General Science Chemistry MCQ 2024: প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় সাধারণ বিজ্ঞান বিশেষ করে রসায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে অধ্যয়ন ও অনুশীলন করলে, আপনি সহজেই এই অংশে ভালো ফলাফল করতে পারেন। এই ব্লগে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ এবং রসায়ন সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, যা বাংলা ভাষায় সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়েছে।
আমাদের এই সংগ্রহটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি রসায়ন বিষয়ের মূল ধারণা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে পরিচিত হতে পারেন। এই প্রশ্নোত্তরগুলি শুধু আপনার জ্ঞান বৃদ্ধি করবে না, বরং আপনাকে পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে।
যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারী চাকরি, ব্যাংকিং, রেলওয়ে, বা অন্য যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ গুলি অত্যন্ত উপকারী হবে। আসুন, সময় নষ্ট না করে, শুরু করি রসায়নের এই চমৎকার জগতে এক অনন্য যাত্রা।
General Science Chemistry MCQ 2024 | Chemistry GK MCQ in Bengali Set 5
81. নিম্নলিখিত কোনটি বিজারক দ্রব্য ?
(A) HNO3
(B) গাঢ় H2SO4
(C) S
(D) HI
(D) HI
82. নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি ঠিক?
(A) জারক পদার্থ নিজে জারিত হয়।
(B) বিজারক পদার্থ নিজে বিজারিত হয়
(C) জারণ ও বিজারণ একইসাথে ঘটে
(D) সবকটি ঠিক
83. বিজারণ হল—
(A) ইলেকট্রন বর্জন
(B) ইলেকট্রন গ্রহণ
(C) দুটোই
(D) কোনটাই নয়
(B) ইলেকট্রন গ্রহণ
84. Na সাধারণত কি করে—
(A) 2e গ্রহণ করে
(B) 2e বর্জন করে
(C) le গ্রহণ করে
(D) 1e বর্জন করে
(D) 1e বর্জন করে
85. জারক পদার্থ নিজে কি হয়—
(A) জারিত হয়
(B) বিজারিত হয়
(C) দ্রবীভূত হয়
(D) কেলাসিত হয়
(B) বিজারিত হয়
86. নিচের কোনটি বিজারক দ্রব্য ?
(A) CO
(B) Br2
(C) S
(D) H2SO4
(A) CO
87. CO ও Cl2 এর বিক্রিয়ায় উৎপন্ন হয় COCl2। এটি কী বিক্রিয়া?
(A) সংযােগ
(B) প্রতিস্থাপন
(C) যুত
(D) বিনিময়
(C) যুত
8৪. রাসায়নিক সমীকরণ থেকে নিচের কোন বিষয়ে তথ্য পাওয়া যায়?
(A) পদার্থের অণু-পরমাণুর সংখ্যা
(B) বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ
(C) গ্যাসীয় পদার্থের আয়তনমাত্রিক সম্পর্ক
(D) সবকটি থেকে
(D) সবকটি থেকে
89. রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াকরী পদার্থকে কী বলে?
(A) বিকারক
(B) বিক্রিয়াজাত
(C) বিগালক
(D) সংযুক্তি
(A) বিকারক
90. নিচের কোন বিষয়গুলি রাসায়নিক সমীকরণ থেকে জানা যায়?
(A) বিক্রিয়া বা বিক্রিয়াজাত দ্রব্যের ভৌত অবস্থা
(B) বিক্রিয়াটি তাপ উৎপাদক কিনা
(C) বিক্রিয়াটি উভমুখী কিনা
(D) সবকটি থেকে
(D) সবকটি থেকে
91. H2-এর নাম জ্বলন্ত বায়ু কে দেন?
(A) ল্যাভয়সিয়ে
(B) ক্যাভেন্ডিস
(C) রবার্ট বয়েল
(D) পাউলিং
(B) ক্যাভেন্ডিস
92. নিম্নলিখিত কোনটি অনুঘটকের বিষ হিসাবে কাজ করে?
(A) AS2O3
(B) Pt
(C) Mo
(D) Pb
(A) AS2O3
93. কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন হীরক হল বিশুদ্ধতম কার্বন ?
(A) রবার্ট বয়েল
(B) নিউটন
(C) টেন্যান্ট
(d) পাউলিং
(C) টেন্যান্ট
94. সবচেয়ে উচ্চমানের কয়লা নিম্নলিখিত কোনটি ?
(A) পিট
(B) অ্যানথ্রাসাইট
(C) বিটুমিনাস
(D) লিগনাইট
(B) অ্যানথ্রাসাইট
95. 1 আন্তর্জাতিক ক্যারট = কত গ্রাম?
(A) 0.002
(B) 0.200
(C) 0.003
(D) 0:300
(B) 0.200
96. কোন্ মৌলটির অন্তর্ভূতি ক্ষমতা রয়েছে?
(A) Pd
(B) O2
(C) H2
(D) S
(A) Pd
97. পরা অনুঘটক কাকে বলে ?
(A) পজিটিভ অনুঘটক
(B) নেগেটিভ অনুঘটক
(C) স্বয়ং অনুঘটক
(D) উদ্দীপক
(A) পজিটিভ অনুঘটক
98. অক্সি-অ্যাসিটিলিন গ্যাসের শিখার তাপমাত্রা কত হয় ?
(A) 200°C
(B) 3000°C
(C) 300°C
(D) 2000°C
(B) 3000°C
99. কোনটি অক্সিজেন শােষণ করে নেয় ?
(A) ম্যাগনেশিয়াম পাইরােগ্যালেট
(B) সােডিয়াম পাইরােগ্যালেট
(C) পটাশিয়াম পাইরােগ্যালেট
(D) জিঙ্ক পাইরােগ্যালেট
(C) পটাশিয়াম পাইরােগ্যালেট
100. বসের পদ্ধতি দ্বারা নিচের কোন্ মৌল তৈরি হয়?
(A) O2
(B) N2
(C) C
(D) H2
(D) H2