---Advertisement---

WBP Constable 2025 GK MCQs Practice Set-5 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-5 | প্রস্তুতির সেরা সুযোগ!

By Siksakul

Published on:

WBP Constable 2025 GK MCQs Practice Set-5
---Advertisement---

WBP Constable 2025 GK MCQs Practice Set-4: পশ্চিমবঙ্গ পুলিশ (WBP) কনস্টেবল 2025 পরীক্ষার জন্য জেনারেল নলেজ (GK) প্রস্তুতি কি ঠিকমতো হচ্ছে? যদি না হয়, তবে চিন্তার কিছু নেই! আমরা নিয়ে এসেছি WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-5, যেখানে পাবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, যা পরীক্ষায় সফলতার জন্য অত্যন্ত সহায়ক হবে।

এই MCQs সেট-5 আপনাকে WBP পরীক্ষার জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করতে সাহায্য করবে। নিয়মিত চর্চার মাধ্যমে আপনি সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনার উপর ভালো দখল তৈরি করতে পারবেন। তাই দেরি না করে এখনই চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং আপনার প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে নিন! 🚀

📌 কী থাকছে এই সেট-এ?
✅ গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর
✅ পরীক্ষার জন্য উপযোগী MCQs
✅ সময়মতো প্রস্তুতি নেওয়ার সুযোগ

তাহলে আর দেরি কেন? WBP কনস্টেবল 2025 পরীক্ষায় সাফল্য পেতে এখনই অনুশীলন শুরু করুন! 💪🔥


1. হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন-

  • a) প্রধানমন্ত্রীর দ্বারা
  • b) রাষ্ট্রপতির দ্বারা
  • c) সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা
  • d) ক্যাবিনেট-এর দ্বারা

2. সংবিধানের ১৮ নং অনুচ্ছেদে সুরক্ষিত হয়েছে-

  • a) সাম্য
  • b) স্বাধীনতা
  • c) ধর্মীয় স্বাধীনতা
  • d) শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার

3. অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন—

  • a) প্রধানমন্ত্রী
  • b) স্পীকার
  • c) বিরোধী দলনেতা
  • d) রাষ্ট্রপতি

4. ভারতীয় সংবিধানের জিম্মাদার (Custodian) কে?

  • a) রাষ্ট্রপতি
  • b) উপ-রাষ্ট্রপতি
  • c) পার্লামেন্ট
  • d) সুপ্রিম কোর্ট

5. এন.আর.সি. বর্তমানে কোন অবস্থায় আছে?

  • a) খসড়া
  • b) বিল
  • c) আইন
  • d) উপরের কোনোটিই নয়

Also Read: WBP Constable 2025 GK MCQs Practice Set-4

6. নীতি-আয়োগ গঠিত হয়-

  • a) ১লা জানুয়ারি, ২০১৫
  • b) ১লা জানুয়ারি, ২০১৬
  • c) ১লা জানুয়ারি, ২০১৭
  • d) ১লা জানুয়ারি, ২০১৮

7. আন্ত-রাজ্য পরিষদ গঠিত হয়-

  • a) প্রধানমন্ত্রীর দ্বারা
  • b) পার্লামেন্ট-এর দ্বারা
  • c) ভারতের প্রধান বিচারপতির দ্বারা
  • d) রাষ্ট্রপতির দ্বারা

8. নির্বাচন কমিশন গঠন করেন—

  • a) উপরাষ্ট্রপতি
  • b) প্রধানমন্ত্রী
  • c) রাষ্ট্রপতি
  • d) ভারতের প্রধান বিচারপতি

9. ভারত একটি—

  • a) রাজ্যসমূহের সংঘ
  • b) যুক্তরাষ্ট্র
  • c) রাষ্ট্র সমবায়
  • d) এককেন্দ্রিক

10. ভারতের সংবিধান অনুসারে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে যে ধারায়—

  • a) ২১
  • b) ৪৯
  • c) ১৩
  • d) ৩৭০

Also Read: 

11. নিম্নলিখিতদের মধ্যে কে সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না?\

  • a) মানিকচাঁদ
  • b) উমিচাঁদ
  • c) মোহনলাল
  • d) ক্লাইভ

12. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন?

  • a) অশ্বঘোষ
  • b) নাগার্জুন
  • c) আর্যভট্ট
  • d) হরিষেন

13. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?

  • a) সুচেতা কৃপালনী
  • b) সরোজিনী নাইডু
  • c) বিজয়লক্ষ্মী পন্ডিত
  • d) ইন্দিরা গান্ধী

14. দিল্লীর কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিংহের সঙ্গী কে ছিলেন?

  • a) চন্দ্রশেখর আজাদ
  • b) বাঘা যতীন
  • c) বটুকেশ্বর দত্ত
  • d) পরমচাঁদ

15. “স্বদেশ বান্ধব সমিতি” কে প্রতিষ্ঠা করেন?

  • a) অশ্বিনীকুমার দত্ত
  • b) পুলিন দাস
  • c) সূর্য সেন
  • d) বারীন্দ্র ঘোষ

16. ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ। এখানে ‘ঘাট’ কথার অর্থ কী?

  • a) বন্দর
  • b) সিঁড়ি
  • c) বিচ্যুতি
  • d) ফাঁক বা পথ

17. নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী কী?

  • a) অমরাবতী
  • b) সেকেন্দ্রাবাদ
  • c) হায়দ্রাবাদ
  • d) বিশাখাপত্তনম

18. পোলাভারম প্রকল্প যে নদীর সাথে সংশ্লিষ্ট সেটি হল—

  • a) কাবেরী
  • b) পেন্নার
  • c) কৃষ্ণা
  • d) গোদাবরী

19. নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়?

  • a) জলপাইগুড়ি
  • b) মালদা
  • c) কলকাতা
  • d) বর্ধমান

20. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দেখা যায়—

  • a) কোচবিহার
  • b) নদীয়া
  • c) পশ্চিম মেদিনীপুর
  • d) দক্ষিণ ২৪ পরগণা

Answers to the WBP Constable 2025 GK MCQs Practice Set-5

Here are the Answers:

  1. b
  2. b
  3. b
  4. d
  5. c
  6. a
  7. d
  8. c
  9. a
  10. a
  11. c
  12. d
  13. b
  14. c
  15. a
  16. b
  17. c
  18. a
  19. b
  20. c
---Advertisement---

Related Post

SBI PO 2025 Free Mock Test MCQ Set – 01 | SBI PO 2025 ফ্রি মক টেস্ট MCQ সেট – 01

SBI PO 2025 Free Mock Test MCQ Set – 01: SBI PO 2025 পরীক্ষার প্রস্তুতির জন্য একটি কার্যকরী পদক্ষেপ হল আপনার প্রস্তুতির স্তর মূল্যায়ন করা। আমাদের SBI PO ...

Indian Constitution Free MCQs Set-1 for the Railway, SSC and other Competitive Exams l ভারতের সংবিধান ফ্রি MCQ সেট-1

Indian Constitution Free MCQs Set-1 for the Railway, SSC and other Competitive Exams; ভারতীয় সংবিধান হল ভারতের গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি, আইনী কাঠামো প্রতিষ্ঠা করে এবং জাতিকে শাসন ...

RRB NTPC 2025 Under Graduate Level CBT Static GK Practice Set-01 l RRB NTPC 2025 আন্ডার গ্র্যাজুয়েট লেভেল CBT স্ট্যাটিক জিকে প্র্যাকটিস সেট-01

 RRB NTPC 2025 Under Graduate Level CBT Static GK Practice Set-01: RRB NTPC (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি) পরীক্ষা ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে একটি, যা প্রতি ...

RRB NTPC 2025 Graduate Level CBT Static GK Practice Set-01 l RRB NTPC 2025 স্নাতক স্তরের CBT স্ট্যাটিক GK প্র্যাকটিস সেট-01

RRB NTPC 2025 Graduate Level CBT Static GK Practice Set-01: RRB NTPC 2025 স্নাতক স্তরের CBT-এর জন্য প্রস্তুতির জন্য স্ট্যাটিক জেনারেল নলেজ (GK) এর একটি শক্তিশালী উপলব্ধি প্রয়োজন, ...

Leave a Comment