---Advertisement---

WBP 2025 Reasoning Practice Set 04 l WBP 2025 Reasoning Practice Set in Bengali – The Ultimate Masterstroke

By Siksakul

Updated on:

WBP 2025 Reasoning Practice Set 04
---Advertisement---

WBP 2025 Reasoning Practice Set 04: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির প্রস্তুতির জন্য Reasoning (যুক্তি ও বিশ্লেষণমূলক দক্ষতা) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি WBP ConstableWBP SIKolkata Police (KP)Group DExcisePSC ClerkshipWBCS PreliminaryPost OfficeRailway NTPCRRB Group D, বা Bank Exams এর মতো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন—তবে এই রিজনিং সেটটি আপনার জন্য অপরিহার্য।

এই ব্লগে আমরা এমন কিছু প্রচলিত ও পরীক্ষাভিত্তিক গুরুত্বপূর্ণ Reasoning প্রশ্নোত্তর প্রদান করছি যা বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নই ভবিষ্যতের পরীক্ষার জন্য সহায়ক হবে।

👉 নিচে দেখে নিন WBP 2025 Reasoning Practice Set এর প্রশ্নোত্তর, যা আপনার প্রস্তুতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।

WBP 2025 Reasoning Practice Set 04

এই প্রশ্নগুলো WBP, WBP SI, KP, Group D, PSC Clerk, WBCS Preliminary, Railway, Post Office ও Bank পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সবথেকে উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন ।

(1) কবি : কবিতা : : নাট্যকার : ? 

(A) সংলাপ (B) মঞ্চ (C) নাটক (D) নির্দেশনা

2) ভারত : নিউ দিল্লি : : বাংলাদেশ : ?

(A) ইসলামাবাদ (B) ঢাকা (C) কাবুল (D) কলম্বো 

3) জুতো : চামড়া : : জামা : ?

(A) কাপড় (B) সুতো (C) কার্পাস (D) দর্জি

4) দই : দুধ : : তেল : ? 

(A) কাগজ (B) নারকেল (C) অগ্নিশিখা (D) ঔষধ 

লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন ।

(5) 1, 8, 27, 64, ? 

(A) 125 (B) 16 (C) 9 (D) 36

6) 1, 4, 9, 16, 25, 36, 49, ?

(A) 54 (B) 56 (C) 64 (D) 81

বেমানান টি নির্ণয় করুন ।

(7) 1, 4, 9, 16, 20, 36, 49

(A) 1 (B) 9 (C) 20 (D) 49 

8) 1, 8, 27, 60, 125, 216 

(A) 27 (B) 60 (C) 8 (D) 216 

অজানা অক্ষরটি নির্ণয় করো ।

(9) A, D, H, L, P, ?

(A) C (B) G (C) S (D) T

(10) A, G, L, P, S, ?

A) U (B) W (C) X (D) Y 

বেমানানটি নির্বাচন করুন ।

11) (A) Jasmine (B) Cherry (C) China rose (D) Rose 

12) (A) December (B) October (C) November (D) August

(13) (A) Diamond (B) Aluminium (C) Tungsten (D) Copper 

(14) (A) Parrot (B) Crow (C) Birds (D) Bats 

শূন্যস্থান পূরণ করুন ।

(15) লালকেল্লা : ভারত : : আইফেল টাওয়ার : ?

(A) জার্মানি (B) ইংল্যান্ড (C) ফ্রান্স (D) জাপান 

(16) অটোয়া : কানাডা : : ক্যানবেরা : ? 

(A) আর্জেন্টিনা (B) সুইজারল্যান্ড (C) বাংলাদেশ (D) অস্ট্রেলিয়া 

(17) Sheep : Lamb : : Butterfly : ? 

(A) Pup (B) Moth (C) Cub (D) Caterpillar 

(18) Ornithology : Birds : : Zoology : ?

(A) Animals (B) Plants (C) Dreams (D) Oceans

সবথেকে উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন ।

(19) একটি মানুষের সবসময়ই থাকে —

(A) হৃদপিণ্ড (B) হাত (C) পা (D) চোখ 

(20) একটি গাছে সবসময়ই থাকে — 

(A) ডালপালা (B) পাতা (C) ফল (D) শিকড় 

Answer Key for WBP 2025 Reasoning Practice Set 04: 

1) C (Drama)     

2) B ( Dhaka)

3) A (Cloth)

4) B (Coconut)

5) A (125)

6) C (64)

7) C (20)

8) B (60)

9) D (T)

10) A (U)

11) B (Cherry)

12) C (November)

13) A ( Diamond)

14) D ( Bats) 

15) C (France)

16) D ( Australia)

17) D (Caterpillar)

18) A (Animals)

19) A (Heart)

20) D (Roots) 

Read More : WBP 2025 Reasoning Practice Set 03

---Advertisement---

Related Post

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

✅ Important Events in Indian History l ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ

Important Events in Indian History: ভারতের ইতিহাস হাজার বছরের গৌরবময় ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ঘটনায় ভরা (Indian Historical events List)। প্রতিটি ঘটনা আমাদের সভ্যতার বিকাশ ...

WB Primary TET Practice Set 09 | Primary TET 2025 Bengali Pedagogy | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ০৯

WB Primary TET Practice Set 09: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত ...

Primary TET 2025 Bengali Pedagogy Part 08 l TET CTET Bengali Pedagogy l প্রাইমারি টেট 2025 বাংলা পেডাগগি MCQ প্রশ্নোত্তর

Primary Upper Primary TET 2025 Bengali Pedagogy Part 08: শিক্ষক নিয়োগ পরীক্ষায় সফল হতে Primary TET 2025 Bengali Pedagogy, Upper Primary TET Bengali Pedagogy এবং CTET Bengali Pedagogy একটি গুরুত্বপূর্ণ অংশ। ...

Leave a Comment