a) অভিক্ষিপ্তাংশ

b) স্বাভাবিক বাঁধ

c) জলবিভাজিকা

d) ভৃগুতট

উঃ জলবিভাজিকা

প্রশ্ন: পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতটি হল

a) অ্যাঞ্জেল

b) যোগ

c) ভিক্টোরিয়া

d) নায়াগ্রা

উঃ অ্যাঞ্জেল

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হল

a) স্ট্যানলি

b) অ্যাঞ্জেল

c) ভিক্টোরিয়া

d) নায়াগ্রা

উঃ স্ট্যানলি

প্রশ্ন: নদী যে খাতের মধ্য দিয়ে বয়ে চলে , তাকে বলে— 

a) দোয়াব

b) নদীখাত  

c) অববাহিকা

d) জলবিভাজিকা

উঃ নদীখাত

প্রশ্ন: নদীর ক্ষয়কার্য সর্বাধিক হয় – 

a) নিম্নগতিতে

b) মধ্য ও নিম্নগতিতে

c) মধ্যগতিতে

d) উচ্চগতিতে 

উঃ উচ্চগতিতে 

প্রশ্ন: অশ্বক্ষুরাকৃতিহ্রদ গড়ে ওঠে

a) হিমবাহের ক্ষয়কাজের ফলে

b) নদীর ক্ষয় ও সঞ্চয়কাজের ফলে।

c) নদীর সঞ্চয়কাজের ফলে

d) নদীর ক্ষয়কাজের ফলে

উঃ নদীর সঞ্চয়কাজের ফলে

প্রশ্ন: সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে

a) ধান্দ

b) শট্‌স

c) তাল

d) বোলসন

উঃ ধান্দ

প্রশ্ন: নিম্নলিখিত কোনটি ভারতের নিত্যবহ নদী ?

a) দামোদর

b) গঙ্গা 

c) অজয়

d) তাপ্তি

উঃ গঙ্গা 

প্রশ্ন: সুন্দরবন হল

a) ধনুকাকৃতিবদ্বীপ

b) সক্রিয় বদ্বীপ

c) মৃতপ্রায় বদ্বীপ

d) পরিণত বদ্বীপ

উঃ সক্রিয় বদ্বীপ

প্রশ্ন: নদীর পার্বত্য প্রবাহে ক্ষয়কাজের ফলে গড়ে ওঠে

a) মন্থকূপ

b) সোয়ালো হোল

c) কেটেল

d) ফিয়র্ড

উঃ মন্থকূপ

প্রশ্ন: সঞ্চয়কার্য সর্বাধিক পরিমাণে হয় নদীর কোন গতিতে ?

a) নিম্নগতিতে 

b) মধ্যগতিতে

c) উচ্চগতিতে

d) উচ্চ ও মধ্যগতিতে

উঃ নিম্নগতিতে 

প্রশ্ন: দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলে –

a) অববাহিকা

b) ধারণ অববাহিকা

c) দোয়াব 

d) বদ্বীপ

উঃ দোয়াব 

প্রশ্ন: যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে , তাকে বলে— 

a) দোয়াব

b) বদ্বীপ

c) জলবিভাজিকা  

d) উপত্যকা

উঃ জলবিভাজিকা

প্রশ্ন: নদী তার শাখা ও উপনদী সহ যে অঞ্চলের ওপর দিয়ে প্রবহমান হয় , তাকে বলে নদীর

a) বদ্বীপ

b) দোয়াব

c) অববাহিকা 

d) নদী প্রবাহপথ

উঃ অববাহিকা 

প্রশ্ন: নিম্নলিখিত কোন‌ ভূমিরূপটি নদীর উচ্চগতিতে সৃষ্ট

a) খাঁড়ি

b) বদ্বীপ

c) প্রপাতকূপ

d) বিন্দুবার

উঃ প্রপাতকূপ

প্রশ্ন: পার্শ্ববর্তী অঞ্চলের নদী যখন প্রধান নদীতে এসে মেশে তাকে বলে –

a) উপনদী 

b) যুগ্মনদী

c) অন্তর্বাহিনী নদী

d) শাখানদী

উঃ উপনদী 

প্রশ্ন: আদর্শ নদীর ক – টি গতি থাকে ?

a) ২ টি 

b) ৩ টি  

c) ৪ টি 

d) ৫ টি

উঃ ৩ টি  

প্রশ্ন: নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয়

a) প্লাঞ্জপুল

b) বিন্দুবার

c) কাসকেড

d) পুল

উঃ বিন্দুবার

প্রশ্ন: নিম্নলিখিত কোন নদীটি সবচেয়ে বেশি জলবহন করে ?

a) রাইন

b) নীলনদ 

c) আমাজন

d) কলোরাডো

উঃ নীলনদ 

প্রশ্ন: গঙ্গানদীর উৎসভূমি হল –

a) সিন – কা – বাব হিমবাহ

b) সিয়াচেন হিমবাহ

c) চেমায়ুৎ দুং হিমবাহ

d) গঙ্গোত্রী হিমবাহ  

উঃ গঙ্গোত্রী হিমবাহ

প্রশ্ন: কোনটি প্রস্রবণ থেকে উৎপন্ন নদী । 

a) বিতস্তা 

b) সিন্ধু

c) দামোদর

d) ব্রহ্মপুত্র

উঃ বিতস্তা 

প্রশ্ন: এশিয়ার একটি অন্তর্বাহিনী নদী হল—

a) আমুদরিয়া

b) সিকিয়াং

c) ইরাবতী 

d) লেনা

উঃ ইরাবতী 

প্রশ্ন: নদীর বহনকার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি ? 

a) অবঘর্ষ

b) লম্ফদান 

c) ঘর্ষণ

d) উৎপাটন

উঃ লম্ফদান 

প্রশ্ন: নদীর ক্ষয়কার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি ? 

a) আকর্ষণ

b) লম্ফদান

c) অবঘর্ষ 

d) উৎপাটন

উঃ অবঘর্ষ 

প্রশ্ন: নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কতগুণ বাড়ে ? 

a) ৪ গুণ

b) ১৬ গুণ

c) ৩২ গুণ 

d) ৬৪ গুণ 

উঃ ৬৪ গুণ 

প্রশ্ন: যে স্থানে নদী পরস্পর মিলিত হয় , তা হল –

a) নদীদোয়ার

b) নদীসংগম 

c) নদীমোহানা

d) নদীদ্বীপ

উঃ নদীসংগম 

প্রশ্ন: মরু অঞ্চলের শুষ্ক নদীখাত হল

a) মরূদ্যান

b) ওয়াদি

c) হামাদা

d) প্লায়া

উঃ ওয়াদি

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম নদী গিরিখাত দেখা যায় কোন নদীতে ? 

a) সিন্ধু

b) কলোরাডো

c) সেন্ট লরেন্স

d) হয়ারলুং সাংপো  

উঃ হয়ারলুং সাংপো

প্রশ্ন: গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ? 

a) সরাবতী 

b) কৃষ্ণা

c) নর্মদা

d) গোদাবরী

উঃ সরাবতী 

প্রশ্ন: নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নীচে নেমে এলে , তাকে বলে-

a) ক্যাটারাক্ট

b) র‍্যাপিডস

c) ক্যাসকেড 

d) খরস্রোত

উঃ ক্যাসকেড 

প্রশ্ন: পলল ব্যজনী গড়ে ওঠে –

a) পর্বত পাদদেশে 

b) নিম্নগতিতে

c) বদ্বীপ অঞ্চলে

d) পার্বত্য উচ্চভূমিতে 

উঃ পর্বত পাদদেশে 

প্রশ্ন: বদ্বীপ গঠিত হয় নদীর –

a) মধ্যগতিতে

b) পার্বত্য গতিতে

c) মোহানায় 

d) উৎসস্থলে

উঃ মোহানায় 

প্রশ্ন: জলপ্রপাতের নীচে বিশালাকার গর্তকে কী বলে ?

a) খরস্রোতা

b) আর্টেজীয় কূপ

c) মন্থকুপ

d) প্রপাতকুপ 

উঃ প্রপাতকুপ 

প্রশ্ন: মাজুলি নদীদ্বীপ গড়ে উঠেছে কোন নদীতে ?

a) ব্রহ্মপুত্র নদীতে  

b) গঙ্গানদীতে

c) মহানদী নদীতে

d) গোদাবরী নদীতে

উঃ ব্রহ্মপুত্র নদীতে  

প্রশ্ন: নদীর মধ্যগতিতে প্রধান কাজ হল— 

a) ক্ষয়

b) বহন

c) ক্ষয় ও বহন  

d) বহন সঞ্চয়

উঃ ক্ষয় ও বহন  

প্রশ্ন: মধ্যগতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইংরেজি –

a) V অক্ষরের মতো

b) O অক্ষরের মতো

c) U অক্ষরের মতো  

d) W অক্ষরের মতো

উঃ U অক্ষরের মতো  

প্রশ্ন: করাতের দাঁতের মতো বা তীক্ষ্ণাগর বদ্বীপ বা কাসপেট বদ্বীপ হল

a) তাইবার

b) গঙ্গা

c) মিসিসিপি

d) রাইন নদীর বদ্বীপ

উঃ তাইবার

প্রশ্ন: প্লাবনভূমির সন্নিহিত ভূমিরূপ হল –

a) পলল ব্যজনী 

b) জলপ্রপাত

c) স্বাভাবিক বাঁধ  

d) পলল ব্যজনী

উঃ স্বাভাবিক বাঁধ  

তৃতীয় পরিচ্ছেদ: হিমবাহ

প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল— 

a) আলাস্কার মালাসপিনা 

b) আলাস্কার হুবার্ড 

c) অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট  

d) গ্রিনল্যান্ডের কওয়ারায়াক 

উঃ অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট  

প্রশ্ন: পৃথিবীর দ্রুততম হিমবাহ হল— 

a) ভারতের সিয়াচেন

b) গ্রিনল্যান্ডের ইয়াকভশান  

c) আলাস্কার হুবার্ড

d) অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট 

উঃ গ্রিনল্যান্ডের ইয়াকভশান  

প্রশ্ন: পৃথিবীর মন্থরতম হিমবাহ হল –

a) কুমেরুর ল্যাম্বার্ট

b) কুমেরুর মেসার্ভ 

c) গ্রিনল্যান্ডের কওয়ারায়াক

d) আলাস্কার হুবার্ড

উঃ কুমেরুর মেসার্ভ 

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হল –

a) ইউরোপের অ্যালিস 

b) আলাস্কার হুবার্ড 

c) কুমেরুর ল্যাম্বার্ট 

d) ভারতের সিয়াচেন

উঃ আলাস্কার হুবার্ড 

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল –

a) গ্রিনল্যান্ডের পিটারম্যান

b) আলাস্কার মালাসপিনা 

c) গ্রিনল্যান্ডের স্টরস্টম 

d) আলাস্কার হুবার্ড

উঃ আলাস্কার মালাসপিনা 

প্রশ্ন: ভারতের দীর্ঘতম হিমবাহ হল –

a) বিয়াফো

b) গঙ্গোত্রী

c) সিয়াচেন 

d) জেমু

উঃ সিয়াচেন 

প্রশ্ন: পৃথিবীর অন্যতম উপকূলীয় হিমবাহ হল –

a) গ্রিনল্যান্ডের পিটারম্যান

b) আলাস্কার মালাসপিনা

c) কুমেরুর রস  

d) অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট

উঃ কুমেরুর রস  

প্রশ্ন: নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার গড় উচ্চতা –

a) ৩৯৬০ মিটার 

b) ২৭০০ মিটার

c) ৫৫৫০ মিটার 

d) ৫৪৩০ মিটার

উঃ ৫৫৫০ মিটার 

প্রশ্ন: সমুদ্রজলে ভাসমান বরফস্তূপকে কী বলে ?

a) হিমরেখা

b) হিমবাহ

c) হিমশৈল 

d) কোনোটাই নয় 

উঃ হিমশৈল 

প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম 

a) ল্যাম্বার্ট

b) অ্যালিস 

c) হুবার্ড

d) মালাসপিনা

উঃ অ্যালিস 

প্রশ্ন: হিমশৈলের মোট আয়তনের মধ্যে জলে ভাসমান থাকে –

a) ১/৭ ভাগ

b) ১/৮ ভাগ

c) ১/৯ ভাগ 

d) ১/১০ ভাগ

উঃ ১/৯ ভাগ 

প্রশ্ন: হিমবাহ ও পর্বতগাত্রের মাঝে সংকীর্ণ ফাঁককে কী বলে ? 

a) র‍্যান্ডক্ল্যাফট্  

b) এরিটি

c) রসে মতানে

d) ক্রেভাস

উঃ র‍্যান্ডক্ল্যাফট্  

প্রশ্ন: করির মধ্যে দেয়ালে আগে জমে থাকা বরফ ও হিমবাহের মধ্যে ফাঁক হল –

a) বার্গসুন্ড 

b) ক্রেভাস

c) সার্ক

d) হিমদ্রোণী

উঃ বার্গসুন্ড

প্রশ্ন: হিমবাহ সৃষ্ট হ্রদ হল

a) অশ্বক্ষুরাকৃতি হ্রদ

b) করি হ্রদ

c) উপহ্রদ

d) প্লায়া হ্রদ

উঃ করি হ্রদ

প্রশ্ন: আউটওয়াশ প্পেন গঠিত হয় –

a) হিমবাহের ক্ষয়কার্যে 

b) হিমবাহের সঞ্চয়কার্যে

c) হিমবাহের ক্ষয় ও সঞ্চয়কার্যের মাধ্যমে 

d) জলধারা ও হিমবাহের মিলিত কার্য  

উঃ জলধারা ও হিমবাহের মিলিত কার্য  

প্রশ্ন: হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় , তাকে বলে –

a) ড্রামলিন

b) গ্রাবরেখা

c) বোল্ডার ক্লে

d) ভ্যালি ট্রেন 

উঃ ভ্যালি ট্রেন 

প্রশ্ন: ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় –

a) জলপ্রপাত 

b) হিমশৈল

c) গিরিখাত

d) আঁকাবাঁকা গতিপথ 

উঃ জলপ্রপাত 

প্রশ্ন: হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল –

a) ঝুলন্ত উপত্যকা 

b) ড্রামলিন

c) এসকার

d) গ্রাবরেখা

উঃ ঝুলন্ত উপত্যকা 

প্রশ্ন: হিমবাহের সঞ্চয়কার্যের মাধ্যমে গঠিত ভূমিরূপের মধ্যে উল্লেখযোগ্য হল –

a) ড্রামলিন 

b) হিমসিঁড়ি

c) সার্ক

d) ক্লাগ এন্ড টেল

উঃ ড্রামলিন 

প্রশ্ন: দুটি সার্ক পাশাপাশি গড়ে উঠলে তাদের মাঝখানের পর্বতশিরাকে বলে –

a) পিরামিড চূড়া 

b) এসকার

c) অ্যারেটি 

d) ফিয়র্ড

উঃ অ্যারেটি 

প্রশ্ন: ফিয়র্ড উপকূল গড়ে ওঠে হিমবাহের কোন কার্য দ্বারা ?

a) সঞ্চয়কার্য

b) ক্ষয়কার্য 

c) বহর্নকার্য

d) ক্ষয় ও সঞ্চয়কার্য

উঃ ক্ষয়কার্য 

প্রশ্ন: মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে

a) পিরামিড চূড়া

b) নুনাটাকস

c) হিমদ্রোণী

d) হিমশৈল

উঃ নুনাটাকস

প্রশ্ন: ” basket of eggs topography ” কোন অঞ্চলকে বলা হয় –

a) ড্রামলিন 

b) এস্-কার

c) গ্রাবরেখা

d) ক্রেভাস

উঃ ড্রামলিন 

প্রশ্ন: হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় –

a) নিরক্ষীয় অঞ্চলে 

b) মেরু অঞ্চলে  

c) নাতিশীতোয় অঞ্চলে 

d) উপক্রান্তীয় অঞ্চলে

উঃ মেরু অঞ্চলে  

প্রশ্ন: আলাস্কার বেরিং হিমবাহ হল – যার উদাহরণ –

a) পার্বত্য হিমবাহের 

b) উপকূলীয় হিমবাহের 

c) পাদদেশীয় হিমবাহের

d) মহাদেশীয় হিমবাহের

উঃ উপকূলীয় হিমবাহের 

প্রশ্ন: কুমেরু মহাদেশের মাউন্ট তাকাহি হল একটি –

a) পিরামিড চূড়া 

b) ফিয়র্ড

c) এস্-কার

d) নুনাটকস 

উঃ নুনাটকস 

প্রশ্ন: পৃথিবীতে মহাদেশীয় হিমবাহ সবচেয়ে বেশি দেখা যায় –

a) এশিয়ায়

b) ইউরোপে

c) উত্তর আমেরিকায়

d) অ্যান্টার্কটিকায় 

উঃ অ্যান্টার্কটিকায় 

প্রশ্ন: মাউন্ট তাকাহি নুনাটক্স অবস্থিত – 

a) অ্যান্টার্কটিকায় 

b) ইউরোপে

c) এশিয়ায়

d) উত্তর আমেরিকা

উঃ অ্যান্টার্কটিকায় 

প্রশ্ন: শুষ্ক অঞ্চলে গিরিখাত হল

a) ‘v’ আকৃতি উপত্যকা

b) ক্যানিয়ন

c) মন্থকূপ

d) ধান্দা

উঃ ক্যানিয়ন

প্রশ্ন: পর্বতারোহণে সমস্যার সৃষ্টি হয়

a) এসকারের উপস্থিতিতে

b) ক্রেভাসের উপস্থিতিতে

c) পিরামিড চূড়ার উপস্থিতিতে

d) রসে মতানের উপস্থিতিতে

উঃ ক্রেভাসের উপস্থিতিতে

প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় –

a) হিমালয় 

b) আল্পস

c) আন্দিজ

d) গ্রেট ডিভাইডিংরেঞ্জ

উঃ হিমালয় 

প্রশ্ন: হিমবাহ উপত্যকার আকৃতি কীরুপ ?

a) U

b) V

c) I  

d) S

উঃ I  

প্রশ্ন: ‘ভিস হর্ন’ পিরামিড চূড়া অবস্থিত

a) সুইট্‌জারল্যান্ডে

b) ভারতে

c) ফ্রান্সে

d) নেপালে

উঃ সুইট্‌জারল্যান্ডে

প্রশ্ন: তহ করি ভূমিরূপ ফ্রান্সে কী নামে পরিচিত ? 

a) সার্ক 

b) কার

c) হর্ন

d) এরিটি

উঃ সার্ক 

প্রশ্ন: দুটি কেটলের মধ্যবর্তী উঁচু অংশ হল –

a) গ্রাবরেখা

b) নব 

c) এস্-কার

d) ভাব

উঃ নব 

প্রশ্ন: ক্র্যাগ – এর পিছনে প্রলম্বিত শিলাস্তরকে বলা হয় –

a) রসে মতানে

b) টেল 

c) কেম

d) ভ্যালিট্রেন

উঃ টেল 

প্রশ্ন: কোন দেশকে ‘ The land) of fjords ‘ বলা হয় ?

a) ফিল্যান্ড

b) নরওয়ে  

c) কানাডা

d) আইসল্যান্ড

উঃ নরওয়ে 

প্রশ্ন: কোন মহাদেশের বেশিরভাগটাই হিমবাহে ঢাকা ।

a) অ্যান্টার্কটিকা 

b) উত্তর আমেরিকা

c) ইউরোপ

d) এশিয়া

উঃ অ্যান্টার্কটিকা 

প্রশ্ন: কোন প্রকার হিমবাহে নুনাটাকস্ দেখা যায় –

a) মহাদেশীয় 

b) পার্বত্য

c) উপকূলীয়

d) পাদদেশীয়

উঃ মহাদেশীয় 

প্রশ্ন: ম্যালাসপিনা কোন প্রকার হিমবাহের উদাহরণ ?

a) পার্বত্য

b) মহাদেশীয়

c) পাদদেশীয় 

d) উপত্যকা

উঃ পাদদেশীয় 

প্রশ্ন: কোন নামটি হিমবাহের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ?

a) অ্যালম্যান 

b) ডেভিস

c) গিলবার্ট

d) চেম্বারলিন

উঃ অ্যালম্যান 

প্রশ্ন: পৃথিবীর দ্রুততম হিমবাহ

a) ল্যামবার্ট

b) জ্যাকোবসাভোঁ

c) কোয়ারেক

d) মালাসপিনা

উঃ জ্যাকোবসাভোঁ

প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল

a) মালাসপিনা

b) ল্যামবার্ট

c) কোয়ারেক

d) হুবার্ড

উঃ ল্যামবার্ট

প্রশ্ন: পৃথিবীর মোট জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ কত শতাংশ ?

a) ২.৫ % 

b) ৫.২ %

c) ৪.৮ %

d) ৫.৮ %

উঃ ২.৫ % 

প্রশ্ন: হর্ন ভূমিরূপটি কোন‌টির অপর নাম—

a) এরিটি

b) রসে মতানে

c) সার্ক

d) পিরামিড চূড়া 

উঃ পিরামিড চূড়া 

প্রশ্ন: ভারতের হিমালয় পর্বতের একটি পার্বত্য হিমবাহ হল

a) হিসপার

b) জেমু

c) সিয়াচেন

d) রুপাল

উঃ জেমু

প্রশ্ন: ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়

a) পাদদেশীয় হিমবাহ দ্বারা

b) পার্বত্য হিমবাহ দ্বারা

c) উপকূলীয় হিমবাহ দ্বারা

d) মহাদেশীয় হিমবাহ দ্বারা

উঃ পার্বত্য হিমবাহ দ্বারা

প্রশ্ন: গ্রিনল্যান্ড ও নিউজিল্যান্ডের সমুদ্র আংশিক ডুবে থাকা উপত্যকা যে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয় তা হল

a) বায়ু

b) হিমবাহ

c) জলধারা ও বায়ুর মিলিত কার্য

d) নদী

উঃ হিমবাহ

প্রশ্ন: হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হল

a) করি

b) বার্গস্রুন্ড

c) এরিটি

d) ফিয়র্ড

উঃ বার্গস্রুন্ড

প্রশ্ন: কোন‌টি ‘মৃত্যুফাঁদ’ হিসেবে পরিচিত

a) বার্গস্রুন্ড

b) করি হ্রদ

c) গাসি

d) পলল শঙ্কু

উঃ বার্গস্রুন্ড

প্রশ্ন: কোন বিষয়টি জাহাজ চলাচলে বিপদ ঘটায় ?

a) হিমশৈল 

b) এরিটি

c) বার্গযুক্ত

d) ক্রেভাস

উঃ হিমশৈল 

প্রশ্ন: সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে বলে

a) স্তরায়িত গ্রাবরেখা

b) ভূমি গ্রাবরেখা

c) প্রান্ত গ্রাবরেখা

d) পার্শ্ব গ্রাবরেখা

উঃ স্তরায়িত গ্রাবরেখা

প্রশ্ন: ক্যানিয়ন ‘I’ আকৃতি হওয়ার প্রধান কারণ হল

a) বৃষ্টিহীন শুষ্ক ম্রু অঞ্চল

b) নদীর নিম্নক্ষয়

c) নদীর পার্শ্বক্ষয়

d) ভূমির খাড়া ঢাল

উঃ নদীর নিম্নক্ষয়

প্রশ্ন: কোন ভূমিরূপটি হিমবাহ ক্ষয়কার্যে গঠিত নয় ?

a) এরিটি

b) গ্রাবরেখা 

c) ক্রাগ ও টেল

d) হিমসিঁড়ি

উঃ গ্রাবরেখা 

প্রশ্ন: পাদদেশীয় হিমবাহ বা হিমবাহের অগ্রভাগকে বলে

a) রসে মতানে

b) ক্র্যাগ

c) লোব

d) এসকার

উঃ লোব

প্রশ্ন: করি ভূমিরূপটি জার্মানিতে কী নামে পরিচিত ?

a) এরিটি

b) কাম

c) কার

d) সার্ক 

উঃ সার্ক 

প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে ধীর গতিসম্পন্ন হিমবাহ হল

a) আন্টার্কটিকার মেসার্ভ

b) আলাস্কার হুবার্ড

c) আলাস্কার মালাসপিনা

d) আন্টার্কটিকার ল্যামবার্ট

উঃ আন্টার্কটিকার মেসার্ভ

প্রশ্ন: বদ্রিনাথের নীলকণ্ঠ ও নেপালের মাকালু কোন ভূমিরূপের উদাহরণ –

a) ড্রামলিন

b) হর্ন 

c) এস্-কার

d) এরিটি

উঃ হর্ন 

---Advertisement---

Related Post

Top Daily Demand Life Gadgets for Students on Amazon (2025 Edition)

In the modern academic world, students are constantly looking for tools and gadgets that can boost productivity, simplify study routines, and make life more comfortable — both in ...

Some Important questions and answers about science l বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Important questions and answers about science: বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য। এখানে আপনি পাবেন সাধারণ বিজ্ঞান প্রশ্ন ...

Important Idioms and Phrases MCQ Practice Set 5 | Free PDF | SSC, CHSL, CGL

Important Idioms and Phrases MCQ Practice Set 5: Mastering Idioms and Phrases is crucial for cracking the English section of competitive exams like SSC CGL, CHSL, MTS, and CPO. In this blog, we bring you ...

Important Idioms and Phrases MCQ Practice Set 4 | Free PDF | SSC, CHSL, CGL

Important Idioms and Phrases MCQ Practice Set 4: Mastering Idioms and Phrases is crucial for cracking the English section of competitive exams like SSC CGL, CHSL, MTS, and CPO. In this blog, we bring you ...

Leave a Comment