---Advertisement---

WBP 2025 Reasoning Practice Set 07 l WBP 2025 Reasoning Practice Set in Bengali – The Ultimate Masterstroke

By Siksakul

Updated on:

---Advertisement---

WBP 2025 Reasoning Practice Set 07: আজকের আর্টিকেলে আমরা এমন কিছু রিজনিং প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো, যেগুলো শুধুমাত্র WBP 2025 নয়, বরং WBP SI, KP Constable, WBPSC Clerkship, Group D, আবগারি, WBCS Preliminary, এমনকি Railway, Post Office, Bank ও অন্যান্য কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী ও পরীক্ষায় কমন আসার সম্ভাবনা প্রবল।

এই প্রশ্নোত্তর গুলি আপনাকে যেকোনো পরীক্ষার রিজনিং অংশে আত্মবিশ্বাসের সাথে ভালো নম্বর পেতে সাহায্য করবে। প্রশ্নগুলো সাজানো হয়েছে MCQ ফরম্যাটে, যাতে আপনি প্র্যাকটিস টেস্ট হিসেবেও ব্যবহার করতে পারেন।

চলুন, তাহলে শুরু করা যাক WBP 2025 Reasoning Practice Set 07, যেখানে প্রতিটি প্রশ্নের নিচে সঠিক উত্তরসহ ব্যাখ্যা দেওয়া হয়েছে, যাতে আপনি সহজেই বুঝতে ও মনে রাখতে পারেন।

WBP 2025 Reasoning Practice Set 07

এই প্রশ্নগুলো WBP, WBP SI, KP, Group D, PSC Clerk, WBCS Preliminary, Railway, Post Office ও Bank পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

1) কবি : কবিতা :: নাট্যকার : ?

সমস্যার ধরন: Analogical reasoning (সাদৃশ্য)

ব্যাখ্যা:
কবি কবিতা লেখেন, নাট্যকার লেখেন নাটক।

সঠিক উত্তর: (C) নাটক


2) ভারত : নিউ দিল্লি :: বাংলাদেশ : ?

ব্যাখ্যা:
ভারতের রাজধানী নিউ দিল্লি, বাংলাদেশের রাজধানী ঢাকা।

সঠিক উত্তর: (B) ঢাকা


3) জুতো : চামড়া :: জামা : ?

ব্যাখ্যা:
জুতো তৈরি হয় চামড়া দিয়ে, জামা তৈরি হয় কাপড় দিয়ে।

সঠিক উত্তর: (A) কাপড়


4) দই : দুধ :: তেল : ?

ব্যাখ্যা:
দুধ থেকে তৈরি হয় দই। তেমনই নারকেল (বা সর্ষে) থেকে তৈরি হয় তেল।

সঠিক উত্তর: (B) নারকেল


লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন:

5) 1, 8, 27, 64, ?

ব্যাখ্যা:
এই সংখ্যাগুলো হল ঘনসংখ্যা:
1³ = 1, 2³ = 8, 3³ = 27, 4³ = 64, 5³ = 125

সঠিক উত্তর: (A) 125


6) 1, 4, 9, 16, 25, 36, 49, ?

ব্যাখ্যা:
এই সংখ্যাগুলো হল বর্গ সংখ্যা:
1², 2², 3², …, 7² = 49, পরবর্তী সংখ্যা 8² = 64

সঠিক উত্তর: (C) 64


বেমানান টি নির্ণয় করুন:

7) 1, 4, 9, 16, 20, 36, 49
বাকি সব সংখ্যাই পারফেক্ট স্কোয়ার:
1²=1, 2²=4, 3²=9, 4²=16, ❌ 20, 6²=36, 7²=49
সঠিক উত্তর: (C) 20


8) 1, 8, 27, 60, 125, 216
ঘন সংখ্যা:
1³=1, 2³=8, 3³=27, ❌ 60, 5³=125, 6³=216
সঠিক উত্তর: (B) 60


অজানা অক্ষরটি নির্ণয় করো:

9) A, D, H, L, P, ?
ক্রম অনুযায়ী অক্ষর সংখ্যার যোগ:
A(+3)=D, D(+4)=H, H(+4)=L, L(+4)=P, P(+3)=S
সঠিক উত্তর: (C) S


10) A, G, L, P, S, ?
অক্ষরের অবস্থান:
A(1), G(7), L(12), P(16), S(19), ?
ফারাক: +6, +5, +4, +3 → পরবর্তী: +2 → 19+2=21 = U
সঠিক উত্তর: (A) U


বেমানানটি নির্বাচন করুন:

11) (A) Jasmine (B) Cherry (C) China rose (D) Rose
Cherry ফল, বাকিগুলি ফুল।
সঠিক উত্তর: (B) Cherry


12) (A) December (B) October (C) November (D) August
August একমাত্র মাস যা গ্রীষ্মকালীন, বাকিগুলি শীতকালীন/শরৎ
সঠিক উত্তর: (D) August


13) (A) Diamond (B) Aluminium (C) Tungsten (D) Copper
Diamond একটি খনিজ রত্ন, বাকিগুলি ধাতু।
সঠিক উত্তর: (A) Diamond


14) (A) Parrot (B) Crow (C) Birds (D) Bats
Bats পাখি নয়, স্তন্যপায়ী।
সঠিক উত্তর: (D) Bats


শূন্যস্থান পূরণ করুন l WBP 2025 Reasoning Practice Set 1

15) লালকেল্লা : ভারত : : আইফেল টাওয়ার : ?
সঠিক উত্তর: (C) ফ্রান্স


16) অটোয়া : কানাডা : : ক্যানবেরা : ?
সঠিক উত্তর: (D) অস্ট্রেলিয়া


17) Sheep : Lamb :: Butterfly : ?
Sheep-এর শিশু Lamb → Butterfly-এর শিশু Caterpillar
সঠিক উত্তর: (D) Caterpillar


18) Ornithology : Birds :: Zoology : ?
Ornithology = study of birds
Zoology = study of animals
সঠিক উত্তর: (A) Animals

(19) একটি মানুষের সবসময়ই থাকে —
👉 মানুষ সবসময় হাত বা পা হারাতে পারে, কিন্তু হৃদপিণ্ড ছাড়া জীবিত থাকতে পারে না।
সঠিক উত্তর: (A) হৃদপিণ্ড


(20) একটি গাছে সবসময়ই থাকে —
👉 গাছের পাতা, ফল ইত্যাদি ঝরে যেতে পারে, কিন্তু শিকড় না থাকলে গাছই টিকে থাকতে পারে না।
সঠিক উত্তর: (D) শিকড়

(21) হাতুড়ি : কাঠমিস্ত্রি :: তুলি : ?
(A) শিল্পী
(B) রং
(C) রঙিন
(D) লেখক
উত্তর: (A) শিল্পী
👉 হাতুড়ি যেমন কাঠমিস্ত্রির উপকরণ, তেমনি তুলি শিল্পীর।


(22) কাগজ : বই :: ইট : ?
(A) বালি
(B) সিমেন্ট
(C) ঘর
(D) ছাদ
উত্তর: (C) ঘর
👉 কাগজ দিয়ে বই, ইট দিয়ে ঘর।


(23) সোনা : অলঙ্কার :: সুতো : ?
(A) তাঁত
(B) কাপড়
(C) তাঁতি
(D) সুই
উত্তর: (B) কাপড়
👉 সোনা দিয়ে অলঙ্কার, সুতো দিয়ে কাপড়।


(24) উড়োজাহাজ : আকাশ :: নৌকা : ?
(A) নদী
(B) রেল
(C) পাহাড়
(D) ভূমি
উত্তর: (A) নদী
👉 উড়োজাহাজ চলে আকাশে, নৌকা চলে নদীতে।


(25) দুধ : গরু :: ডিম : ?
(A) হাঁস
(B) মুরগি
(C) পাখি
(D) সবগুলো
উত্তর: (D) সবগুলো
👉 ডিম সবগুলো থেকেই আসতে পারে – হাঁস, মুরগি, পাখি।

(21) হাতুড়ি : কাঠমিস্ত্রি :: তুলি : ?
(A) শিল্পী
(B) রং
(C) রঙিন
(D) লেখক
উত্তর: (A) শিল্পী
👉 হাতুড়ি যেমন কাঠমিস্ত্রির উপকরণ, তেমনি তুলি শিল্পীর।


(22) কাগজ : বই :: ইট : ?
(A) বালি
(B) সিমেন্ট
(C) ঘর
(D) ছাদ
উত্তর: (C) ঘর
👉 কাগজ দিয়ে বই, ইট দিয়ে ঘর।


(23) সোনা : অলঙ্কার :: সুতো : ?
(A) তাঁত
(B) কাপড়
(C) তাঁতি
(D) সুই
উত্তর: (B) কাপড়
👉 সোনা দিয়ে অলঙ্কার, সুতো দিয়ে কাপড়।


(24) উড়োজাহাজ : আকাশ :: নৌকা : ?
(A) নদী
(B) রেল
(C) পাহাড়
(D) ভূমি
উত্তর: (A) নদী
👉 উড়োজাহাজ চলে আকাশে, নৌকা চলে নদীতে।


(25) দুধ : গরু :: ডিম : ?
(A) হাঁস
(B) মুরগি
(C) পাখি
(D) সবগুলো
উত্তর: (D) সবগুলো
👉 ডিম সবগুলো থেকেই আসতে পারে – হাঁস, মুরগি, পাখি।

(26) Teacher : School :: Doctor : ?
(A) Medicine
(B) Hospital
(C) Operation
(D) Nurse
উত্তর: (B) Hospital
👉 শিক্ষক স্কুলে, ডাক্তার হাসপাতালে।


(27) Kolkata : India :: Tokyo : ?
(A) China
(B) Japan
(C) Russia
(D) Thailand
উত্তর: (B) Japan
👉 কলকাতা ভারতের, টোকিও জাপানের।


(28) Pen : Writer :: Brush : ?
(A) Colour
(B) Artist
(C) Canvas
(D) Paint
উত্তর: (B) Artist
👉 কলম লেখকের, তুলি শিল্পীর।


(29) Friday : Saturday :: Sunday : ?
(A) Monday
(B) Tuesday
(C) Wednesday
(D) Thursday
উত্তর: (A) Monday
👉 Friday-এর পর Saturday, Sunday-এর পর Monday।


(30) Vision : Eye :: Hearing : ?
(A) Tongue
(B) Skin
(C) Nose
(D) Ear
উত্তর: (D) Ear
👉 দৃষ্টির অঙ্গ চোখ, শ্রবণের অঙ্গ কান।

আরো পড়ুনঃ

---Advertisement---

Related Post

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

✅ Important Events in Indian History l ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ

Important Events in Indian History: ভারতের ইতিহাস হাজার বছরের গৌরবময় ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ঘটনায় ভরা (Indian Historical events List)। প্রতিটি ঘটনা আমাদের সভ্যতার বিকাশ ...

WB Primary TET Practice Set 09 | Primary TET 2025 Bengali Pedagogy | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ০৯

WB Primary TET Practice Set 09: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত ...

Primary TET 2025 Bengali Pedagogy Part 08 l TET CTET Bengali Pedagogy l প্রাইমারি টেট 2025 বাংলা পেডাগগি MCQ প্রশ্নোত্তর

Primary Upper Primary TET 2025 Bengali Pedagogy Part 08: শিক্ষক নিয়োগ পরীক্ষায় সফল হতে Primary TET 2025 Bengali Pedagogy, Upper Primary TET Bengali Pedagogy এবং CTET Bengali Pedagogy একটি গুরুত্বপূর্ণ অংশ। ...

Leave a Comment