---Advertisement---

RRB Group D 2025 History MCQ Practice Set on Muslim League l RRB Group D 2025: মুসলিম লিগ সম্পর্কিত ইতিহাস MCQ প্রশ্নোত্তর

By Siksakul

Published on:

RRB Group D 2025 History MCQ Practice Set on Muslim League
---Advertisement---

Welcome to our RRB Group D 2025 History MCQ Practice Set on Muslim League! If you’re preparing for the upcoming railway exams, especially RRB Group D 2025, then understanding key historical events like the formation and role of the Muslim League is a must. In this blog, we’ve included a set of carefully selected multiple-choice questions that cover the most important facts, dates, and events related to the Muslim League.

RRB Group D 2025 History MCQ Practice Set on Muslim League

প্রশ্ন ১: মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয় কবে?
ক) ১৯০৫ খ্রিঃ
খ) ১৯০৬ খ্রিঃ
গ) ১৯১১ খ্রিঃ
ঘ) ১৯১৯ খ্রিঃ
উত্তর: খ) ১৯০৬ খ্রিঃ

প্রশ্ন ২: মুসলিম লিগ প্রতিষ্ঠার স্থান কোথায়?
ক) দিল্লি
খ) মুম্বাই
গ) ঢাকায়
ঘ) কলকাতা
উত্তর: গ) ঢাকায়

প্রশ্ন ৩: মুসলিম লিগের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন?
ক) মোহাম্মদ আলি জিন্নাহ
খ) আগা খান
গ) লিয়াকত আলি খান
ঘ) সৈয়দ আহমদ খান
উত্তর: খ) আগা খান

প্রশ্ন ৪: মুসলিম লিগ কোন সালের নির্বাচনে সফলতা পায়?
ক) ১৯৩৫
খ) ১৯৪৫-৪৬
গ) ১৯৩৭
ঘ) ১৯৪০
উত্তর: খ) ১৯৪৫-৪৬

প্রশ্ন ৫: লাহোর প্রস্তাব কবে গৃহীত হয়?
ক) ১৯৩৫
খ) ১৯৪০
গ) ১৯৪২
ঘ) ১৯৪৫
উত্তর: খ) ১৯৪০

প্রশ্ন ৬: লাহোর প্রস্তাবে কী দাবি করা হয়েছিল?
ক) ভারত বিভাজনের বিরোধিতা
খ) পাকিস্তান গঠনের দাবি
গ) হিন্দু-মুসলিম ঐক্য
ঘ) পূর্ণ স্বাধীনতা
উত্তর: খ) পাকিস্তান গঠনের দাবি

প্রশ্ন ৭: মুসলিম লিগ প্রথম কোন নির্বাচনে অংশগ্রহণ করে?
ক) ১৯১৯
খ) ১৯৩৫
গ) ১৯২০
ঘ) ১৯৩৭
উত্তর: ঘ) ১৯৩৭

প্রশ্ন ৮: ভারত বিভাগের প্রধান নায়ক হিসেবে মুসলিম লিগের কে ছিলেন?
ক) আগা খান
খ) লিয়াকত আলি খান
গ) মোহাম্মদ আলি জিন্নাহ
ঘ) সৈয়দ আহমদ খান
উত্তর: গ) মোহাম্মদ আলি জিন্নাহ

প্রশ্ন ৯: মুসলিম লিগ কবে পাকাপাকিভাবে ভারতের রাজনীতিতে একটি শক্তিশালী দল হয়ে উঠে?
ক) ১৯৩৭
খ) ১৯৪০
গ) ১৯৪৫
ঘ) ১৯৪৬
উত্তর: ঘ) ১৯৪৬

প্রশ্ন ১০: মুসলিম লিগ ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ কোথায় চরমে ওঠে?
ক) দাঙ্গা
খ) সাইমন কমিশন
গ) নোয়াখালি দাঙ্গা
ঘ) লাহোর অধিবেশন
উত্তর: গ) নোয়াখালি দাঙ্গা

প্রশ্ন ১১: মুসলিম লিগকে একটি পৃথক রাজনৈতিক দল হিসেবে প্রথম স্বীকৃতি দেয় কারা?
ক) কংগ্রেস
খ) ব্রিটিশ সরকার
গ) মুসলিম সমাজ
ঘ) হিন্দু মহাসভা
উত্তর: খ) ব্রিটিশ সরকার

প্রশ্ন ১২: কবে মুসলিম লিগ ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ পালন করে?
ক) ১৬ আগস্ট ১৯৪৬
খ) ২৬ জানুয়ারি ১৯৪৭
গ) ১৫ আগস্ট ১৯৪৭
ঘ) ১৪ আগস্ট ১৯৪৭
উত্তর: ক) ১৬ আগস্ট ১৯৪৬

প্রশ্ন ১৩: মুসলিম লিগের আদর্শ কে প্রথম প্রচার করেন?
ক) সৈয়দ আহমদ খান
খ) জিন্নাহ
গ) আল্লামা ইকবাল
ঘ) আগা খান
উত্তর: ক) সৈয়দ আহমদ খান

প্রশ্ন ১৪: মুসলিম লিগের কেন্দ্রীয় কার্যালয় কোথায় ছিল?
ক) দিল্লি
খ) করাচি
গ) লাহোর
ঘ) কলকাতা
উত্তর: গ) লাহোর

প্রশ্ন ১৫: মুসলিম লিগের দাবির ভিত্তিতে কোন দেশ সৃষ্টি হয়?
ক) বাংলাদেশ
খ) পাকিস্তান
গ) আফগানিস্তান
ঘ) কাশ্মীর
উত্তর: খ) পাকিস্তান

প্রশ্ন ১৬: মুসলিম লিগ কোন ইংরেজ গভর্নরের সময়ে প্রতিষ্ঠিত হয়?
ক) লর্ড কার্জন
খ) লর্ড মিন্টো
গ) লর্ড হার্ডিঞ্জ
ঘ) লর্ড রিপন
উত্তর: ক) লর্ড কার্জন

প্রশ্ন ১৭: মুসলিম লিগ প্রথমবার কবে পাকিস্তানের জন্য জোরালো দাবি তোলে?
ক) ১৯৩৭
খ) ১৯৪০
গ) ১৯৪৫
ঘ) ১৯৪৬
উত্তর: খ) ১৯৪০

প্রশ্ন ১৮: মুসলিম লিগের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) কলকাতা
খ) দিল্লি
গ) ঢাকায়
ঘ) করাচি
উত্তর: গ) ঢাকায়

প্রশ্ন ১৯: কে মুসলিম লিগের ‘কায়েদ-ই-আজম’ উপাধি পান?
ক) আগা খান
খ) সৈয়দ আহমদ খান
গ) মোহাম্মদ আলি জিন্নাহ
ঘ) লিয়াকত আলি খান
উত্তর: গ) মোহাম্মদ আলি জিন্নাহ

প্রশ্ন ২০: মুসলিম লিগ কোন ইস্যুতে হিন্দু মহাসভার সঙ্গে বিরোধে জড়ায়?
ক) পৃথক নির্বাচনী এলাকা
খ) স্বাধীনতা দিবস
গ) খাদ্য সংকট
ঘ) ভাষা আন্দোলন
উত্তর: ক) পৃথক নির্বাচনী এলাকা

প্রশ্ন ২১: মুসলিম লিগ কংগ্রেসকে কোন পরিকল্পনায় সমর্থন করে?
ক) সাইমন কমিশন
খ) নেহরু রিপোর্ট
গ) খিলাফত আন্দোলন
ঘ) লাহোর প্রস্তাব
উত্তর: গ) খিলাফত আন্দোলন

প্রশ্ন ২২: মুসলিম লিগের ঘোষিত উদ্দেশ্য ছিল—
ক) হিন্দু মুসলিম ঐক্য বজায় রাখা
খ) মুসলিমদের রাজনৈতিক অধিকার রক্ষা
গ) ব্রিটিশ সরকারের বিরোধিতা করা
ঘ) পাকিস্তান প্রতিষ্ঠা করা
উত্তর: খ) মুসলিমদের রাজনৈতিক অধিকার রক্ষা

প্রশ্ন ২৩: পাকিস্তান আন্দোলনের নেতা হিসেবে জিন্নাহকে কী বলা হতো?
ক) কায়েদ-ই-আজম
খ) সরদার
গ) উস্তাদ
ঘ) বাব-ই-পাকিস্তান
উত্তর: ক) কায়েদ-ই-আজম

প্রশ্ন ২৪: মুসলিম লিগ কোন বছর পূর্ণ স্বাধীনতার দাবি তোলে না?
ক) ১৯৪০
খ) ১৯৪২
গ) ১৯৪৪
ঘ) ১৯৪৬
উত্তর: ক) ১৯৪০

প্রশ্ন ২৫: কবে কংগ্রেস ও মুসলিম লিগ একসঙ্গে অন্তর্বর্তী সরকার গঠন করে?
ক) জুন ১৯৪৫
খ) আগস্ট ১৯৪৬
গ) জানুয়ারি ১৯৪৭
ঘ) আগস্ট ১৯৪৭
উত্তর: খ) আগস্ট ১৯৪৬

প্রশ্ন ২৬: মুসলিম লিগের সমর্থনে ‘Direct Action Day’ ডাক দেন কে?
ক) আগা খান
খ) লিয়াকত আলি খান
গ) মোহাম্মদ আলি জিন্নাহ
ঘ) শওকত আলী
উত্তর: গ) মোহাম্মদ আলি জিন্নাহ

প্রশ্ন ২৭: মুসলিম লিগের রাজনৈতিক ভিত্তি কোনটি ছিল?
ক) ধর্ম
খ) অর্থনীতি
গ) ভাষা
ঘ) সংস্কৃতি
উত্তর: ক) ধর্ম

প্রশ্ন ২৮: মুসলিম লিগ ‘পাকিস্তান’ শব্দটি প্রথম কোন প্রস্তাবে ব্যবহার করে?
ক) নেহরু রিপোর্ট
খ) লাহোর প্রস্তাব
গ) কেবিনেট মিশন পরিকল্পনা
ঘ) শিমলা চুক্তি
উত্তর: খ) লাহোর প্রস্তাব

প্রশ্ন ২৯: মুসলিম লিগের সদর দপ্তর ছিল কোথায়?
ক) করাচি
খ) লাহোর
গ) দিল্লি
ঘ) ঢাকায়
উত্তর: খ) লাহোর

প্রশ্ন ৩০: মুসলিম লিগের নির্বাচনী প্রতীক কী ছিল?
ক) তারা ও চাঁদ
খ) তলোয়ার
গ) পতাকা
ঘ) বই
উত্তর: ক) তারা ও চাঁদ

প্রশ্ন ৩১: ১৯৪৬ সালের নির্বাচনে মুসলিম লিগ কয়টি আসন জয় করে?
ক) ৪৬০
খ) ৪২৫
গ) ৪৭০
ঘ) ৪৪০
উত্তর: ক) ৪৬০

প্রশ্ন ৩২: মুসলিম লিগ কবে সরকারি স্বীকৃতি পায়?
ক) ১৯০৬
খ) ১৯১০
গ) ১৯২০
ঘ) ১৯১২
উত্তর: ক) ১৯০৬

প্রশ্ন ৩৩: মুসলিম লিগ ও কংগ্রেসের মধ্যে কোন পরিকল্পনা নিয়ে মতবিরোধ দেখা দেয়?
ক) সাইমন কমিশন
খ) কেবিনেট মিশন পরিকল্পনা
গ) নেহরু রিপোর্ট
ঘ) মন্টেগু চেমসফোর্ড সংস্কার
উত্তর: খ) কেবিনেট মিশন পরিকল্পনা

প্রশ্ন ৩৪: মুসলিম লিগের কেন্দ্রীয় অফিস কে পরিচালনা করতেন?
ক) সাধারণ সম্পাদক
খ) সভাপতি
গ) সহ-সভাপতি
ঘ) কোষাধ্যক্ষ
উত্তর: ক) সাধারণ সম্পাদক

প্রশ্ন ৩৫: মুসলিম লিগ প্রথম কোন বছরে পাকিস্তান দিবস পালন করে?
ক) ১৯৪০
খ) ১৯৪১
গ) ১৯৪৩
ঘ) ১৯৪৭
উত্তর: খ) ১৯৪১

প্রশ্ন ৩৬: মুসলিম লিগ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
ক) ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলা
খ) মুসলিমদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি
গ) কংগ্রেসকে পরাজিত করা
ঘ) হিন্দু-মুসলিম ঐক্য ধ্বংস করা
উত্তর: খ) মুসলিমদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি

প্রশ্ন ৩৭: কোন ভারতীয় শহরে মুসলিম লিগ ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব গ্রহণ করে?
ক) দিল্লি
খ) লাহোর
গ) কলকাতা
ঘ) আগ্রা
উত্তর: খ) লাহোর

প্রশ্ন ৩৮: মুসলিম লিগ প্রথম কেন্দ্রীয় সরকারে অংশগ্রহণ করে—
ক) ১৯৩৫ সালে
খ) ১৯৪০ সালে
গ) ১৯৪৬ সালে
ঘ) ১৯৪7 সালে
উত্তর: গ) ১৯৪৬ সালে

প্রশ্ন ৩৯: মুসলিম লিগের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন—
ক) মহম্মদ আলি জিন্নাহ
খ) স্যার সলিমুল্লাহ
গ) স্যার সৈয়দ আহমদ খান
ঘ) লিয়াকত আলি খান
উত্তর: খ) স্যার সলিমুল্লাহ

প্রশ্ন ৪০: মুসলিম লিগের প্রথম সভাপতি ছিলেন—
ক) স্যার আগা খান
খ) জিন্নাহ
গ) লিয়াকত আলি খান
ঘ) খাজা নাজিমুদ্দিন
উত্তর: ক) স্যার আগা খান

আরো পড়ুনঃ ভারতীয় ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

---Advertisement---

Related Post

Important Geography GK MCQ in Bengali 2025 l ভূগোল ও সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

Important Geography GK MCQ in Bengali: ভূগোল সাধারণ জ্ঞান ২০২৫ ব্লগে স্বাগতম! এখানে আপনি পাবেন Important Geography GK in Bengali 2025, অর্থাৎ ভারতের ও পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কিত গুরুত্বপূর্ণ ...

🧠 Child Development and Pedagogy MCQ Set 25 l Primary TET CDP Practice Set 25 l শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা প্রশ্নোত্তর

Child Development and Pedagogy MCQ Set 25: শিক্ষার মূল ভিত্তি হল শিশুদের সঠিক মানসিক ও সামাজিক বিকাশ। শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব এমন দুটি ক্ষেত্র যা এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ...

BTSC Work Inspector Recruitment 2025 Out: Apply Online for 1114 Vacancies, Check Eligibility & Last Date

Bihar Technical Service Commission (BTSC) invites online applications for 1114 Work Inspector posts under the BTSC Work Inspector Recruitment 2025. The registration process starts on 10th October and ends on 10th November 2025 at btsc.bihar.gov.in.

🇮🇳 Largest and Biggest of India Questions and Answers Part 1 l ভারতের বৃহত্তম বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর Part 1

Largest and Biggest of India Questions and Answers: ভারতের বৃহত্তম বিষয়সমূহ” তালিকার উপর ভিত্তি করে ৫০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর দেওয়া হলো – প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য উপযোগী: ভারতের ...

Leave a Comment