---Advertisement---

Name of Human Diseases and their Microbes 2024 | মানবদেহের বিভিন্ন রোগ ও তাদের জীবাণু

By Siksakul

Published on:

Name of human Diseases and their Microbes 2024
---Advertisement---

Human Diseases and their Microbes 2024: SIKSAKUL ‘সাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে আমরা মানবদেহের বিভিন্ন রোগ ও তাদের জীবাণু (Name of Human Diseases and their Microbes) নিয়ে আলোচনা করলাম। আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি ফলো করুন। 

Human Diseases and their Microbes l মানবদেহের বিভিন্ন রোগ ও তাদের জীবাণু

জি.কে. বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল মানবদেহের বিভিন্ন রোগ ও তাদের জীবাণু। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিভাগটি থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে।  এস এস সি, পি এস সি, স্কুল সার্ভিস কমিশান, বন দপ্তর, পুলিশ, মিস্লেনিয়াস, ক্লার্কশিপ, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের , গ্রুপ ডি  , ইউপিএসসি, রেল প্রভৃতি পরীক্ষায় নানান ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে এসে থাকে। কয়েকটি উদাহরণের সাথে এই বিভাগ থেকে কি ধরণের প্রশ্ন আসে তা দেখানো হল। ১. পোলিও রোগের জীবাণুর নাম কি? ? উত্তর হবে এন্টারো ভাইরাস। ২. কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম কি?। উত্তর হবে ভিব্রিও কলেরি। 


রোগের নাম
জীবাণুর নাম
 ভাইরাসঘটিত রোগ 
১. গুটি বসন্ত রোগের জীবাণুর নাম কি? উঃ- ভ্যারিওলা ভাইরাস
২. হাম রোগের জীবাণুর নাম কি?উঃ- রুবেল্লা ভাইরাস
৩. জলবসন্ত রোগের জীবাণুর নাম কি?উঃ- ভ্যারিসেলা ভাইরাস
৪. পোলিও রোগের জীবাণুর নাম কি?উঃ- এন্টারো ভাইরাস
৫. রেবিস  কোন ভাইরাসের ফলে হয়?উঃ- র্যাবডো ভাইরাস
৬. ইনফ্লুয়েঞ্জা  কোন ভাইরাসের ফলে হয়?উঃ- আর্থোমিক্সো ভাইরাস
৭. মাম্পস রোগের জীবাণুর নাম কি?উঃ- প্যারামিক্সো ভাইরাস
 ব্যাকটেরিয়াঘটিত রোগ 
১. টাইফয়েড রোগ কোন ব্যাকটেরিয়ার কারনে হয়?উঃ- সালমোনেল্লা টাইফোসা
২. হুপিং কাশি কোন ব্যাকটেরিয়ার ফলে হয়?উঃ- বোর্ডেল্লা পের্টুসিস
৩. কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম কি?উঃ- ভিব্রিও কলেরি
৪. নিউমোনিয়া কোন ব্যাকটেরিয়ার কারনে হয়?উঃ- ডিপ্লোকক্কাস নিউমোনি
৫. যক্ষা রোগের জীবাণুর নাম কি?উঃ- মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস
৬. গনোরিয়া  রোগের ব্যাকটেরিয়ার নাম কি?উঃ- নিসেরিয়া গনোরিয়া
৭. মেনিনজাইটিস কোন ব্যাকটেরিয়ার  কারনে হয়?উঃ- নিসেরিয়া মেনিনজাইটিস
৮. কোন ব্যাকটেরিয়া  ডিপথেরিয়া রোগের জীবাণু বহন করে?উঃ- কোরিনেব্যাকেরিয়াম ডিপথেরিয়া
৯. ফোঁড়া বা ক্ষত সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া?উঃ- স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস
১০. ধনুষ্টংকার টিটেনাস  রোগের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী?উঃ- ক্লস্ট্রিডিয়াম টিটেনি
১১. প্লেগ রোগ কোন  ব্যাকটেরিয়ার কারণে হয়?উঃ- পেস্টুরেলা পেস্টিস
১২. কুষ্ঠ বা লেপ্রসি রোগের কারণ কোন ব্যাকটেরিয়া?উঃ- মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি 
১৩. খাদ্য বিষাক্ত করণ এর জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী?উঃ- ক্লস্ট্রিডিয়াম বোটুলিয়াম 
 প্রোটোজোয়াঘটিত রোগ 
১. ম্যালেরিয়া রোগের জন্য কোন প্রোটোজোয়া দায়ী?উঃ- প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স
২. ঘুম রোগের জন্য কোন প্রোটোজোয়া দায়ী?উঃ- ট্রাইপানসোমা গাম্বিয়েন্স
৩. ওভাল ম্যালেরিয়া  কোন প্রোটোজোয়ার কারণে হয়?উঃ- প্লাসমোডিয়াম ওভাল
৪. অ্যামিবিক ডিসেনট্রি কোন প্রোটোজোয়ার কারণে হয়?উঃ- এন্টামিবা হিস্টোলাইটিকা
৫. কালাজ্বর কোন প্রোটোজোয়ার জন্য হয়?উঃ- লেশমানিয়া ডোনোভানি
৬. পায়োরিয়া রোগের জীবাণুর নাম কি ?উঃ- ট্রাইকোমোনাস টেনেক্স
 ছত্রাকঘটিত রোগ 
১. কানের অটোমাইকোসিস রোগের জীবাণুর নাম কি ?উঃ- অ্যাসপারজিলাস স্পিসিস 
২. এসপারজিলোসিস রোগ কোন ছত্রাকের কারনে হয়?উঃ- অ্যাসপারজিলাস ফিউমিগেটাস
৩. কান মুখ ও জীভের ডার্মাটোমাইকোসিস এর জন্য দায়ী কোন ছত্রাক?উঃ- ক্যানডিডা অ্যালবিক্যানসিস
 কৃমিঘটিত রোগ 
১. ফাইলেরিইয়েসিস রোগের জন্য দায়ী কোন কৃমি?উঃ- উচেরেরিয়া ব্যাঙ্ক্রফটি
২. টিনিয়াসিস রোগের জন্য দায়ী কোন কৃমি?উঃ- টিনিয়া সোলিয়াম

Important inventions of Biology

Bacteria and human diseases Bacterial infections in humans Common diseases and their pathogens Disease-causing microbes Diseases caused by viruses Fungal infections in humans Human disease-causing microorganisms Human diseases and microbes Human diseases and their causes human Diseases and their Microbes Infectious diseases and microbes Microbes responsible for human diseases Microbial pathogens and diseases Name of human Diseases and their Microbes Name of some Diseases and their Microbes Parasitic infections in humans Pathogens in human body Viral diseases in humans ছত্রাক সংক্রমণ ও রোগ প্যাথোজেন এবং মানব রোগ প্যারাসাইটিক সংক্রমণ বাইরে থেকে আসা জীবাণু ও রোগ বিভিন্ন রোগ ও তাদের জীবাণু ভাইরাস এবং মানব রোগ ভাইরাসজনিত রোগ মানবদেহে ব্যাকটেরিয়া সংক্রমণ মানবদেহের জীবাণু সংক্রমণ মানবদেহের বিভিন্ন রোগ মানবদেহের বিভিন্ন রোগ ও তাদের জীবাণু মানবদেহের সংক্রামক রোগ মানুষের রোগ ও তাদের কারণ মানুষের রোগের জীবাণু রোগ এবং তাদের জীবাণু রোগ সৃষ্টিকারী মাইক্রোঅর্গানিজম রোগের জন্য দায়ী জীবাণু
---Advertisement---

Related Post

MPPSC Recruitment 2025 Notification Out for 2117 Assistant Professors and Other Post

The Madhya Pradesh Public Service Commission (MPPSC) has officially announced the recruitment of Assistant Professors and Sports Officers for 2025. Eligible candidates who are interested in these positions ...

NRRMS Recruitment 2025, Apply Online for 19324 Vacancies Now

NRRMS Recruitment 2025, Apply Online for 19324 Vacancies Now

Important GK Practice Set 6 for Railway, SSC, and Other Exams l রেলওয়ে, এসএসসি এবং অন্যান্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK MCQ প্র্যাকটিস সেট 6

Important GK Practice Set 6 for Railway, SSC, and Other Exams: সাধারণ জ্ঞান (GK) প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রেলওয়ে, SSC, এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধুমাত্র ...

Leave a Comment