---Advertisement---

Primary TET 2025 Mathematics Pedagogy Practice Set 04 l প্রাইমারি টেট ২০২৫ গণিত পেডাগজি প্র্যাকটিস সেট ০৪

By Siksakul

Updated on:

Primary TET 2025 Mathematics Pedagogy Practice Set 04
---Advertisement---

Primary TET 2025 Mathematics Pedagogy Practice Set 04: Primary TET 2025 পরীক্ষার প্রস্তুতিতে গণিত পেডাগজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা প্রাইমারি টেট ২০২৫-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই Mathematics Pedagogy Practice Set 04 একটি দুর্দান্ত অনুশীলনমূলক উপকরণ। এখানে আপনি গণিত শিক্ষণ কৌশল, শিক্ষাবিজ্ঞান, শিশুদের বোধগম্যতা ও উপযোগিতা নির্ধারণে সহায়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (MCQ) পাবেন যা পরীক্ষায় বারবার আসে।

In this blog, you will get a carefully crafted Mathematics Pedagogy MCQ set in Bengali that matches the latest syllabus and exam pattern of Primary TET 2025. এটি শুধুমাত্র আপনার প্র্যাকটিস বাড়াবে না, বরং বিষয়ভিত্তিক ধারণাকে আরও মজবুত করে তুলবে।

📘 Primary TET 2025 Mathematics Pedagogy Practice Set 04 l গণিত পেডাগজি প্র্যাকটিস সেট ০

📘 Primary TET 2025 – গণিত পেডাগজি Practice Set – 04

1. গণিত শিক্ষার মূল উদ্দেশ্য হলো –
a. সূত্র মুখস্থ করানো
b. সমস্যা সমাধানের দক্ষতা অর্জন
c. দ্রুত অঙ্ক শেখানো
d. পরীক্ষা পাশ করানো
উত্তর: সমস্যা সমাধানের দক্ষতা অর্জন


2. শিশুরা সবচেয়ে ভালো শেখে –
a. ভয় দেখিয়ে
b. বোর্ডে লিখে দেখিয়ে
c. নিজেদের অভিজ্ঞতা থেকে
d. পরীক্ষার মাধ্যমে
উত্তর: নিজেদের অভিজ্ঞতা থেকে


3. গণিতে সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে –
a. পুনরাবৃত্তিমূলক অনুশীলন
b. সমস্যা নির্ভর কার্যকলাপ
c. শুধুমাত্র সূত্র শেখানো
d. প্রশ্ন মুখস্থ করানো
উত্তর: সমস্যা নির্ভর কার্যকলাপ


4. “কঠিন অঙ্ক বোঝাতে সহজ উপমা ব্যবহার করা” হলো –
a. প্রযুক্তি ব্যবহার
b. কার্যকর শিক্ষাদান কৌশল
c. প্রতীক ব্যবহার
d. মুখস্থ করানো
উত্তর: কার্যকর শিক্ষাদান কৌশল


5. নিচের কোনটি গণিত শিক্ষার একটি বৈশিষ্ট্য নয়?
a. যৌক্তিকতা
b. বিমূর্ততা
c. ভাষাগত দক্ষতা
d. পর্যবেক্ষণ ক্ষমতা
উত্তর: ভাষাগত দক্ষতা


6. শিক্ষার্থীদের গণিত ভয় কাটানোর জন্য সবচেয়ে উপযুক্ত উপায় –
a. কঠোর নিয়ম
b. গণনার প্রতিযোগিতা
c. খেলাধুলাভিত্তিক শেখানো
d. পরীক্ষার চাপ
উত্তর: খেলাধুলাভিত্তিক শেখানো

7. গণিতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ শেখানো হয় —
a. মৌলিক কার্যকলাপ হিসেবে
b. পরীক্ষার জন্য
c. মুখস্থ করানোর জন্য
d. শিক্ষকের নির্দেশে
উত্তর: মৌলিক কার্যকলাপ হিসেবে


8. গণিত শিক্ষা শিশুর মধ্যে যা গড়ে তোলে —
a. কল্পনা শক্তি
b. যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা
c. গানের দক্ষতা
d. গল্প বলার ক্ষমতা
উত্তর: যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা


9. প্রাথমিক গণিত শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত —
a. জটিল অঙ্কে
b. বাস্তব জীবনের উদাহরণে
c. উচ্চতর সূত্রে
d. পরীক্ষার প্রস্তুতিতে
উত্তর: বাস্তব জীবনের উদাহরণে


10. গণিতে মূল্যায়ন হওয়া উচিত –
a. বছরে একবার
b. একমাত্র লিখিত পরীক্ষায়
c. ধারাবাহিক ও কার্যকলাপভিত্তিক
d. বিদ্যালয়ের বাইরে
উত্তর: ধারাবাহিক ও কার্যকলাপভিত্তিক

আরো পড়ুনঃ প্রাইমারি টেট ২০২৫ গণিত পেডাগজি প্র্যাকটিস সেট ০৩

Top 50 Daily Demand Kitchen Gadgets in India 2025

---Advertisement---

Related Post

IB Security Assistant Recruitment 2025: Apply Online for 4987 Vacancies at mha.gov.in – Check Eligibility & Exam Dates

The Intelligence Bureau (IB) Security Assistant Recruitment 2025 online application process has officially started from 26 July 2025, offering a total of 4987 vacancies under the Ministry of ...

BSF Constable Tradesmen 2025 – 3588 Vacancies Out, Apply Online Now!

BSF Constable Tradesmen 2025: The Border Security Force (BSF) has officially released the Constable (Tradesmen) Recruitment 2025 Notification for 3588 vacancies. Both male and female candidates can apply ...

📘 Important Questions on European History (1870–1920) for Competitive Exams l ১৮৭০–১৯২০ ইউরোপের ইতিহাস: পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Important Questions on European History: Are you preparing for competitive exams like UPSC, SSC, PSC, or other government job tests where European history from 1870 to 1920 plays ...

India’s Largest Highest and Longest Places – Know at a Glance! l ভারতের বৃহত্তম, উচ্চতম ও দীর্ঘতম স্থানসমূহ – এক নজরে জেনে নিন!

India’s Largest Highest and Longest Places: আপনি কি জানেন ভারতের বৃহত্তম, উচ্চতম ও দীর্ঘতম স্থানসমূহ কোনগুলো? সাধারণ জ্ঞানের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার – যেমন SSC, UPSC, ...

Leave a Comment