---Advertisement---

Primary TET 2025 Mathematics Pedagogy Practice Set 02 l প্রাইমারি টেট ২০২৫ গণিত পেডাগজি প্র্যাকটিস সেট ০২

By Siksakul

Updated on:

Primary TET 2025 Mathematics Pedagogy Practice Set 02
---Advertisement---

📚 Primary TET 2025 Mathematics Pedagogy Practice Set 02: Primary TET 2025 পরীক্ষার প্রস্তুতিতে গণিত পেডাগজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা প্রাইমারি টেট ২০২৫-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই Mathematics Pedagogy Practice Set 02 একটি দুর্দান্ত অনুশীলনমূলক উপকরণ। এখানে আপনি গণিত শিক্ষণ কৌশল, শিক্ষাবিজ্ঞান, শিশুদের বোধগম্যতা ও উপযোগিতা নির্ধারণে সহায়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (MCQ) পাবেন যা পরীক্ষায় বারবার আসে।

In this blog, you will get a carefully crafted Mathematics Pedagogy MCQ set in Bengali that matches the latest syllabus and exam pattern of Primary TET 2025. এটি শুধুমাত্র আপনার প্র্যাকটিস বাড়াবে না, বরং বিষয়ভিত্তিক ধারণাকে আরও মজবুত করে তুলবে।

📘 Primary TET 2025 Mathematics Pedagogy Practice Set 02 l গণিত পেডাগজি প্র্যাকটিস সেট ০

1. গণিত শেখানোর শ্রেষ্ঠ পদ্ধতি হলো –
a. শ্রবণ দ্বারা শেখানো
b. পাঠ্যবই মুখস্থ করানো
c. করে শেখা (Learning by doing)
d. পরীক্ষার মাধ্যমে শেখানো
উত্তর: করে শেখা (Learning by doing)


2. গণিতের মূল উদ্দেশ্য হলো –
a. কঠিন প্রশ্ন সমাধান শেখানো
b. প্রতিযোগিতায় ভালো ফল
c. চিন্তা ও বিশ্লেষণ শক্তির বিকাশ
d. গাণিতিক সূত্র মুখস্থ
উত্তর: চিন্তা ও বিশ্লেষণ শক্তির বিকাশ


3. প্রাথমিক স্তরের গণিত শিক্ষার জন্য কোনটি সবচেয়ে উপযুক্ত?
a. প্রতিযোগিতামূলক পরীক্ষা
b. মৌখিক ব্যাখ্যা
c. ছবি ও সামগ্রী ব্যবহার
d. কঠিন সূত্র শেখানো
উত্তর: ছবি ও সামগ্রী ব্যবহার


4. গণিতে “গঠনমূলক পদ্ধতি” বলতে বোঝায় –
a. পরীক্ষার প্রস্তুতি
b. সূত্র মুখস্থ করানো
c. ছাত্র নিজের মতো চিন্তা করে শেখা
d. শিক্ষক কর্তৃক নির্ধারিত উত্তর শেখা
উত্তর: ছাত্র নিজের মতো চিন্তা করে শেখা

5. গণিত পেডাগজির প্রধান লক্ষ্য হলো –
a. প্রশ্নপত্র সমাধান
b. পরীক্ষায় উত্তীর্ণ হওয়া
c. যুক্তি, বিশ্লেষণ ও প্রয়োগ ক্ষমতা গঠন
d. সূত্র মুখস্থ করানো
উত্তর: যুক্তি, বিশ্লেষণ ও প্রয়োগ ক্ষমতা গঠন


6. সংখ্যা শিখন শুরু করা উচিত –
a. বড় সংখ্যা থেকে
b. রোমান সংখ্যা থেকে
c. ছোট সংখ্যা ও বস্তুর গণনা থেকে
d. মৌখিক সংখ্যা থেকে
উত্তর: ছোট সংখ্যা ও বস্তুর গণনা থেকে


7. নিচের কোনটি গণিত শেখানোর ক্ষেত্রে সবচেয়ে কার্যকর কৌশল –
a. মেমোরি টেস্ট
b. গল্প ও খেলা
c. সূত্র মুখস্থ করানো
d. দীর্ঘ ক্লাস লেকচার
উত্তর: গল্প ও খেলা


8. গণিত শিখনের সময় ভুল হলে শিক্ষককে –
a. বকুনি দিতে হবে
b. উত্তর বলে দিতে হবে
c. ভুলটি বিশ্লেষণ করতে সাহায্য করতে হবে
d. উপেক্ষা করতে হবে
উত্তর: ভুলটি বিশ্লেষণ করতে সাহায্য করতে হবে

9. গণিত শিক্ষায় “পিয়াজে’র তত্ত্ব” গুরুত্ব দেয় –
a. সামাজিক বিকাশে
b. ভাষা বিকাশে
c. জ্ঞানের গঠন প্রক্রিয়ায়
d. আচরণ নিয়ন্ত্রণে
উত্তর: জ্ঞানের গঠন প্রক্রিয়ায়


10. নিচের কোনটি গণিত শেখার ক্ষেত্রে সহায়ক নয়?
a. বাস্তব জীবনের উদাহরণ
b. শ্রেণিকক্ষে আলোচনা
c. নিরব পর্যবেক্ষণ
d. কার্যকলাপের মাধ্যমে শিক্ষা
উত্তর: নিরব পর্যবেক্ষণ

Read More : Primary TET 2025 Mathematics Pedagogy Practice Set 01

---Advertisement---

Related Post

Important Geography GK MCQ in Bengali 2025 l ভূগোল ও সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

Important Geography GK MCQ in Bengali: ভূগোল সাধারণ জ্ঞান ২০২৫ ব্লগে স্বাগতম! এখানে আপনি পাবেন Important Geography GK in Bengali 2025, অর্থাৎ ভারতের ও পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কিত গুরুত্বপূর্ণ ...

🧠 Child Development and Pedagogy MCQ Set 25 l Primary TET CDP Practice Set 25 l শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা প্রশ্নোত্তর

Child Development and Pedagogy MCQ Set 25: শিক্ষার মূল ভিত্তি হল শিশুদের সঠিক মানসিক ও সামাজিক বিকাশ। শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব এমন দুটি ক্ষেত্র যা এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ...

BTSC Work Inspector Recruitment 2025 Out: Apply Online for 1114 Vacancies, Check Eligibility & Last Date

Bihar Technical Service Commission (BTSC) invites online applications for 1114 Work Inspector posts under the BTSC Work Inspector Recruitment 2025. The registration process starts on 10th October and ends on 10th November 2025 at btsc.bihar.gov.in.

🇮🇳 Largest and Biggest of India Questions and Answers Part 1 l ভারতের বৃহত্তম বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর Part 1

Largest and Biggest of India Questions and Answers: ভারতের বৃহত্তম বিষয়সমূহ” তালিকার উপর ভিত্তি করে ৫০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর দেওয়া হলো – প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য উপযোগী: ভারতের ...

Leave a Comment