---Advertisement---

PSC Clerkship or Food SI GK Practice Set 6 || পিএসসি ক্লার্কশিপ ও ফুড এস আই জিকে প্র্যাকটিস সেট ৬

By Siksakul

Published on:

PSC Clerkship or Food SI GK Practice Set
---Advertisement---

আপন কি কোনো সরকারি চাকরির পরীক্ষার্থী? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন. কেননা আমরা এখানে সকল সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু (PSC Clerkship or Food SI GK Practice Set) সাধারণ জ্ঞান এর প্রশ্ন উত্তর দেওয়া হলো, যা আপনাদের অনেকটা সহায়তা করবে। এই প্র্যাকটিস সেট আপনার পরীক্ষার সময়ে আপনাকে নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করতে সাহায্য করতে পারে এবং আপনার প্রফেশনাল প্রগতির পথে একটি গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে।

PSC Clerkship or Food SI GK Practice Set ll

1. ঘানার রাজধানী কোথায়?:- আকৃতি।

2. লোকসভায় উপস্থিত কোন বিলকে অর্থবিল হিসেবে সার্টিফিকেট কে প্রদান করেন?:- লোকসভার স্পিকার।

3. ক্যাকটাস হলো একটি রূপান্তরিত কি?:- কান্ড।

4. সরিষ্কা অভয়ারণ্য কোথায় অবস্থিত?:-রাজস্থানের আলওয়ার অঞ্চলে।

5. কি সম্পর্কিত বিদ্যা হল অনকোলজি?:- ক্যান্সার।

6. রোহান বোপান্না কোন খেলার সঙ্গে যুক্ত?:- টেনিস।

7. পৃথিবীর বার্ষিক গতির পরিমান সেকেন্ডে কত কিলোমিটার?:- 29.7কিলোমিটার/সেকেন্ড।

8. “Best Young Athlete” অ্যাওয়ার্ড জিতলেন কোন তীরন্দাজ?:- শীতলদেবী।

9. সম্প্রতি প্রয়াত দীনেশ ফার্নিশ কে ছিলেন?:- একজন অভিনেতা ছিলেন।

পিএসসি ক্লার্কশিপ ও ফুড এস আই জিকে প্র্যাকটিস সেট ৬

10. Kalaburagi Open 2023 টাইটেল জিতলেন কোন ভারতীয় টেনিস খেলোয়াড়?:- রামকুমার রামনাথন।

11. Oxford Word of the Year 2023 হিসেবে নির্বাচিত হলো কোন শব্দ?:- Rizz.

12. Qatar Wise Prize 2023 জিতলেন কোন ভারতীয়?:- সফিনা হুসাইন।

13. যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবিল ঘি প্রস্তুত করা হয় তাকে কি বলে?:- হাইড্রোজিনেশন।

14. TEL কথাটির পুরো নাম কি?:- টেট্রা ইথাইল লেড।

আরও দেখুন:- GK Practice Set 2

15. মানুষের স্বাভাবিক রক্ত কি ধরনের হয়ে থাকে?:- ক্ষারীয়।

16. একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হল:-একডিনা।

17. কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলে আখ্যা দেওয়া হয়?:-ব্যাঙ্গালোর কে।

18. স্থলবায়ু সাধারণত প্রবাহিত হয়:-রাত্রিবেলা।

19. ক্ষুদ্ধ মন্ডল বলা হয় কাকে?:- ট্রপোস্পিয়ারকে।

20. ভারতের ডেট্রয়েট বলা হয় কোন শহরকে?:- চেন্নাই কে।

21. মানুষের দুধে দাঁতের সংখ্যা কয়টি?:- 20 টি।

22. ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে?:- ম্যাগনেসিয়াম।

23. কোষ বিভাজনের সময় ডিএনএ সিনথেসিস ঘটে কোন দশায়?:- ইন্টারফেজ।

24. মেন্ডেলের ডাইহাইব্রিড কোষের ফিনোটাইপ অনুপাত কি?:- 9:3:3:1

25. একটি প্রকৃত ফল নয় এর উদাহরণ হল:- আপেল।

26. স্তন্যপায়ীদের সারভাইক্যাল ভার্টিব্রার সংখ্যা হল:- 7টি।

27. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয়?:-ছাল থেকে।

28. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন?:- ভিটামিন K.

29. পাচিত খাদ্য কোথায় শোষিত হয়?:- ক্ষুদ্রান্তে।

30. প্রথম সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে?:- লিউয়েন হুক।

---Advertisement---

Related Post

Competitive Reasoning MCQ Questions and Answers: Key to Success in Exams

Competitive reasoning MCQs play a crucial role in assessing a candidate’s logical aptitude, problem-solving capabilities, and analytical skills during various exams. These questions are designed to evaluate how ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-10 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-10 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-10(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-১০। এই সেটে সাধারণ ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-9 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-9 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-9(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ ...

Leave a Comment