---Advertisement---

History of Ancient India: 100 MCQs on Harappan and Vedic Periods l প্রাচীন ভারতের ইতিহাস: হরপ্পা ও বৈদিক যুগের ওপর ১০০টি MCQ

By Siksakul

Updated on:

---Advertisement---

📚 প্রাচীন ভারতের ইতিহাস: হরপ্পা ও বৈদিক যুগের ওপর ১০০টি MCQ | Must-Solve for WBCS, SSC, RRB Aspirants 🏛️

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিহাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে প্রাচীন ভারতের ইতিহাস, যার মধ্যে হরপ্পা সভ্যতাবৈদিক যুগ গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। WBCS, SSC, RRB, WBPSC, UPSC সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় এই অধ্যায় থেকে নিয়মিত প্রশ্ন আসে।

এই ব্লগে আমরা তুলে ধরেছি হরপ্পা সভ্যতা ও বৈদিক যুগ সম্পর্কিত ১০০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর, যা বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি। প্রতিটি প্রশ্নের উত্তরসহ দেওয়া হয়েছে যাতে আপনি সহজেই অনুশীলন করতে পারেন।

এই সেটটি নিয়মিত চর্চা করলে আপনি—
✅ গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে পারবেন
✅ প্রশ্নের ধরন বুঝতে পারবেন
✅ পরীক্ষার প্রস্তুতি আরও মজবুত করতে পারবেন

100 MCQs on Harappan and Vedic Periods

  1. বৈদিক যুগে সবচেয়ে পূজিত দেবতা কে?
    উঃ ইন্দ্র
  2. বৈদিক যুগে সবচেয়ে পূজিত দেবতা কে?
    উঃ ইন্দ্র
  3. বৈদিক যুগে নারীশিক্ষার প্রমাণ কোথা থেকে মেলে?
    উঃ ঋষিকাদের নাম থেকে
  4. বৈদিক যুগে সবচেয়ে পূজিত দেবতা কে?
    উঃ ইন্দ্র
  5. হরপ্পার ধর্মবিশ্বাসের প্রমাণ কী?
    উঃ পশুপতি শিবের মূর্তি
  6. ধোলাভিরা কোন সভ্যতার অন্তর্গত?
    উঃ হরপ্পা সভ্যতা
  7. হরপ্পার ধর্মবিশ্বাসের প্রমাণ কী?
    উঃ পশুপতি শিবের মূর্তি
  8. বৈদিক যুগে ‘সভা’ ও ‘সমিতি’ কী?
    উঃ জনগণের সভা
  9. ঋগ্বেদের কতটি সূক্ত রয়েছে?
    উঃ ১০২৮
  10. হরপ্পা সভ্যতার প্রধান নদী কোনটি?
    উঃ সিন্ধু
  11. বৈদিক যুগে সবচেয়ে পূজিত দেবতা কে?
    উঃ ইন্দ্র
  12. হরপ্পার ধর্মবিশ্বাসের প্রমাণ কী?
    উঃ পশুপতি শিবের মূর্তি
  13. হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতব ব্যবহার করত?
    উঃ তামা, ব্রোঞ্জ
  14. হরপ্পা সভ্যতার প্রধান নদী কোনটি?
    উঃ সিন্ধু
  15. ধোলাভিরা কী জন্য বিখ্যাত?
    উঃ জল সংরক্ষণের ব্যবস্থা
  16. ‘গ্রেট বাথ’ কোথায় অবস্থিত?
    উঃ মহেঞ্জোদাড়ো
  17. ঋগ্বেদ কোন ভাষায় রচিত?
    উঃ সংস্কৃত
  18. যজ্ঞ কী?
    উঃ বৈদিক ধর্মীয় অনুষ্ঠান
  19. হরপ্পা লিপি কেমন ধরনের?
    উঃ অপঠিত লিপি
  20. ঋগ্বেদের প্রধান দেবতা কে?
    উঃ ইন্দ্র

২১. বৈদিক যুগে ‘গোমাত্রা’ কী বোঝায়?
উঃ গরুকে পবিত্র জন্তু হিসেবে মানা

২২. হরপ্পা সভ্যতায় ব্যবহৃত প্রধান নির্মাণ সামগ্রী কী ছিল?
উঃ পোড়া ইট

২৩. ঋগ্বেদের কোন দেবতাকে বায়ুর দেবতা বলা হয়?
উঃ বায়ু

২৪. বৈদিক যুগে আগ্নেয় দেবতার নাম কী?
উঃ অগ্নি

২৫. বৈদিক যুগে সমাজ কেমন ছিল?
উঃ পিতৃতান্ত্রিক

২৬. বৈদিক যুগে ‘রাজা’ কে ছিলেন?
উঃ গোষ্ঠীর নেতা

২৭. বৈদিক যুগে ‘ব্রাহ্মণ’ কারা ছিলেন?
উঃ যজ্ঞ-সম্পাদক পুরোহিত

২৮. হরপ্পা সভ্যতায় নগর পরিকল্পনার বৈশিষ্ট্য কী ছিল?
উঃ পরিকল্পিত রাস্তাঘাট ও নিকাশী ব্যবস্থা

২৯. বৈদিক যুগে ‘দস্যু’ কাকে বলা হত?
উঃ আর্যদের বাইরের মানুষ

৩০. বৈদিক যুগে শিক্ষা কোথায় হত?
উঃ গুরুগৃহে

৩১. হরপ্পা সভ্যতায় ‘গ্রেট গ্রানারি’ কোথায় অবস্থিত?
উঃ মহেঞ্জোদাড়ো

৩২. হরপ্পা সভ্যতার অর্থনীতি কী উপর নির্ভরশীল ছিল?
উঃ কৃষি ও বাণিজ্য

৩৩. ঋগ্বেদের দেবতাদের মধ্যে ‘সোম’ কিসের প্রতীক?
উঃ একটি পানীয় ও দেবতা

৩৪. বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা কত প্রকার?
উঃ চার প্রকার – ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র

৩৫. হরপ্পা সভ্যতার আবিষ্কার কবে হয়?
উঃ ১৯২১ সালে

৩৬. বৈদিক যুগে ‘জন’ ও ‘রাষ্ট্র’ শব্দের ব্যবহার কিসে নির্দেশ করে?
উঃ রাজনৈতিক সংগঠনের বিকাশ

৩৭. ধোলাভিরা কোথায় অবস্থিত?
উঃ গুজরাট

৩৮. বৈদিক যুগে সর্বপ্রথম গ্রন্থ কোনটি?
উঃ ঋগ্বেদ

৩৯. বৈদিক যুগে নারীদের নাম কীভাবে সংরক্ষিত?
উঃ ঋষিকা ও বৈদিক স্তোত্র রচয়িতা হিসেবে

৪০. হরপ্পা সভ্যতার পতনের কারণ কী হতে পারে?
উঃ প্রাকৃতিক বিপর্যয় ও পরিবেশগত পরিবর্তন

৪১. ঋগ্বেদে মোট কতটি স্তোত্র রয়েছে?
উঃ ১০২৮টি

৪২. হরপ্পা সভ্যতায় ‘গ্রেট বাথ’ কোথায় অবস্থিত?
উঃ মহেঞ্জোদাড়ো

৪৩. বৈদিক যুগে ‘সবহা’ কী ছিল?
উঃ একটি জনগণের সভা

৪৪. হরপ্পা সভ্যতায় লোকেরা কোন পশুকে প্রথম পোষ মানায়?
উঃ গরু

৪৫. বৈদিক যুগে গায়ত্রী মন্ত্র কাকে উৎসর্গ করা হয়েছে?
উঃ সূর্যদেব

৪৬. বৈদিক যুগের অর্থনৈতিক প্রধান ভিত্তি কী ছিল?
উঃ পশুপালন ও কৃষি

৪৭. হরপ্পা সভ্যতায় মৃতদেহ কিভাবে সমাহিত করা হত?
উঃ কবর দেওয়ার মাধ্যমে

৪৮. বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল?
উঃ তারা শিক্ষা ও যজ্ঞে অংশগ্রহণ করতে পারতেন

৪৯. বৈদিক যুগের রাজাকে কী বলা হতো?
উঃ রাজন

৫০. হরপ্পা সভ্যতায় কোন শিল্প সবচেয়ে বিখ্যাত ছিল?
উঃ সীলমোহরের শিল্প

৫১. বৈদিক যুগে ‘অশ্বমেধ যজ্ঞ’ কী নির্দেশ করে?
উঃ রাজশক্তির সম্প্রসারণ

৫২. হরপ্পা সভ্যতায় কোন মৌলিক পরিকল্পনা লক্ষ্য করা যায়?
উঃ গ্রিড প্যাটার্নে নগর পরিকল্পনা

৫৩. ঋগ্বেদের ভাষা কী ছিল?
উঃ বৈদিক সংস্কৃত

৫৪. বৈদিক যুগে ‘বিশ’ কী বোঝায়?
উঃ জনগোষ্ঠী বা কুল

৫৫. হরপ্পা সভ্যতার মানুষ কী ধরনের খাদ্য গ্রহণ করত?
উঃ গম, যব, মাছ ও মাংস

৫৬. বৈদিক যুগে ‘সুত্র’ শব্দের অর্থ কী?
উঃ নিয়ম বা নির্দেশিকা

৫৭. হরপ্পা সভ্যতায় মাটির খেলনা পাওয়া যায়, এর মানে কী বোঝায়?
উঃ শিশুরা খেলাধুলা করত

৫৮. বৈদিক যুগে নারীরা কোন শিক্ষায় পারদর্শী ছিলেন?
উঃ সংগীত, ধর্মীয় স্তোত্র ও ধর্মশাস্ত্র

৫৯. হরপ্পা সভ্যতায় পরিধানের প্রধান উপাদান কী ছিল?
উঃ তুলো

৬০. ঋগ্বেদের রচয়িতাদের কী বলা হয়?
উঃ ঋষি

৬১. হরপ্পা সভ্যতায় ধর্মীয় উপাসনার নিদর্শন কী ছিল?
উঃ মাতৃদেবী ও পশুপতি শিবের পূজা

৬২. বৈদিক যুগে ‘যজ্ঞ’ কী বোঝাতো?
উঃ অগ্নিতে উৎসর্গমূলক ধর্মীয় আচার

৬৩. হরপ্পা সভ্যতার কোন নিদর্শন মেসোপটেমিয়ার সাথে সম্পর্ক নির্দেশ করে?
উঃ সীলমোহর

৬৪. বৈদিক যুগে ‘রথ’ কোন কাজে ব্যবহৃত হতো?
উঃ যুদ্ধ ও যাত্রায়

৬৫. হরপ্পা সভ্যতায় ‘তাম্র ও ব্রোঞ্জ’ কী কাজে ব্যবহৃত হত?
উঃ অস্ত্র ও সরঞ্জাম তৈরি

৬৬. বৈদিক যুগের ‘উষা’ দেবী কিসের দেবী ছিলেন?
উঃ ভোরের

৬৭. কোন বৈদিক দেবতা বজ্র ও বৃষ্টির দেবতা ছিলেন?
উঃ ইন্দ্র

৬৮. হরপ্পা সভ্যতার পতনের অন্যতম কারণ কী?
উঃ নদীর গতিপথ পরিবর্তন

৬৯. ঋগ্বেদে কতটি মণ্ডল আছে?
উঃ ১০টি

৭০. বৈদিক যুগে ‘ধন’ কিসে পরিমাপ করা হতো?
উঃ পশুর সংখ্যায়

৭১. হরপ্পা সভ্যতায় কি ধরনের স্নানাগার পাওয়া গেছে?
উঃ গ্রেট বাথ (বৃহৎ স্নানাগার)

৭২. বৈদিক যুগে ‘আর্য’ শব্দের অর্থ কী?
উঃ শ্রেষ্ঠ বা অভিজাত

৭৩. বৈদিক যুগে ‘সুত্র’ কোন ধরনের সাহিত্য?
উঃ গদ্য ভিত্তিক ধর্মীয় নিয়মাবলি

৭৪. কোন সভ্যতায় প্রথম চাকা ব্যবহৃত হয়েছিল?
উঃ হরপ্পা সভ্যতা

৭৫. বৈদিক যুগে ‘দানা’ কিসের প্রতীক ছিল?
উঃ দান বা দানবীরতা

৭৬. বৈদিক সমাজের প্রধান সামাজিক ইউনিট কী ছিল?
উঃ পরিবার (কুল)

৭৭. হরপ্পা সভ্যতায় তারা কি সেচ ব্যবস্থার ব্যবহার করত?
উঃ হ্যাঁ

৭৮. বৈদিক যুগে কোন খাদ্য প্রধান ছিল?
উঃ দুধ ও দুগ্ধজাত খাদ্য

৭৯. হরপ্পা সভ্যতায় কি চাকা যুক্ত গাড়ির নিদর্শন পাওয়া গেছে?
উঃ হ্যাঁ

৮০. বৈদিক যুগে যাদের বলা হত ‘শূদ্র’, তারা কারা ছিলেন?
উঃ সমাজের শ্রমজীবী শ্রেণী

---Advertisement---

Related Post

Important Geography GK MCQ in Bengali 2025 l ভূগোল ও সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

Important Geography GK MCQ in Bengali: ভূগোল সাধারণ জ্ঞান ২০২৫ ব্লগে স্বাগতম! এখানে আপনি পাবেন Important Geography GK in Bengali 2025, অর্থাৎ ভারতের ও পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কিত গুরুত্বপূর্ণ ...

🧠 Child Development and Pedagogy MCQ Set 25 l Primary TET CDP Practice Set 25 l শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা প্রশ্নোত্তর

Child Development and Pedagogy MCQ Set 25: শিক্ষার মূল ভিত্তি হল শিশুদের সঠিক মানসিক ও সামাজিক বিকাশ। শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব এমন দুটি ক্ষেত্র যা এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ...

BTSC Work Inspector Recruitment 2025 Out: Apply Online for 1114 Vacancies, Check Eligibility & Last Date

Bihar Technical Service Commission (BTSC) invites online applications for 1114 Work Inspector posts under the BTSC Work Inspector Recruitment 2025. The registration process starts on 10th October and ends on 10th November 2025 at btsc.bihar.gov.in.

🇮🇳 Largest and Biggest of India Questions and Answers Part 1 l ভারতের বৃহত্তম বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর Part 1

Largest and Biggest of India Questions and Answers: ভারতের বৃহত্তম বিষয়সমূহ” তালিকার উপর ভিত্তি করে ৫০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর দেওয়া হলো – প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য উপযোগী: ভারতের ...

Leave a Comment