---Advertisement---

Name of Human Diseases and their Microbes 2024 | মানবদেহের বিভিন্ন রোগ ও তাদের জীবাণু

By Siksakul

Published on:

Name of human Diseases and their Microbes 2024
---Advertisement---

Human Diseases and their Microbes 2024: SIKSAKUL ‘সাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে আমরা মানবদেহের বিভিন্ন রোগ ও তাদের জীবাণু (Name of Human Diseases and their Microbes) নিয়ে আলোচনা করলাম। আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি ফলো করুন। 

Human Diseases and their Microbes l মানবদেহের বিভিন্ন রোগ ও তাদের জীবাণু

জি.কে. বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল মানবদেহের বিভিন্ন রোগ ও তাদের জীবাণু। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিভাগটি থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে।  এস এস সি, পি এস সি, স্কুল সার্ভিস কমিশান, বন দপ্তর, পুলিশ, মিস্লেনিয়াস, ক্লার্কশিপ, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের , গ্রুপ ডি  , ইউপিএসসি, রেল প্রভৃতি পরীক্ষায় নানান ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে এসে থাকে। কয়েকটি উদাহরণের সাথে এই বিভাগ থেকে কি ধরণের প্রশ্ন আসে তা দেখানো হল। ১. পোলিও রোগের জীবাণুর নাম কি? ? উত্তর হবে এন্টারো ভাইরাস। ২. কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম কি?। উত্তর হবে ভিব্রিও কলেরি। 


রোগের নাম
জীবাণুর নাম
 ভাইরাসঘটিত রোগ 
১. গুটি বসন্ত রোগের জীবাণুর নাম কি? উঃ- ভ্যারিওলা ভাইরাস
২. হাম রোগের জীবাণুর নাম কি?উঃ- রুবেল্লা ভাইরাস
৩. জলবসন্ত রোগের জীবাণুর নাম কি?উঃ- ভ্যারিসেলা ভাইরাস
৪. পোলিও রোগের জীবাণুর নাম কি?উঃ- এন্টারো ভাইরাস
৫. রেবিস  কোন ভাইরাসের ফলে হয়?উঃ- র্যাবডো ভাইরাস
৬. ইনফ্লুয়েঞ্জা  কোন ভাইরাসের ফলে হয়?উঃ- আর্থোমিক্সো ভাইরাস
৭. মাম্পস রোগের জীবাণুর নাম কি?উঃ- প্যারামিক্সো ভাইরাস
 ব্যাকটেরিয়াঘটিত রোগ 
১. টাইফয়েড রোগ কোন ব্যাকটেরিয়ার কারনে হয়?উঃ- সালমোনেল্লা টাইফোসা
২. হুপিং কাশি কোন ব্যাকটেরিয়ার ফলে হয়?উঃ- বোর্ডেল্লা পের্টুসিস
৩. কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম কি?উঃ- ভিব্রিও কলেরি
৪. নিউমোনিয়া কোন ব্যাকটেরিয়ার কারনে হয়?উঃ- ডিপ্লোকক্কাস নিউমোনি
৫. যক্ষা রোগের জীবাণুর নাম কি?উঃ- মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস
৬. গনোরিয়া  রোগের ব্যাকটেরিয়ার নাম কি?উঃ- নিসেরিয়া গনোরিয়া
৭. মেনিনজাইটিস কোন ব্যাকটেরিয়ার  কারনে হয়?উঃ- নিসেরিয়া মেনিনজাইটিস
৮. কোন ব্যাকটেরিয়া  ডিপথেরিয়া রোগের জীবাণু বহন করে?উঃ- কোরিনেব্যাকেরিয়াম ডিপথেরিয়া
৯. ফোঁড়া বা ক্ষত সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া?উঃ- স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস
১০. ধনুষ্টংকার টিটেনাস  রোগের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী?উঃ- ক্লস্ট্রিডিয়াম টিটেনি
১১. প্লেগ রোগ কোন  ব্যাকটেরিয়ার কারণে হয়?উঃ- পেস্টুরেলা পেস্টিস
১২. কুষ্ঠ বা লেপ্রসি রোগের কারণ কোন ব্যাকটেরিয়া?উঃ- মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি 
১৩. খাদ্য বিষাক্ত করণ এর জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী?উঃ- ক্লস্ট্রিডিয়াম বোটুলিয়াম 
 প্রোটোজোয়াঘটিত রোগ 
১. ম্যালেরিয়া রোগের জন্য কোন প্রোটোজোয়া দায়ী?উঃ- প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স
২. ঘুম রোগের জন্য কোন প্রোটোজোয়া দায়ী?উঃ- ট্রাইপানসোমা গাম্বিয়েন্স
৩. ওভাল ম্যালেরিয়া  কোন প্রোটোজোয়ার কারণে হয়?উঃ- প্লাসমোডিয়াম ওভাল
৪. অ্যামিবিক ডিসেনট্রি কোন প্রোটোজোয়ার কারণে হয়?উঃ- এন্টামিবা হিস্টোলাইটিকা
৫. কালাজ্বর কোন প্রোটোজোয়ার জন্য হয়?উঃ- লেশমানিয়া ডোনোভানি
৬. পায়োরিয়া রোগের জীবাণুর নাম কি ?উঃ- ট্রাইকোমোনাস টেনেক্স
 ছত্রাকঘটিত রোগ 
১. কানের অটোমাইকোসিস রোগের জীবাণুর নাম কি ?উঃ- অ্যাসপারজিলাস স্পিসিস 
২. এসপারজিলোসিস রোগ কোন ছত্রাকের কারনে হয়?উঃ- অ্যাসপারজিলাস ফিউমিগেটাস
৩. কান মুখ ও জীভের ডার্মাটোমাইকোসিস এর জন্য দায়ী কোন ছত্রাক?উঃ- ক্যানডিডা অ্যালবিক্যানসিস
 কৃমিঘটিত রোগ 
১. ফাইলেরিইয়েসিস রোগের জন্য দায়ী কোন কৃমি?উঃ- উচেরেরিয়া ব্যাঙ্ক্রফটি
২. টিনিয়াসিস রোগের জন্য দায়ী কোন কৃমি?উঃ- টিনিয়া সোলিয়াম

Important inventions of Biology

Bacteria and human diseases Bacterial infections in humans Common diseases and their pathogens Disease-causing microbes Diseases caused by viruses Fungal infections in humans Human disease-causing microorganisms Human diseases and microbes Human diseases and their causes human Diseases and their Microbes Infectious diseases and microbes Microbes responsible for human diseases Microbial pathogens and diseases Name of human Diseases and their Microbes Name of some Diseases and their Microbes Parasitic infections in humans Pathogens in human body Viral diseases in humans ছত্রাক সংক্রমণ ও রোগ প্যাথোজেন এবং মানব রোগ প্যারাসাইটিক সংক্রমণ বাইরে থেকে আসা জীবাণু ও রোগ বিভিন্ন রোগ ও তাদের জীবাণু ভাইরাস এবং মানব রোগ ভাইরাসজনিত রোগ মানবদেহে ব্যাকটেরিয়া সংক্রমণ মানবদেহের জীবাণু সংক্রমণ মানবদেহের বিভিন্ন রোগ মানবদেহের বিভিন্ন রোগ ও তাদের জীবাণু মানবদেহের সংক্রামক রোগ মানুষের রোগ ও তাদের কারণ মানুষের রোগের জীবাণু রোগ এবং তাদের জীবাণু রোগ সৃষ্টিকারী মাইক্রোঅর্গানিজম রোগের জন্য দায়ী জীবাণু
---Advertisement---

Related Post

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

✅ Important Events in Indian History l ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ

Important Events in Indian History: ভারতের ইতিহাস হাজার বছরের গৌরবময় ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ঘটনায় ভরা (Indian Historical events List)। প্রতিটি ঘটনা আমাদের সভ্যতার বিকাশ ...

WB Primary TET Practice Set 09 | Primary TET 2025 Bengali Pedagogy | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ০৯

WB Primary TET Practice Set 09: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত ...

Primary TET 2025 Bengali Pedagogy Part 08 l TET CTET Bengali Pedagogy l প্রাইমারি টেট 2025 বাংলা পেডাগগি MCQ প্রশ্নোত্তর

Primary Upper Primary TET 2025 Bengali Pedagogy Part 08: শিক্ষক নিয়োগ পরীক্ষায় সফল হতে Primary TET 2025 Bengali Pedagogy, Upper Primary TET Bengali Pedagogy এবং CTET Bengali Pedagogy একটি গুরুত্বপূর্ণ অংশ। ...

Leave a Comment