Q.1. শিশুকেন্দ্রিক শিক্ষার মূল বক্তব্য হল—
(a) শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখা
(b) শিক্ষার পাঠক্রম নির্ণয়ে শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখা
(c) শিক্ষণ পদ্ধতি নির্বাচনে ব্যক্তি শিশুর বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করা
(d) উপরের সবগুলি
Answer – উপরের সবগুলি
Q.2. শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন —
(a) ফ্রয়েবেল
(b) মাদাম মন্তেসরি
(c) রুশো
(d) জন ডিউই
Answer – রুশো
Q.3. নীচের কোটি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয় ?
(a) শিশুর সক্রিয়তা
(b) অবাধ স্বাধীনতার সুযোগ দান
(c) শিশু হল প্রাপ্তবয়স্কদের ক্ষুদ্র সংস্করণ
(d) ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতির ব্যবহার
Answer – শিশু হল প্রাপ্তবয়স্কদের ক্ষুদ্র সংস্করণ
Q.4. শিশুকেন্দ্রিক শিক্ষা হল –
(a) মনস্তত্ত্বভিত্তিক
(b) ইন্দ্রিয় অনুশীলনের উপর গুরুত্ব দান
(c) বকাশমুখী
(d) উপরের সবগুলি
Answer – উপরের সবগুলি
Q.5. নীচের কোটি শিশুকেন্দ্রিক শিক্ষার নীতি নয় ?
(a) শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী অনুকূল পরিবেশ গঠন
(b) বয়স অনুযায়ী দায়িত্ব অর্পণ
(c) সমবেতভাবে কাজের পরিবেশ সৃষ্টি করা
(d) প্রতিযোগিতামূলক কাজের পরিবেশ সৃষ্টি করা
Answer – সমবেতভাবে কাজের পরিবেশ সৃষ্টি করা
Q.6. শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক হবে —
(a) পিতা ও পুত্রের ন্যায়
(b) দাতা ও গ্রহীতার ন্যায়
(c) বন্ধুর ন্যায়
(d) শাসক ও শাসিতের ন্যায়
Answer – বন্ধুর ন্যায়
Q.7. নীচের বিবৃতি থেকে সঠিক উত্তরটি বাছুন।
(i) শিশুশিক্ষা এবং শিশুকেন্দ্রিক শিক্ষা এক
(ii) শিশুশিক্ষা এবং শিশুকেন্দ্রিক শিক্ষা একই অর্থে ব্যবহৃত হয় না
(iii) শিশুকেন্দ্রিক শিক্ষা একটি ধারণা
(iv) শিশুশিক্ষা বয়সভিত্তিক
(a) i, ii, iii
(b) ii, iii, iv
(c) i, iii, iv
(d) i, ii, iii, iv
Answer – ii, iii, iv
Q.8. সঠিক উত্তরটি নির্বাচন করুন।
(a) শিশুকেন্দ্রিক শিক্ষায় সমাজ অপেক্ষা ব্যক্তির চাহিদার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে
(b) শিশুকেন্দ্রিক শিক্ষায় ব্যক্তি অপেক্ষা সমাজের চাহিদার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে
(c) শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যক্তি ও সমাজের চাহিদার মধ্যে সমন্বয় ঘটায়
(d) সমাজের ভূমিকা স্বীকার করলেও শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করে
Answer – শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যক্তি ও সমাজের চাহিদার মধ্যে সমন্বয় ঘটায়
Q.9. সঠিক উত্তরটি চিহ্নিত করুন।
(a) আদর্শবাদ শিক্ষাদর্শন শিশুকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করে
(b) প্রকৃতিবাদী শিক্ষাদর্শন শিশুকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করে
(c) প্রয়োগবাদী শিক্ষাদর্শন শিশুকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করে
(d) উপরের সবগুলি
Answer – প্রয়োগবাদী শিক্ষাদর্শন শিশুকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করে
Q.10. নীচের কোনটি সঠিক নয় ?
শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য হল –
(a) স্বাধীনতা
(b) সক্রিয়তা
(c) সমাজকেন্দ্রিকতা
(d) সৃজনশীলতা
Answer – সমাজকেন্দ্রিকতা
Q.11. নীচের কোনটি সঠিক নয় ?
শিশুকেন্দ্রিক শিক্ষার অন্তরায় হল —
(a) অর্থের অভাব
(b) তথ্যের অভাব
(c) খেলার উপর গুরুত্ব দান
(d) পরিবারের ভূমিকা
Answer – খেলার উপর গুরুত্ব দান
Q.12. শিশুকেন্দ্রিক শিক্ষা ও জীবনকেন্দ্রিক শিক্ষার মধ্যে সম্পর্ক কি ?
(a) শিশুকেন্দ্রিক শিক্ষা ও জীবনকেন্দ্রিক শিক্ষা এক
(b) শিশুকেন্দ্রিক শিক্ষা জীবনকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য অর্জনে সহায়তা করে
(c) শিশুকেন্দ্রিক শিক্ষা জীবনকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য অর্জনে বাধার সৃষ্টি করে
(d) শিশুকেন্দ্রিক শিক্ষার কেন্দ্র বিন্দু হল শিশু জীবনকেন্দ্রিক শিক্ষার কেন্দ্র বিন্দু হল সমগ্র জীবন
Answer – শিশুকেন্দ্রিক শিক্ষার কেন্দ্র বিন্দু হল শিশু জীবনকেন্দ্রিক শিক্ষার কেন্দ্র বিন্দু হল সমগ্র জীবন
Q.13. শিশু শিক্ষা আন্দোলনের প্রধান কারণ হল—
(a) জৈবিক
(b) দার্শনিক
(c) মনস্তাত্তিক
(d) সামাজিক
Answer – মনস্তাত্তিক
Q.14. সঠিক উত্তরটি চিহ্নিত করো —
(i) প্রগতিবাদী শিক্ষাদর্শনের অন্যতম ভিত্তি হল প্রয়োগবাদ
(ii) প্রগতিবাদী শিক্ষাদর্শনের অন্যতম ভিত্তি হল প্রকৃতিবাদ
(iii) প্রগতিবাদী শিক্ষাদর্শনের অন্যতম ভিত্তি হল ভাববাদ
(iv) প্রগতিবাদী শিক্ষাদর্শনের অন্যতম ভিত্তি হল পরীক্ষণমূলকবাদ
(a) i, ii
(b) i, iv
(c) ii, iii
(d) ii, iv
Answer – i, iv
Q.15. প্রগতিবাদী শিক্ষাদর্শনের আন্দোলন শুরু হয় –
(a) ইংল্যান্ডে
(c) জার্মানে
(b) আমেরিকায়
(d) কোনোটিতেই নয়
Answer – আমেরিকায়