---Advertisement---

WBP 2025 Reasoning Practice Set 07 l WBP 2025 Reasoning Practice Set in Bengali – The Ultimate Masterstroke

By Siksakul

Updated on:

---Advertisement---

WBP 2025 Reasoning Practice Set 07: আজকের আর্টিকেলে আমরা এমন কিছু রিজনিং প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো, যেগুলো শুধুমাত্র WBP 2025 নয়, বরং WBP SI, KP Constable, WBPSC Clerkship, Group D, আবগারি, WBCS Preliminary, এমনকি Railway, Post Office, Bank ও অন্যান্য কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী ও পরীক্ষায় কমন আসার সম্ভাবনা প্রবল।

এই প্রশ্নোত্তর গুলি আপনাকে যেকোনো পরীক্ষার রিজনিং অংশে আত্মবিশ্বাসের সাথে ভালো নম্বর পেতে সাহায্য করবে। প্রশ্নগুলো সাজানো হয়েছে MCQ ফরম্যাটে, যাতে আপনি প্র্যাকটিস টেস্ট হিসেবেও ব্যবহার করতে পারেন।

চলুন, তাহলে শুরু করা যাক WBP 2025 Reasoning Practice Set 07, যেখানে প্রতিটি প্রশ্নের নিচে সঠিক উত্তরসহ ব্যাখ্যা দেওয়া হয়েছে, যাতে আপনি সহজেই বুঝতে ও মনে রাখতে পারেন।

WBP 2025 Reasoning Practice Set 07

এই প্রশ্নগুলো WBP, WBP SI, KP, Group D, PSC Clerk, WBCS Preliminary, Railway, Post Office ও Bank পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

1) কবি : কবিতা :: নাট্যকার : ?

সমস্যার ধরন: Analogical reasoning (সাদৃশ্য)

ব্যাখ্যা:
কবি কবিতা লেখেন, নাট্যকার লেখেন নাটক।

✅ সঠিক উত্তর: (C) নাটক


2) ভারত : নিউ দিল্লি :: বাংলাদেশ : ?

ব্যাখ্যা:
ভারতের রাজধানী নিউ দিল্লি, বাংলাদেশের রাজধানী ঢাকা।

✅ সঠিক উত্তর: (B) ঢাকা


3) জুতো : চামড়া :: জামা : ?

ব্যাখ্যা:
জুতো তৈরি হয় চামড়া দিয়ে, জামা তৈরি হয় কাপড় দিয়ে।

✅ সঠিক উত্তর: (A) কাপড়


4) দই : দুধ :: তেল : ?

ব্যাখ্যা:
দুধ থেকে তৈরি হয় দই। তেমনই নারকেল (বা সর্ষে) থেকে তৈরি হয় তেল।

✅ সঠিক উত্তর: (B) নারকেল


লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন:

5) 1, 8, 27, 64, ?

ব্যাখ্যা:
এই সংখ্যাগুলো হল ঘনসংখ্যা:
1³ = 1, 2³ = 8, 3³ = 27, 4³ = 64, 5³ = 125

✅ সঠিক উত্তর: (A) 125


6) 1, 4, 9, 16, 25, 36, 49, ?

ব্যাখ্যা:
এই সংখ্যাগুলো হল বর্গ সংখ্যা:
1², 2², 3², …, 7² = 49, পরবর্তী সংখ্যা 8² = 64

✅ সঠিক উত্তর: (C) 64


বেমানান টি নির্ণয় করুন:

7) 1, 4, 9, 16, 20, 36, 49
বাকি সব সংখ্যাই পারফেক্ট স্কোয়ার:
1²=1, 2²=4, 3²=9, 4²=16, ❌ 20, 6²=36, 7²=49
✅ সঠিক উত্তর: (C) 20


8) 1, 8, 27, 60, 125, 216
ঘন সংখ্যা:
1³=1, 2³=8, 3³=27, ❌ 60, 5³=125, 6³=216
✅ সঠিক উত্তর: (B) 60


অজানা অক্ষরটি নির্ণয় করো:

9) A, D, H, L, P, ?
ক্রম অনুযায়ী অক্ষর সংখ্যার যোগ:
A(+3)=D, D(+4)=H, H(+4)=L, L(+4)=P, P(+3)=S
✅ সঠিক উত্তর: (C) S


10) A, G, L, P, S, ?
অক্ষরের অবস্থান:
A(1), G(7), L(12), P(16), S(19), ?
ফারাক: +6, +5, +4, +3 → পরবর্তী: +2 → 19+2=21 = U
✅ সঠিক উত্তর: (A) U


বেমানানটি নির্বাচন করুন:

11) (A) Jasmine (B) Cherry (C) China rose (D) Rose
Cherry ফল, বাকিগুলি ফুল।
✅ সঠিক উত্তর: (B) Cherry


12) (A) December (B) October (C) November (D) August
August একমাত্র মাস যা গ্রীষ্মকালীন, বাকিগুলি শীতকালীন/শরৎ
✅ সঠিক উত্তর: (D) August


13) (A) Diamond (B) Aluminium (C) Tungsten (D) Copper
Diamond একটি খনিজ রত্ন, বাকিগুলি ধাতু।
✅ সঠিক উত্তর: (A) Diamond


14) (A) Parrot (B) Crow (C) Birds (D) Bats
Bats পাখি নয়, স্তন্যপায়ী।
✅ সঠিক উত্তর: (D) Bats


শূন্যস্থান পূরণ করুন l WBP 2025 Reasoning Practice Set 1

15) লালকেল্লা : ভারত : : আইফেল টাওয়ার : ?
✅ সঠিক উত্তর: (C) ফ্রান্স


16) অটোয়া : কানাডা : : ক্যানবেরা : ?
✅ সঠিক উত্তর: (D) অস্ট্রেলিয়া


17) Sheep : Lamb :: Butterfly : ?
Sheep-এর শিশু Lamb → Butterfly-এর শিশু Caterpillar
✅ সঠিক উত্তর: (D) Caterpillar


18) Ornithology : Birds :: Zoology : ?
Ornithology = study of birds
Zoology = study of animals
✅ সঠিক উত্তর: (A) Animals

(19) একটি মানুষের সবসময়ই থাকে —
👉 মানুষ সবসময় হাত বা পা হারাতে পারে, কিন্তু হৃদপিণ্ড ছাড়া জীবিত থাকতে পারে না।
✅ সঠিক উত্তর: (A) হৃদপিণ্ড


(20) একটি গাছে সবসময়ই থাকে —
👉 গাছের পাতা, ফল ইত্যাদি ঝরে যেতে পারে, কিন্তু শিকড় না থাকলে গাছই টিকে থাকতে পারে না।
✅ সঠিক উত্তর: (D) শিকড়

(21) হাতুড়ি : কাঠমিস্ত্রি :: তুলি : ?
(A) শিল্পী
(B) রং
(C) রঙিন
(D) লেখক
✅ উত্তর: (A) শিল্পী
👉 হাতুড়ি যেমন কাঠমিস্ত্রির উপকরণ, তেমনি তুলি শিল্পীর।


(22) কাগজ : বই :: ইট : ?
(A) বালি
(B) সিমেন্ট
(C) ঘর
(D) ছাদ
✅ উত্তর: (C) ঘর
👉 কাগজ দিয়ে বই, ইট দিয়ে ঘর।


(23) সোনা : অলঙ্কার :: সুতো : ?
(A) তাঁত
(B) কাপড়
(C) তাঁতি
(D) সুই
✅ উত্তর: (B) কাপড়
👉 সোনা দিয়ে অলঙ্কার, সুতো দিয়ে কাপড়।


(24) উড়োজাহাজ : আকাশ :: নৌকা : ?
(A) নদী
(B) রেল
(C) পাহাড়
(D) ভূমি
✅ উত্তর: (A) নদী
👉 উড়োজাহাজ চলে আকাশে, নৌকা চলে নদীতে।


(25) দুধ : গরু :: ডিম : ?
(A) হাঁস
(B) মুরগি
(C) পাখি
(D) সবগুলো
✅ উত্তর: (D) সবগুলো
👉 ডিম সবগুলো থেকেই আসতে পারে – হাঁস, মুরগি, পাখি।

(21) হাতুড়ি : কাঠমিস্ত্রি :: তুলি : ?
(A) শিল্পী
(B) রং
(C) রঙিন
(D) লেখক
✅ উত্তর: (A) শিল্পী
👉 হাতুড়ি যেমন কাঠমিস্ত্রির উপকরণ, তেমনি তুলি শিল্পীর।


(22) কাগজ : বই :: ইট : ?
(A) বালি
(B) সিমেন্ট
(C) ঘর
(D) ছাদ
✅ উত্তর: (C) ঘর
👉 কাগজ দিয়ে বই, ইট দিয়ে ঘর।


(23) সোনা : অলঙ্কার :: সুতো : ?
(A) তাঁত
(B) কাপড়
(C) তাঁতি
(D) সুই
✅ উত্তর: (B) কাপড়
👉 সোনা দিয়ে অলঙ্কার, সুতো দিয়ে কাপড়।


(24) উড়োজাহাজ : আকাশ :: নৌকা : ?
(A) নদী
(B) রেল
(C) পাহাড়
(D) ভূমি
✅ উত্তর: (A) নদী
👉 উড়োজাহাজ চলে আকাশে, নৌকা চলে নদীতে।


(25) দুধ : গরু :: ডিম : ?
(A) হাঁস
(B) মুরগি
(C) পাখি
(D) সবগুলো
✅ উত্তর: (D) সবগুলো
👉 ডিম সবগুলো থেকেই আসতে পারে – হাঁস, মুরগি, পাখি।

(26) Teacher : School :: Doctor : ?
(A) Medicine
(B) Hospital
(C) Operation
(D) Nurse
✅ উত্তর: (B) Hospital
👉 শিক্ষক স্কুলে, ডাক্তার হাসপাতালে।


(27) Kolkata : India :: Tokyo : ?
(A) China
(B) Japan
(C) Russia
(D) Thailand
✅ উত্তর: (B) Japan
👉 কলকাতা ভারতের, টোকিও জাপানের।


(28) Pen : Writer :: Brush : ?
(A) Colour
(B) Artist
(C) Canvas
(D) Paint
✅ উত্তর: (B) Artist
👉 কলম লেখকের, তুলি শিল্পীর।


(29) Friday : Saturday :: Sunday : ?
(A) Monday
(B) Tuesday
(C) Wednesday
(D) Thursday
✅ উত্তর: (A) Monday
👉 Friday-এর পর Saturday, Sunday-এর পর Monday।


(30) Vision : Eye :: Hearing : ?
(A) Tongue
(B) Skin
(C) Nose
(D) Ear
✅ উত্তর: (D) Ear
👉 দৃষ্টির অঙ্গ চোখ, শ্রবণের অঙ্গ কান।

আরো পড়ুনঃ

---Advertisement---

Related Post

CCRAS Recruitment 2025 Notification: Apply for 388 Group A, B & C Vacancies Including MTS & LDC

The Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) has issued a short notification regarding 388 vacancies across Group A, B, and C posts. The recruitment will cover ...

WB SLST English 2025 Preparation: 45 Important One-Sentence Question Answers on The Lotus Eaters by Somerset Maugham

WB SLST English 2025 preparation: Preparing for the 2nd WB SLST English Exam 2025? Struggling to cover every story in your syllabus? Don’t worry! We’ve compiled 45 One-Sentence ...

WB SLST English 2025 l 50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates

50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates: If you’re preparing for WB SLST English 2025 (IX-X), mastering the short story “The Ox” by H.E. Bates is ...

🥭 List of Scientific Names of Important Fruits 2025 l গুরুত্বপূর্ণ ফলের বৈজ্ঞানিক নাম

আপনি কি জানেন যে প্রতিদিন আমরা যে ফলগুলি খাই, সেগুলিরও নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম বা Scientific Name রয়েছে? শিক্ষার্থীদের মাধ্যমিক জীববিজ্ঞান (Madhyamik Biology), প্রতিযোগিতামূলক পরীক্ষা (SSC, UPSC, WBCS, Railway, NTPC) এবং সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ফলের বৈজ্ঞানিক নামের তালিকা ২০২৫ (List of Scientific Names of Important Fruits 2025)।

Leave a Comment